![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাকেই দেখি কম্পিউটার অন করার পর কম্পিউটারকে ভাল ভাবে অনই হতে দেয়না তার আগেই শুরু করে দেয় মাউসের রাইট বাটন প্রেস করে রিফ্রেশ করা। শুধু কি তাই। কোন কাজ না থাকলে একটু পর পরই সবাই এই রিফ্রেস করতেই থাকে। এর কারনটা কি? আসলে এই রিফ্রেসের কাজটা কি? কেন আমরা সবাই এটার পিছে লেগে থাকি ? নরমাল ইউজার থেকে শুরু করে অনেক এডভান্স লেভেলের ইউজারাও এই কাজটা করে থাকে। কিন্তু কেন? কারও কি জানা আছে সঠিক উত্তর?
কার কার আছে এই বদ অভ্যাস? হাত তুলুন যদিও হাতটা আগে আমাকেই তুলতে হবে। কারন বদ অভ্যাসটা আমারও আছে
।
১১ ই জুন, ২০১৩ রাত ৮:১৩
মো: আতিকুর রহমান বলেছেন: না ভাই আপনার কাজটা করে দেখলাম কঠিন আছে। এর থেকে আমার রিফ্রেস করাই ভালো।
২| ১১ ই জুন, ২০১৩ রাত ৮:১৬
রিফাত হোসেন বলেছেন: এটা বদঅভ্যাস.. এটা সাধারনত উইন্ডোজ নিজেই করে থাকে .. ম্যানুয়েলী তখনই করা হয় যখন এটি আটকে যায় বা ডেস্কটপ এর ছবি বা আইকন গুলি হ্যাং হয়ে আসে কোথাও । তবে আজকাল আর দরকার পরে না । উইন্ডোজ অনেক ভাল হয়ে গিয়েছে !
উইন ৮ Refresh your PC without affecting your files এইটা এইটা থেকে বহু কার্যকরী ।
১১ ই জুন, ২০১৩ রাত ৯:১৩
মো: আতিকুর রহমান বলেছেন: সহমত আপনি সঠিকটা বলেছেন। অনেকেই মনে করে রিফ্রেস করলে পিসির স্পিড বাড়ে, র্যাম মেমরি ক্লিন হয় কিন্তু এই ধারনা গুলা ভুল। রিফ্রেসের কাজ ডিসপ্লের বা বিভিন্ন কাজের চেঞ্জেস গুলা আপডেট করা। যেটা এখন অটোমেটিক আপডেট হয়ে যায়। এছাড়া রিফ্রেশের আর অন্য কোন কাজ নাই...
৩| ১১ ই জুন, ২০১৩ রাত ৮:১৭
রিফাত হোসেন বলেছেন: এই রিফ্রেশটা কেন বিলুপ্ত করে না... সেইটাই ভাববার বিষয় !
১১ ই জুন, ২০১৩ রাত ৯:২৪
মো: আতিকুর রহমান বলেছেন: হাই হাই কন কি, এটা বিলুপ্ত হইলে আমি কি টিপমু?!? এমনিতেই এই বাটনটা না থাকার জন্য নেট ব্রাউস করার সময় কত্ত সমস্যা হয় আমার। অকারনে টিপার কিছু পাইনা!
আর উইন্ডোজ 8 এ কাজের জিনিস স্টার্ট মেনুটা বিলুপ্ত হয়ে গেছে
৪| ১১ ই জুন, ২০১৩ রাত ৮:১৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমার "Tree" কমান্ডটা এখন বদ অভ্যাস হয়া গেছে।
১১ ই জুন, ২০১৩ রাত ৯:২৮
মো: আতিকুর রহমান বলেছেন: আমি শুধু রিফ্রেস এডিকটেড । Tree কমান্ড ইউজ করতে মনে থাকেনা। তয় ট্রি কমান্ড খান আসলেই কামের জিনিস কিন্তুক...
৫| ১১ ই জুন, ২০১৩ রাত ৯:২১
হাসান মাহবুব বলেছেন: রিফ্রেশ আর ট্রি করতে আমার ভালু লাগে। এডি করলে পিসির কনফিডেন্স বাড়ে
১১ ই জুন, ২০১৩ রাত ৯:৩৩
মো: আতিকুর রহমান বলেছেন: আপনি এতকুনে আসল কামের কতা কইছেন । আর কিছু বাড়ুক না বাড়ুক পিসির কনফিডেন্স লেভেলটা কিন্তু ১০০% বাড়ে। ইউজাররা রিফ্রেস করে সাচ্ছন্দ বোধ করে... এটা সত্যই..
৬| ১২ ই জুন, ২০১৩ রাত ৩:১৫
poops বলেছেন: রিফ্রেস করলে নিজেরে অনেক বড় পণ্ডিত মনে হয়
এইটা করতে পারেন -
start > run > cmd > cd > tree > d: > tree > e: >tree.....
১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৭
মো: আতিকুর রহমান বলেছেন:
হেহে পণ্ডিত। লোলাজ
আপনি আপনার কমান্ডটা আরো সহজে করতে পারেন...
প্রথমে নোটপ্যাড ওপেন করেন, এরপর নিচের কোডটি
Echo Off
cd/
Tree
C:
Tree
D:
Tree
E:
Tree
F:
Tree
G:
কপি পেস্ট করে দিন। পিসিতে আরো ড্রাইভ থাকলে একই নিয়মে লিখে দিন। এরপর ফাইলটা "Tree.bat" নামে সেভ করে ফেলুন। ব্যাছ হয়ে গেল। আর কষ্ট করে রান এ গিয়ে লিখে কমান্ড দিতে হবেনা। জাস্ট যখন দরকার হবে তখন এই Tree.bat ফাইলটাই ডাবল ক্লিক করলেই কম্পিউটারের সব ড্রাইভে এক সাথে ট্রি কমান্ডটি কাজ করবে।
৭| ১২ ই জুন, ২০১৩ রাত ৩:২৭
কাজী মামুনহোসেন বলেছেন: আমারও এই অভ্যাস আছে.....
১৩ ই জুন, ২০১৩ বিকাল ৪:০২
মো: আতিকুর রহমান বলেছেন: হাই হাই কি কন? কেমনে হইলো এই অভ্যাস? এটা কিন্তুক খুব খারাপ অভ্যাস। সময় থাকতে লেডিস ডাকতারের কাছে দোড়ান...
৮| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৩
তানজিয়া মোবারক মণীষা বলেছেন: হায় হায়, আগে তো ভেবে দেখিনি এভাবে! আমারো একই অভ্যাস আছে, আসলে কম্পিউটার যখন বাসায় আনলো, তখন যে লোকটা সেট করে দিয়েছে সে বলেছিলো রি-ফ্রেস দিলে নাকি প্রোগ্রাম গুলো অপারেট এর বেলায় সুবিধা হয়, কম্পিউটারের জন্য ভালো। সেই থেকে একটু পরপরই গোটা ১০/১৫ বার রি-ফ্রেস দেই।
৯| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৬
টিনটিন` বলেছেন: নতুন পিসি কেনার পর কিংবা পিসি ব্যাকহার শুরুর সময় কেউ না কেউ ঠিকই শিখায়ে দেয় পিসি রিফ্রেস করাটা। সেই অভ্যাসই থেকে যায়।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৩ রাত ৮:০৩
মিত্রাক্ষর বলেছেন: বার বার Refresh করার অভ্যাস না থাকলেও আমার বদ অভ্যাস হচ্ছে ফোল্ডার ওপেন করা আর ক্লোজ করা