নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভার্চুয়াল জগতে ডুবে আছি

মো: আতিকুর রহমান

মনটা ভাল নাই :(

মো: আতিকুর রহমান › বিস্তারিত পোস্টঃ

IDM'কে বোকা বানিয়ে অফিসের পিসিতে ডাউনলোডরত ইনকমপ্লিট ফাইল বাড়ীর পিসিতে Resume করুন.. শুধু কপি পেস্ট করে...

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫২

মাঝে মধ্যেই আমার এমন হইতো যে অফিসের পিসিতে মুভি ডাউনলোড করতে দিয়েছি, ৮০% মত ডাউনলোড হয়ে গেছে কিন্তু এদিকে ৫ টাও বেজে গেছে:-*। তো এই ২০% এর জন্য আবার কালকের জন্য অপেক্ষা করতে হবে/:)? ধুররর! মনে হইতো ইস এটা যদি বাড়ীর পিসিতে গিয়ে আবার ঐ ৮০% থেকেই রিজিউম করতে পারতাম...





ভাবতে লাগলাম কি করা যায়... হরলিক্সের মগ হাতে ভাবতে ভাবতে আইডা আসলো:P...

IDM এরই বিল্ট-ইন ইম্পোর্ট/এক্সপোর্ট এই অপশনটাকে কাজে লাগানো গেলে কেমন হয়? যেমন কথা তেমন কাম... সমানে গুতাইতে লাগলাম। ডাউনলোডরত ফাইল পজ(pause) করে ফাইলটা এক্সপোর্ট করে নিলাম। এরপর আইডিএমের টেমপোরারি ডাউনলোড ফোল্ডার থেকে ফাইলের ডাটাগুলো কপি করে বাসার পিসিতে গিয়ে ইম্পোর্ট করে ট্রাই করলাম। হ্যা রেজাল্ট পেলাম। রিজিউম হইলো। কিন্তু একটু পরেই সমস্যা আইডিএম মেসেজ দিল "File corrupted! IDM will resume the file from last corrupted section" এধরনের কিছু একটা। এবং ডাউনলোডকৃত ৬০০ এমবির ফাইল থেকে ১০০MB মত গাইয়েব হয়ে যেত! দেখেন তো কি জালা!





শেষমেস মনে হইলো নাহ এভাবে হবেনা। কি করা যায়? কি করা যায়? ...





এবার কমপ্ল্যানের মগ হাতে ভাবতে ভাবতে আবার আইডিয়া:-*...

ভাবলাম আইডিএমের পুরা গুষ্টিকেই যদি কপি করে নিয়ে যায় তাইলে কেমন হয়? আইডিয়াটা মোটেও খারাপ ছিল না। কিন্তু প্যাচ লাগলো এবারও! আইডিএম যখন কপি করতে গেলাম... ওরে আল্লাহ্‌ কত জাগাই জাগাই আইডিএমের ইন্সটলড ফাইল ছড়াই ছিটাই আছে। এগুলা কপি করতে করতে বুইড়া হয়া যামুগা!/:) এই আইডিয়াটার উপরেও পানি পড়ে গেল।

এরপর হরলিক্স আর কমপ্লেন একসাথে মিসাই মগ হাতে ভাবতে ভাবতে আবার আইডিয়া... X(

আচ্ছা আইডিএমের পোর্টএবল ভার্শন দিয়ে দেখলে কেমন হয়? আর পোর্টেবল সফটওয়্যারের সব ইন্সটলড ফাইল একটা ফোল্ডারের মধ্যেই ইন্সটল থাকে:P। তো খুশিতে লাফাইতে লাফাইতে ভাবলাম এবার আর ঠেকাই কে;)? পেনড্রাইভে পোর্টেবল আইডিএম ইন্সটল করলাম। এবং অফিসের পিসিতে পোর্টেবল আইডিএম দিয়ে একটা ফাইল ১০% ডাউনলোড করে পজ করে রাখলাম বাসায় গিয়ে রিজিউম করব তাই। আমিতো খুশিতে গদো গদো। বাড়ীতে আসলাম পিসিতে পেনড্রাইভ লাগাই ওপেন করে দেখলাম আহা কি আনন্দ ফাইলটা ১০% ডাউনলোড হয়ে আছে শো করতেছেB-)। দিলাম রিজিউম বাটনে ক্লিক... ক্লিক করতেই চুন কালী এসে মুখে পড়লো! ১০% থেকে রিজিউম হওয়া বাদ দিয়ে আবার সেই ০% থেকে ডাউনলোড হতে শুরু করল। মেজাজটাতো আকাশে উঠে গেল।

এবার হরলিক্স, কমপ্লেন, দুধ, কলা, সব একসাথে মিক্সড করে মগ হাতে ভাবতে ভাবতে আবার আইডিয়া... X((

আচ্ছা আমার অফিসের পিসিতে যখন পেনড্রাইভটা লাগাচ্ছি তখন এটা "j" ড্রাইভ শো করছে। আর বাড়ীর পিসিতে যখন লাগাচ্ছি তখন ঐ পেনড্রাইভটাই "L" ড্রাইভ শো করছে। এটার কারন অফিসের পিসিতে ডিভিডি ড্রাইভসহ হার্ড ড্রাইভ আছে ৭ টা তাই সিরিয়ালি পেন্ড্রাইভটা 'j' ড্রাইভ হয়ে যাচ্ছে। আর বাড়ীর পিসিতে ডিভিডি ড্রাইভসহ হার্ডড্রাইভ আছে ৯ টা। তাই সিরিয়ালি বাড়ীর পিসিতে পেনড্রাইভটা "L" ড্রাইভ হয়ে যাচ্ছে। হুম... বুঝতে পারলাম সমস্যাটা তাহলে এখানেই।

মগ থেকে ঢোক নিতেই আবার আইডিয়া হাজির...:)

আইডিএমের পোর্টেবল ভার্শনটি যদি এমন একটা ড্রাইভে ইন্সটল করি যেই ড্রাইভটা অফিসের পিসিতেও এভেইলেবল আছে এবং সাথে বাড়ীর পিসিতেও এভেইলেবল আছে, তাহলে কেমন হয়? আইডিএম বাবা তুমি ধরা খাইছো:D। যথারীতি পোর্টেবল আইডিএমকে "D" ড্রাইভে ইন্সটল করলাম। আর "D" ড্রাইভ সব পিসিতেই এভেইলেবল থাকে। এরপর একটা ফাইল ১০% ডাউনলোড করে পজ করে নিয়ে আইডিমের ইন্সটলড ফোল্ডার পুরোটা পেনড্রাইভে কপি করে নিলাম। এরপর বাড়ীতে ফিরে পেনড্রাইভ পিসিতে লাগিয়ে আইডিএমের কপিকৃত ফোল্ডারটি "D" ড্রাইভে পেস্ট করে দিলাম। ফাইনালি ওপেন করে দেখতে পেলাম ফাইলটা ১০% ডাউনলোড হয়ে আছে শো করছে। এবার রিজিউম বাটোনে প্রেস করে দিলাম। তারপর আর কি, কোন সমস্যা ছাড়াই ১০% থেকে রিজিউম হয়ে ডাউনলোড হওয়া শুরু করল। মিশন সাকসেসফুলB-)

রিজিউমের সমস্যা সমাধান হইলো। কিন্তু কিছু ঝামেলা থেকেই গেলো! যেমনঃ পোর্টেবল আইডিএম রান থাকা অবস্থায় আপনার পিসিতে ইন্সটল থাকা আইডিএম বন্ধ রাখতে হবে। পোর্টেবল আইডিএম ওপেন/ক্লোজ করার সময় আপনাকে সব ব্রাউজার আগে ক্লোজ করতে হবে। তা নাহলে আইডিএম ওপেন/ক্লোজ করতে পারবেন না ইত্যাদি। শেষমেস মনে হলো... নাহ এভাবে করা অনেক ঝামেলা। তাই ডিফল্ট সেটাপ দেয়া আইডিএম দিয়ে কিছু একটা করতে হবে। কারন আমার পক্ষে এত ঝামেলা বিরক্তকর মনে হচ্ছিলো।



এরপর আবার ভাবতে লাগলাম... সব কিছুই তো চেস্টা করে দেখলাম। কি বাদ থাকলো...



হঠাৎ মাথায় এমনিতেই আসলো আচ্ছা এবার আইডিএমের রেজিস্ট্রি ফাইল দিয়ে দেখি কিছু করা যায় কিনা... রেজিস্ট্রি এডিটরের মধ্যে ঢুকে গুতাতে লাগলাম। এরপর গুতিয়ে গুতিয়ে যেটা বার করলাম... আইডিএম যে ফাইলগুলো ডাউনলোড করে সেগুলার সমস্ত ডাটা আইডিএম রেজিস্ট্রি ফাইলের মধ্যে সেইভ করে রাখে। তাহলে অফিসের পিসির রেজিস্ট্রি ফাইল যদি কপি করে নিয়ে গিয়ে বাড়ীর পিসিতে ইন করায় তাহলে কি হয় দেখা যাক... যেমনটা ভেবেছিলাম... একটা ফাইল আবার ১০% ডাউনলোড করে পজ করে পিসি থেকে আইডিএমের রেজিস্ট্রি ফাইল সেভ করলাম এবং টেম্পোরারি ডাউনলোড ফোল্ডার থেকে ডাউনলোডের ডাটা গুলো পেনড্রাইভে কপি করে নিলাম... এরপর বাড়ীর পিসিতে এসে রেজিস্ট্রি ফাইল ইমপোর্ট করালাম এবং টেম্পোরারি ডাউনলোডের ফাইল গুলো যথা স্থানে কপি পেস্ট করে দিলাম। এবার আইডিএম রিস্টার্ট করে দেখলাম হ্যা আমার ফাইলটা শো করতেছে। এবং সেটা যে ১০% পর্যন্ত ডাউনলোড হয়ে ছিল সেটাও দেখাচ্ছে। এবার দিলাম রিজিউম বাটন প্রেস করে। আর তারপরেই যেটা হল... B-)) B-)) ঐ ১০% থেকেই রিজিউম হয়ে ডাউনলোড হওয়া শুরু হইলো... B-)





ফাইনালি আমার সব কষ্ট সার্থক হইলো!!

যাক অনেক পেচাল পাড়লাম। রোজার মধ্যে সময় কাটছে না তাই লিখেই যাচ্ছি... এবার চলুন কিভাবে করতে হবে টিউটোরিয়াল দেখি...



টিউটোরিয়ালঃ

১. প্রথমে "C" ড্রাইভে "IDM" নামে একটা ফোল্ডার তৈরি করুন।





২. সিস্টেম ট্রেতে আইডিএম আইকনের উপর ক্লিক করুন...





৩. আইডিএম ওপেন হওয়ার পর "Downloads" মেনুতে ক্লিক করে "Options" এ ক্লিক করুন।





৪। এবার "Save To" ট্যাবে ক্লিক করে "Temporary directory" "Browse" বাটনে ক্লিক করার পর, "C" ড্রাইভে আমাদের জাস্ট তৈরি করা "IDM" ফোল্ডারটি সিলেক্ট করে দিন। এবং "OK" বাটনে ক্লিক করে বের হয়ে আসুন।





৫. এবার আপনার ইচ্ছামত একটা ফাইল ডাউনলোড করতে দিন। ফাইলটি অবশ্যই রিজিউম সাপোর্টেড হতে হবে। এবার যতটুকূ ইচ্ছা ডাউনলোড করুন। আমি উদাহরন হিসেবে একটা মুভি 99% ডাউনলোড করলাম । অফিস ছুটি হয়ে গেল। এবার ফাইলটা বাড়ীর পিসিতে রিজিউম যেভাবে করতে হবে...



৬. প্রথমে ফাইলটির ডাউনলোড প্রোসেস পজ করতে হবে।



৭. এবার "C" ড্রাইভে আমরা একটু আগে যে টেম্পোরারি ডাউনলোড ফোল্ডার IDM তৈরি করেছিলাম... সেটা ওপেন করেন। এর মধ্যে আরও দুটা নতুন ফোল্ডার এড হয়েছে দেখতে পাবেন। একটা 'DwnlData' আরেকটা পিসির ইউজার নেমের নাম। *বিদ্রঃ অফিসের পিসির ইউজার নেম নিখুত ভাবে নোট করে রাখুন*। কারন যে পিসিতে ডাউনলোড শুরু করা হবে অন্য পিসিতে ফাইল্টি রিজিউম করতে সে পিসিরই ইউজার নেম ব্যবহার করতে হবে। এবার যে ফাইলটা ডাউনলোড হচ্ছিলো সেটা এখান থেকে পেনড্রাইভে কপি করে নিতে হবে। আরেকটা জিনিস খেয়াল করুন টেম্পোরারি ডাউনলোড ফোল্ডারে ডাউনলোডরত ফাইলের ফোল্ডারটি ওপেন করলে একটা any-name.log নামে ফাইল পাওয়া যাবে। এই লগ ফাইলের .log এক্সটেনশনটির আগে একটা সিরিয়াল নাম্বর পাওয়া যাবে। এটা নোট করুন। যেমন আমার ফাইলটির সিরিয়াল নাম্বার 114।





৮. এরপর Windows key + R প্রেস করুন। রান কমান্ড ওপেন হলে সেখানে লিখুন "regedit" এবং এন্টার দিন।





৯. একটা উইন্ডো ওপেন হবে। এবার যথাক্রমে ওপেন করুন HKEY_CURRENT_USERSoftwareDownloadManager এবার লগ ফাইলের যে সিরিয়াল নাম্বর নোট করেছিলেন। সেই সিরিয়াল নাম্বরের ফোল্ডারটি এখানে খুজে দেখুন দেখতে পাবেন। আমার সিরিয়াল নাম্বর ছিল 114।





১০. এরপর আপনার ফাইলের সিরিয়াল নাম্বরের ফোল্ডারের উপর মাউসের রাইট বাটন প্রেস করে "Export" বাটনে ক্লিক করুন। এরপর পরের উইন্ডোতে জানতে চাইবে আপনি রেজিস্ট্রি ফাইলটি কোথায় সেভ করতে চান। পেনড্রাইভ সিলেক্ট করে একটা নাম দিয়ে "Save" বাটনে ক্লিক করে দিন। তাহলেই রেজিস্ট্রি ফাইলটি পেনড্রাইভে সেভ হয়ে যাবে।





আমাদের অফিসের পিসিতে সব কাজ শেষ। এবার বাড়ির পিসিতে ফাইলটি রিজিউম করার পালা...



১১. বাড়ীর পিসি অন করে নেট কানেক্ট করুন। এবার পেনড্রাইভে আমরা যে রেজিস্ট্রি ফাইলটি সেভ করে ছিলাম সেটা ডাবল ক্লিক করে ওপেন করুন... রেজিস্ট্রি ফাইলটি সেটাপ দিতে চান কিনা জানতে চাইবে... "Yes" করে দিন। তাহলেই রেজিস্ট্রি ফাইলটি ইন্সটল হয়ে যাবে। এবার আইডিএমের ডাউনলোড লিস্ট রিফ্রেস করার জন্য সিস্টেম ট্রে থেকে আইডিএম লোগোর উপর রাইট বাটন ক্লিক করে আইডিএম "Exit" করে দিন। এবার আবার স্টার্ট মেনু থেকে আইডিএম এ ক্লিক করে চালু করুন... দেখুন আপনার অফিসের যে ফাইলটা বাড়ির পিসিতে রিজিউম করতে চাচ্ছিলেন সেটা শো করতেছে। এবং যতটুকু পরিমান ডাউনলোড করেছিলেন সেটারও একটা নির্দিষ্ট % শো করতেছে।





১২. এবার পেনড্রাইভে যে টেম্পোরারি ডাউনলোড ফোল্ডারটি কপি করে এনেছিলেন সেটা। "C" ড্রাইভের "IDM" ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিন... এভাবে "C:IDMDwnlDataoffice Pc's username(অফিসের পিসির ইউজার নেম যেটা নোট করতে বলেছিলাম") ইউজার নেমের মধ্যে ফোল্ডারটি পেস্ট করে দিন। সব কাজ শেষ এবার আইডিএম ওপেন করে "Resume" বাটন প্রেস করুন আর মজা দেখুন...;) আপনার ফাইলটি যে পর্যন্ত ডাউনলোড করে এনেছিলেন সেখান থেকেই কোন ঝামেলা ছাড়াই আবার রিজিউম হবে... :D



কমপ্ল্যান, হরলিক্স এগুলা সব ফালতু জিনিস (প্রমানিত):P



বিদ্রঃ আইডিএমের টেম্পোরারি ডাউনলোড ফোল্ডার থেকে যে ফাইলটা ডাউনলোড করছেন সেটা সহজেই বুঝতে C:IDMDwnlDatausername ফোল্ডারটি ওপেন করুন। এরপর মাউসের রাইট বাটন প্রেস করে "Group By > Date" সিলেক্ট করে দিন। তাহলে আপনার লাস্ট রানিং ডাউনলোড ফোল্ডারটি সবার উপরে শো করবে। আর পোর্টেবল আইডিএম ভার্শনটি কারো দরকার হলে জানায়েন। আপলোড করে দিব।



কোন সমস্যা বা কোন জাগাই বুঝতে সমস্যা হলে জানাবেন...

মন্তব্য ৬২ টি রেটিং +৩১/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২১

আমিনুর রহমান বলেছেন:


দুর্দান্ত পোষ্ট +++

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৪

মো: আতিকুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আমিনুর ভাই।
আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল। শুভ কামনা সব সময়....

২| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৪

স্বপ্নতরী (রাজু) বলেছেন: জমা রাখলাম - পরে কাজে লাগাবো।

এত্ত টেক্সট!!! B-)

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৩

মো: আতিকুর রহমান বলেছেন: এক বস্তা ধইনাপাতা লন...

এত টেক্সট দেখে আমি নিজেও অবাক। ছেলে বেলাই উন্নতমানের একজন পড়া লেখা চোর ছিলাম। আর সেই আমি এত গুলা টেক্সট কেমনে লিখলাম... :-B !
শুভ কামনা সবসময়...

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৯

মো: আতিকুর রহমান বলেছেন: আসোলে সম্পূর্ণ এক্সপেরিমেন্ট তুলে ধরেছি তাই এত্ত টেক্সট হয়ে গেছে :P। তার পরেও আমি অনেক সংক্ষেপে লিখেছি। বিস্তারিত লিখলে আরও বিশাল হইতো :D

৩| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৭

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই এটা তো একেবারে পোস্ট অফ দ্য মান্থ দিয়া ফেলাইলেন।প্লাস।

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৬

মো: আতিকুর রহমান বলেছেন: :!> রোযা লেগেগেছিল কিন্তু পেটটা ভইরা গেল আপনার মন্তব্য পড়ে। ধইনাপাতা রাখেন...
শুভ কামনা সবসময়...

৪| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৫

মুখ ফি বলেছেন: কামের জিনিস। ++++ লন

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৩

মো: আতিকুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই... 8-|
শুভ কামনা রইলো...

৫| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চ্রম তো!!!!!!!!

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৮

মো: আতিকুর রহমান বলেছেন: 8-| 8-| ধইনাপাতা লন ইরফান ভাই...
শুভ কামনা রইলো...

৬| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫০

আমি রেদওয়ান বলেছেন: কামের জিনিস একখান। +++

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২০

মো: আতিকুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ রেদওয়ান ভাই...
ভাল থাকুন সবসময়... 8-|

৭| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫২

[বাকের ভাই] বলেছেন: কাজটা ভালো হয়েছে । তবে পদ্ধতিতা অনেক জটিল ।

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪০

মো: আতিকুর রহমান বলেছেন: ধন্যবাদ বাকের ভাই 8-|
তবে পদ্ধতিটা জটিল মনে হচ্ছে কারন সবার সহজে বুঝতে পারার জন্য আমি অনেক বিশাল বিস্তৃত বিবরনসহ লিখেছি। যার জন্য কঠিন মনে হচ্ছে। একবার করে দেখুন ৩০ সেকেন্ডের বেশী সময় লাগবে না।

আর "C" ড্রাইভে ''IDM'' ফোল্ডার তৈরি করতে বললাম, টেম্পোরারি ডাউনলোড ফোল্ডার চেঞ্জ করতে বলেছি। এগুলা কিন্তু বার বার করতে হবেনা। প্রতিটা পিসিতে একবার করে করলেই আর পরবর্তী সময় থেকে করতে হবেনা। তখন শুধু রেজিস্ট্রি ফাইল্টা Export দিয়ে টেম্পোরারি ডাউনলোড ফোল্ডারটি কপি করে অন্য পিসিতে পেস্ট করে দিলেই কাজ শেষ। এখন দেখুন কত অল্প কাজ... 8-| অনেক সোজা দুএকবার করেই দেখুন...

শুভ কামনা... 8-|

৮| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৫

আহসান ঊদ্দিন খান বলেছেন: আপনি ভাই একটা কামের কাম করসেন, পুরাই আমার মনের মত। আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস... এন্ড ++++++

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৬

মো: আতিকুর রহমান বলেছেন: কৃতজ্ঞতা এবং আপনাকেও মেনি মেনি ধইনাপাতা...
ভালো থাকুন সবসময়...

৯| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: দুঃখী জীবনে আশার আলো দিলেন ভাই, দেখি কাজে লাগায়ে। :P প্রিয়তে নিলাম। ++++ :)

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৮

মো: আতিকুর রহমান বলেছেন: আপনার IDM জীবনে আশার আলোর সুইচ অন করতে পেরে ধইন্যা হয়ে গেলাম :P। অসংখ্য ধইনাপাতা আপি...
ভালো থাকুন সবসময়... 8-|

১০| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৫

অদ্ভুত_আমি বলেছেন: আসলেই অনেক ভালো একটা Solution বের করেছেন ভাই :)

আমি IDM Install দেয়ার সময়ই Option হতে Save As গুলি C Drive হতে চেঞ্জ করে অন্য Drive সিলেক্ট করে দেই, তাই পদ্ধতি টা তেমন জটিল লাগে নি ভাই :)

আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য ।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪০

মো: আতিকুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই... :) :!>

টেম্পোরারি ডাউনলোড ফোল্ডারের জন্য অন্য ড্রাইভ সিলেক্ট করলেও কোন সমস্যা নাই শুধু খেয়াল রাখবেন, যে ড্রাইভের যে লোকেশানে ডাউনলোড প্রোসেস শুরু করবেন সেই সেম লোকেশান এবং সেম ড্রাইভ যেন অন্য পিসিতেও ঠিক করা থাকে। তানাহলে কিন্তু রিজিউম না হয়ে প্রথম থেকে ডাউনলোড হওয়া শুরু করবে।

ধইনাপাতা রাখেন...
শুভ কামনা...

১১| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫০

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: টেকি পোস্ট তো, মাথার উপ্রে দিয়া গেলু। ধরতে টাইম লাগবু।

তবে, নুবলে পাওয়ার মত একখান কাজ করছনে বইলাই মনে অইলো। তাই স্টার বাটন চাপলাম =p~

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৮

মো: আতিকুর রহমান বলেছেন: রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: টেকি পোস্ট তো, মাথার উপ্রে দিয়া গেলু। ধরতে টাইম লাগবু।

তবে, নুবলে পাওয়ার মত একখান কাজ করছনে বইলাই মনে অইলো। তাই স্টার বাটন চাপলাম

হাহা কমেন্ট অফ দা ডে =p~ =p~ । আপনার কমেন্টটা অনেক মজার হাসতেই আছি =p~ :P :D
ধন্যবাদ ভাই।
ভাল থাকুন... 8-|

১২| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৩

তন্দ্রা বিলাস বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫০

মো: আতিকুর রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য... 8-|

১৩| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫১

আমিই মিসিরআলি বলেছেন: ধইন্না পাতা লন ভাই ++++++++

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৯

মো: আতিকুর রহমান বলেছেন: দেন ভাই দেন :P তয় বরবটি, মিস্টিকুমড়া, পেপেও তো দেখতেছি! এগুলাও নিতাম না?? :-B

ধন্যবাদ ভাই... 8-|

১৪| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:২৫

অ্যামাটার বলেছেন: উফফ! পুরাই অনন্ত জলিল রজনীকান্ত ফেইল আইডিয়া স্যারজি!!
নেন, স্যালুট নেন!

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৫

মো: আতিকুর রহমান বলেছেন: ওরে মোর আল্লাহ মুই আবার কি কল্লাম?!? ! #:-S পুলিশ ক্যা? =p~

ধন্যবাদ ভাই...
ঈদ মোবারক...

১৫| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৭

েবনিটগ বলেছেন: =+

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৯

মো: আতিকুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই...
ঈদ মোবারক... 8-| 8-|

১৬| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৯

নিয়ামুল ইসলাম বলেছেন: পুরাই চখাম ভাইয়া। +++

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১০

মো: আতিকুর রহমান বলেছেন: :) ধন্যবাদ ভাই... 8-|

ঈদের শুভেচ্ছা...
ঈদ মোবারক...

১৭| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৮

টিভি পাগলা বলেছেন: প্রিয়ত রাখলাম।

০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

মো: আতিকুর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই... 8-|
ঈদের শুভেচ্ছা নেন এবং ঈদ পরোবি এডভান্স দেন... :P

১৮| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১০

শরৎ চৌধুরী বলেছেন: প্রিয়তে নিলাম। জোশ পোষ্ট।

০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

মো: আতিকুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই... :)
আপনার মন্তব্য পেয়ে ভাল লাগলো 8-|
ঈদ মোবারক...
শুভ কামনা সবসময়...

১৯| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৩

টিভি পাগলা বলেছেন: মডু সাব, এইবার নির্বাচিত কলামে নিয়ে যান, আপনি যখন প্রিয়তে নিলেন, স্টিকি করতে সমস্যা নাই।

পোস্ট দাতা তো হালকা গোস্বা করেছে।

০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

মো: আতিকুর রহমান বলেছেন: আমার পোস্ট দেরিতে হলেও এখন নির্বাচিত পাতাতেই আছে... B-)
গোস্বা হাল্কা পাতলা হয়েছিলম কিন্তু এখন আর নাই। :P
আপনাকে আবারও ধন্যবাদ... :)

২০| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫১

আরজু পনি বলেছেন:

অনেক ভালো পোস্ট। আমি টেকি কম বুঝি ...আমারও কাজে লাগতে পারে।

প্রিয়তে নিলাম।।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৭

মো: আতিকুর রহমান বলেছেন: এক ট্রাক ধইনাপাতা আপু... :)
ঈদের শুভেচ্ছা নিন...
শুভ কামনা...

২১| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫

আরজু পনি বলেছেন:

নিয়মিত টেকি পোস্ট পাওয়ার আশায় আপনাকে অনুসরণ করলাম।


আর আমার ব্লগেও আপনার দাওয়াত...ছাই পাশ যাই লিখি না কেন... ভুল ধরিয়ে দিতে হলেও যাবেন প্লিজ।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২১

মো: আতিকুর রহমান বলেছেন: গপ্ল, কবিতা, গান পাওয়ার লোভে একটু আগেই আপনাকেও অনুসরন করেফেলেছি... তাই এখন থেকে রেগুলার আমাকে পেয়ে যাবেন।

২২| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০১

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি যেহেতু আইডিএম ইউজ করিনা তাই এ পোস্টটা বাদ দিয়ে গেসিলাম।
বেশ ভাল লিখসেন আতিকুর, মনে রাগ রাইখেন না :) ||

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩২

মো: আতিকুর রহমান বলেছেন: কোন রেহাই নাই আপনার থেকে ঈদ পরবি ডাবল আদায় করা হবে। ;)

ধন্যবাদ মুন ভাই। আর আরেকটা কথা আমার নাম আতিকুর না। আমার নাম আতিক রহমান। নিক নামঃ আতিক। সামুতে আইডি খুলতে গিয়ে আমার নামের কোন টায় এভেইলেবল পাচ্ছিলাম না। তাই একবার ভাবছিলাম আতিকুর দিয়ে দেখি হয় কিনা। আর পুড়া কপাল দেখেন এটাই হয়ে গেছে! ভাই আমি আমার নিক পরিবর্তন করতে চাই। কোন হেল্প করতে পারবেন? প্লিজ লাগে ভাই... হেল্পান...

ঈদের শুভেচ্ছা রাখেন... 8-|

২৩| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অস্থির পোষ্ট!!!! আমার তরফ থেকে বেশি কইরা হরলিক্স আর নিডো খাবার অফার থাকলো। প্রিয়তে নিলাম ভাই।

প্লাস।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৮

মো: আতিকুর রহমান বলেছেন: @কাল্পনিক_ভালোবাসা অসংখ্য ধইনাপাতা ভাই...
হরলিক্স আর নিডোর জন্য স্পেশাল ধন্যবাদ... ;)
ঈদের শুভেচ্ছা নেন... 8-|

২৪| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৬

ইমরাজ কবির মুন বলেছেন:
নারে ভাই, আমি অত্যন্ত নগন্য একজন।এসব ব্যাপারে ডিরেক্টলি হেল্প করার ক্ষমতা আমার বিন্দুমাত্র নাই।তবে ইনডাইরেক্টলি একটা হেল্প করতে পারি।আপনার এখানে যেহেতু ব্লগ ক্রিয়েটর এর আগমন ঘটসে এবং আপনি ওনাকে অল্প হলেও ইমোশনাল করতে পারসেন (আমার মনে হৈসে আরকি ;) ) - ওনার ব্লগে গিয়ে এ ব্যাপারে রিকুয়েস্ট করে দেখেন।প্রবলেম সল্ভড হতেো পারে :) ||

০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৫

মো: আতিকুর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই সাজেশনের জন্য...
ট্রাই করে দেখবো...

২৫| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৬

শাওণ_পাগলা বলেছেন: প্রিয়তে রাইখা দিলাম। কখন আবার দরকার পড়ে। =p~

০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫১

মো: আতিকুর রহমান বলেছেন: ধইনাপাতা তয় আপনে হাসতাছেন কিল্লেগা? ;) :D

২৬| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

হোমো স্যাপিয়েনস বলেছেন: প্রিয়তে।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২২

মো: আতিকুর রহমান বলেছেন: ধন্যবাদ। 8-|

২৭| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫২

মাজহারুল হুসাইন বলেছেন: জোস একটা পোস্ট । ধন্যবাদ ।

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৬

মো: আতিকুর রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই :)
শুভ কামনা সব সময়...

২৮| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১১

জিপসি মেহেদি বলেছেন: + নং ২৭ ;) ;)

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৩

মো: আতিকুর রহমান বলেছেন: ধইনাপাতা নং ২৮ ;) ;)

২৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০১

ইখতামিন বলেছেন:
আমিনুর রহমান বলেছেন:


দুর্দান্ত পোষ্ট +++ :)

৩০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯

সুমন কর বলেছেন: প্রিয়তে নিলাম।

৩১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

্েজাহা বলেছেন: আপনি আমার ব্লগে টরেন্ট এর বিষয়ে বলেছেন যে হ্যা করা যাবে, কিভাবে করবো প্রসেস টা একটু বলবেন প্লিজ

৩২| ১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

ড্রাগন ফ্লাই বলেছেন: এতো লেখার টাইম কৈ পান, ভাই ????

৩৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১২:০৬

ইঞ্জিঃ সামি বলেছেন: ব্যাপক !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.