![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাপ খেলা দেখে বিনোদন লাভ করা সম্ভব।তাই বলে প্রতারনা মেনে নেয়াও ককী সম্ভব?
আজও গ্রামে গ্রামে চলছে সাপ খেলা দেখিয়ে প্রতারনার পথ সৃষ্টি।
আমি বগুড়া জেলার কাহালু উপজেলার দেওগ্রাম নামে একটি গ্রামে ছিলাম।সকালে ঘুম থেকে উঠেই শুনি গ্রামে সাপ খেলা দেখানো হচ্ছে।সেই সাথে তাবিজ বিক্রি করা হচ্ছে।কোন মত ফ্রেশ হয়েই আমি সেখানে গেলাম।যেয়ে দেখি লোকটির বিক্রির কাজ শেষ।সব গুটিয়ে নিচ্ছেন। লোকটির সাথে ও গ্রামের কিছু ব্যাক্তিদের সাথে কথা বলে জানতে পারলাম।তিনি প্রতি তাবিজ ৩০ টাকা করে নিচ্ছেন।প্রথমে তিনি বলেছিলেন তিনি তাবিজের টাকা নিবেন না।কিন্তু গ্রামের অশিক্ষিত মানুষকে দুই/এক বুঝিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন।
প্রতারকটির সাথে কথা বললে তিনি বলেন-আমার পেট আছে, সংসার আছে তাই এটা করি।
তাকে প্রতারনা বাদ দিতে বললে তিনি কোন উত্তর দেন নি।
তবে একটু কষ্ট হয় যখন এই যখন এযুগের যুবক ছেলেরা সেখানে বসে অন্যদের মত তাল মিলায়।তারা কোনই প্রতিবাদ করে না।
আরাফাত হোসেন
দেওগ্রাম (29-07-2015)
©somewhere in net ltd.