নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীটা সার্ভাইবারদের জন্য, তাই বুলিং ও হিউমিলিয়েশন ওভারকাম করলাম। গ্রাজুয়েশন করে ক্রিয়েটিভ রাইটার, ইনডিপেন্ডেন্ট ডিরেক্টর-সিনেমাটোগ্রাফার এবং শো উপস্থাপক হিসেবে কাজ করেছি। পারকৌর ও ফাইট করা হবি।
সুপারম্যানের টিজার ট্রেলারকে ডিরেক্ট হেট করা আর রাস্তায় সম্পূর্ণ অচেনা কাউকে দেখে “আমি একে হেট করবো” ডিটারমাইন করে নেওয়া একই কথা! কারণ এটা মেইন ট্রেলারও না, সেটার টিজার!
আসলে হেনরি ক্যাভিলের লুক সবার মনে এমন গেঁথে আছে যে এই স্পট আর কাউকে দিতে চান না বলে সব সুপারম্যান মুভিকে খারাপ লাগবে।
কিন্তু ভাবুন, জাস্টিস লীগে হেনরি ক্যাভিলের এক্টিং আর ফিজিক থাকলেও কিভাবে জ্যাক স্নাইডার স্টোরি পেসিং নষ্টদিয়েছিল।
উনার সারাজীবনের সব সিনেমা সেম স্টাইলের স্লোমোশন দিয়ে ভর্তি। কোনো ইউনিকনেস নেই। সেখানে জেমস গানের মত ডিরেক্টর গার্ডিয়ান গ্যালাক্সিতে রকেটের মত এনিমেটেড সাইড ক্যারেক্টারকে মেইন রোল করে মানুষকে আবেগী করে দিয়েছে। সে জন সীনার মত এমেচার এক্টরকে দিয়ে পীস মেকারের মত হেভি রেটেড সিরিজ করেছে।
হ্যা, সবক্ষেত্রে এক্সপেরিমেন্ট সেম রেজাল্ট বয়ে আনেনা।
ডেভিড কোরেনসোয়েটের বদলে চেনা কোনো এক্টর নিলে মানুষের ইমপ্রেসন অনেকটা চেঞ্জড হতো।
কিন্তু যারা ফিল্মের লিটারেচারে ফোকাস দিবে, তারা এবারে সুপারম্যান মুভিকেও প্রশংসা করবে।
সুপারম্যানের টিজারের কথা বলতে গেলে, এখানে ২ মিনিটে অোমাদের জানা জিনিসই দেখিয়েছে। তবে জাস্ট বিভিন্ন পযায়ের সীন দেখিয়েছে, মেইন স্টোরি দেখায়নি।
এই টিজারে ৩টা জিনিস আছে যা সবার চোখে লেগেছে—
১. পুরনো স্টাইলের সুটে প্যান্টের উপর আন্ডারওয়ার নিয়ে আসা, যা এখনকার দর্শকদের কাছে খুবই ফানি লাগে। কিন্তু জাস্টিস লীগের সুপারম্যানের আউটফিট ছিল দুর্দান্ত। বাট এবারের টা মোর লাইক ওল্ড কমিক্স। হয়তো এটার মাধ্যমে আমাদের ডিসকাসনের একটা টপিক দিয়ে ফান করছে মেকাররা।
২. টিজারে রঙচটা কালার গ্রেডিং হয়েছে। কিন্তু আপনারা জানেন মার্ভেল ও ডিসি তাদের টিজারে ইস্টার এগস রাখে। মেইন মুভির কালার ও ফ্রেমের এলিমেন্টস অল্টার করে। আবার এমন ও হতে পারে তারা ৭০-এর সেই ক্রিস্টোফার রীভস এর সিনেমার ফিল্ম লুক দিতে চেয়েছে।
৩. সুপারম্যানকে ব্লিডিং করে দূর্বল দেখানো হইসে। মানে সে মোর হিউম্যান। এখানে লেক্স লুথরের ক্রিপ্টোনাইটের জন্য বা এনহ্যান্সড কারো সাথে ফাইট করার জন্যও ব্লিড হতে পারে, আবার হিউম্যান লাইক হবার কারণের সুপারম্যানের ব্লিড হতে পারে।
রিসেন্ট সুপারম্যান অ্যান্ড লোইস সিরিজেও সেম দেখিয়েছে, সুপারম্যান হিউম্যানে কনভার্ট হবার পর তার লাইফের সেরা সময় পার করেছে। মানুষ যে সৃষ্টির সেরা জীব এবং জগতের ভাল করতে যে খুব অতিমানবিক পাওয়ার লাগে না, জাস্ট অফুরন্ত ইচ্ছে শক্তি লাগে সেটাই কিন্তু এখানকার থিম।
এবার সুপারম্যানে কিছু সীনে সুপারম্যানকে মানুষ বোতল ছুড়ে মারছে দেখা যায়। বর্তমানে ব্যাটম্যান বলুন আর সুপারম্যান বলুন, কিভাবে তাদের উপর থেকে মানুষের ভরসা উঠে যায় এবং কাজের মাধ্যমে আবার কিভাবে সেই ভরসা ফিরে আসে সেটা ফিচার করা হয়।
টিজারের সবচেয়ে নতুনত্ব ছিল সুপার ডগ ক্রিপ্টো যাকে রিসেন্ট কোনো লাইভ একশন মুভিতে দেখানো হয়নি! কিন্তু এখানেও নেগেটিভ রিয়েকশন আছে।
লীগ অব সুপারপেট মুভিতে মাসকুলার একটা ডগ ছিল, কিন্তু এবার খুব কিউট ছোটখাট ডগ ছিল যাকে দেখেই মনে হয়না এর কোনো পাওয়ার আছে। তাহলে ক্রিপ্টো সাধারণ ডগ হতে পারে যেহেতু সে অসুস্থ সুপারম্যানকে উড়িয়ে নেয়না।
মেকাররা আবারও দেখাতে চাইসে যে ভাল কিছু করতে পাওয়ার লাগে না, এথিক্যাল সেন্স আর ইনটেনশন থাকলেই হয়। কিন্তু মেইন কমিক্সে ক্রিপ্টোকে পাওয়ার সহই প্রেজেন্ট করেছিল। সে সুপারম্যানের সাতেই পৃথিবীতে আসে কিন্তু পড আলাদা হয়ে যায়।
ওভারঅল, সুপারম্যান সিনেমাতে পুরনো নতুন অনেক কিছু থাকবে। কিন্তু জেদ করে হেনরি কেভিলের ফ্যান হয়ে বসে থাকা যুক্তিসঙ্গত না। সব সুপারহিরো রোলে পরিবর্তন আসবেই। আগে মুভি দেখি, তারপর বলি খারাপ হয়েছে না ভাল হয়েছে।
২| ২০ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০২
জুল ভার্ন বলেছেন: আমি মোটামুটি মুভি আসক্ত.... তবে সুপারম্যান জাতীয় মুভি কখনও দেখিনা।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩১
নিমো বলেছেন: শুভ জন্মদিন, সুপারম্যান।
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৯
রাজীব নুর বলেছেন: সুপারম্যান ভালো লাগে না। স্প্রাইডারম্যান ভালো লাগে।