নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন কিছু লিখতে চাই যা পড়ার উপযোগী, অথবা এমন কিছু করতে চাই যা লেখার উপযোগী

দূর-পরবাসী

দূর-পরবাসী › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ ক্যান্টিন সমাচার

০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

কামালের ক্যান্টিনে ঢুকলেই বোটকা গন্ধে গা গুলিয়ে ওঠে । পেটের ক্ষুধা মাথার ভিতর দিয়ে সপ্ত আসমানে উঠে যায়। দুই সারিতে টেবিল পাতা, তিল ধারনের ঠাঁই নেই।ওদিকে খাবারের সামনে প্লেট নিয়ে কাড়াকাড়ি, এসময় প্লেটের মারাত্নক সংকট, খাওয়ার চাইতে প্লেট দখল করা বেশি জরুরী।অনেক কাড়াকাড়ির পর প্লেট দখল করা একেকজনের চেহারা দেখার মত ।একদিকে ভাতের গরম ভাঁপ,রুমের স্যাতঁসেঁতে ভেজা গন্ধ সাথে পোলাপানের গায়ের গন্ধ মিলে পরিবেশটাকে জাহান্নামের অংশে পরিণত করেছে ।প্লেট নিয়ে মারামারি করা আমার হয় না, এমনিতে ছোটখাট মানুষ তার উপর জুনিয়ররা কোনটা করতে কি করে, ইজ্জত পাংচার হবার মত অবস্থা। টিফিন বক্স সাথে নিয়ে ছুটলাম ভিড় লক্ষ্য করে। ক্যান্টিনবয় নাঈমের নাভিশ্বাস অবস্থা। একজনের সামলাতে হচ্ছে পঞ্চাশ জনকে। একজনের দেড়ভাত তো আরেকজনের দুইভাত, একজনের ভাজি তো আরেকজনের মুড়িঘন্ট,অন্যজনের ডাল-ভূনা, মাছভাজি ।ওদিকে টেবিল থেকে হাঁক, ঔ নাঈম কৈ গেলি গেটিস দিয়া যা।বেচারার ত্রাহি মধূসুদন অবস্থা।আরেকজন তরকারি নিজে নিতেই নাঈমের হাঁক, ঔ ভা্ই আমারে কইতে পারেন না, এত্তগুলা তুলসেন ক্যা!
-তোমারে তো পাওয়াই যায়না
- একটু খাড়াইতে পারেন না ।
তাড়াতাড়ি দেড়ভাত বক্সে ভরে নাঈমকে বলি ভাজি আর মাছের তরকারি দাও।নেওয়া শেষে দ্রুত ক্যান্টিন থেকে বের হয়ে লম্বা শ্বাস নেই, দম আটকে মরার অবস্থা হৈসিলো। এ ব্লক পেরিয়ে বি ব্লকের চার তলায় নিজের রুমে ছুট দেই।গলা দিয়ে ভাত নামতে না চাইলেও গিলতে তো হবে, নাইলে এই গরমে রোজা রাখাই কষ্ট হয়ে যাবে।মা শুনলে বলবে বাড়ি চলে আয়, রমজানে হলে থাকবার দরকার নাই।কিন্তু কি করবো, মধ্যবিত্ত বিড়ম্বনায় বালিতে মুখ গুঁজে কোন রকমে জীবনটাতো পার করতে হবে। ওহ্, খাওয়া শেষ। জিহ্বায়ই তো লাগলো না, কি খাইলাম!
( বিঃদ্রঃ লেখাটি ১ বছর আগে রমজানের কোন একদিন সাহরী শেষে লেখা )

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪০

মাসুম মুনাওয়ার বলেছেন: :|

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২৪

দূর-পরবাসী বলেছেন: :(

২| ০৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৬

রুদ্র জাহেদ বলেছেন: ছাত্রজীবন-ব্যাচেলর লাইফ এগুলোর মাঝেই দিন কাটাচ্ছি। বুঝতে তো পারবই ভাই :)

০৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:১৪

দূর-পরবাসী বলেছেন: হ-রে ভাই, হল/হোষ্টেল লাইফ যে না কাটাইসে, সে এটা বুঝতে পারবে না,
মন্তব্যের জন্য ধন্যবাদ, শুভকামনা !!!

৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

গেম চেঞ্জার বলেছেন: হললাইফ!! আহা! মনে পড়লো সেই বেলাগুলো!

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৯

দূর-পরবাসী বলেছেন: বেলা ডুবে যায়, স্মৃতি থেকে যায় হৃদয়ের মনিকোঠায় !!
ধন্যবাদ গেমচেঞ্জার ভাই, নিরন্তর শুভেচ্ছা !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.