নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল বানানে ভরা ব্লগ

বোকামানুষ

বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।

বোকামানুষ › বিস্তারিত পোস্টঃ

তুই কি আমার হাতটা ধরবি ??

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

বহুদূর থেকে আমি হেটে এসেছি

শুধু তোর সাথে

কিছুটা পথ হাটবো বলে



কখনো ধরিনি কারো হাত

তোর হাত ধরবো বলে

রাখিনি কারো চোখে চোখ

তোর চোখে চেয়ে থাকব বলে



তোর সাথে বর্ষার প্রথম বৃষ্টিতে

ভিজতে ভিজতে সারা শহর

রিক্সায় ঘুরবো বলে

আমি কখনো ভিজিনি বর্ষার প্রথম জলে



কত ইচ্ছের ঘুড়ি উড়াই

আমি তোকে নিয়ে কল্পনায়

তুই আছিস ছায়া হয়ে

সারাক্ষণ আমার সমস্ত ভাবনায়



তুই কি কিছুটা পথ হাটবি আমার সাথে

আমার হাতটা ধরে ?

ভিজবি কি বর্ষার প্রথম জলে

আমার চোখে চোখ রেখে ?



তোর সময় হলে আমায় খুঁজে নিস

আমি আছি তোরই প্রতীক্ষায়.....................



মন্তব্য ৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ++++++ :)

সবসময় কবিতা পড়ে গল্প পড়ে মন খারাপ হয় ... আজ আপনার লেখায় মন ভালো হয়ে গেছে ... এতো সুন্দর যে আহ্বান ... তা ফেরাবে কোন পাগলে ...

এভাবে ... এতো মায়া দিয়ে আজকাল কেউ ডাকে না ...


ভালো লাগা ... সাথে ...
শুভেচ্ছা...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু আপনার এত সুন্দর একটা মন্তব্যের জন্য

আমার কবিতা পড়ে মন ভাল হয়েছে ভাবতেই ভাল লাগছে

আমার কাছে সব সময় মনে হয় জীবন সঙ্গী, বাবা-মা, বন্ধু যাদের আমরা ভালবাসি কোন ভালবাসার ভিতরই খাদ থাকা উচিত না

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

shfikul বলেছেন: সুন্দর।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:



+++++++++++++++++++++++++++++

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৪০

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৬

আমিভূত বলেছেন: অসাধারণ কবিতা ! ভালো লাগা রইল কবি ।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:০০

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল লেগেছে জেনে ভাল লাগল

ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.