![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।
লম্বা একটা ঘুম দিয়ে
জেগে উঠে শুনি আজ বসন্ত
তার একটু ছোয়া
আমার চারপাশেও লেগেছে
তাইতো চোখ মেলেই দেখি
হলুদ-সবুজ শাড়ির আচল
চুড়ির টুং-টাং শব্দ
কারো উচ্ছ্বসিত কণ্ঠস্বর শুনি
তারপর সবাই চলে গেলে
নিশ্চুপ সবকিছু
আজ আমার কোথাও যাওয়ার ইচ্ছে নেই
যদিও হলুদ রঙে রাঙানো
মানুষের ভীড় দেখতে ইচ্ছে করছে
তবে ফেসবুক, ব্লগের স্ট্যাটাস
কবিতা, ছবি দেখে খানিকটা
কল্পনা করতে পারছি
তাদের হাসিমুখ, কলরব ধ্বনি
কিন্তু আমি আকাশ দেখতে পাচ্ছি না
বাইরে যায়নি তাই জানতে ইচ্ছে করছে
আজকের আকাশটা কেমন?
আকাশ-বাতাস আর গাছগুলো নিয়ে
প্রকৃতি কেমন সাজে সেজেছে ?
বাতাসে কি গাছের হলুদ পাতাগুলো
সব ঝরতে শুরু করেছে
সবুজ কচিপাতা কি দেখা যাচ্ছে ?
কেউতো বললো না তাদের কথা
কেউ কি একবারও তাকিয়ে দেখেনি ??!!
বসন্ত উৎসবতো প্রকৃতিকে বরণ করার জন্য !
তাই কি সে কাল অত গম্ভীর ছিল
কাল বিকেলে প্রকৃতির সাথে ছিলাম
তাকে দেখতেই ছুটে গিয়েছিলাম
অনেকদুরে গভীর অরণ্যে
কিন্তু সে বোধহয় খুশি হয়নি
আমাদের দেখে নেচে উঠেনি বাতাসের দোলায়
অরণ্যের ভিতর উঠেনি কোন আলোড়ন
বরং গাছের পাতাগুলো বিবর্ণ হয়ে
চুপচাপ যেন অপেক্ষায় আছে চলে যাওয়ার
জানে তাদের বিদায় জানাবে না কেউ
না স্বাগত জানাবে তাদের কচিপাতা গুলোকে
যেন বিষণ্ণতার ভিতর নীরবে অনুযোগ করল
প্রকৃতিকে উপলক্ষ করে তোমরা আনন্দে মেতে উঠো
অথচ একবার প্রকৃতির দিকে তাকানোর সময় পাও না
তোমরা এমন কেন ?!!
কি জবাব দেব নিরুত্তর
উপলক্ষ যাই হোক না কেন
সবকিছুই শেষপর্যন্ত আমি-তুমিতে গিয়ে ঠেকে
আমাদের জীবন সীমাবদ্ধ হয়ে যাচ্ছে
দিন দিন আমি-তুমির সীমানায়
©somewhere in net ltd.