নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল বানানে ভরা ব্লগ

বোকামানুষ

বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।

বোকামানুষ › বিস্তারিত পোস্টঃ

রেড কার্নিশান

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

তোমায় দেব বলে

কিনে আনা রেড কার্নিশানটা

অপেক্ষায় থাকতে থাকতে

শুকিয়ে গেল আমার ফুলদানিতেই



তোমার কাছে যেতে না পারার

দুঃখেই হয়ত চুপসে গেল

অথবা ভালবাসার অবহেলায়

ফুল সেতো ভালবাসার মতো

নিস্পাপ , কোমল , সুন্দর

ভালবাসার অবহেলা তার সহ্য হবে কেন ?

ভালবাসার অবহেলা বুকে নিয়ে

বেঁচে থাকতে পারে শুধু মানুষ



অথচ কত খুজে কিনে এনেছিলাম তাকে

একেবারে জুদ্ধ জয়ের মত

সামনেই বিশেষ একটা দিন ছিল

উপহারের দোকানে ঘুরতে গিয়েই

চোখে পড়ল একরাশ লাল কার্নিশান

যেন আমার দিকে তাকিয়েই হাসছে

মায়া হল ভাবলাম এখনি নিয়ে যাই

কিন্তু বিশেষ দিন আসতে

এখনো যে কয়েকটা দিন বাকি

ফুল নিয়ে কিভাবে রাখি



নেয়া হলনা সেদিন

ভাবলাম নিয়ে যাব

দেখা হবে যেদিন

কিন্তু সময়মত তন্ন তন্ন করে

খুঁজেও পেলাম না কোথাও

একটি ফুলের আশায়

আমি হেটেছি কতটা পথ

অগত্যা বিশেষ দিনের উপহার

সাজিয়েছি অন্য ফুলে

তারপরেও আমি ফুলটি খুঁজেছি

যাইনি কো ভুলে

যদিও দিনটি গিয়েছে চলে

বার বার গিয়েছি সেই দোকানে

শুধু একবার তোমায় ফুলটি দেব বলে

তোমার হাসিতে ভরা মুখ দেখব বলে



অবশেষে খুঁজে পেলাম অনেকদিন পর

ততদিনে তুমি যে হয়ে গেছ পর

কখন আমার অজান্তে বুজতেই পারিনি

কিনেই তোমায় জানালাম খুদে বার্তায়

তোমার উচ্ছসিত কণ্ঠ শুনব সেই আশায়

সবকিছু জেনেও তুমি কেমন যেন নির্বিকার



ভাগ্যের কি অদ্ভুত খেলা

ভালবাসার কি নিদারুণ অবহেলা

কেটে গেল কতগুলো সন্ধ্যাবেলা

তোমার হলনা সময়

আমার হলনা সুযোগ

তাইতো কার্নিশানটা অপেক্ষাতেই শেষ হয়ে গেলো

শুধু আমি রয়ে গেলাম একাকী তোমার অপেক্ষায়

যদি তুমি ফিরে আসো সেই আশায়



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০০

আশিক মাসুম বলেছেন: শুধু আমি রয়ে গেলাম একাকী তোমার অপেক্ষায়
যদি তুমি ফিরে আসো সেই আশায়




সুন্দর ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ
মন্তব্য সব সময় উৎসাহিত করে :)

২| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

গ্রাম্যবালিকা বলেছেন: আপনি কি এই ফুলের কথা বলেছেন?

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

বোকামানুষ বলেছেন: জী আপু এই ফুলটার কথাই বলেছি
আমার ব্লগে স্বাগতম
কবিতা কেমন লাগল তাতো বললেন না :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.