![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।
আমি তোমাকে ঠিক কতটা ভালবাসি জানিনা
কিন্তু আকাশে চাঁদ দেখলে
তোমার কথা মনে পড়ে
কোন ভাল গান শুনলে
তোমার কথা মনে পড়ে
রাস্তায় একা হাটতে গেলে
মনে হয় আমার হাতে
তোমার হাতের স্পর্শ লেগে আছে
পাশেই বোধহয় আছো
বৃষ্টি দেখলে তোমায় মনে পড়ে
কবিতা পড়তে গিয়ে মনে পড়ে
ফুল দেখলে মনে পড়ে
এর সবই যে তোমার পছন্দ
সুখবর থাকলে তোমায় মনে পড়ে
দুঃসময়েও তোমাকেই খুঁজে ফিরে
আমার অবুঝ মন
একটুখানি সান্ত্বনার জন্য
এই আধুনিক জীবন যাত্রায়
ব্যস্ততার সাগরে প্রতিটা মানুষ সাঁতরায়
আমি সেই ব্যস্ততাতেও তোমাকে খুঁজে ফিরি
অনলাইন ফেসবুক , খুদে বার্তায়
যত যোজন দূরেই তুমি থাকো
অনলাইনে তোমার নামের পাশে
সবুজ বৃত্তটা যখন জ্বলে
মনে হয় তুমি বসে আছো পাশে
চাঁদটা যেমন দূরে থেকেও
থাকে আমাদের অনেক কাছে
আমি তোমাকে ঠিক কতটা ভালবাসি জানিনা
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:০৫
বোকামানুষ বলেছেন: কোন সমস্যা নেই আমরা মানুষ কম বেশি আমাদের সবারই আবেগ আছে
আমার লেখা কারো মন ছুয়ে যেতে পেরেছে, ভাল লেগেছে এটা জানতে পারলে অনেক ভাল লাগে
তখনি ব্লগে শেয়ার করার সার্থকতা মনে হয়
ভাল থাকবেন
২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫৬
ভুল উচ্ছাস বলেছেন: ভালোই তো লিখছেন, কিন্তু উপরে কেউ কোন মন্তব্য করে নাই, অথচ শো করতেছে একটা মন্তব্য, একটা পেলাস, আবার একজন প্রিয়তে নিয়েছে। কেম্নে কি?
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:০৭
বোকামানুষ বলেছেন: জী উপরে একজন মন্তব্য করেছেন
অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য
৩| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৯
বটবৃক্ষ~ বলেছেন: ভুল উচ্ছাস ভায়া, আপনার চোখ থেকে চুলগুলো সরিয়ে চশমা লাগানতো!!
আমার কমেন্ট দেখেননা????
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪
বোকামানুষ বলেছেন:
৪| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
+++
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ
এই প্রথম কাউকে পাওয়া গেল যে আমার ব্লগে একাধিক বার মন্তব্য করছে অনেক ভাল লাগছে
আশাকরি ভবিষ্যতেও আপনাকে দেখতে পাব
৫| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
নীল-দর্পণ বলেছেন: সুখবর থাকলে তোমায় মনে পড়ে
দুঃসময়েও তোমাকেই খুঁজে ফিরে
আমার অবুঝ মন
একটুখানি সান্ত্বনার জন্য
যত যোজন দূরেই তুমি থাকো
অনলাইনে তোমার নামের পাশে
সবুজ বৃত্তটা যখন জ্বলে
মনে হয় তুমি বসে আছো পাশে
চাঁদটা যেমন দূরে থেকেও
থাকে আমাদের অনেক কাছে
খুব খুব খুব ভাল লেগেছে কবিতাটা
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল লেগেছে জেনে ভাল লাগছে
আপনাদের মন্তব্যই লিখতে উৎসাহিত করে
৬| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন:
সব কিছুতেই তোমাকে খুঁজে পাই কিন্তু অনলাইন এর সবুজ বৃত্তটাতে তোমাকে পাই না।
ভাললাগা রেখে গেলাম।
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩
বোকামানুষ বলেছেন: একদিন পেয়ে যাবেন নিশ্চয়ই
অনেক ধন্যবাদ
৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৩
একজন আরমান বলেছেন:
রাস্তায় একা হাটতে গেলে
মনে হয় আমার হাতে
তোমার হাতের স্পর্শ লেগে আছে
পাশেই বোধহয় আছো
দারুন।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৪
বোকামানুষ বলেছেন: কল্পনা ক্ষমতা না থাকলে মানুষের জীবন যাপন খুব কষ্টকর হতো
ভাল থাকবেন ভাইয়া সব সময়
৮| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৪
অশিক্ষিত বালক বলেছেন: ভাইগো...এডা কি লিখলেন। শরীরের ভিতরে কাটা দিয়ে গেলো তো।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৯
বোকামানুষ বলেছেন: কি জানি কি লিখছি মন যা চায় কিন্তু এর ভিতর যে কাঁটা আছে এটা তো জানতাম না
ভাল থাকবেন সব সময়
৯| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৭
বোকামন বলেছেন: আবেগ প্রকাশ খুব ভালো লাগলো ....
আরো লিখবেন আশা করি .....
ভালো থাকবেন
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:০১
বোকামানুষ বলেছেন: আপনাদের উৎসাহ পেলে লিখার চেষ্টা করে যাব
অনেক ধন্যবাদ
ভাল থাকবেন সব সময়
১০| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩
শ্রাবণ জল বলেছেন: কতটা ভালবাসি জানিনা
জানার দরকার ই বা কি??
সুন্দর লিখেছেন। অধিকাংশ মানুষের ভালবাসার অনুভূতি গুলো সম্ভবত এমন।
ভাল থাকুন।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮
বোকামানুষ বলেছেন: জানার দরকার নাই বলছেন
তাহলে গল্প, কবিতা, নাটক, বাস্তবে সব যায়গায় যে শুনি র দেখি ভালবাসার কমন প্রশ্ন তুমি আমাকে কতটুকু ভালবাস ? :#>
১১| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
শ্রাবণ জল বলেছেন: ভালবাসা সম্পর্কিত সবচে হাস্যকর প্রশ্ন বোধয় এটা ই।
০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
বোকামানুষ বলেছেন: জানতে ইচ্ছে করেনা বলেন তাই হয়ত প্রশ্ন করে
আমি অবশ্য ভাল বলতে পারবো না আমি কাউকে প্রশ্ন করি নাই :#>
১২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪
শ্রাবণ জল বলেছেন: হু, আর তার উত্তরে - এক আকাশ কিংবা এক সমুদ্র ভালবাসি শুনতে ভাল লাগে বোধয়
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৩
বোকামানুষ বলেছেন: তাই নাকি :!>
কিন্তু সিনেমায় যে দেখি খালি কয় আমি তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালবাসি
১৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬
শ্রাবণ জল বলেছেন: আরে তাই তো!
আমার এই কথাটা মনে পড়েনি তখন :#>
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮
বোকামানুষ বলেছেন: অসুবিধা নাই আপুনি এইজন্যই তো আমি মনে করিয়ে দিলাম
১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬
শ্রাবণ জল বলেছেন: আবার পড়লাম কেন জানি।
এবার আরও ভাল লাগল।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬
বোকামানুষ বলেছেন: আপু আপনার প্রশংসা পেয়ে তো কি বলবো খুঁজে পাচ্ছি না :#>
অনেক ধন্যবাদ আপু পুরান কথাটাই আবার নতুন করে বললাম
আপনার প্রপিকে কি আপনার ছবি? সুন্দর তো
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩
shfikul বলেছেন: সুন্দর।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:১৩
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকবেন সব সময়
১৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪
শ্রাবণ জল বলেছেন: থ্যাংকস
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
বোকামানুষ বলেছেন: স্বাগতম আপু
ভাল থাকবেন সব সময়
১৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬
শিলা সুলতানা বলেছেন:
বাহ।
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ
আমার ব্লগ বাড়িতে স্বাগতম
ভাল থাকবেন সব সময়
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫৫
বটবৃক্ষ~ বলেছেন: আমি সেই ব্যস্ততাতেও তোমাকে খুঁজে ফিরি



অনলাইন ফেসবুক , খুদে বার্তা....
আমি তোমাকে ঠিক কতটা ভালবাসি জানিনা....
কবিতাটা পড়ে সব ওলট-পালট হয়ে গেলযে!!!
এই কাব্যের লাইনগুলো মনের মধ্যে বহুবার লিখেছি ...জানিনা কতবার...
দুঃখিত, খুব আবেগি কিছু কথা লিখে ফেল্লাম...চাইলে মুছে দিতে পারেন....
কাব্যটা আমার বক্সে রেখে দিলাম .....