![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।
বালিকা তোমার মন খারাপ কেন ?
কই নাতো ? কে বলল ?
আমাকে কি সব বলতে হয়
আচ্ছা কি করলে তোমার মন ভাল হবে ?
এনে দিলে লাল গোলাপ নাকি নীলপদ্ম ?
আমার হাতটা ধরে যদি হাটো কিছুক্ষণ
ছায়াঘেরা কোন রাস্তায়
শোনাই যদি তোমায় বনলতা সেন
তাহলে কি তোমার ভাল লাগবে ?
হতে যদি চাই সকল দুঃখের সাথী
জানতে যদি চাই তোমার জমানো সব কথা
যেগুলো শিশির বিন্দুর মত জমানো আছে
তোমার মনের কোনে বলনি কাউকে
তোমার ছোট ছোট দুঃখ , না পাওয়ার হতাশা
যেগুলোর খোঁজ কেউ কখনো করেনি
সেগুলো আমায় বলো
আচ্ছা চলো তোমাকে নিয়ে নৌকায় ঘুরে আসি
ঢেউয়ের দোলায় দোলায় তুমি বলবে
আমি গানের মত মনোযোগ দিয়ে শুনব
তারপর বহমান নদীর স্রোতে
তুমি তোমার দুঃখগুলো ভাসিয়ে দিয়ে আসবে
তোমার মুখে ফুটে উঠবে শীতের সকালের
মিঠে রোদের মত মিষ্টি একটা হাসি
নাকি তোমার কানের কাছে গুনগুনিয়ে
হাজার বার বলবো তোমায় ভালবাসি
বালকের ব্যাকুলতায় বালিকা হেসে উঠল
যেন মেঘ সরে দেখা দিল সূর্যের আলো
বালকের হাতটি নিজের হাতে নিয়ে বলল
আমার হাতটি ধরে বসে থাক কিছুক্ষণ
ভালবাসায় আমার দুঃখ ধুয়ে মুছে যাবে
সাধ্য কি মন খারাপের
তুমি পাশে থাকলে আমায় ছোবে
কিন্তু একটা কথা বলতো
আমিতো এতদিন শুনেছি মানুষ চিৎকার করে
সারাবিশ্বকে জানাতে চায় ভালবাসি
আর তোমার কাছে প্রথম শুনলাম
কেউ ফিস ফিস করে কানের কাছে মুখ এনে
বলতে চায় ভালবাসার কথা
হাসতে হাসতে জিজ্ঞেস করল বালিকা
বালক হাসিমুখে উত্তর দিল
আমি তোমাকেই ভালবাসি বালিকা
তাই লক্ষবার তোমাকেই জানাতে চাই
পৃথিবীর কেউ জানল কিনা তাতে কি যায় আসে
শাহজাহান মমতাজের জন্য তাজমহল গড়েছে
সারা পৃথিবী জেনেছে তার ভালবাসার কথা
কিন্তু যদি সে একবারও মমতাজকে না বলে থাকে
তাকে সে কতখানি ভালবেসেছিল
তবে ঐ অট্টালিকার কি মূল্য আছে
আমি ভালবেসে বিশ্বজয় করতে চাই না
আমি খুব সাধারণ মানুষ
আমাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করে
একসাথে বেঁচে থাকতে চাই
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮
বোকামানুষ বলেছেন: অপেক্ষা করতে থাকুন আপু .....
পেয়ে যাবেন একসময়
আমিও কিন্তু একি দলে
২| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১
ভুল উচ্ছাস বলেছেন: ভাই বোকামানুশ বালিকারা বালকদের এসব ইমোশোন অত পাত্তা দেয় না, তারা চিন্তা করে কি কি শপিং করতে হবে, তারা চিন্তা করে সব ছেলে যেন তার দিকে হা করিয়ে রাখতে পারে, তারা চিন্তা করে তার অরনামেন্টস দেখে অন্য রমনীরা যেন ঈর্ষাকাতর হয়, তারা চিন্তা করে তার প্রেমিক অথবা হাসবেন্ড যেন সারাদিন তাকে কোলে নিয়ে চলা ফেরা করে। ইহাই। আমার পুরুষ জাতি এখন কলুর বলদে রূপান্তরিত হচ্ছি ধীরে ধীরে, আমাদের একমাত্র কাজ হইলো উহাদিগের বিভিধ ইচ্ছে পুরন করা। আর না পারলে যে কি হয় সবাই অবগত আছেন।
কবিতায় প্লাস দিয়াছি, এবং কবিতা অতীব চমৎকার হয়েছে। তবে রমনীর [বালিকার] মনোরঞ্জন করিবার মতো ভালো হয় নাই। উহারা বড় জোর ফিক করিয়া দুই একবার হাসিয়াই পালাইবে।
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩
বোকামানুষ বলেছেন: ভাল করে খুঁজে দেখেন দেখবেন অইরকম বালিকাও অনেক আছে এখনো যাদের কাছে শপিং এর চেয়ে ইমোশন এর মূল্য বেশি
আমিও কিন্তু বালিকা ভাইয়া
৩| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬
সেলিম আনোয়ার বলেছেন: আমার মনে হয়না
তারা ভালো বাসে সোনার গয়না
মেকআপ বক্স আর আয়না
কবিতা ভালো হয়েছে কবি। ভালো থাকবেন++++
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা মন্তব্য করার জন্য
আপনাদের মন্তব্য অনেক উৎসাহিত করে
৪| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২০
ভুল উচ্ছাস বলেছেন: ইয়েহ আমি তাইলে কারে কি বলি। আগে বলবেন না যে আপনি বালিকা। :!> :!> :!>
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১
বোকামানুষ বলেছেন:
কোন অসুবিধা নাই ভাইয়া কবিরা বালক-বালিকা সবার অনুভূতি বুজতে পারে
সবার কথা শুনতে হয় না হলে এইসব অদ্ভুত কবতে ক্যামনে লিখমু
৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
বটবৃক্ষ~ বলেছেন: ভুল উচ্ছাস wrote: ভাই বোকামানুশ বালিকারা বালকদের এসব ইমোশোন অত পাত্তা দেয় না, তারা চিন্তা করে কি কি শপিং করতে হবে, তারা চিন্তা করে সব ছেলে যেন তার দিকে হা করিয়ে রাখতে পারে.।.।।।
একটা জ্বালাময়ী কিছু লিখতে যাচ্ছিলাম!! পরে দেখিযে ধরা খেয়ে গিয়েছেন উচ্ছাস ভাই!!হিহিহহিহ
বোকাবালিকা!!! আপনার অবস্থা তো আমার মতই!নিক দেখে বোঝা যায়না !!
০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২
বোকামানুষ বলেছেন:
বোকাবালিকা নামটা দারুণতো এই নামটা আইডি খোলার সময় মনে হলে তো এই নামই নিতাম
আসলে আমার নিজেকে মানুষ হিসেবে বোকা মনে হয় তাই এই নাম
আর আমি চেয়েছি লোকজন যেন আমার লিখার কারণে আমাকে চেনে তাই এই সাদাসিধা নাম
৬| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০
বটবৃক্ষ~ বলেছেন: তুমি তোমার দুঃখগুলো ভাসিয়ে দিয়ে আসবে
তোমার মুখে ফুটে উঠবে শীতের সকালের
মিঠে রোদের মত মিষ্টি একটা হাসি
নাকি তোমার কানের কাছে গুনগুনিয়ে
হাজার বার বলবো তোমায় ভালবাসি
বালকের ব্যাকুলতায় বালিকা হেসে উঠল
এমন ব্যাকুল বালক জীবনে একবারই জোটে!!
কিনতু হারিয়ে যায়....
আর বালিকা প্রথম প্রেমের সর্বনাশা আগুনে জ্বলতে থাকে সারাজীবন.......
০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪
বোকামানুষ বলেছেন: বালকের দেখা পাবার অপেক্ষায় :p
৭| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫
শ্রাবণ জল বলেছেন: আমার হাতটা ধরে যদি হাটো কিছুক্ষণ
ছায়াঘেরা কোন রাস্তায়
শোনাই যদি তোমায় বনলতা সেন
তাহলে কি তোমার ভাল লাগবে ?
সারা পৃথিবী জেনেছে তার ভালবাসার কথা
কিন্তু যদি সে একবারও মমতাজকে না বলে থাকে
তাকে সে কতখানি ভালবেসেছিল
তবে ঐ অট্টালিকার কি মূল্য আছে
অনেক সুন্দর লিখেছেন।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল হয়েছে কিনা জানিনা তবে আপনাদের ভাল লাগলেই নিজের কাছে ভাল লাগে
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১
ফারজানা শিরিন বলেছেন: বালকের দেখা পাবার অপেক্ষায় ।