নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল বানানে ভরা ব্লগ

বোকামানুষ

বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।

বোকামানুষ › বিস্তারিত পোস্টঃ

চিন্তা

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

মাঝে মাঝে আমি

আমার চিন্তাগুলোকে দেখে

নিজেই চমকে উঠি

কি বিষাক্ত, ভয়ংকর

যেন অজগর সাপের মতো

আমাকে গিলে খাওয়ার জন্য

এগিয়ে আসে ধীরে ধীরে



আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে ধরতে চায়

চূর্ণ-বিচূর্ণ করে দিতে

আমার স্বাতন্ত্র্য, মূল্যবোধ

যেন আমি বিলীন হয়ে যাই



কিন্তু আমি তা হতে দিব না

এ আমার অস্তিত্বের লড়াই

জঞ্জাল হয়ে বেঁচে থাকার চেয়ে

নিষ্পাপ থেকে মরে যাওয়া ভাল

তাই প্রাণপণ যুদ্ধ করে যাই

যতই দুর্বল আমাকে লাগুক

জানি বেলা শেষে জয়

সুন্দর ও পবিত্রতার-ই হবে

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: বোকা মানুষ ধুঁকা খায়
আসলে থাকে অজানায়
যখন বুঝে সত্য টা
তাকায়ে দেখে বেলা যায়

সুন্দর
ধন্যবাদ

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৯

বোকামানুষ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৫

শান্তা273 বলেছেন: জানি বেলা শেষে জয়
সুন্দর ও পবিত্রতার-ই হবে।

ভালো লাগলো।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু

৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩

বটবৃক্ষ~ বলেছেন: জানি বেলা শেষে জয়
সুন্দর ও পবিত্রতার-ই হব....

জানি...++++:):)

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪

বোকামানুষ বলেছেন: আপনি যে জানেন এটা কিন্তু আমি জানি :)


অনেক অনেক ধন্যবাদ পেলাস এর জন্য :D

৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩

একজন আরমান বলেছেন:
জঞ্জাল হয়ে বেঁচে থাকার চেয়ে
নিষ্পাপ থেকে মরে যাওয়া ভাল
তাই প্রাণপণ যুদ্ধ করে যাই


দারুন।

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৫

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

আপনাদের মন্তব্য সাহস দেয় বলেই লিখতে পারি

ভাল থাকবেন

৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

পরিবেশ বন্ধু বলেছেন:
বোকা মানুষ ধুঁকা খায়
আসলে থাকে অজানায়
যখন বুঝে সত্য টা
তাকায়ে দেখে বেলা যায়

=p~


কবিতায় ভাললাগা।

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৮

বোকামানুষ বলেছেন: বোকা মানুষরা আসলেই বোকা :D

অনেক ধন্যবাদ ভাইয়া

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৪

শ্রাবণ জল বলেছেন: এ আমার অস্তিত্বের লড়াই
জঞ্জাল হয়ে বেঁচে থাকার চেয়ে
নিষ্পাপ থেকে মরে যাওয়া ভাল


চমৎকার।

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ

আপনারা এইসব হাবিজাবি কে উৎসাহ দেন বলেই লিখার চেষ্টা করি

একসাথে অনেক গুলো পোস্টে আপনার মন্তব্য দেখে ভাল লাগছে

ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.