![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।
১। যে কাউকে বিশ্বাস করতে পারে না তার পৃথিবীতে বাস করা কষ্টকর । পৃথিবীতে বাস করতে হলে মানুষকে বিশ্বাস করতে হয় । ............ অমানুষ ........... হুমায়ূন আহমেদ
২। প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে যাওয়া । কেউ যদি কারো প্রেমে পড়ে তবে সে যার প্রেমে পড়েছে সেই মানুষটা তার জগতের বিরাট একটা অংশ নিয়ে নেয় । তার জগতটা ছোট হয়ে যায় । ..................... হুমায়ূন আহমেদ
৩। চোখ মনের ভাষা প্রকাশের এক সরল মাধ্যম ........... ..........হুমায়ূন আহমেদ
৪। কিছু সৌন্দর্য দূর থেকে দেখতে হয় , কাছ থেকে দেখতে হয় না ..................... হুমায়ূন আহমেদ
৫। টেনশনের সময় ছেলেরা কম কথা বলে , মেয়েরা বলে বেশি .....................হুমায়ূন আহমেদ
৬। পৃথিবীটা বড় সুন্দর । ছোট খাট দুঃখতো থাকবেই তবু সব কিছু ছাড়িয়ে আমাদের চারদিকে গভীর একটা আনন্দ আছে । এটা যে আছে তা সব সময় ধরা পড়ে না । কিছু রহস্যময় মুহূর্তেই শুধু ধরা পড়ে .....................হুমায়ূন আহমেদ
৭। ভালবাসার জবাব ভালবাসা দিয়েই দিতে হয় ......... ............হুমায়ূন আহমেদ
৮। আনন্দ একা ভোগ করা যায় না .........হুমায়ূন আহমেদ
৯। কিছু কিছু অভাব আছে যা কিছুতেই মেটে না । চাপা পড়ে থাকে শুধু ..................... হুমায়ূন আহমেদ
১০। শহরের সাথে গ্রামের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে শহরের মানুষেরা কখনো সূর্যোদয় দেখে না.........হুমায়ূন আহমেদ
১১। নিঃসঙ্গতার চেয়ে বড় কষ্ট আর কিছু নেই......... ............হুমায়ূন আহমেদ
১২। পরিবেশের সঙ্গে সঙ্গে মনও বদলে যায়.........
............হুমায়ূন আহমেদ
১৩। নিঃসঙ্গ মানুষ খুব জেদী হয় .........হুমায়ূন আহমেদ
১৪। মেয়েদের অতি তুচ্ছ শখও সঙ্গে সঙ্গে পূরণ করতে হয় কারণ মেয়েরা মা-বাপের সংসারে থাকে না । অন্য সংসারে চলে যায় । যে সংসারে যায় সেখানে সে হয়ত মুখ ফুটে শখের কথা বলতেও পারে না..................... হুমায়ূন আহমেদ
১৫। মেয়েদের বেশি বুদ্ধি ভাল না । বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না । সংসারে যে মেয়ের বুদ্ধি যত কম সে তত সুখী
.....................হুমায়ূন আহমেদ
১৬। কিছু কিছু কষ্টের কথা কখনো বলা যায় না..........
...........হুমায়ূন আহমেদ
১৭। ছেলেদের চেহারা সমগ্র জীবনে খুব একটা পাল্টায় না কিন্তু মেয়েদের চেহারা পাল্টাতে থাকে............ হুমায়ূন আহমেদ
১৮। জগতের অনেক সাধারণ নিয়মের মধ্যে একটা হলো-
মেয়েরা বড় হলে মার দিকে ঝুঁকে পড়ে, ছেলেরা ঝুঁকে বাবার দিকে.....................হুমায়ূন আহমেদ
১৯। মিথ্যা দুরকমের আছে । হঠাৎ মুখে এসে যাওয়া মিথ্যা আর ভেবে চিন্তে বলা মিথ্যা । হঠাৎ মিথ্যা আপনা আপনি মুখে এসে যায় কোনো পরিশ্রম করতে হয় না । ভেবে চিন্তে মিথ্যা বলাটাই কঠিন । এই মিথ্যা সহজে গলায় আসে না বারবার মুখে আটকে যায় .....................হুমায়ূন আহমেদ
২০। যে কোন ইচ্ছা মনের ভেতর পুষলেই দ্রুত বাড়ে । এক সময় মানুষ তার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । তখন মানুষ ইচ্ছার পিঠে চাপে না ইচ্ছা মানুষের পিঠে চাপে ..........
...........হুমায়ূন আহমেদ
৩য় পর্ব
২য় পর্ব
১ম পর্ব
বিশেষ দ্রষ্টব্য--- এই সিরিজের আগের পর্বগুলোতে আমি চেষ্টা করেছি কথাগুলো কোন লেখকের কোন বইয়ের তা সহ উল্লেখ করতে এই পর্বটা ব্যতিক্রম কারণ এই কথাগুলো প্রায় ৫-৬ বছর আগে নোট করা তখন শুধু লেখকের নাম লিখেছি কোনটাতে আবার কোনটাতে হয়ত শুধু বইয়ের নাম তাই বইয়ের নামগুলো উল্লেখ করতে পারলাম না বলে দুঃখিত ।
এজন্যই শুধু হুমায়ূন আহমেদ এর কথাগুলো দিয়েছি অনেকের কথা একসাথে দিলে কনফিউশন হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু বইয়ের নাম দিতে পারছি না । আর হুমায়ূন আহমেদ সবচেয়ে প্রিয় লিখকদের একজন তার আলাদা পর্ব করতে ভালও লাগছে ।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ
২নং এর কথা সত্য তবু সব যেনে শুনেই আমরা প্রেমে পড়ি
২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৫
রুদ্র মানব বলেছেন: ধারাবাহিক পোস্ট দিয়ে যান । পোস্তে +++ । পাশে আছি সবসময়
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫২
বোকামানুষ বলেছেন:
অনেক ধন্যবাদ
আপনাদের ভাল লাগলে এবং উৎসাহ পেলে চেষ্টা করবো নতুন নতুন পর্ব যোগ করতে
আশাকরি আগের পর্বগুলোও দেখবেন
৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৮
বটবৃক্ষ~ বলেছেন: সব গুলাতে বক্স বক্স দেখাচ্ছে কেন ..!! পরতে পারলাম না!!
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৭
বোকামানুষ বলেছেন: কি যেন আপু বুজতে পারছি নাতো আপনার কেন দেখতে সমস্যা হচ্ছে
আমি ফোনেটিক দিয়ে লিখেছি এজন্য হয়েছে কিনা
আবার চেষ্টা করে দেখেন দোয়া করি যেন দেখতে পান
পড়তে না পেরেও যে কমেন্ট করেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ
৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:২১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩০
বোকামানুষ বলেছেন: কি ভাইয়া আপনি এত খুশি তারপর আবার দুঃখিত আবার রাগান্বিত আবার খুশি কেন ?
৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩০
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: অসাধারণ !!!! প্রিয়'তে ...
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩১
বোকামানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু
ভাল থাকবেন সব সময়
৬| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৪
শুকনোপাতা০০৭ বলেছেন: দারুন,প্রিয়তে নিলাম
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫১
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ
আমার ব্লগে স্বাগতম
ভাল থাকবেন সব সময়
৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৪
রুদ্র মানব বলেছেন: পোস্ট প্রইয়তে নিয়া গেলাম , এই পোস্টে ১ ও ২ নং পরবের লিংক এড করলে খুশি হব
২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৭
বোকামানুষ বলেছেন: অ্যাড করে দিয়েছি
অনেক ধন্যবাদ
৮| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৯
বোকামন বলেছেন: খুব ভালো পোস্ট +++
২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:৪২
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ
ব্লগ বাড়িতে স্বাগতম
ভাল থাকবেন সব সময়
৯| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৯
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কোন কথা হবে না ।
পোস্ট প্রিয়তে ।
২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৭
বোকামানুষ বলেছেন: ওরে বাপরে প্রথমেতো ভয় পেয়ে গিয়েছিলাম এত রাগ দেখে
অনেক ধন্যবাদ
ব্লগ বাড়িতে স্বাগতম
১০| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৯
গগণজয় বলেছেন: ভাল লাগলো। মোনে হল যে আমি একা নই অনেকেই আমার মত হুমায়ুন আহ্ মেদের কথা সিরিয়াস্লি নিতেন। আমি ও ইখে রাখতাম আগে।
প্রিয়্তে ।
২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯
বোকামানুষ বলেছেন: চেষ্টা করতাম লিখে রাখার আর আমার কাছে মনে হয় হুমায়ূন আহমেদ অনেক সহজ ভাবে জীবনের অনেক সত্যি কথা বলেছেন
অনেক ধন্যবাদ
১১| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১১
শান্তা273 বলেছেন: খুব ভালো লাগলো।
দারুন!
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০১
বোকামানুষ বলেছেন: আপনাদের ভাল লাগলেই পোস্টের সার্থকতা
অনেক ধন্যবাদ
ভাল থাকেন সব সময়
১২| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২
আমি বোকা মানুষ বলেছেন: চমৎকার ধারাবাহিক পোষ্ট।
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ
আমার ব্লগ বাড়িতে স্বাগতম
আশাকরি পরের পর্বগুলোতেও সাথে থাকবেন
১৩| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৯
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: দারুণ।
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ
আমার ব্লগ বাড়িতে স্বাগতম
১৪| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন:
প্রিয়তে... নিয়ে গেলাম।
পরে পড়বো।
ব্লগে আমন্ত্রণ রইলো!!
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৩
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ
ঘুরে আসবো আপনার ব্লগ বাড়িতে
১৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৪
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ভাই স্যারের লেখাগুলো আবারো মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ.......... সাথে বোনাস হিসেবে দিলাম ++++++++++++++++ প্লাসাইলাম।
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩০
বোকামানুষ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ পড়ার জন্য
আর আপুনির পোস্টে কমেন্ট ও +++ দেয়ার জন্য
ভাল থাকবেন সব সময়
১৬| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮
শ্রাবণ জল বলেছেন: প্রিয়তে।
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ
প্রিয়তে আছে শুনে ভাল লাগছে
আমার ব্লগে স্বাগতম
ভাল থাকুন সব সময়
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২
স্বপ্ননীড় বলেছেন: অনেক ভাল হয়েছে। ২নং Best