নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল বানানে ভরা ব্লগ

বোকামানুষ

বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।

বোকামানুষ › বিস্তারিত পোস্টঃ

গল্পের বই এর যে কথাগুলো আলাদা করে মনে থাকে ..........পর্ব ৬

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:২০

১। ঈর্ষা, সন্দেহ, মানুষকে যত ছোট করে দেয় অধিকার পাওয়ার পর সেটা হাতছাড়া না করার চেষ্টায় মানুষ তারচেয়েও অনেক নিচে নামে ............সাতকাহন............ সমরেশ মজুমদার





২। বিদ্রোহ করতে গেলে নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে হয় । বিদ্রোহ করার আগে নিজেকে প্রশ্ন করো তুমি তার কতটা উপযুক্ত ............সাতকাহন





৩। ভয় মানুষের কৌতূহলকে মৃত করে ফেলে ............সাতকাহন





৪। মানুষ নিজেই নিজের সম্মান হারাতে সাহায্য করে............সাতকাহন





৫। যে সংস্কার বা নিয়ম তোমার ক্ষতি করে না তা মান্য করলে কেউ যদি সুখী হয় তবে তাই করা উচিত ..................সাতকাহন





৬। হৃদয়ের সম্পর্ক রক্তের চেয়ে মূল্যবান ..................সাতকাহন





৭। মানুষের কৃতকর্ম তার পরবর্তী কাজের দ্বারাই চেহারা পাল্টে নেয়

...............সাতকাহন





৮। অন্যের মতের উপর নিজের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা অবিরত করে যাওয়ার ফলেই তো অশান্তি হয় । মনে না নিয়েও তো মেনে নেওয়া যায় । আর সেরকম করলে প্রথমে অস্বস্তি হলেও শেষপর্যন্ত পরিবেশ যদি শান্ত থাকে তাহলেই শান্তি ...............সাতকাহন





৯। অনেক মেয়েদের সঙ্গে পাঁচ মিনিটের বেশি কথা বলা যায় না । কারণ এরা পৃথিবীর কিছুই জানতে চায় না । শাড়ি, গয়না আর বিয়ে ছাড়া কোন চিন্তা করতে পারে না । ছেলেদের নিয়ে রসিকতা করেই আরাম পায় ...............সাতকাহন





১০। প্রথম আলাপ হবার সময় একধরনের মুগ্ধতা কাজ করে । তারপর কোন ব্যাপারে ভুল বোঝাবুঝি হলে রাগারাগি হয় । সেই স্টেজটায় যাদের সম্পর্ক না কেটে যায় তাহলে অনেকদিন তারা একসঙ্গে এগোতে পারে ...............সাতকাহন





১১। ছেলেরা নয়, মেয়েরাই মেয়েদের এক নম্বর শত্রু । কোন মেয়ে আর একটা মেয়ের প্রশংসা প্রাণ খুলে করতে পারে না । যাদের অহংকার করার কোন কারণ নেই তারাই আকাশে নাক তুলে থাকে । সময় বিশেষ ননীর পুতুল ন্যাকামি অলম্পিক চ্যাম্পিয়ন হতে পারে, আবার পরক্ষণেই ফণা বের করতে এদের জুড়ি নেই ........................সাতকাহন





১২। স্নেহের মানুষের কাছে অশ্রদ্ধা পাওয়া তো চরম সর্বনাশ ...............সাতকাহন





১৩। ভালবাসা এমন এক জিনিস যা লুকিয়ে রাখা যায় না নিজের কাছে । অনেকটা পক্সের মতো ওষুধ খেলেও চামড়ায় ফুটে বের হবেই ........................সাতকাহন





১৪। আত্মসম্মান বোধ প্রতিটি মানুষের আছে যারা নিজেকে উন্মোচিত করতে অক্ষম তারা সেটাকে চেপে রাখে, মুখ বুজে সয়ে যায় কিন্তু মনের মধ্যে মাঝেমাঝেই সেই বোধটা নিশ্চয় ঠোকর মারে । প্রকাশ করুক আর না করুক কিন্তু জ্বালা তো সবার সমান ........................সাতকাহন





১৫। পৃথিবীতে কোন সম্পর্কই কখনই অটুট থাকে না ....................সাতকাহন





১৬। যত বড় সুন্দরী হোক যদি লাবণ্য না থাকে তাহলে সব রূপ মাঠে মারা যায় ...............সাতকাহন





১৭। মানুষ যত ক্ষমতার সিঁড়ি ভেঙে উপরে উঠে তত সে বন্ধুহীন হয়ে পড়ে ...............সাতকাহন





১৮। বাঙালির স্বভাব হল যে কোন ব্যাপারকেই একটু বাঁকা চোখে দেখতে ভালবাসে ...............সাতকাহন





১৯। পুরুষরা গল্প বানায় আর মেয়েরা সেটার ডালপালা তৈরি করে ছড়ায় ...............সাতকাহন







২০। জানা জিনিস অন্যের মুখে বন্ধুর মত শুনতে পেলে আর এক রকম মানে তৈরি হয় । হয়তো নিজের মন যা ভাবছে সেটা সঠিক কিনা তাতে একটা গোপন সন্দেহ থাকে । অন্যের সমর্থন পেলে এক ধরনের স্বস্তি তৈরি হয় । এই কারণে মানুষের জীবনে একজন বন্ধুর দরকার ...............সাতকাহন













৫ম পর্ব

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

শ্রাবণ জল বলেছেন: থ্যাংকস :)

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু

পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪১

এম হুসাইন বলেছেন: ২য় ভালোলাগা।

চমৎকার পোস্ট।

ধন্যবাদ।

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:

পড়েছিলাম তবে এভাবে কোটেড করে ভাবি নি !



দারুণ !


ধন্যবাদ শেয়ার করার জন্য! :)

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১

বোকামানুষ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আপু

পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য :)

ভাল থাকবেন সব সময়

৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০

সায়েদা সোহেলী বলেছেন: ।সাতকাহন আমার অনেক পছন্দের একটি বই । বইটি তে মার্কার দিয়ে অনেক গুলো কথা মার্ক করে রেখেছিলাম । নতুন করে মনে করিয়ে দিলেন তার জন্য ধন্যবাদ ।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪২

বোকামানুষ বলেছেন: সাতকাহন আমারও অনেক পছন্দের বই
এই আরও অনেক কথা আমি লিখে রেখেছি অনেক ভাল লেগেছে কথাগুলো

অনেক ধন্যবাদ পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য

আমার ব্লগে স্বাগতম আপু

ভাল থাকবেন সব সময়

৫| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৮

অস্হির বলেছেন: প্রতিটি Quotes মূল্যবান এবং চিরসত্য।

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য

আমার ব্লগে স্বাগতম

ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.