![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।
আমি কতটা উচ্চে
আপনাকে বসিয়ে রেখেছি
এ হৃদয়ের ঘরে
যদি জানতেন
একোন মানব-মানবীর
অমোঘ আকর্ষণ নয়
নয় স্বার্থের কোন অভিনয়
এতো শ্রদ্ধার ফুল দিয়ে
ভালবাসার মালা গাথা
যাতে পবিত্রতা ছাড়া কিছু নেই
এতো নয় পাশে থাকা
চোখে চোখ রাখার খেলা
এতো অন্তরের অন্তঃস্থলে
উচ্চারিত প্রতিনিয়ত আকুতি
কাছে, দূরে যেখানেই থাক
ভাল থাক সারাবেলা
এতো প্রদীপ নয় যে
নিভে যাবে একসময়
এতো বটবৃক্ষ
শত ঝড়-জঞ্জা সয়ে
বেঁচে থাকবে শ্রদ্ধার সাক্ষী হয়ে
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০২
বোকামানুষ বলেছেন: বানান বলে যান আপু আমি বানানে কাঁচা
এখন ঠিক করছি দেখেন ঠিক আছে কিনা
জী আপনি অনেক পপুলার এবং ভিআইপি বৃক্ষ তো এজন্য
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০২
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: এতো নয় পাশে থাকা
চোখে চোখ রাখার খেলা
এতো অন্তরের অন্তঃস্থলে
উচ্চারিত প্রতিনিয়ত আকুতি
কাছে, দূরে যেখানেই থাক
ভাল থাক সারাবেলা
এটুকু তার জন্যে ___________ !
ভালোলাগা !!!
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪
বোকামানুষ বলেছেন: কার জন্য আপু জাতি জানতে চায়
অনেক ধন্যবাদ আপু
ভাল থাকবেন
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লেগেছে অনেক।!
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু
আমার ব্লগে স্বাগতম
ভাল থাকবেন সব সময়
৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৭
ফালতু বালক বলেছেন: khub valo....+++ dilam, apu;-)
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৩
বোকামানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকবেন
৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৮
একজন আরমান বলেছেন:
শ্রদ্ধার সাথে কি ভালোবাসা নেই?
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৪
বোকামানুষ বলেছেন:
অবশ্যই আছে কেন থাকবে না
আমিতো লিখেছি ......
এতো শ্রদ্ধার ফুল দিয়ে
ভালবাসার মালা গাথা
আমি বলতে চেয়েছি আমাদের সবার এমন কিছু মানুষ থাকে যাদের সাথে আমাদের চাওয়া-পাওয়ার সম্পর্ক না
আমি তোমাকে চাই না পেলে মরে যাবো এমন সম্পর্ক না
তাদের প্রতি আমাদের যে ভালবাসা সেটা শ্রদ্ধার
শরৎচন্দ্রের কোন একটা লিখায় পড়েছিলাম শ্রদ্ধা ছাড়া ভালবাসা টিকতে পারে না
সব সময় তো প্রেম বিষয়ক কবিতা লিখি তাই এবার যাদের আমরা অনেক রিসপেক্ট করি আমাদের জীবনে যাদের খুব উচ্চে স্হান তাদের নিয়ে লিখার চেষ্টা করেছিলাম আরকি
ভাইয়া কবিতাটা আবার পড়ার অনুরোধ রইল
আর ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি
৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৯
আশিক মাসুম বলেছেন: ভালতো !!
এতো নয় পাশে থাকা
চোখে চোখ রাখার খেলা
এতো অন্তরের অন্তঃস্থলে
উচ্চারিত প্রতিনিয়ত আকুতি
কাছে, দূরে যেখানেই থাক
ভাল থাক সারাবেলা
মানুষ ফেরেশতা
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৭
বোকামানুষ বলেছেন: আমি বলতে চেয়েছি আমাদের সবার এমন কিছু মানুষ থাকে যাদের সাথে আমাদের চাওয়া-পাওয়ার সম্পর্ক না
আমি তোমাকে চাই না পেলে মরে যাবো এমন সম্পর্ক না
তাদের প্রতি আমাদের যে ভালবাসা সেটা শ্রদ্ধার
মানুষ ফেরেশতা না ভাইয়া কিন্তু কিছু ক্ষেত্রে তাদের থেকেও বড় কারণ মানুষের আবেগ আছে ফেরেশতার নাই
পড়ার জন্য ধন্যবাদ
ভাল থাকবেন ভাইয়া
৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
আমার কিশোরী বেলার রাজপুত্রের জন্যে
হে হে হে
ভালো থাকা হোক !
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু জানানোর জন্য
রাজকন্যার জন্য তো রাজপুত্রই লাগবে
যদিও এই কবিতা আমি প্রেমটাকে মূল করে লিখিনি শ্রদ্ধা কে বোঝাতে চেয়েছি তাও দেখি সব প্রেমের দিকেই যায় এত প্রেম সবার মনে
ভাল থাকবেন আপু
৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৩
একজন আরমান বলেছেন:
আপু আমি বুঝেছি। কিন্তু আমি যখন কমেন্ট করেছিলাম তখন খেয়ালও করেছিলাম। কিন্তু কি কারণে যে অমন কমেন্ট করলাম বুঝতে পারছি না। আমি সত্যিই লজ্জিত।
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২
বোকামানুষ বলেছেন: না ভাইয়া লজ্জিত হওয়ার মতো কিছু বলেন নাই
এভাবে বলে আমাকে লজ্জা দিচ্ছেন
আলাদা মত থাকতেই পারে
আমি এটা শ্রদ্ধা মনে করে লিখেছি কিন্তু এটাকে কেও নিজের মতো করে ভাবতেই পারে এতে কোন সমস্যা নেই
যেমন রাজকন্যা আপু মজা করেছেন রাজপুত্রের কথা বলে আমিও কিন্তু মজা করেই উত্তর দিয়েছি
শুধু অন্য মতের প্রতি শ্রদ্ধা থাকলেই হল
আর লিখার সমালোচনারও দরকার আছে
নিয়মিত আমার লিখা পড়বেন আর সমালোচনা করবেন তবে মাঝে মধ্যে একটু প্রশংসাও কইরেন ঠিক আছে :#>
ভাল থাকবেন ভাইয়া সব সময়
৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭
একজন আরমান বলেছেন:
হা হা।
অবশ্যই পড়বো।
আপনিও ভালো থাকবেন।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩
বোকামানুষ বলেছেন: দোয়া কইরেন ভাইয়া
সবাই ভাল থাকুক
শান্তিতে থাকুক আমার দেশের মানুষ সেইসাথে আমিও এই দোয়া করি সব সময় সবার জন্য
১০| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬
ফারজানা শিরিন বলেছেন: : )
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু
পড়ার জন্য এবং কমেন্ট করার জন্য
ভাল থাকবেন সব সময়
১১| ১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন: ভাললাগা জানবেন।
১৬ ই মে, ২০১৩ রাত ১২:৫৭
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকবেন সব সময়
১২| ১৫ ই মে, ২০১৩ রাত ১১:৪৭
বাংলাদেশী দালাল বলেছেন: এতো প্রদীপ নয় যে
নিভে যাবে একসময়
এতো বটবৃক্ষ
শত ঝড়-জঞ্জা সয়ে
বেঁচে থাকবে শ্রদ্ধার সাক্ষী হয়ে
সুন্দর হয়েছে।
শুভকামনা জানবেন।
১৬ ই মে, ২০১৩ রাত ১২:৫৮
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
আমার ব্লগে স্বাগতম
ভাল থাকবেন নিরন্তর
১৩| ১৬ ই মে, ২০১৩ রাত ১:০৭
আরমিন বলেছেন: আপনার প্রোফাইলের কথাগুলি আমার বেশী পছন্দ!
কবিতাটি সুন্দর!
১৬ ই মে, ২০১৩ রাত ১:১৩
বোকামানুষ বলেছেন: আপনার প্রোফাইলের কথাগুলি আমার বেশী পছন্দ!
তার মানে কবিতা কম পছন্দ হয়েছে
অনেক ধন্যবাদ আপু
প্রথম আসলেন আমার ব্লগে
আমার ব্লগ বাড়িতে স্বাগতম আপু
ভাল থাকবেন সব সময়
১৪| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:০৮
ফারজানা শিরিন বলেছেন: আবার পড়লাম ।
২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:১৫
বোকামানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু আবার কষ্ট করে পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য
আপনাদের মন্তব্য সবসময় উৎসাহিত করে
ভাল থাকবেন আপু
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫১
বটবৃক্ষ~ বলেছেন: এতো প্রদীপ নয় যে


নিভে যাবে একসময়
এতো বটবৃক্ষ
শত ঝর-জঞ্জা সয়ে
বেঁচে থাকবে শ্রদ্ধার সাক্ষী হয়ে
ঝর-জঞ্জা বানান টা ঠিক করে নেবেন..
আমাকে নিয়ে সবাই কবিতা লিখছে...।কি দারুন!! থাংকু থাংকু!!