নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল বানানে ভরা ব্লগ

বোকামানুষ

বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।

বোকামানুষ › বিস্তারিত পোস্টঃ

প্রার্থনা

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩০

স্বপ্ন না থাকলে

দুঃখগুলো আরো কষ্টকর হতো

হে আল্লাহ

যদি তোমাতে বিশ্বাস না থাকত

বেঁচে থাকা খুব ভয়ংকর হতো

সুখে তোমায় স্মরণ করি না করি

যত ব্যর্থতার অভিযোগ

আমি তোমাকে জানাই

দুখের দিনে যখন কেউ থাকে না পাশে

বিপদে যখন কেউ দেয় না অভয়

আমি তোমার কাছেই ছুটে আসি

চাই তোমার আশ্রয়

মহানুভব, ক্ষমাশীল তুমি

আমায় দাও না ফেলে

রক্ষা করো আমায়

তোমার দয়ার ছায়া মেলে

ওহে পরম করুণাময়

জানি অকৃতজ্ঞ আমি

সরল পথ ছেড়ে পঙ্কিলতায় নামি

তবুও তোমার কাছে প্রার্থনা

আমাকে ভ্রষ্টদের দলে শামিল করো না

বিপদে-আপদে দিও সান্ত্বনা

ইহকালে মোরে শান্তিতে রেখো

পরকালের হিসাব সহজ করো

ক্ষমা করো সব আযাব-যন্ত্রণা



মন্তব্য ১৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০

বোকামন বলেছেন: আমীন ....
আস সালামু আলাইকুম ....

(আমায় দাও না ফেলে)

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

আল্লাহ আমাদের সবাইকে ভাল রাখুন...... আমীন

ভাল থাকবেন

২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
প্রার্থনা
- বোকামানুষ

ভালোলাগা।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৭

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

আল্লাহ আমাদের সবাইকে ভাল রাখুন, সুস্থ রাখুন

ভাল থাকবেন সব সময়

৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৬

একজন আরমান বলেছেন:
সুখে তোমায় স্মরণ করি না করি
যত ব্যর্থতার অভিযোগ
আমি তোমাকে জানাই


শুধু বিপদে পড়লেই কেবল তাকে স্মরণ করি !!!

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৬

বোকামানুষ বলেছেন: জী ভাইয়া কথা সত্য মানুষ হিসেবে এখনো ভাল হয়ে উঠতে পারিনি :(

তারপরেও আল্লাহর কাছে অনুগ্রহ কামনা করি

আল্লাহ পরম করুণাময়

৪| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৩

আশিক মাসুম বলেছেন: আমিন।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩২

বোকামানুষ বলেছেন:
আল্লাহ আমাদের সবাইকে ভাল রাখুন, সুস্থ রাখুন


ভাল থাকবেন সব সময়

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪০

শ্রাবণ জল বলেছেন: শুধু দুখের সময় নয়। সুখের সময়ও তাঁকে স্মরণ করবেন, আপু। তিনিই একমাত্র সহায়।

ভাল থাকুন।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪

বোকামানুষ বলেছেন: জী আপু চেষ্টা করি তবু ভুল করে ফেলি

তিনিই একমাত্র সহায় সুখে দুখে সব সময়

অনেক ধন্যবাদ আপু

ভাল থাকবেন সব সময়

৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২১

ফালতু বালক বলেছেন: kabbe +++

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৩

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

আল্লাহ আমাদের সবাইকে ভাল রাখুন

৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫

শ্রাবণ জল বলেছেন: নতুন লেখা নেই যে??

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

বোকামানুষ বলেছেন: আমি কখনোই প্রস্তুতি নিয়ে কবিতা লিখতে পারিনা আপু
দেখা যায় মাথার ভিতর ২-৩টা লাইন ঘুরতে থাকে এমনিতেই
তখন খাতা নিয়ে বসি কথা লিখে ফেলার জন্য সাথে বাকিটাও চলে আসে আর যদি তখন না লিখি দেখা যায় কথাগুলো ভুলে গেছি পরে আর মনে পড়ে না :(


কয়েকদিন ধরে ২-৩টা লাইন মাথায় ছিল লিখা হয়নি এখন ভুলে গেছি :(


আর বইয়ের পোস্ট চাইলে দিতে পারি কিন্তু আলসেমি তে ধরছে দিতে ইচ্ছে করছে না


অনেক ধন্যবাদ, ভাল থাকবেন আপু

৮| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:১৬

আমিনুর রহমান বলেছেন:

প্রার্থনা কবিতায় +++

১৬ ই মে, ২০১৩ রাত ১২:৫৬

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

আমার ব্লগে স্বাগতম

ভাল থাকবেন

৯| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:৩৯

ফারজানা শিরিন বলেছেন: আমীন ।

২৯ শে মে, ২০১৩ রাত ১১:৪৮

বোকামানুষ বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে ভাল রাখুন, সুস্থ রাখুন তার পথে রাখুন আমীন

ভাল থাকবেন আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.