নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল বানানে ভরা ব্লগ

বোকামানুষ

বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।

বোকামানুষ › বিস্তারিত পোস্টঃ

ভাবনা

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০০

ভাবতে খুব ভাল লাগে

ভাবনার নদী বেয়ে

কোথায় পৌছে যাই

কখনো কোন সমুদ্রতীরে

প্রিয় মানুষের হাত ধরে হেটে বেড়াই

কখনো ফিরে যাই ফেলে আসা দিনগুলোতে

চায়ের কাপ হাতে বন্ধুদের তুমুল আড্ডায়



কখনো মিশে যাই কোন জনসমুদ্রে

ন্যায্য দাবীর শ্লোগানে

ঘোষণা করি একাত্মতা

কখনো চলে যাই ইতিহাসের পাতায়

নিজেকে ভাবি বীর যোদ্ধা

যুদ্ধ করছি , ফিরছি বিজয়ীর বেশে



কখনো হয়ে যাই রূপকথার রাজকন্যা

অপেক্ষা কখন রাজকুমার এসে

নিয়ে যাবে পঙ্খীরাজ ঘোড়ায় করে

কখনো মহাকাশযানে চড়ে ঘুরে আসি মহাবিশ্ব

চাঁদটাকেও ছুয়ে দেই আলতো করে



কখনো ভাবি আমার স্বপ্নের সাজানো সংসার

যেখানে ভালবাসায় ভরা আমার ভুবন

আমায় ঘিরে থাকে প্রিয় সব মুখ

ভাবতে খুব ভাল লাগে

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩

কস্কি বলেছেন: আকাশ কুসুম ভাবনার ভেলাতে ভাসতে ভাসতে মাঝেমধ্যেই মঙ্গল গ্রহে অবতরণ করি!! :D ;)

:P



:)

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

বোকামানুষ বলেছেন: অনেক ভাল কথা শুধু মঙ্গল গ্রহে গিয়ে হারিয়ে যাইয়েন না পৃথিবীতে আবার ফিরে আইসেন :)


অনেক ধন্যবাদ

ভাল থাকবেন সব সময়

২| ০১ লা মে, ২০১৩ রাত ১:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:
২য় ভালোলাগা।

++

০১ লা মে, ২০১৩ দুপুর ১২:৩৮

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

ভাল থাকবেন সব সময়

৩| ০১ লা মে, ২০১৩ সকাল ৮:২২

কস্কি বলেছেন: পৃথিবীতে আর ফিরা আইতাম্না!! মঙ্গল গ্রহের মাটি অতি সুলভ মূল্যে বিক্রি করমু!! পরে ঐ টেকা দিয়া কডকডি খামু!!



=p~ =p~ =p~ =p~ =p~ =p~ :-P B-))

০১ লা মে, ২০১৩ দুপুর ১২:৪৩

বোকামানুষ বলেছেন: মাটি বিক্রি করে সেই টাকা দিয়ে কডকডি কিনে খেতে হলেও তো আপনাকে পৃথিবীতে ফিরে আসতে হবে মঙ্গল গ্রহে কে আপনার মাটি কিনবে আর আপনি বা কোথা থেকে কডকডি কিনবেন :) :P

ভাল থাকবেন সব সময়

৪| ০১ লা মে, ২০১৩ রাত ৯:২৪

এরিস বলেছেন: সব সুন্দর ভাবনারা মানুষের হাত ধরে সত্য হয়ে মর্ত্যে নেমে আসুক। কবিতায় ভাললাগা। +++

০১ লা মে, ২০১৩ রাত ১১:০৭

বোকামানুষ বলেছেন: সব মানুষের সুন্দর ও সৎ ভাবনাগুলো পূরণ হোক

অনেক ধন্যবাদ

ভাল থাকবেন সব সময়

৫| ০২ রা মে, ২০১৩ দুপুর ১:৪০

একজন আরমান বলেছেন:
ভালো লাগলো।

ভাবতে খুব ভাল লাগে,
তবুও আমি আজ ভাবতে পারি না।
আমার ভাবনারা আজ কারো হাতে মুষ্টি বদ্ধ !

০২ রা মে, ২০১৩ বিকাল ৩:২৭

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

যে আপনার ভাবনা বন্দি করে রাখছে তার কাছ থেকে আপনার ভাবনাকে ছিনিয়ে নেন :)

ভাল থাকবেন সব সময়

৬| ১৪ ই মে, ২০১৩ রাত ৮:৩৬

ফালতু বালক বলেছেন: vabna gulo sotti hok..shobar...

১৫ ই মে, ২০১৩ রাত ১২:৪২

বোকামানুষ বলেছেন: সব মানুষের সুন্দর ও সৎ ভাবনাগুলো পূরণ হোক

অনেক ধন্যবাদ ভাইয়া

ভাল থাকবেন সব সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.