নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল বানানে ভরা ব্লগ

বোকামানুষ

বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।

বোকামানুষ › বিস্তারিত পোস্টঃ

স্বীকারোক্তি

১২ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৭

প্রতিবার তোমার নিঃশব্দতা

যখন আমাকে নীরবে জানান দেয়

তুমি আঘাত করেছো বন্ধ দরজায়

তুমি অতিক্রম করেছো তোমার সীমানা



বন্ধ দরজায় আঘাত করে করে

ক্লান্ত, অপমানিত হয়ে

যখন ফিরে আসি প্রতিবার

প্রতিজ্ঞা করি নিজের কাছে

আর কখনো আসবো না এ পথে

দাঁড়াবো না তোমার দরজায় ভিখিরি হয়ে



কিন্তু পারি নাতো.........কেন পারিনা ?

কেন তোমার বিষণ্ণ দৃষ্টি

আমাকে উদাস করে দেয়

তোমার মন খারাপ করা মুখ

আমার প্রতিজ্ঞাকে গুঁড়িয়ে দিয়ে যায়



কি হয়েছে ? মন খারাপ কেন ?

আমি একরাশ প্রশ্ন নিয়ে

তোমার কাছে চলে আসি

দাড়াই আবার বন্ধ দরজার সামনে

আমার সমস্ত অপমান ভুলে

তুমি প্রতিবার নিঃশব্দে আমাকে ফেরাও

ভাবো হয়তো তোমার জগতে

জোর করে জায়গা নিতে এসেছি

কিছু চাইতে এসেছি নিজের জন্য

কিন্তু বিশ্বাস করো

আমি আমার জন্য কিছু চাইতে

দাড়ায়নি কখনো তোমার দ্বারে......... দাড়াবো না

শুধু জানতে আসি তুমি ভাল আছতো ?

জানি তুমি কাছে আসতে দিবে না

তবু দূরে থাকতে পারি না

হয়তো এটাই আমার অক্ষমতা, দুর্বলতা

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল লাগল +++

১২ ই জুন, ২০১৩ রাত ৮:০৮

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

ভাল লেগেছে জেনে খুশি লাগছে :)

ভাল থাকবেন নিরন্তর

২| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৩

আশিক মাসুম বলেছেন: সে সুন্দর ।

১২ ই জুন, ২০১৩ রাত ৮:১০

বোকামানুষ বলেছেন: কে সুন্দর ভাইয়া ? B:-)

মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া

ভাল থাকবেন

৩| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:২৪

একজন আরমান বলেছেন:
মনে হল আমি কনফেস করলাম।

অনেক ভালো লাগলো।
কারণ ?
কারণ নিজের সাথে মিলে গেলো তাই। :)

১৩ ই জুন, ২০১৩ রাত ২:৪৬

বোকামানুষ বলেছেন: তাই নাকি ভাইয়া

কিন্তু এমন কষ্ট আমি কারো জন্য চাই না

সবার জীবন ভালবাসায় ভরে থাক এই কামনা করি সব সময়

ভাল থাকবেন ভাইয়া

৪| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:১৬

একজন আরমান বলেছেন:
জি তাই।

ভালো থাকতে চাই, তবে সময়টা সাথে নেই।

যাই হোক।

আপনিও ভালো থাকবেন। :)

১৪ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৩

বোকামানুষ বলেছেন: আজকে সময় ভাল নেই কালকে ভাল হবে শুভকামনা

জী দোয়া করবেন :)

৫| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:২১

রোজেল০০৭ বলেছেন: ভালো লাগা দিয়ে গেলাম।

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:২৭

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন

৬| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:২৮

আরমিন বলেছেন: ভাল লাগলো! :)

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৫০

বোকামানুষ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমার অনেক ভাল লাগছে :)

অনেক ধন্যবাদ আপু

ভাল থাকবেন নিরন্তর

৭| ১৫ ই জুন, ২০১৩ রাত ১:৩৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতা কি অসমাপ্ত?

ভালো লেগেছে।

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:০৩

বোকামানুষ বলেছেন: কবিতার সমাপ্তি তো টানা হয়েছে

অনেক ধন্যবাদ ভাইয়া

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.