নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল বানানে ভরা ব্লগ

বোকামানুষ

বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।

বোকামানুষ › বিস্তারিত পোস্টঃ

গল্পের বই এর যে কথাগুলো আলাদা করে মনে থাকে ..........পর্ব ৭

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:২২

১। স্বাধীনতার জন্য যোগ্য হতে হবে তারপর বাইরের স্বাধীনতা আদায় করতে হবে ............সাতকাহন............ সমরেশ মজুমদার





২। শাসন শুনতে যতই খারাপ লাগুক যে মানুষের জীবনে শাসন মানুষ থাকে না তার মত অভাগা আর কে আছে ........................সাতকাহন





৩। বিজ্ঞজনেরা বলে কখনও কাউকে ভালবাসলে তাকে বিয়ে করো না । ভালবাসা হল বেনারসী শাড়ির মত, ন্যাপথালিন দিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয়, তাকে আটপৌরে ব্যবহার করলেই সব শেষ ..........................সাতকাহন





৪। বিষয় সম্পত্তি মানুষকে নির্লজ্জ করে । বিশেষ করে আর্থিক দুরবস্থায় পড়লে এবং সামনে কোন নির্দিষ্ট উপায় না থাকলে সে অসহায় হয়ে পড়ে । তরুণ বয়সে যা সহনীয় হয় যৌবন পেরিয়ে তা হয়ে দাঁড়ায় পীড়াদায়ক । তখন ডুবন্ত মানুষের পায়ের মতো মানুষের মন কিলবিল করতে থাকে একটু শক্ত জমির জন্য । ন্যায়, নীতি, স্নেহ, ভালবাসা ইত্যাদির ওপর নিজেকে স্তোক দেয়া পোশাক পড়িয়ে দিতে সে মোটেই দেরি করে না ..........................সাতকাহন





৫। ভালবাসা কখনো কৃতজ্ঞতা থেকে জন্মায় । কৃতজ্ঞতা মানুষকে নম্র করে হয়তো সেই নম্রতা সইতে শেখায় । সয়ে গেলে একসময় ভালবাসা তৈরি হয়ে যায় .........

..............সাতকাহন





৬। মুখের উপর মনের কথা স্পষ্ট উচ্চারণ না করলে দুঃখগুলো দূরে থাকে .........

..............সাতকাহন





৭। প্রেমের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত বোধহয় তার শেকড় মনের গভীরে ছড়িয়ে পড়ে না ..........................সাতকাহন





৮। বিপদ মানুষের ব্যবধান কমিয়ে দেয় ..........................সাতকাহন





৯। মানুষ যখন কোন কিছুকে মরীয়া হয়ে আঁকড়ে ধরে তখন তার ওপর প্রচণ্ড নির্ভরশীল হয়ে পড়ে । কিন্তু কোন কারণে অকৃতকার্য হলে সে দিশেহারা হয়ে যায় তা থেকে নতুন করে উঠে দাঁড়ানো অসম্ভব ..........................সাতকাহন





১০। যে নিজের চোখের জল ফেলে না অথচ ভেতরে ভেতরে রক্তাক্ত হয় তার কষ্ট সবাই বুঝতে পারেনা ..........................সাতকাহন





১১। মানুষের পায়ের তলায় শেকড় আছে । পুরনো জায়গা থেকে শেকড় তুলে নিতে তার যেমন বেশি সময় লাগে না তেমনি নতুন জায়গায় সেই শেকড় বসে যেতেও দেরি হয় না ..........................সাতকাহন





১২। মরে যাওয়া মানুষ জীবিতদের মনে যে প্রতিক্রিয়া রেখে যায় তার দায় বইতে হয় অনেকদিন কারো কারো ক্ষেত্রে সারাজীবন ..........................সাতকাহন





১৩। পৃথিবীর অর্ধেক কাজ যুক্তি দিয়ে হয় না ..........................সাতকাহন





১৪। মেয়েরা হল জমির মত । তাদের চারপাশে নদীর স্রোত । ভাল বাঁধ না দিলে সেই জমি নদী গ্রাস করে নেবেই । আর বাঁধ ভেঙে মেয়েদের পক্ষে নদীর সঙ্গে লড়াই করা কতটা সম্ভব তা সময় বিচার করবে .........................সাতকাহন





১৫। কোন মানুষের যদি জেদ, পরিশ্রম, সততা এবং সেই সঙ্গে প্রতিভা থাকে জীবন তাকে সাফল্য দেবেই ..........................সাতকাহন





১৬। সব কিছু মনের মত মেলে না, মানিয়ে নিতে হয় । মেনে নিলে একসময় ঠিক সুখ ফিরে আসে ..........................সাতকাহন





১৭। প্রতিটি সংসারের নিজস্ব কিছু সমস্যা থাকে । বাইরে থেকে দেখলে আঁচ করা যায় না ..........................সাতকাহন





১৮। বিয়ের পর প্রথম কিছুটা দিন যে কোন নতুন বউ নতুনই থাকে । তখন তার সঙ্গে একটু দূরত্ব রেখে কথা বলা, তিক্ততা এড়িয়ে চলা হয় । কিন্তু কয়েকটা দিন কাটলেই কখন সবার অজান্তে সে নিজের হয়ে যায় একসঙ্গে না থাকলেও ........

..............সাতকাহন





১৯। বিজ্ঞজনেরা বলে জীবনযাপন বড় সহজ ব্যাপার যদি মানিয়ে চলতে পার । হংসের মত দুধটুকু খেয়ে জল ফেলে দাও, গায়ে মেখো না । কিংবা দুটোকে মিলিয়ে মিশিয়ে জটিল করতে যেও না । সংসারে থাকবে সন্ন্যাসীর মত । স্পর্শ করবে কিন্তু ধরবে না । এই আলগাভাব যে যত ভাল রাখতে পারবে তার তত ঝামেলা কম ..........................সাতকাহন





২০। আকাঙ্ক্ষার জিনিস পাওয়া হয়ে যাওয়ার পরে শিশুরা যেমন হেলায় ফেলে রাখে ঠিক তেমনি করে ভালবাসা ফেলে রাখতে নেই । কারণ ভালবাসা প্রতিমুহূর্তে প্রতিপালিত হতে চায় তাকে আগলে রাখতে হয় ........................সাতকাহন











৬ষ্ঠ পর্ব

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর সব উক্তি
পোষ্টে +

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫৩

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

ভাল থাকবেন

২| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫০

রাজীব নুর বলেছেন: হুম।

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫৫

বোকামানুষ বলেছেন: কি হুম ভাইয়া ?

মন্তব্য আরেকটু বড় করলে কি হয় :)

অনেক ধন্যবাদ

ভাল থাকবেন

৩| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:১৮

মাক্স বলেছেন: সুন্দর!

১৮ ই জুন, ২০১৩ রাত ২:৫৫

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

ভাল থাকবেন নিরন্তর

৪| ১৮ ই জুন, ২০১৩ ভোর ৪:০৪

ম.র.নি বলেছেন: শীর্ষেন্দু মখোপাধ্যায়ের লোটাকম্বল পড়েছেন? পড়লে মেন হয় পুড়ো বইটাই সামুতে টাইপ করতে হবে B-)

১৮ ই জুন, ২০১৩ ভোর ৫:০৯

বোকামানুষ বলেছেন: আমি তো জানতাম লোটাকম্বল সঞ্জীব চট্টোপাধ্যায় এর লেখা :||


সঞ্জীবের লোটাকম্বল পড়েছি কিন্তু কথা লিখে রাখা হয় নি

অনেক ধন্যবাদ
ভাল থাকবেন

৫| ১৮ ই জুন, ২০১৩ ভোর ৫:৫৯

ম.র.নি বলেছেন: সরি ভুল হয়েছে, বইয়ের নামের সাথে পাধ্যায় নামের প্যাচ খায় আমার, দুঃখিত আবারো।যাই হউক লোটাকম্বল পড়ার সময়ও আমি লিখে রাখার চেস্টা করতাম, পরে দেখলাম পুড়ো বইটাই তাহলে কপি করে রাখতে হয়।আপনার পোস্ট দেখে অতীত স্মৃতী মনে পড়ে গেল।ধন্যাবাদ

১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:২২

বোকামানুষ বলেছেন: হুম লোটাকম্বল ভাল বই কিন্তু লিখে রাখার কথা মাথায় আসেনি তখন আবার পড়তে হবে

আপনি লোটাকম্বলের কথা নিয়ে একটা পোস্ট দিয়ে ফেলেন তাহলে আমরাও পড়তে পারব

অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য এবং কষ্ট দুবার মন্তব্য করার জন্য

ভাল থাকবেন

৬| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর পোস্ট।

১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:২৩

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

ভাল থাকবেন সব সময় শুভকামনা

৭| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর!!!!

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৪

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য

ভাল থাকবেন সব সময় শুভকামনা

৮| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:২০

আরজু পনি বলেছেন:

এই অভ্যাসটা একসময় খুব বেশি ছিল। তখন খাতায় লিখে রাখতাম। এখন বইয়েই সরাসরি দাগিয়ে রাখি...খাতায় তুলতে ধৈর্য্য পাই না। :(

খুব ভালো অভ্যাস । :)

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৫

বোকামানুষ বলেছেন: সাতকাহন এর কথাগুলো অনেক আগে লিখে রাখা :)

আগে দেখা যেত বই কিনে পড়ার চেয়ে ভ্রাম্যমাণ লাইব্রেরী, এলাকার লাইব্রেরী, অন্য কাছ থেকে নিয়ে পড়া হতো বেশি সেই কারণে বইয়ে দাগ দেয়া কম হতো মার্ক করে খাতায় লিখে রাখতাম :)

এখনো বই কিনে পড়ার পাশাপাশি পিডিএফ, অনলাইন, কার কাছ থেকে ধার নিয়ে পড়া হয় অনেক তাই লিখে রাখতেই হয় আর নিজের বই দাগানো তো ফ্রি :)

বইয়ের ক্ষেত্রে আমি সর্বভুক যেখানে যেভাবে বই পাই পড়ি কিনে হোক আর কারো কাছ থেকে নিয়ে হোক

অনেক ধন্যবাদ আপু

ভাল থাকবেন

৯| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৪২

সোহাগ সকাল বলেছেন: দারুণ! তবে আমি এভাবে ছোট ছোট কথাগুলো মনে রাখার জন্য বই পড়তে পারিনা। তাহলে গল্পের মেইন থিমটাই গুলিয়ে যায়। :(

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৯

বোকামানুষ বলেছেন: হুম আমিও কিন্তু কথাগুলো খুঁজে খুঁজে বই পড়ি না বই পড়তে পড়তে যে কথাগুলো অনেক ভাল লাগে সেগুলো একটু মার্ক করে রাখি পড়ে খাতায় টুকে নেই বই পড়া শেষ হলে

অনেক ধন্যবাদ

ভাল থাকবেন

১০| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৪১

তাইফুর সরোয়ার বলেছেন: ভালো..............

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:২০

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন নিরন্তর

১১| ২০ শে জুন, ২০১৩ রাত ১:৩১

একজন আরমান বলেছেন:
আমরা কাউকে অকারণে মনে রেখে দিই চিরকাল, যার হয়তো আমাদের মনে রাখার কোনও কথাই নেই।
- সমরেশ মজুমদার

এই উক্তিটা আমার অনেক পছন্দের।

আরও কিছু পছন্দের উক্তির তালিকা করেছিঃ
http://mirarmaan.wordpress.com/quotes/

২০ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৬

বোকামানুষ বলেছেন: আমরা কাউকে অকারণে মনে রেখে দিই চিরকাল, যার হয়তো আমাদের মনে রাখার কোনও কথাই নেই।
- সমরেশ মজুমদার

আসলেই কথা সত্য আমরা যাকে গুরুত্ব দেই সে আমাদের দেয় না আর আমাদের যে গুরুত্ব দেই আমরা তাদের গুরুত্ব দেই না এটা একটা বৃত্তের মতো

আপনার ওয়েব এর কথাগুলোও অনেক ভাল লেগেছে পড়ে আসলাম :)

১২| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো পোস্ট।

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৬

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

ভাল থাকবেন সব সময় শুভকামনা

১৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:২৩

বৃষ্টিধারা বলেছেন: অনেক ভালো লাগলো পড়ে ....

ধন্যবাদ শেয়ার করার জন্য ।

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৪৪

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন সব সময় শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.