নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল বানানে ভরা ব্লগ

বোকামানুষ

বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।

বোকামানুষ › বিস্তারিত পোস্টঃ

কেউ কি বলতে পারেন পুরান ঢাকার ভাল কোন হোটেল বা রেস্টুরেন্টের নাম যেখানে ভাল ইফতার পাওয়া যায় [ সাময়িক পোস্ট ]

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৩

আমরা ৫-৬ জন বন্ধু-বান্ধবী মিলে পুরান ঢাকায় ইফতার করার প্ল্যান করেছি । চকবাজার যেতে চাইনা কারণ যতটুকু জানি ওখানে সবাই মিলে ইফতার করার মত ভাল ব্যবস্থা নেই যেই ভিড় ইফতার কিনে নিয়ে চলে আসতে হয় কিন্তু আমরা চাই এমন কোথাও ইফতার করতে যেখানে বসে সবাই মজা করে ইফতার করতে পারবো আর রাতের খাবার খেতে পারবো সাথে যদি টুকটাক একটু ঘুরা যায় সেটা হবে এক্সট্রা পাওয়া ।



তাই ব্লগের ভাইয়া আপুদের একটু হেল্প দরকার বিশেষ করে পুরান ঢাকার যদি কেউ থাকেন কষ্ট করে পুরান ঢাকার ভাল কোন খাবারের দোকানের নাম ঠিকানা যদি বলতেন যেখানে পুরান ঢাকার মজাদার ইফতার এবং ইফতারের পরে পুরান ঢাকার সব সময়ের বিখ্যাত মোরগ-পোলাও বা কাচ্চি,বিরানি এইধরণের খাবার পাওয়া যাবে । সাথে খরচ সে সম্পর্কে কিছু ধারণা দিলে খুব উপকার হত। খাবারের মান ভাল হতে হবে আর পরিবেশ যেন ভাল হয় ছেলে-মেয়ে সবাই মিলে যাবো ।

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৮

টি-ভাইরাস বলেছেন: চক বাজার যাইতে পারেন , যদি পরিবার নিয়া করতে চান তাইলে বংশাল এ হোটেল আল -রাজ্জাক অনেক নামকরা

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৮

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

হোটেল আল -রাজ্জাকের নাম শুনেছি কিন্তু কি কি খাবার ভাল পাওয়া যায় বা দাম কেমন জানি না :( একটু কষ্ট করে যদি বলতেন

এছাড়া আর কোন খাবারের জায়গার নাম ?

২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৯

দেখতাছি বলেছেন: রূপসী বাংলা
ওয়েস্টইন
রিজেন্সী
সোনারগা
রেডিসন

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫২

বোকামানুষ বলেছেন: B:-) B:-)

আমি পুরান ঢাকার খাবারের দোকানের কথা জিজ্ঞেস করেছি

ধন্যবাদ

৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪২

টি-ভাইরাস বলেছেন: দেখতাছি : ভাই এইসব কি পুরান ঢাকাতে ইফতারিতে কিছু খাইছেন নাকি ;)

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৩

বোকামানুষ বলেছেন: ভাইয়ার বোধহয় পুরান ঢাকার খাবার পছন্দ না :)

৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৬

আরজু পনি বলেছেন:
ঠাটারী বাজারে স্টার আছে।

লালবাগে রয়েল

চক বাজার থেকে ইফতার কিনে আশে পাশে কোথা্ও খেতে পরেন।

আপনি পুরাণ ঢাকার কোন এলাকায় ইফতারী করতে চাচ্ছেন তার উপর নির্ভর করে কোন রেস্টুরেন্টে যাবেন।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০০

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু

আমরা আসলে পুরাণ ঢাকার কোন নির্দিষ্ট এলাকা ঠিক করিনি

আমাদের টার্গেট হল পুরান ঢাকাইয়া ইফতার এবং পুরান ঢাকার বিখ্যাত খাবার যেখানে ভাল পাওয়া যাবে এবং পরিবেশ মোটামুটি ভাল হলে সেখানেই খাব

আর সাথে যদি আশেপাশে ঘুরার সুযোগ থাকে ইফতারের আগে বা পরে তাহলে আমরা বিকেলের মধ্যে গিয়ে আগে ঘুরে পরে ইফতার করবো অথবা ইফতারের পরে একটু ঘুরাঘুরি করে ফিরে আসবো


এখন একটু পরামর্শ দেন আপু কোথায় যাওয়া যায়

৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫২

বটবৃক্ষ~ বলেছেন: আমি বলতে পারিনা!! তবে আপনি সন্ধান পেয়ে দাওয়াত দিলে হোটেলের লোকেশন চিনতে হেল্প করার জন্যে আপনার সাথে যাইতে পারি!! ;) ;) B-)) :P :P

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৩

বোকামানুষ বলেছেন: অবশ্যই আপু চলে আইসেন :)

ইয়ে মানে বিলটা নিশ্চয়ই আপনি দিবেন :P :#)

৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৫

টি-ভাইরাস বলেছেন: কি কি চান আপনে ... শুধু গরুর মাংস কোনো কিছু ছাড়া ... দাম ভাই অনেক অনেক আইটেম একটার একধরন দাম ...কিন্তু খাবার মান অনেক ভালো ... আপনে আস্ত ছাগল এর রোস্ট ও পাবেন

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৯

বোকামানুষ বলেছেন: শুধু গরুর মাংস কোনো কিছু ছাড়া

এই কথার মানে বুঝি নাই :(

আমরা ভাইয়া পুরান ঢাকার মজার ইফতার খেতে চাই সাথে রাতের খাবার মোটামুটি রিজেনেবল দামের মধ্যে খুব বেশি দাম হলে একটু সমস্যা প্রতিজন ৫০০ টাকার ভিতরে হলে ভাল হয়

আর বাকি বিস্তারিত কি চাই উপরে আপুর মন্তব্যের উত্তরে লিখেছি

অনেক ধন্যবাদ ভাইয়া

আল -রাজ্জাকের নাম লিস্টে থাকলো

৭| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১০

দেখতাছি বলেছেন: এখনও ঢাকা নতুন পুরান আছে নাকি ?

আপনার ইফতারি শুভ হোক ।

টি-ভাইরাস এর সাথে রমজানের খাতিরে তর্কে গেলাম না ।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১১

বোকামানুষ বলেছেন: পুরান ঢাকা বলতে ঐ এলাকাটাকে বুঝাতে চেয়েছি

অনেক ধন্যবাদ ভাইয়া

৮| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: চকবাজারের ইতিহ্যবাহী ইফতারের বাজার চকে চলে যেতে পারেন ! গতকালই ঘুরে এলাম ৪- ৫ জন মিলে , টানা তয় বর্ষ ! নিয়ম করে বছরে একদিন যাই ! খাবার কিছুটা আনহাইজেনিক ! বাট ইটস ওকে ফর ১ ডে ইন ১ ইয়ার ! খাবারের আইটেম অনেক পাবেন , চেষ্টা করবেন বৈচিত্রময় কিছু কিনতে ! মুরগী আর খাসির রোষ্ট আমার ফেবারিট ! পার হেড ৪০০ টাকা করে নিয়েও মনে হয়েছে আরো কিছু টাকা হলে হেব্বি জমতো ! গত ৩ বছর ধরে যেটা করছি সেটা হলো ১ ঘন্টা ৩০ মিনিট আগে চলে যাই , তারপর ঘন্টাখানেক ধরে পুরো বাজার ঘুরে দেখে ছবি তুলে কিনে তারপর সোজা মসজিদে ! আশেপাশে দাড়ানোর ও জায়গা পাবেন না ! এই জন্য মেয়েদের না যাওয়াই ভালো ! মসজিদে এমন অনেকেই ইফতার করে , শুধু ইফতার রাখার জিনিস আপনার নিয়ে যেতে হবে , যেমনঃ খবরের কাগজ ! আর হাজির বিরিয়ানি খেতে চাইলে দেরী করবেন না , নামাজের পর পর ই রিকশা নিয়ে নিবেন , ভাড়া ৩০-৩৫ এর বেশী না ! এবারের তোলা খাবারের ছবি গুলো দিয়ে একটা ছবি ব্লগ দেয়ার ইচ্ছা আছে ! যদি যান তবে শুভকামনা !

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৬

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

কিন্তু আমি আগেই বলেছি চকবাজারে যেতে চাই না প্রথমত অনেক ভিড় দাড়ানোর ও জায়গা নাই

আর আমরা ছেলেমেয়ে মিলে যাবো আমি নিজেও মেয়েদের দলে :)

আমরা কোথাও শান্তিমত বসে মজা করে ইফতার করতে চাই সবাই মিলে

আর যদি কোন পরামর্শ দিতেন

৯| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৩

স্বপ্নবাজ পথিক বলেছেন: রয়েল বা রাজ্জাক বেষ্ট।
রয়েল হলো লালবাগ মোড়ের সাথে আর রাজ্জাক হলো বংশালের সাথে।
খাওয়াদাওয়ার মান খুবই ভালো; পরিবেশও চমৎকার।

রয়েলে গেলে আর যাই খান না কেন অবশ্যই তাদের পেস্তা বাদামের শরবত খাবেন।
খেলে মনে হবে অমৃত খাচ্ছেন :)
দাম ৫০ বা ৫৫ টাকা প্রতি গ্লাস।

আর রাজ্জাকে গরুর গোস্তের কোন আইটেম নেই। খাসি বা মুরগীর আইটেম। খাসির লেগ রোষ্ট বা খাসির গ্লাসি অসাধারন।
দাম মনে হয় ১৮০ টাকা।

এছাড়া দুটি হোটেলের অন্যান্য খাবার গুলোও অসাধারন।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:২২

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

অমৃতের নাম শুনেতো এখনি চলে যেতে ইচ্ছে করছে :)

রয়েলের পেস্তা বাদামের শরবতের নাম আগেও শুনেছিলাম ভুলে গেসিলাম খাইনিতো খেলে মনে থাকতো :( এখন আপনার কথা শুনে মনে পড়ল :)

১০| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৭

দেখতাছি বলেছেন: পুরান ঢাকার ইফতারের স্বাদ পুরোপুরি উপভোগ করতে হলে - ইফতারটা ২/১ জন যেয়ে নিয়ে আসেন । বাকিরা পূরণ ঢাকার মধ্যেই কোনো মঞ্জিল টাইপ জায়গা ঠিক করে বসে পরুন ।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৫

বোকামানুষ বলেছেন: হুম এটাও একটা ভাল আইডিয়া যদি অন্য কোন জায়গা ভাল না লাগে তখন ভেবে দেখবো

ধন্যবাদ

১১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: তাহলে একটা কাজ করতে পারেন , মেয়েরা গুলিস্তানের কোন একটা ভালো রেষ্টুরেন্টে অপেক্ষা করতে পারেন , ছেলেরা আগে আগে গিয়ে ইফতারি কিনে নিয়ে আসলো , যে রেষ্টুরেন্টে বসবেন সেখান থেকে কিছু অন্তত কিনবেন ! ওখান থেকেই আবার হাজির বিরিয়ানিতে হানা দিতে পারেন ! সেক্ষেত্রে ইফতারের ঘন্টা দুয়েক আগেই ছেলেদের চলে যেতে হবে !

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৮

বোকামানুষ বলেছেন: ভাইয়া এইরকম ছাড়া ছাড়া থাকতে ভাল লাগবে না আর আমরা পুরান ঢাকায় বসে খেতে চাচ্ছি তবুও যদি অন্য কোন অপশন ভাল না লাগে তখন ভেবে দেখবো

অনেক ধন্যবাদ

১২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পুরান ঢাকা পুরাটাই তো খাবারের স্বর্গ।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩০

বোকামানুষ বলেছেন: হুম কিন্তু স্বর্গের কোথায় কি পাওয়া যায় এটাতো জানি না :(

এইজন্যই আপনাদের পরামর্শ চাইতেছি ভাইয়া :)

১৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পুরান ঢাকা পুরাটাই তো খাবারের স্বর্গ।

সহমত

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৯

বোকামানুষ বলেছেন: হুম কিন্তু স্বর্গের কোথায় কি পাওয়া যায় এটাতো জানি না :(

এইজন্যই আপনাদের পরামর্শ চাইতেছি ভাইয়া :)

একটা পরামর্শ তো দিয়ে যান ভাইয়া :(

১৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪২

আল ইফরান বলেছেন: থালা-বাটি নিয়া লাইনে দাড়াইলাম, :P :P :P (আই মিন পোস্ট অবজার্ভেশানে), উপযুক্ত ইনফর্মেশনের আশায় :-B

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৪

বোকামানুষ বলেছেন: দাড়িয়ে থাকবেন কেন ভাইয়া বসে থাকেন :)

১৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৬

তানজিমস্‌ বলেছেন: আর যেখানেই যান চকে যাইয়েন না... :(( তবে অভিজ্ঞতা অর্জনের এরচেয়ে ভাল কিছু অবশ্য হয়না... B-))

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৫

বোকামানুষ বলেছেন: বেশি অভিজ্ঞতা ভাল না :)

চকে যেতে চাই না

১৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৯

লেখোয়াড় বলেছেন:
এখানে দেখি খাই খাই লেগে গিয়েছে।
তা ভাল, না খেলে মানুষ বাঁচবে কেন?

তা পুরান ঢাকার ইফতারী না খেলেই কে নয়?
ও আচ্ছা, ঐতিহ্য বলে কথা! আপনার আশা পূরণ হোক।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৭

বোকামানুষ বলেছেন: রোজা থেকে সবার খিদে লেগে গেছে ভাইয়া :)

অনেক ধন্যবাদ

১৭| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০১

আরজু পনি বলেছেন:

ইফতারের পরে বেচারাম দেউরী থেকে নান্নার বিরিয়ানী খেতে পারেন।
আর বিকেলে লালবাগের কেল্লা ঘুরে আসতে পারেন।

চাইলে আহসান মঞ্জিল বা সদর ঘাটেও যেতে পারেন। নির্ভর করে কতোক্ষণের জন্যে যাবেন। আর বাজেট কেমন ...

আচ্ছা না্নার বিরিয়ানী লালবাগেও পাবেন। হৃদয় কনফেকশনারীর একেবারে কাছেই ...

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৮

বোকামানুষ বলেছেন: লালবাগ ঘুরে আসার কথা আমিও ভাবতেছি অথবা সদরঘাট বা যেখান থেকে নৌকায় চড়া যায়

বিকেলে যাওয়ার ইচ্ছে

বাজেট জনপতি ৫০০ টাকার ভিতরে হলে ভাল হয়

ব্লগে দেখেছিলাম নান্নার মোরগ-পোলাও নাকি অনেক বিখ্যাত?

আপু আপনি সবতো ইফতারের পরের খাবার বললেন ইফতার কোথায় করবো ? :(

আপু আমরা যদি ইফতার রয়েলে করে বেচারাম দেউরী গিয়ে নান্নার মোরগ-পোলাও খেতে চাই সেটা কি ভাল হবে? তার আগে হয়তো লালবাগ বা বুড়িগঙ্গা নদীতে ঘুরে আসলাম |-)

১৮| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৪

ধুম্রজ্বাল বলেছেন: ইফতার নিয়ে পার্টি করার কিছু নাই।
পরিমিত খাবার খান।
টাকা টা এতিমখানায় দান করুন

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৩

বোকামানুষ বলেছেন: হুম ঠিকই বলেছেন

তবে আমরা কিন্তু অপচয় করতে চাইনি রোজার একটা ইফতার বন্ধুরা সবাই মিলে একসাথে করতে চেয়েছি

আর নিজের যতটুকু সাধ্য তার ভিতরেই চেষ্টা করি গরীব অসহায় মানুষকে সাহায্য করতে

অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

ভাল থাকবেন

১৯| ২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৪

বোকামানুষ বলেছেন: ২দিন আগে গিয়েছিলাম ইফতার করতে পুরান ঢাকায় পুরাই ফ্লপ প্ল্যান :( পুরান ঢাকায় ব্লগের ভাইয়া আপুরা সবাই অনেক তথ্য দিয়ে সাহায্য করেছিলো তাই ভাবলাম ছোট একটা রিভিউ দেই

প্রথমে গেলাম লালবাগে রয়েল রেস্টুরেন্টে অর্ডার করলাম ওদের রেগুলার ইফাতার প্যাকেজ সাথে সেই বিখ্যাত পেস্তা বাদামের শরবত আর লাবাং । ইফতার দেখেই মন খারাপ হয়ে গেল ছোট কাঁচের প্লেটে কয়েকটা আইটেম এগুলো সব খানেই পাওয়া যায় কিন্তু পুরান ঢাকার বিখ্যাত কোনকিছুই নাই যাই হোক ইফতার শুরু করে পেস্তা বাদামের শরবত খেয়েতো পুরাই তব্দা এই জিনিস এত বিখ্যাত খেতে খারাপ না কিন্তু আহামরি কিছু না এই যদি অমৃত হয় তাহলে অমৃতের টেস্ট বেশি ভাল না :( তার চেয়ে সবার ভাল লেগেছে লাবাং বিখ্যাত না হলেও স্বাদে ভাল  । ইফতারের এই অবস্থা দেখে কেউ আর এইখানে কিছু খেতে চাইলো না । সবাই মিলে ঠিক করলাম বুড়িগঙ্গাতে কিছুক্ষণ নৌকা করে ঘুরে তারপর নান্নার মোরগ-পোলাও খেয়ে বাসায় ফিরবো

গেলাম সোয়ারি ঘাট ( নাম ভুল হতে পারে ) পুরো ঘুরাঘুরির এটা হল সব চেয়ে ভাল অংশ । একটা নৌকা ভাড়া করে সবাই মিলে উঠে পড়লাম । নৌকা নদীর ওপারে গিয়ে আবার ফিরে আসবে তারপর এই পারেই ঘুরবো কিছুক্ষণ । রাতের বেলা ভরা বর্ষার বুড়িগঙ্গা পরিষ্কার আকাশ মাথার উপরে চমৎকার পরিবেশ । যদিও নদীতে অনেক স্রোত আর ঢেউ এর কারনে অনেকে কিছুটা ভয় পেয়েছে প্রথমে তারপরেও ভয় মিশ্রিত ভাল লাগা নিয়ে আনন্দদায়ক ভ্রমণ । শেষের দিকে অল্প অল্প বৃষ্টি পড়ছিল আমার অনেক ভাল লেগেছে নদীর মধ্যে নৌকার উপর বৃষ্টি কিন্তু বৃষ্টির কারণে তাড়াতাড়ি নেমে পড়তে হল যদি জোরে শুরু হয়।

অতপর গন্তব্য লালবাগে নান্নার মোরগ-পোলাও । দোকানের নামতো দেখলাম শাহী মোরগ-পোলাও না কি যেন মালিক হাজী নান্না মিয়া যাই হোক রয়েলের অভিজ্ঞতার কারণে এইবার রিস্ক নিলাম না আগে বলা হল ২টা হাল্ফ প্লেট মোরগ-পোলাও দিতে খেতে ভাল হলে পরে নেয়া যাবে । খাবার আসলো কেউ আগে টেস্ট করতে চায় না শেষে আমাকে গছিয়ে দিল কি আর করা করলাম টেস্ট পুরান ঢাকায় আমি আগেও খেয়েছি অন্য জায়গায়ও মোরগ-পোলাও খেয়েছি কিন্তু এর চেয়ে বাজে মোরগ-পোলাও আমি কোথাও খাইনি  আমি একটু খেয়ে ধরিয়ে দিলাম আরও ৩জনকে শেষে আমরা মোট ৫জন মিলে ২টা হাল্ফ প্লেট মোরগ-পোলাও শেষ না করেই উঠে পড়লাম । আমাদের সবার তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা । আর সব দোষ গিয়ে পড়লো আমার উপর আমি তো এইসব জায়গার নাম বলছি :((

আমাদের সাথে আবার একজন গেস্ট ছিল উনি আবার বাসায় বলছে খাবার নিয়ে আসবে পুরান ঢাকার খাবার বলে কথা আমরাতো পড়লাম আরও বিপদে এখন কি হবে শেষে অন্ধের ঝষ্ঠি খুঁজে বের করলাম হাতিরপুলের মামুনের বিরানি হাউজ এইখানে আমরা কয়েকবার খেয়েছি জানি খাবার ভাল সেখান থেকে আবার মোরগ-পোলাও কিনে নিয়ে সবাই বাসার দিকে দৌড় দিলাম আসার সময় ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে রিকশায় অল্প একটু ঘুরলাম অনেক ভাল লেগেছে রিকশা জার্নি ।
এইভাবেই শেষ হল আমাদের একটি বিখ্যাত ব্যর্থ ভ্রমণ |-) :( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.