![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।
মনে হয় অনন্তকাল ধরে হেটে চলেছি
ঝোপঝাড়, কণ্টকাকীর্ণ পথ মাড়িয়ে
আর কতকাল লাগবে
পৌছেতে ঐ পাহাড় চূড়ায়
আমি যে আর পারছি না
ক্লান্ত পথিক বিড় বিড় করে নিজের মনে
পা রক্তাক্ত, হাত ছিলে গেছে
উদ্ভ্রান্ত দৃষ্টিতে ক্ষীণ আশা
ঐ পাহাড়ের চূড়ায় উঠলেই তার মুক্তি
পৃথিবীটাকে সে দেখতে পাবে নতুন ভাবে
নিজের মত করে
আর কতদূর ? …………………….. কতদূর ?
২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৯
বোকামানুষ বলেছেন: ভাইয়া আপনি আজকে এটা পড়লেন
এই কথার সাথে এই কবিতার কি সম্পর্ক ভাইয়া
ধন্যবাদ
ভাল থাকবেন
২| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৯
লাবনী আক্তার বলেছেন: ২য় ভালো লাগা রইল।
২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫০
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু
আপনারা পড়েন বলেই যা মনে আসে লিখে ফেলার সাহস পাই
ভাল থাকবেন আপু
৩| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর কবিতা
২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫১
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
আপনাদের ভাললাগা সব সময় উৎসাহ দেয়
ভাল থাকবেন
৪| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২১
একজন আরমান বলেছেন:
খুঁজে দেখুন মিল পেয়ে যাবেন !
ইনফ্যাক্ট এই একটা কবিতা না আরও অনেক কবিতার সাথেই এর সম্পর্ক আছে !! বলতে পারেন এর কারনেই বিষাদময় কবিতা লেখার সূত্রপাত !!!
২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০১
বোকামানুষ বলেছেন: তাই নাকি ভাইয়া আপনার এমন মনে হয়েছে কি জানি হতে পারে আমি ভেবে দেখিনি
আমি একসময় মানুষকে খুব বিশ্বাস করতাম কোন বিশেষ কেউ তা না যেকোনো মানুষ আমার বন্ধু-বান্ধব বা যে কেও আমাকে যা বলতো আমি বিশ্বাস করতাম মানুষ যে মনে এক কথা রেখে মুখে আরেক কথা বলে বা শুধুই কথার কথা হিসেবে অনেক কথা বলে এই ব্যাপারটাই আমি বুজতাম না
এই ব্যাপারটা আমি বুজতে শিখেছি যখন পড়াশোনার জন্য বাসা থেকে দূরে আসতে হল । আরও অনেক কিছুই বুজতাম না আর তখন এই যান্ত্রিক শহরে সদ্য পরিচিত মানুষদের মাঝে নিজেকে খুব বোকা মনে হত । এখনো বোকাই আছি সেখান থেকেই কথাগুলোর জন্ম ।
আর আমি প্রেম বা অপেক্ষা বিষয় নিয়ে কবিতা লিখলেও কবিতা লিখতে হলে প্রেমে পড়তে হয় বা ছ্যাঁকা খেতে হয় এই কথাই আমি বিশ্বাস করি না এই বিষয়ে আরেকদিন বলবো
ভাল থাকবেন ভাইয়া
৫| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
আর কতদূর ? …………………….. কতদূর ?
কবিতায় ভাললাগা বোকামানুষ।
+++
২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১০
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকবেন সব সময় শুভকামনা
৬| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪১
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !
২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১১
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল লেগেছে জেনে ভাল লাগলো
ভাল থাকবেন
৭| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল হয়েছে।
খটকাঃ কণ্টাকীর্ণ শব্দটা কণ্টকাকীর্ণ হবে কি?
২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৩
বোকামানুষ বলেছেন: হুম এটাই হবে বাংলা, ইংলিশ দুটাতেই প্রচুর বানান ভুল হয়
অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকবেন সব সময়
৮| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৩
একজন আরমান বলেছেন:
আমিও শুধু বিশেষ কারো কথা বুঝাই নি। আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি যে কাউকেই খুব বেশি বিশ্বাস করলেই ঠকতে হয়। ভার্সিটির প্রথম দিকে আমার এক বন্ধুকে ২ হাজার টাকা ধার দিয়েছিলাম। তার সমস্যা থাকলে সে আমাকে বলে নিতে পারত্। আর না হলে আমি নিজের টাকার সাথে আরও কিছু ম্যানেজ করে দিতাম, তা না বলে সে আমার টাকা মেরে দিয়েছিল ! কিন্তু আজ ৪ বছর পরেও তার সাথে দেখা হলে আমি তাকে চা-নাস্তা অফার করি !!! তাই নিজেকে খুব বোকা মনে হয় ! এই রকম অনেক উদাহরন আছে।
আর হ্যাঁ আপনার এই কথার সাথে আমিও সহমত যে প্রেম বিষয়ক কিছু লিখতে হলে ছ্যাকা খেতে হবে !!!
তবে আমার নিজের কথা আলাদা।
ভালো থাকার ব্যাপারটা আপেক্ষিক !
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:১১
বোকামানুষ বলেছেন: হুম সেটাই মানুষকে বিশ্বাস করে যখন ঠকতে হয় তখন আসলেই নিজেকে বোকা মনে হয়
কবিতা লিখতে প্রেমে পড়া বা ছ্যাকা খাওয়া লাগে না লাগে রোমান্টিক একটা মন যে কল্পনা করে নিতে পারে অনেক কিছু
ভালো থাকার ব্যাপারটা আপেক্ষিক একেক জনের কাছে একেকরকম তবুও সবার জন্যই দোয়া করি আল্লাহ সবাইকে ভাল রাখুন খারাপ থাকা অনেক কষ্টের
৯| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৭
একজন আরমান বলেছেন:
রোম্যান্টিক মন থাকলেও সমস্যা !!
একটা সময় এই মনের কারণে টুকটাক লিখতাম রোম্যান্টিক কবিতা। একান্তই নিজের জন্য। আর এখন সব কিছুর পর লিখি সস্তা ছ্যাকা কাব্য !
যাই বলুন সময় একটা বড় ফ্যাক্ট যে কোন কিছুর জন্য। আর মানুষের ব্যাবহারের মাধ্যমে তার অবস্থান কোন না কোনভাবে প্রকাশ পাবেই !
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৮
বোকামানুষ বলেছেন: সবাই রোম্যান্টিকতা বুঝতে পারে না আর এখন মানুষের রোমান্সের যেই অবস্থা আর রোম্যান্টিকতার যেই ধরণের প্রকাশ তাতে নিজেকে রোম্যান্টিক বলতে ভয় লাগে
আমাদের রোম্যান্টিকতার সংজ্ঞা শুধুই প্রেমিক-প্রেমিকা আর তাদের প্রেমের ভিতর সীমাবদ্ধ হয়ে যাচ্ছে দিন দিন
বুদ্ধদেব গুহ মাধুকরীর এক জায়গায় এধরনের একটা কথা বলছেন যে যারা জন্ম রোম্যান্টিক তাদের রোম্যান্টিকতার জন্য কোন সঙ্গী-সঙ্গিনীর দরকার হয় না তারা আশেপাশের যেকোনো কিছু থেকে রোম্যান্টিকতার রসদ খুঁজে নিতে পারে
কথাটা ভাল লেগেছিল
এমন বলছেন কেন ভাইয়া আপনি তো সুন্দর কবিতা লিখেন
১০| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
জামিনদার বলেছেন: খুব সুন্দর কবিতা।
৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০২
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
আমার ব্লগ বাড়িতে স্বাগতম
ভাল থাকবেন সব সময়
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৫
একজন আরমান বলেছেন:
বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........! ! !