নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল বানানে ভরা ব্লগ

বোকামানুষ

বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।

বোকামানুষ › বিস্তারিত পোস্টঃ

গল্পের বই এর যে কথাগুলো আলাদা করে মনে থাকে ..........পর্ব ৮

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:২১

১.. ভালবাসা হল সকালের মত । স্বার্থর লম্বা ছায়া সূর্য উঠা মাত্র ছোট হতে আরম্ভ করে । সূর্য যখন মাথার ওপর তখন ছায়া পায়ের তলায় । ভালবাসার পূর্ণতা তখনই হয়ে যায় । তারপর বেলা যত গড়ায় , ছায়া লম্বা হয় , তত ভালবাসার আয়ু ফুরিয়ে আসে । পৃথিবীতে সব কিছুর মত ভালবাসার আয়ু বড় ক্ষণস্থায়ী । ভালবাসাহীন সম্পর্ক বয়ে চলা কষ্টকর । ............সাতকাহন............ সমরেশ মজুমদার





২.. আত্মসম্মান এমন এক বস্তু যে চিরকাল একই চেহারায় থাকে না । তোমার আত্মা যে সকল জিনিসের দ্বারা আজ অপমানিত বোধ করছে তা আগামীকাল সেইভাবে নাও ভাবতে পারে । বয়স, অভিজ্ঞতা এবং শিক্ষা মানুষকে উদার করে । আজ যে ব্যাপারে তোমার আত্মসম্মানে আঘাত লাগতেছে কাল সেটা গুরুত্বহীন হইতে পারে । .................................... সাতকাহন ।





৩.. জীবন বড় মধুময় শুধু এই জন্য যে এই মাধুর্যের অনেকটাই স্বপ্ন আর কল্পনা দিয়ে গড়া .................................... সাতকাহন ।





৪.. যাকে শ্রদ্ধা করা যায় না, তাকে হৃদয় দিয়ে ভালবাসাও যায় না ......... সুইফট





৫.. ইতিহাসের অভিজ্ঞতা বলে ভাগ্য তাদেরই পক্ষে যায় যাঁদের নিজেদের পূর্বপ্রস্তুতি থাকে ...................... লুই পাস্তুর ( ফরাসি বিজ্ঞানী )





৬.. মানুষ ভাগ্যের শৃঙ্খলে বন্দী নয়, বরং সে বন্দী নিজের চিন্তা-চেতনার কাছে .....

...................... ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ( সাবেক মার্কিন প্রেসিডেন্ট )





৭.. একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না ...................... জর্জ লিললো ।





৮.. যদি তুমি কখনো অপমানিত বোধ কর, তবুও অন্যকে সেটা বুঝতে দেবে না ...................... বেকন ।





৯.. ধার্মিক হবার আগে ভদ্র হবার চেষ্টা করুন ................... ডাঃ লুৎফর রহমান





১০.. শ্রদ্ধা করতে জানলেই অন্যের শ্রদ্ধাভাজন হওয়া যায় ................... জন রে ।





১১.. আত্মগর্ব মানুষের আত্মবিপর্যয় ডেকে আনে ................... ঈশপ ।





১২.. মানুষের জ্ঞান-বিজ্ঞান বাড়িয়ে চলার সাধনায় চিরদিন সবচেয়ে বড় বাধা হয়ে থেকেছে আমিত্বের অহংকার । আমি যেটুকু জানি, সেটা জানাই যথেষ্ট এই অহংকার ................... মানিক বন্দ্যেপাধ্যায় ।





১৩.. সুখ এবং দুঃখ একসঙ্গে মিশে থাকে এমন ঘটনার সংখ্যা পৃথিবীতে খুব বেশি ।





১৪.. যত উপায়েই মানুষের কণ্ঠ রুদ্ধ করা হোক, মানুষের মন কিছুতেই নির্বাক হয় না । প্রতিটি জাগ্রত মুহূর্তেই মানুষের মন কিছু না কিছু বলে ।





১৫.. অভিমান হল হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার । যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারে না ।





১৬.. মহত্তম পরোপকারও পরোপকারীর মুখ থেকে বারবার শুনলে তা তিক্ততায় পর্যবসিত হয় ।





১৭.. সারল্য ব্যাপারটা আমার সবাই পছন্দ করি । কিন্তু সেই সারল্য যখন মাত্রা ছাড়িয়ে গিয়ে বোকামির পর্যায়ে পড়ে, তখন বেশ রাগ হয় .................

......মানুষ ............... সুনীল গঙ্গোপাধ্যায় ।





১৮.. মানুষের স্বার্থচিন্তাই সব সময় প্রবল, কখনও তা অবচেতনে থাকে কখনও প্রকাশ্যে ............... মানুষ ............... সুনীল গঙ্গোপাধ্যায় ।





১৯.. বাড়ির মধ্যে নিজের স্বামীকে সম্মান করুক বা না করুক, বাইরের লোকের কাছে স্বামীর অসম্মান কোন স্ত্রী-ই সহ্য করতে পারে না ............... মানুষ ।





২০.. যদিও ঈমানদাররা অবিবেচক হতে পারে না তবুও ঈমানদারদের এই মানবিক বোধটাকেই বেঈমানেরা বরাবর কাজে লাগায় ।









৭ম পর্ব

মন্তব্য ৪৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:২৪

মেংগো পিপোল বলেছেন: ভালো কাজ, আমি ও বই পড়লে কিছু লাইন আন্ডার লাইন করি। কিন্তু পরে আর দেখা হয়না। আপনার এই ধরনের কালেকশন অব্যাহত থাকুক। শুভ কামনা।

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৪৬

বোকামানুষ বলেছেন:
বই পড়লে কিছু লাইন লিখে রাখার বা আন্ডার লাইন করার অভ্যাস অনেকদিনের

আপনার কালেকশন আমাদের সাথে শেয়ার করেন নতুন কিছু জানতে পারবো

অনেক ধন্যবাদ

ভাল থাকবেন

২| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:২৬

লেখোয়াড় বলেছেন:
আপনার এই কাজটি অনেক ভাল।
আজকাল এমনভাবে কেউ কষ্ট করতে চায় না।

বোকামানুষ আর বোকামন আপনাদের দুজনকে আমি কিছুদিন আগ পর্যন্ত গুলিয়ে ফেলতাম, তারপর দেখি দুই ব্যক্তি।

ভাল থাকুন, ধন্যবাদ্

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৫০

বোকামানুষ বলেছেন: বই পড়লে কিছু লাইন লিখে রাখার বা আন্ডার লাইন করার অভ্যাস অনেকদিনের এই কথাগুলো পড়ে আবার পড়তে ভাল লাগে আর জীবনে অনেক কাজেও লাগে

অনেক ধন্যবাদ ভাইয়া

আমি বোকামানুষ বোকামন নই :( নিচে বোকামন ভাইয়ার মন্তব্য চলে আসছে উনার কথা বলতে বলতেই :)

ভাল থাকবেন

৩| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩২

বোকামন বলেছেন:
আপনার এই সিরিজটি খুব ভালোলাগে :-)
কষ্ট করে আমাদের উপহার দিচ্ছেন, কৃতজ্ঞতা জানাই।।

ভালো থাকুন লেখক।।

“+”

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৫২

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

উপরে লেখোয়াড় ভাইয়া কেবল আপনার কথা বলেছে আর আপনি চলে এসেছেন আপনি অনেকদিন বাঁচবেন ভাইয়া :)

ভাল থাকবেন

৪| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা কাজ করেছেন!! পোষ্টটা প্রিয়তে নিলাম।
অনেক প্রিয় লেখকের অনেক সুন্দর কথা এখানে তুলে ধরেছেন!!!

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৫৪

বোকামানুষ বলেছেন: আপনাদের ভাল লাগাই কথাগুলো পোষ্ট করতে উৎসাহ দেয়

অনেক ধন্যবাদ ভাইয়া

ভাল থাকবেন

৫| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৪০

একজন আরমান বলেছেন:
যাকে শ্রদ্ধা করা যায় না, তাকে হৃদয় দিয়ে ভালবাসাও যায় না ......... সুইফট

আপনার এই সিরিজটা অনেক ভালো লাগে পড়তে।

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৫৫

বোকামানুষ বলেছেন: আপনাদের ভাল লাগাই কথাগুলো পোষ্ট করতে উৎসাহ দেয়

আপনারা সাথে আছেন বলেই সম্ভব হচ্ছে

অনেক ধন্যবাদ ভাইয়া

ভাল থাকবেন

৬| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৪৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রিয়তে নিলাম, ৫ম প্লাস।

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৫৭

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়তে গেছে জেনে ভাল লাগলো

এর আগের পর্বগুলো দেখতে পারেন ভাইয়া হয়ত ভাল লাগতে পারে


ভাল থাকবেন

৭| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:২৪

মগজ ভরা মাথা বলেছেন: নেট ব্যাবহার করেন কিন্তু ইন্টারনেট হতে কোনো আ্য় নেই? অন্তত ইন্টারনেট আর মোবাইল খরচটা নিজেই আয় করুন খুব সহজে http://affaritrack-administrator.blogspot.com

০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:৩৬

বোকামানুষ বলেছেন: B:-) B:-) |-)

৮| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: সরাসরি প্রিয়তে ! ফ্রি সময়ে বসে বসে আরাম করে পড়া যাবে !

০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:৩৭

বোকামানুষ বলেছেন: পড়ে জানাবেন ভাইয়া কেমন লাগলো

ভাল থাকবেন

৯| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৩:১৫

রাজীব নুর বলেছেন: সু ন্দ র ।

০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৬:০০

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

ভাল থাকবেন

১০| ০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৬:২৯

মাহমুদ০০৭ বলেছেন: বোকামন ভাইয়ের সাথে আমিও আপনাকে কয়েকবার গুলিয়ে ফেলেছি !!

হাহাহা ।

অনেক ভাল লাগল পোস্ট । প্রিয় তে নিলাম ।
ভাল থাকবেন ।

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৯

বোকামানুষ বলেছেন: সবাই আমাকে বোকামন ভাইয়ার সাথে গুলিয়ে ফেলে কেন এত চিন্তা করে বোকা একটা নাম নিলাম যাতে কারো সাথে না মিলে তাও শেষ পর্যন্ত এই হল :( :(( |-)


অনেক ধন্যবাদ ভাইয়া

ভাল থাকবেন

১১| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!!!

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:০৩

বোকামানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া

ভাল থাকবেন সব সময়

১২| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:১৪

ঢাকাবাসী বলেছেন: সুন্দর সংগ্রহ, ভাল লাগল।

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:০০

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

ভাল থাকবেন সব সময়

১৩| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

শ্রাবণ জল বলেছেন: + + +

০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:০২

বোকামানুষ বলেছেন: আপুউউউ... কতদিন পর আমার ব্লগে :D

অনেক ধন্যবাদ আপু

ভাল থাকবেন সব সময় শুভকামনা

১৪| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৫৭

জুন বলেছেন: গুগল ইউস করলে হেডিং গুলো বক্স বক্স আসে। আপনি যদি ১,২,৩ এর পর দাড়ি চিনহ ব্যবহার না করতেন তাহলে আমি দেখতে পেতাম কি লিখছেন ঐ লাইনে। কিছু বুঝতে পারলাম না তাই পোষ্ট সংক্রান্ত কোন মন্তব্য করতে পার্লাম্না :(

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪

বোকামানুষ বলেছেন: এখন এডিট করেছি আপু আপনি আমার পোস্ট না দেখে ফিরে যাবেন এটা হতে দিতে পারি না

এখন দেখে বলেন :)

আমার ব্লগে স্বাগতম আপু

ভাল থাকবেন

১৫| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:০১

শুকনোপাতা০০৭ বলেছেন: দারুন একটা পোষ্ট :) আমি কেন এতো দিন এটার খোঁজা পাই নাই!!!!

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৩৬

বোকামানুষ বলেছেন: এখন তো খোঁজ পেয়েছেন এখন কিন্তু আর হারিয়ে যেতে দিবেন না :)

অনেক ধন্যবাদ আপু

ভাল থাকবেন

১৬| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর কালেকশন

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:২১

বোকামানুষ বলেছেন: আপনাদের ভাল লাগাই কথাগুলো পোষ্ট করতে উৎসাহ দেয়

অনেক ধন্যবাদ ভাইয়া

ভাল থাকবেন

১৭| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:০৬

জুন বলেছেন: সত্যি এত কষ্ট করেছেন আমার জন্য আমি কৃতজ্ঞ বোকামানুষ। কিন্ত না দেখতে পারলে আমার আফসোসই থেকে যেত। আমিও অনেক বই পড়ি, বলতে পারেন নেশা।ভালোলাগার লাইনগুলো হাজার বার রিভিশন দেই। মনের মধ্যে নেড়েচেড়ে যাই অবকাশে সেই প্রিয় লাইনগুলো । আপনি তুলে এনেছেন অনেক সুন্দর করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রিয়তে রাখলাম।
+

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:১৬

বোকামানুষ বলেছেন: আপু কৃতজ্ঞতা জানিয়ে লজ্জা দিয়েন না

আপনি আগ্রহ নিয়ে এসেছিলেন আমার ব্লগ পড়তে তখন এটা আমার দায়িত্ব ব্লগটা ঠিক করা যাতে আপনি পড়তে পারেন

আর ব্লগের আপনারা সবাই অনেক ছোট বিষয়েও অনেক উৎসাহ দেয়

আপনাদের সেই সুন্দর মন্তব্যগুলো পড়তে অনেক ভাল লাগে সেই লোভেও করেছি কাজটা :)

আমিও বই পড়তে অনেক পছন্দ করি বই হল আমার সব চেয়ে কাছের বন্ধু যার সাথে আমি সুখ-দুঃখ সব শেয়ার করি :)


অনেক ধন্যবাদ আপু আবার মন্তব্য করার জন্য

ভাল থাকবেন

১৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:৫০

প্রত্যাবর্তন@ বলেছেন: ভাল কালেকশন

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৬

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ

আমার ব্লগে স্বাগতম


ভাল থাকবেন

১৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৫

শায়মা বলেছেন: বাহ!!!


সব সুন্দর কিছু ছেঁকে তুলে আনা।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

বোকামানুষ বলেছেন: শায়মা আপুউউ :D

অনেক ধন্যবাদ আপু

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন সব সময়

২০| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৩

জন রাসেল বলেছেন: বলেছেন: ব্রাদার আমাদের নতুন সং-টা দুদিন আগে রিলিজ করলাম। আপনাকে লিংকটা দিয়ে গেলাম। সময় পেলে ডু মারবেন অবশ্যইঃ স্বপ্ন দেখার দিন - টিয়ারস অফ সাইলেন্স

এই মন্তব্যটি পড়ার পর দয়া করে মুছে দেবেন। পোষ্টের কমেন্টে এসে কেউ বিজ্ঞাপন দিচ্ছে এটা দেখতে ভালো লাগে না। ;)

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০১

বোকামানুষ বলেছেন: ভাইয়া গান ডাউনলোড করে শুনেছি কিন্তু :)

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন

২১| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৮

সকাল রয় বলেছেন:
আমার কাছেও আছে কয়েকটা::

১. ভালোবাসা হলো আলো ভর্তার মতো, দুটোতেই সমপরিমান উপাদান লাগে কম-বেশি হলেই গোল বাধে।

২. বোকারাই চিরকাল চালাক কেননা তাদের রাজ্যে তারাই রাজা।

৩. আমরা প্রত্যেকেই অন্ধের মতো কেননা চোখ বন্ধ করলেই অন্ধের অনুভুতি পাই

৪. কামহীন মানুষ কখনো প্রেম করতে পারেনা কেননা প্রেমে শুধু ছাগলের মতো লাফালেই হয় না ষাড়ের মতো ঢুস দেয়া লাগে।


আরও অনেক আছে।

বি:দ্র: এগুলো শুধু 'ঘোড়ার ডিমের সাহিত্য' নামক বইটিতে পাবেন।

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৪

বোকামানুষ বলেছেন: বাকি গুলো নিয়ে একটা পোস্ট দিয়ে ফেলেন

আমার ব্লগে স্বাগতম

ভাল থাকবেন সব সময়

২২| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪

আরজু পনি বলেছেন:
এই অভ্যাসটা খুবই ভালো । সাথে করে নিয়ে গেলাম । আশা করি চালিয়ে যাবেন এই কাজ ।




বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে বই পড়া প্রতিযোগীতায় এমন অভ্যাস গড়ে উঠেছিল, এখনও মোটামুটি আছে ।

♣কিভাবে করবেন বই রিভিউ ♣ (Click This Link) এমন একটা পোস্টে সুনীলের "সোনালী দুঃখ" বই থেকে কিছু কথা শেয়ার দিয়েছিলাম ।

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৫

বোকামানুষ বলেছেন: চেষ্টা করছি চালিয়ে যাওয়ার আপনারা সাথে থাকলে পারবো ইনশাআল্লাহ

আপনার পোস্ট পড়ে আসি কখনো বই রিভিউ করতে চাইলে কাজে লাগবে


অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য

ভাল থাকবেন সব সময়

২৩| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৩:২১

দ্য ইলিউশনিস্ট বলেছেন: প্রিয়তে।

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৪

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া



আমার ব্লগ বাড়িতে স্বাগতম



ভাল থাকবেন সব সময় শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.