নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল বানানে ভরা ব্লগ

বোকামানুষ

বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।

বোকামানুষ › বিস্তারিত পোস্টঃ

গল্পের বই এর যে কথাগুলো আলাদা করে মনে থাকে ........পর্ব ৯

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৩

১. যে কোন সম্পর্কেই শ্রদ্ধাই হচ্ছে আসল । সিমেন্টিং ফ্যাক্টর। সে সম্পর্ক প্রেমেরই হোক, দাম্পত্যেরই হোক আর ভক্তিরই হোক। শ্রদ্ধাই বেঁধে দেয় বিনিসুতোর মালা, দুজনের মধ্যের সম্পর্ককে ...........................চাপরাশ............ বুদ্ধদেব গুহ



২. দুঃখেরই মতো আনন্দও বড় ছোঁয়াচে............ চাপরাশ



৩. যার দুঃখবোধ আছে, পৃথিবীর তাবৎ দুঃখ তাকেই চুম্বকের মতন নিয়ত আকর্ষণ করে। নিজের দুঃখ তো বটেই, পরের দুঃখও ...................... চাপরাশ



৪. আগুন পোড়ায় শরীরকে চিন্তা পোড়ায় মনকে ....... ............... চাপরাশ



৫. মানুষের মতন চেহারার মধ্যে জানোয়ারের সংখ্যা খুবই বেশি। মানুষের মনুষ্যত্বে পৌঁছানোর পথে জানোয়ার পথ আগলে আছে এবং হয়তো থাকবে আরও বহুকাল ...................... চাপরাশ



৬. Introspection (আত্মদর্শন) এর জন্য যে নির্জনেই যেতে হবে এমন মানে নেই। প্রচণ্ড কলরোলের মধ্যে, অগণ্য মানুষের মধ্যে থেকেও নিজের অন্তরে নির্জনতা নিয়ে আসাও সম্ভবত ভগিরথের গঙ্গা আনার মতনই কঠিন কাজ ......... .................. চাপরাশ



৭. কোন মানুষকে উপেক্ষা করলে সে যতখানি অপমানিত হয়, তেমন আর কিছুতেই হয় না...................... চাপরাশ



৮. যতই ক্ষুদ্র হোক না কেন শুধুমাত্র কাছে আছে বলেই আমরা কেবল তাদেরই দেখতে পাই। তাদের প্রকৃত আকারের চেয়ে অনেক বড় দেখি তাদের আর তাদের আড়ালে যে কত সুন্দর বড় কত কিছুই ঢাকা পড়ে গিয়ে আমাদের চোখের আড়ালেই থেকে যায় চিরদিন, তা আমরা জানতে পর্যন্ত পাই না ..........চাপরাশ



৯. কিছু মানুষ সংসারে চিরদিনই ছিল, আছে এবং থাকবে যারা চিরটা জীবন অন্যকে ইমপ্রেস করার জন্যই বেঁচে থাকে...................... চাপরাশ



১০. যে দেশের মানুষ নিজের ধর্ম, নিজের সংস্কৃতি, নিজের শিল্প-সংগিত, সাহিত্য সমন্ধে সম্পূর্ণই অজ্ঞ, স্বেচ্ছায় অজ্ঞ সেই দেশের ভবিষ্যৎ বলে কি কিছু থাকতে পারে? ...................... চাপরাশ



১১. আগুন যেমন হাতে একটু একটু করে সওয়াতে হয় অভ্যেস এবং অনুষঙ্গ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতেও বোধহয় তেমনই একটু একটু করে নিজেকে অভ্যস্ত করতে হয়। একটু সইতে সইতেই অনেক সয় ................... চাপরাশ



১২. মৌনী থাকাটা সকলের পক্ষেই ভাল। আত্মা তাতে শান্ত হয়। চিন্তার ক্ষমতা বাড়ে..................... চাপরাশ



১৩. বাইরে নির্জনতা থাকলেও মনের মধ্যে ভির জমে ওঠে। বাইরেও নির্জন, মনের ভেতরেও নির্জন, একেই বোধহয় বলে শান্তি বা Peace ..................... চাপরাশ



১৪. জ্ঞানের সীমা তো চিরদিনই ছিল, অজ্ঞতার সীমা কোনওদিনও ছিল না ..................... চাপরাশ



১৫. তলায় পাঁক, মাঝখানে জল, ওপরে পানা এই হল মোটামুটি আমাদের জীবন। কোনওরকম করে পানা সরাতে পারলে একটু সূর্যের আলো পড়ে। সেই হল ঈশ্বরের আশীর্বাদ। পাহাড়, সমুদ্র, তারায় ভরা অন্ধকার রাতের কথা মনে হলে পানা পুকুর থেকে মুক্তি পাবার আকাঙ্ক্ষা জাগে। মুক্তি হয়তো হবে না, তবু বৃদ্ধ বয়সের পরম সম্পদ এই অভিজ্ঞতা, যা আমাদের মুহূর্তে মুহূর্তে জানিয়ে দেয় আরও কিছু আছে ..................... চাপরাশ



১৬. গুনের গরিমা ছাড়া পৃথিবীর সব রূপই যে ব্যর্থ। মুখ খুললেই যে কত সুন্দরী কদর্য হয়ে উঠে, কত রূপবান পুরুষ মর্কট শ্রেষ্ঠ, তা যারা না জানেন তাঁদের বোঝানো যাবে না..................... চাপরাশ



১৭. You should not indulge in more greatness than you can possibly contain ..................... চাপরাশ



১৮. আসলে চুপ করে থাকলেই কোন মানুষ প্রকৃতই চুপ হয়ে যায় না। মস্তিস্কের মধ্যে কথার চাবিগুলো অর্গানের চাবিরই মতন উঠে আর পড়ে কিন্তু Mute হয়ে থাকে। অন্যে শুনতে পায় না। নিজের কান ঠিকই শোনে........................ .................. চাপরাশ



১৯. দূরত্ব সবসময়েই সৌন্দর্য বৃদ্ধি করে এবং হয়তো রহস্যময়তাও ধার দেয়, মানুষ এবং প্রকিতিকেও..................... চাপরাশ



২০. উপায় থাকলে অনেক কিছু করা দুঃসাধ্য বলে মনে হয় কিন্তু নিরুপায় হলে সব মানুষই অসাধ্য সাধন করে ফেলতে পারে ..................... চাপরাশ



২১. গুরু মিলে লাখ লাখ, চেলা মিলে এক .............. চাপরাশ



২২. জীবনের অনেক হারের মধ্যে জয়ের অনেক আনন্দর চেয়েও গভীর আনন্দ আছে..................... চাপরাশ



২৩. একজন মানুষ যখন অন্য মানুষের মনের খুব কাছে আসে তখন নিঃশব্দেই আসে। ঘোড়ার গাড়িতে জরির পোশাকে সেজে, গ্যাসের বাতি জ্বেলে, ড্রাম বাজিয়ে সেই আসা ঘোষিত হয় না। শিউলি ফুল ঝরে পড়ার মতন নিঃশব্দে মন ঝরে অন্য মনের মধ্যে। বড় আশ্চর্য এই মনের জগৎ। গোপনে এবং নিঃশব্দে এর যাওয়া-আসা ..................

............ চাপরাশ







৮ম পর্ব





এই পোস্ট টা আমি ব্লগার শের শায়রী ভাইয়াকে উৎসর্গ করতে চাই কারণ এই ধারাবাহিক পোস্টটার আরেকটা পর্বে উনি আমাকে চাপরাশ বইটা পড়তে বলেছিলেন। উনার সাজেশনের কারণেই বইটা পড়া হয়েছে। বইটা বুদ্ধদেব গুহর অন্য বই থেকে একদম আলাদা অনেক ভাল লেগেছে। ভাইয়া কে অনেক ধন্যবাদ।



মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৪

মামুন রশিদ বলেছেন: যে কোন সম্পর্কেই শ্রদ্ধাই হচ্ছে আসল । সিমেন্টিং ফ্যাক্টর।


দারুণ সংগ্রহ । সবগুলো পড়ে ভাল লেগেছে ।


:) :)

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫২

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

পড়তে ভাল লেগেছে জেনে ভাল লাগছে

ভাল থাকবেন সব সময়

২| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:২৩

অদ্বিতীয়া আমি বলেছেন: এই বইটার সম্পর্কে তো জানতাম না , ধন্যবাদ , পড়ার চেষ্টা করবো ।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

বোকামানুষ বলেছেন: পড়ে দেখবেন আপু ভাল লাগবে

বুদ্ধদেব গুহের অন্য বই থেকে একদম আলাদা

ভাল থাকবেন

৩| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৩০

আমিনুর রহমান বলেছেন:


দারুন +++

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া


ভাল থাকবেন সব সময়

৪| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৩:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার একটা পোষ্ট ! দুবার পড়ে ফেললাম , মাঝখানে কিছুক্ষণ ভাবতেও হয়েছে !

সুন্দর একটা পোষ্ট !

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

পড়তে ভাল লেগেছে জেনে ভাল লাগছে

ভাল থাকবেন সব সময়

৫| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালো কালেকশন

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া


ভাল থাকবেন সব সময়

৬| ১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

স্বপ্নসমুদ্র বলেছেন: বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য যখন ছিলাম তখন একটা খাতায় বিভিন্ন বইয়ের ভালো লাগা লাইন গুলো লিখতে হত। কিছু বই এ লেখক এমন ভাবে তার জীবন দর্শন গুলো তুলে ধরেন যে পড়ে শুধু মুগ্ধই হতে হয়। বুদ্ধদেব গুহের কোন বই ই পড়িনি কিন্তু লেখাটা পড়ে অন্য রকম ভালো লাগলো। ধন্যবাদ।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

বোকামানুষ বলেছেন: পড়ে দেখবেন ভাল লাগবে

বুদ্ধদেব গুহের অন্য বই থেকে একদম আলাদা

ভাল থাকবেন

৭| ০৩ রা জুন, ২০১৪ রাত ৯:১১

শের শায়রী বলেছেন: আমাকে যে সন্মান দিলেন আমি কৃতজ্ঞতার সাথে মনে রাখব আজীবন ভাই ভালো থাকুন

০৩ রা জুন, ২০১৪ রাত ১০:১৭

বোকামানুষ বলেছেন: ভাইয়া আমি আপনার ছোট একটা আপুনি :P :D


ভাইয়া এসব কথা বলে লজ্জায় ফেলে দিয়েন না যে সম্মানের প্রাপ্য তাকে সম্মান দেয়াই উচিত

আর কৃতজ্ঞ তো আমি আপনার কাছে আপনার কারণে ভাল একটা বই পড়া হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.