![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।
১/
একটা বৃত্ত একে
তার ভিতর আমি একাই রবো
কষ্টে কষ্টে নীল হয়ে নীলাঞ্জনা হবো
তবুও তোমাকে ডাকবো না
কষ্ট যদি পেতেই হয় নিজেই পাব
তোমার কাছ থেকে কষ্ট নিব না
২/
একদিন এই জীর্ণতা, মলিনতা
সবকিছু ফেলে রেখে
এই ধুলোমাখা পৃথিবী থেকে চলে যাব
সাথে নিয়ে কিছু স্মৃতি
৩/
ভেবেছি দূরে যাব অভিমানে
যাব যাব করেও যাওয়া হচ্ছে না
একদিন ঠিকই সরে যাব
পাবে না আর খুঁজে
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫০
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু
আমার ব্লগ বাড়িতে স্বাগতম
ভাল থাকবেন
২| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৬
অনাহূত বলেছেন:
এতো অভিমান কেনো?
সব ঠিকঠাক তো?
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৭
বোকামানুষ বলেছেন: আমি তুচ্ছ, অতি সাধারণ মানুষ
আমার রাগের কোন গুরুত্ব নেই
তাতে কারও কিছু যায় আসে না
অভিমান সেতো কারও চোখেই পড়ে না
তাই আমার যত অভিমান নিজের সাথে
আমার তো আমি ছাড়া কেউ নেই
এই কথাগুলো আপনার মন্তব্য দেখে মাথায় আসলো
আমার ব্লগ বাড়িতে স্বাগতম
ভাল থাকবেন সব সময়
৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫০
বটবৃক্ষ~ বলেছেন: অভিমানি কাব্য চমৎকার!!
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০১
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু
ভাল থাকবেন সব সময়
৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন: প্রথমটা ভালো লেগেছে, শব্দে শব্দে অনূভুতির প্রকাশ বেশ করেছেন!
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০২
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকবেন সব সময়
৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
একদিন এই জীর্ণতা, মলিনতা
সবকিছু ফেলে রেখে
এই ধুলোমাখা পৃথিবী থেকে চলে যাব
সাথে নিয়ে কিছু স্মৃতি
কিছুই করার নেই। সবাইকেই যেতে হবে এভাবে একদিন।
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৩
বোকামানুষ বলেছেন: হুম কঠিন সত্যি
অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকবেন সব সময়
৬| ১৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগল তিনটা ।
১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকবেন সব সময়
৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
শ্রাবণ জল বলেছেন: অনেক দিন পর পোস্ট দিলেন? নাকি আমিই অনেক দিন পর আসলাম !!
কবিতায় অভিমান, কষ্ট...।
আমার মত কিছু মানুষ অবশ্য কষ্ট ছাড়া অন্য কিছু লিখতেই পারেনা কবিতায়!
ভাল লাগা জানবেন।
আর ভাল থাকবেন, আপু।
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৪
বোকামানুষ বলেছেন: আমি অনেকদিন পর পোস্ট দিছি এটা ঠিক কিন্তু আপু আপনি তার চেয়েও অনেক বেশিদিন পর আমার ব্লগে এসেছেন
কেমন আছেন?
আসলেই আমাদের মতো কিছু মানুষ অভিমান, কষ্ট ছাড়া অন্যকিছু নিয়ে লিখতে পারেনা কারণ এগুলোই আমাদের জীবনে বেশি থাকে
ভাল থাকবেন আপু
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৮
সুস্মিতা গুপ্তা বলেছেন: সুন্দর অনুভূতির প্রকাশ কবিতায়।++++++