![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।
পাখি
সাড়া দিতে চায় না আমার অচিন পাখি
বুকের ভিতর যারে আমি আগলে রাখি
তাহার পিছে ঘুরে আমি মরি মিছে
আমার দিকে দৃষ্টি আর সে কবে দিছে?
তবুও সে মিছে মায়ার এমনই যন্ত্রণা
আমার-ই মন করে সারাক্ষণ তার বন্দনা
শিরোনামহীন........
কেউ হৃদয় নিংড়ে
ভালবাসার ডালি নিয়ে বসে থাকে
তবু ফিরে চায় না কেউ
কারো বাঁকা চাহনিতে
কটাক্ষের হাসিতে মজে হাজার মানুষ
পৃথিবী খুব অদ্ভুত জায়গা
এখানে ভোরের শুভ্র শিউলি ফুলের কদর কম
এত ভোরে কার ঘুম ভাঙে !!!
তার চেয়ে সাজিয়ে রাখা প্লাস্টিক ফুল ভাল
অথবা কেমিক্যালযুক্ত সুবাসবিহীন গোলাপ !!!
০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু আপনার এত সুন্দর মিষ্টি একটা মন্তব্বের জন্য
আপনাদের ভাল লাগাই অনুপ্রেরণা যোগায় সাথেই থাকবেন
ভাল থাকুন শুভকামনা
২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
মামুন রশিদ বলেছেন: দুইটা কবিতাই সুন্দর! প্রথমটা বেশি ।
০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে
কেউ তো তেমন পড়েই নাই আর আপনারা যে পড়ে আবার কষ্ট করে মন্তব্য করেছেন দেখে ভাল লাগছে
ভাল থাকবেন সব সময়
৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭
বটবৃক্ষ~ বলেছেন:
পৃথিবী খুব অদ্ভুত জায়গা
এখানে ভোরের শুভ্র শিউলি ফুলের কদর কম
এত ভোরে কার ঘুম ভাঙে !!!
উহু!! কদর অনেক বেশি!
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি
হুম শিউলি ফুল প্রায় সবাই পছন্দ করে কিন্তু তার জন্য ভোরে ঘুম থেকে উঠে শিউলি ফুল কুঁড়ায় কয়জন? যেমন আমরা সবাই জানি সৎ হওয়া সব চেয়ে ভাল কিন্তু কয়জন সৎ হওয়ার চেষ্টা করি?
ভাল থাকবেন সব সময়
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ কবিতা
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
আপনাদের ভাল লাগাই অনুপ্রেরণা যোগায় সাথেই থাকবেন
ভাল থাকবেন সব সময়
৫| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৮
একজন আরমান বলেছেন:
শিরোনামহীনটা বেশি ভাল লেগেছে।
১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩০
বোকামানুষ বলেছেন: আরমান ভাইয়া অনেকদিন পর আমার ব্লগে আসলেন
কেমন আছেন ভাইয়া? ভাবী কেমন আছে?
আপনাদের ভাল লাগাই অনুপ্রেরণা যোগায় সাথেই থাকবেন
ভাল থাকবেন সব সময়
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর কবিতা !!!,,,,,,, দারুন