নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল বানানে ভরা ব্লগ

বোকামানুষ

বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।

বোকামানুষ › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কিছু কবিতা পর্ব ১........ পূর্ণেন্দু পত্রী

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৪

স্রোতস্বিনী আছে, সেতু নেই



তুমি বললে, রৌদ্র যাও, রৌদ্রে তো গেলাম

তুমি বললে, অগ্নিকুণ্ড জ্বালো, জ্বালালাম।

সমস্ত জমানো সুখ-তুমি বললে, বেচে দেওয়া ভালো

ডেকেছি নীলাম।

তবু আমি একা।

আমাকে করেছ তুমি একা।

একাকিত্বটুকুতেও ভেঙে চুরে শত টুকরো করে

বীজ বপনের মতো ছড়িয়ে দিয়েছ জলে-স্থলে।

তুমি বলেছিলে বলে সাজসজ্জা ছেড়েছি, ছুঁড়েছি।

যে অরণ্য দেখিয়েছ, তারই ডাল কেটেছি, খুঁড়েছি।

যখনই পেতেছ হাত দিয়েছি উপুড় করে প্রাণ

তবু আমি একা।

তবুও আমার কেউ নও তুমি

আমিও তোমার কেউ নই।

আমাদের অভ্যন্তরে স্রোতস্বিনী আছে, সেতু নেই।







না



তোমার কাছে চেয়েছিলাম অনির্বচনীয়তা

দাওনি।

আকাশ ভর্তি মেঘ করেছে, মেঘের হাতে তানপুরা

গাওনি।

পায়ের কাছে পৌঁছে দিলাম নৌকা বোঝাই বন্দনা

দাওনি।

গোপন কথা জানিয়েছিলাম, দুত ছিল রাজহংসেরা

পাওনি।

চাইবে বল রক্তকমল ভিজিয়ে দিলাম চন্দনে

চাওনি।

তোমার কাছে চেয়েছিলাম অনির্বচনীয়তা

দাওনি।









সেই পদ্মপাতাখানি



সেই পদ্মপাতাখানি ছুঁয়ে আছি তবু।

যতই ফুঁ দাও ঝড়ে নেভাতে পারবে না

মোমের আগুন।



এত ভূল কর কেন যোগে ও বিয়োগে?

ত্রিশূলের কতটুকু ক্ষমতা ক্ষতির?

নির্বাসনদণ্ড দিয়ে মুকুট কেড়েছ,

তবু দেখ পৃথিবীর পাসপোর্ট আত্মীয় করেছে।



আমার পতাকা উড়ছে

পাখিদের স্বাধীনতা ছুঁয়ে।







প্রশ্ন



কতটা গভীর হলে

নিরন্তর বেগবান নদী হওয়া যায়।

তুমি তার মাপ জানো নাকি?

মহান বৃক্ষের কাছে

একটি মানুষ এসে

একদিন প্রশ্ন করেছিল।



কতটা আগুন লাগে

নিখিলদহনে পুড়ে

পরিশুদ্ধ মানুষের অবয়ব পেতে

তুমি তার পরিমাণ জানো?

মানুষের কাছে এসে

এই প্রশ্ন করেছিল







বন্ধুদের প্রসঙ্গে



কাছের বন্ধুরা ক্রমশ চলে যাচ্ছে দূরে

দূরের বন্ধুরা এগিয়ে আসছে কাছে।

আসলে কেউই সরছে না

বা নড়ছে না।

শিং এ আটকানো ডালপালার জট খুলতে খুলতে

আমিই খুঁজে চলেছি

নক্ষত্র এবং আগুন

একদিকে নক্ষত্র এবং আগুন

অন্যদিকে নগদ অভ্যর্থনা এবং উৎফুল্ল মাইক্রোফোন

এইভাবে ভাগাভাগি হয়ে গেছে বন্ধুরা।

আমি এখন চলে যেতে চাই

সেই সব বন্ধুদের পাশে

যুদ্ধের বর্শাফলকের মতো

যাদের কপারের শিরা।









বুকের মধ্যে বাহান্নটা আলমারি



বুকের মধ্যে বাহান্নটা মেহগনি কাঠের আলমারি।

আমার যা কিছু প্রিয় জিনিস, সব সেইখানে।

সেই সব হাসি, যা আকাশময় সোনালী ডানার ওড়াওড়ি

সেই সব চোখ, যার নীল জলে কেবল ডুবে মরবার ঢেউ

সেই সব স্পর্ম, যা সুইচ টিপলে আলোর জ্বলে ওঠার মতো

সব ঐ আলমারির ভিতরে।



যে সব মেঘ গভীর রাতের দিকে যেতে যেতে ঝরে পড়েছে বনে

তাদের শোক,

যে সব বন পাখির উল্লাসে উড়তে গিয়ে ছারখার হয়েছে কুঠারে কুঠারে

তাদের কান্না,

যে সব পাখি ভুল করে বসন্তের গান গেয়েছে বর্ষার বিকেলে

তাদের সর্বনাশ

সব ঐ আলমারির ভিতরে।

নিজের এবং অসংখ্য নরনারীর নীল ছায়া এবং কালো রক্তপাত

নিজের এবং চেনা যুবক-যুবতীদের ময়লা রুমাল আর বাতিল পাসপোর্ট

নিজের এবং সমকালের সমস্ত ভাঙা ফুলদানির টুকরো

সব ঐ বাহান্নটা আলমারির অন্ধাকার খুপরীর থাকে-থাকে, খাজে-খাজে

বুকের মধ্যে।



মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৬

এহসান সাবির বলেছেন: বুকের মধ্যে বাহান্নটা মেহগনি কাঠের আলমারি।
আমার যা কিছু প্রিয় জিনিস, সব সেইখানে।
সেই সব হাসি, যা আকাশময় সোনালী ডানার ওড়াওড়ি
সেই সব চোখ, যার নীল জলে কেবল ডুবে মরবার ঢেউ
সেই সব স্পর্ম, যা সুইচ টিপলে আলোর জ্বলে ওঠার মতো
সব ঐ আলমারির ভিতরে।

ভালোলাগা.....!!

১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪০

বোকামানুষ বলেছেন: প্রিয় কবিতা বার বার পড়তে ইচ্ছে করে কিন্তু অনেক কবিতার ভিতর থেকে খুঁজে বের করতে আলসেমি লাগে এইজন্য এগুলোকে আলাদা রাখার চেষ্টা আরকি :)


অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য
আমার ব্লগ বাড়িতে স্বাগতম
ভাল থাকবেন

২| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: কতটা আগুন লাগে
নিখিলদহনে পুড়ে
পরিশুদ্ধ মানুষের অবয়ব পেতে
তুমি তার পরিমাণ জানো?
মানুষের কাছে এসে
এই প্রশ্ন করেছিল

চমৎকার !
শেয়ার করার জন্য ধন্যবাদ !

১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪২

বোকামানুষ বলেছেন: এই কথাগুলো আমারও অনেক প্রিয়

অনেক ধন্যবাদ ভাইয়া

ভাল থাকবেন সব সময়

৩| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৫

বেলা শেষে বলেছেন: নিজের এবং অসংখ্য নরনারীর নীল ছায়া এবং কালো রক্তপাত
নিজের এবং চেনা যুবক-যুবতীদের ময়লা রুমাল আর বাতিল পাসপোর্ট
নিজের এবং সমকালের সমস্ত ভাঙা ফুলদানির টুকরো
সব ঐ বাহান্নটা আলমারির অন্ধাকার খুপরীর থাকে-থাকে, খাজে-খাজে
বুকের মধ্যে।
I like it , i feel it , i touch it , i read it again & again....

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০১

বোকামানুষ বলেছেন: বুকের মধ্যে বাহান্নটা মেহগনি কাঠের আলমারি।
আমার যা কিছু প্রিয় জিনিস, সব সেইখানে।
সেই সব হাসি, যা আকাশময় সোনালী ডানার ওড়াওড়ি
সেই সব চোখ, যার নীল জলে কেবল ডুবে মরবার ঢেউ


সামুতে কিন্তু বুকের মধ্যে বাহান্নটা মেহগনি কাঠের আলমারি নামে একজন ব্লগার আছে :| :)


অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য
আমার ব্লগ বাড়িতে স্বাগতম
ভাল থাকবেন

৪| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সবগুলোই অসাধারণ। প্রথম এবং শেষটির কথা বেশি মনে থাকবে :)
কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে।

ধন্যবাদ। শেয়ার না করলে হয় পড়াই হতো না!

প্রিয় সহব্লগার বোকামনকে অনেক পর পেলাম...

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৬

বোকামানুষ বলেছেন: হুম সবগুলো কবিতাই অনেক ভাল লাগে


আপনাদের ভাল লেগেছে জেনে আমার অনেক ভাল লাগছে

কিন্তু ভাইয়া আমিতো বোকামন না আমার আইডি হল বোকামানুষ
:(


অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য
আমার ব্লগ বাড়িতে স্বাগতম
ভাল থাকবেন

৫| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর্+

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৮

বোকামানুষ বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

ভাল থাকবেন সব সময়

৬| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৬

ঢাকাবাসী বলেছেন: সুন্দর।

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৯

বোকামানুষ বলেছেন: আপনাদের ভাল লেগেছে জেনে আমার অনেক ভাল লাগছে

ভাল থাকবেন সব সময়

৭| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৯

মামুন রশিদ বলেছেন: সুন্দর কালেকশন!

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:১০

বোকামানুষ বলেছেন: প্রিয় কবিতা বার বার পড়তে ইচ্ছে করে কিন্তু অনেক কবিতার ভিতর থেকে খুঁজে বের করতে আলসেমি লাগে এইজন্য এগুলোকে আলাদা রাখার চেষ্টা আরকি :)


ভাল থাকবেন সব সময়

৮| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৮

অদ্বিতীয়া আমি বলেছেন: শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ , নইলে পড়াই হত না ।

১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:১০

বোকামানুষ বলেছেন: প্রিয় কবিতা নিয়ে এই সিরিজটা চালানোর ইচ্ছা আছে


অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য

ভাল থাকবেন

৯| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৩

আমিনুর রহমান বলেছেন:




প্রিয় কবির প্রিয় কবিতায় +++

ধন্যবাদ বো মা ।

১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৭

বোকামানুষ বলেছেন:
উনার কবিতা আমারও ভাল লাগে


অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য


কিন্তু ভাইয়া আপনি আমার এই বোকামানুষ নামক নিরীহ নামটাকে ছোট করতে গিয়ে বোমার মতো ভয়ঙ্কর জিনিসে রূপান্তর করলেন :( দেখেতো আমি ভয় পেয়ে গিয়েছিলাম :| |-) আমি খুবি নিরীহ ভালমানুষ :)

ভাল থাকবেন সব সময়

১০| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৭

আমিনুর রহমান বলেছেন:




আপনার লিখা দেখে আমার শান্ত শিষ্ট মানুষই মনে হয়েছে। কেনো যে মনে হলে আপনার নামটা সংক্ষিপ্তকরন করি। করতে গিয়েই দেখি ভয়ংকর জিনিষ হয়ে গেছে। তবে এখন থেকে বো মা ই ডাকবো ...

১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৭

বোকামানুষ বলেছেন: :| :|| /:) |-)


ঠিক আছে কানা ছেলের নাম পদ্মলোচনের মতো এটাও হয়তো মেনে নিতে হবে আরকি করবো /:) :-< :)

ধন্যবাদ ভাইয়া আবার মন্তব্ব্য করার জন্য

১১| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন: প্রিয়তে নিলাম প্রিয় বোমা ;)

১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৩

বোকামানুষ বলেছেন: বোমা না...... :|| X(( :((

ভাল থাকবেন ভাইয়া




১২| ০৮ ই জুন, ২০১৪ রাত ৯:১৬

আমার আমিত্ব বলেছেন: ১ম পর্ব থেকে পড়া শুরু করলাম।

অনেক সুন্দর সিরিজ এটা।

০৯ ই জুন, ২০১৪ রাত ১২:১৪

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ সিরিজটা পড়া শুরু এবং মন্তব্য করার জন্য

পরের পর্ব গুলো কেমন লাগছে জানাবেন আশাকরি


আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন সব সময় শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.