নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল বানানে ভরা ব্লগ

বোকামানুষ

বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।

বোকামানুষ › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কিছু কবিতা পর্ব ৪........ মহাদেব সাহা

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৭

হৃদয়বোধ্য



আর কিছুই হই বা না হই

হই যেন ঠিক হৃদয়বোধ্য

এই যে বুকে অশ্রু-আবেগ,

জলের ধারা অপ্রতিরোধ্য;

আকাশে এই মেঘ জমে আর

পাতায় জমে শিশির কণা,

এই জীবনে তুমি আমার

যা কিছু এই সম্ভাবনা।

সব ছেড়েছি তুমিই কেবল

এখন আমার অগ্রগণ্য,

আর কী চাই হই যদি এই

তোমার ভালোবাসায় ধন্য!

সব মুছে যাই, সব ঝরে যায়

কালের ধারা অপ্রতিরোধ্য,

থাকবে না আর অন্য কিছুই

কেবল যা এই হৃদয়বোধ্য।









একলা আমি



একলা আমি কীভাবে এই

আকাশ বলো ছুই,

কীভাবে এই পাতালে যাই

স্পর্শ করি ভুঁই।

একলা আমি কীভাবে এই

দুঃখ করি জয়-

কীভাবে এই মরণ রুধি

দূর করি এই ভয়!

একলা আমি কীভাবে এই

ঠেকাই চোখের জল,’

কীভাবে এই রক্ষা করি

দগ্ধ বনাঞ্চল;

একলা আমি কীভাবে এই

বাঁচাই কিশলয়

কীভাবে এই বাঁচিয়ে রাখি

স্বপ্নসমুদয়!









কেউ কেউ



এই মরুভুমি মধ্যে দুই একজন মানুষ আছেন

স্নিদ্ধ ছায়াময়-

তাদের নিকটে গেলে মনে ছয়

এই গাছের ছায়ায় আরো কিছুক্ষণ বসি।

দুই একজন মানুষ আছেন এই রুক্ষ মরুর মধ্যেও

স্বচ্ছ জলাশয়,

তাদের নিকটে গেলে সাধ হয়

এই নদীর সান্নিধ্যে জীবন কাটাই।

এই মরুভুমিতেও আছেন এমন মানুষ কেউ কেউ

স্মিত হাস্যময়-

তাদের নিকটে গেলে মনে হয়

এই মনীষার আলোয় উদ্ভাসিত হই।









দেখতে চাই



আমাকে দেখাও তুমি দূরের আকাশ, ওই

দূরের পৃথিবী

আমি তো দেখতে চাই কাছের জীবন;

তুমি আমাকে দেখাতে চাও দূর নীহারিকা

সমুদ্র-সৈকত

বিসতৃত দিগন্তরেখা, দূরের পাহাড়

তুমি চাও আরো দূরে, দূর দেশে

আমাকে দেখাতে কোনো রম্য দ্বীপ, স্নিগ্ধ জলাশয়

আমি চাই কেবল দেখতে এই চেনা সরোবর,

কাছের নদীটি।

আমাকে দেখাতে চাও বিশাল জগৎ, নিয়ে যেতে

চাও অনন্তের কাছে

আমার দৃষ্টি খুবই সীমাবদ্ধ-

অতো দূরে যায় না আমার চোখ;

কেবল দেখতে চাই জীবনের কাছাকাছি

যেসব অঞ্চল-

দূরের নক্ষত্র থাক তুমি এই নিকটের মানচিত্র

আমাকে দেখাও;

দেখাও নদীর কুল, চালের কুমড়োলতা,

বাড়ির উঠোন্ত

দূরের রহস্য নয়, কেবল বুঝতে চাই

তোমার হৃদয়।









তোমাকে লিখবো বলে একখানি চিঠি



তোমাকে লিখবো বলে একখানি চিঠি

কতোবার দ্বারস্ত হয়েছি আমি

গীতিকবিতার,

কতোদিন মুখস্ত করেছি এই নদীর কল্লোল

কান পেতে শুনেছি ঝর্ণার গান,

বনে বনে ঘুরে আহরণ করেছি পাখির শিস্ত

উদ্ভিদের কাছে নিয়েছি শব্দের পাঠ;

তোমাকে লিখবো বলে একখানি চিঠি

সংগ্রহ করেছি আমি ভোরের শিশির,

তোমাকে লেখার মতো প্রাঞ্জল ভাষার জন্য

সবুজ বৃক্ষের কাছে জোড়হাতে দাঁড়িয়েছি আমি-

ঘুরে ঘুরে গুহাগাত্র থেকে নিবিড় উদ্ধৃতি সব

করেছি চয়ন;

তোমাকে লিখবো বলে জীবনের গূঢ়তম চিঠি

হাজার বছর দেখো কেমন রেখেছি খুলে বুক।











আমার জীবন



আমার জীবন আমি ছড়াতে ছড়াতে

এসেছি এখানে,

আমি কিছুই রাখিনি-

কুড়াইনি তার একটিও ছেঁড়া পাতা,

হাওয়ায় হাওয়ায় উড়িয়ে দিয়েছি শিমুল তুলোর মতো

সব সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, স্মৃতি,

আমি এই হারানো জীবন আর খুজি নাই

সেই ফেলে আসা পথে;

ছেঁড়া কাগজের মতো ছড়াতে ছড়াতে এসেছি আমাকে।

পথে পড়ে থাকা ছিন্ন পাপড়ির মতো

হয়তো এখানো পড়ে আছে

আমার হাসি ও অশ্রু,

পড়ে আছে খেয়ালি রুমাল, পড়ে আছে

দুই এক ফোঁটা শীতের শিশির;

এখনো হয়তো শুকায়নি কোনো কোনো অশ্রুবিন্দুকণা,

বৃষ্টির ফোঁটা

চঞ্চল করুণ দৃষ্টি, পিছু ডাক,

হয়তো এখনো আছে সকালের মেঘভাঙা রোদে,

গাছের ছায়ায়

পদ্মাপকুরের স্থির কালো জলে,

হয়তো এখনো আছে হাঁসের নরম পায়ে

গচ্ছিত আমার সেই হারানো জীবন

সেই সুখ-দুঃখ

গোপন চোখের জল।

এখনো হয়তো পাওয়া যাবে মাটিতে

পায়ের চিহ্ন

সেসব কিছুই রাখিনি আমি

ফেলতে ফেলতে ছড়াতে ছড়াতে

এখানে এসেছি;

আমি এই জীবনকে ফ্রেমে বেঁধে রাখিনি কখনো

নিখুঁত ছবির মতো তাকে আগলে রাখা হয়নি

আমার,

আমার জীবন আমি এভাবে ছড়াতে ছড়াতে এসেছি।

আমার সঞ্চয় আজ কেবল কুয়াশা, কেবল ধূসর

মেঘ

কেবল শূন্যতা

আমি এই আমাকে ফ্রেমে বেঁধে সাজিয়ে রাখিনি,

ফুটতে ফুটতে ঝরতে ঝরতে আমি এই এখানে

এসেছি;

আমি তাই অম্লান অক্ষুণ্ন নেই, আমি ভাঙাচোরা

আমি ঝরা-পড়া, ঝরতে ঝরতে

পড়তে পড়তে

এতোটা দীর্ঘ পথ এভাবে এসেছি

আমি কিছুই রাখিনি ধরে কোনো মালা, কোনো ফুল,

কোনো অমলিন স্মৃতিচিহ্ন

কতো প্রিয় ফুল, কতো প্রিয় সঙ্গ, কতো উদাসীন

উদ্দাম দিন ও রাত্রি

সব মিলে হয়ে গেছে একটিই ভালোবাসার

মুখ,

অজস্র স্মৃতির ফুল হয়ে গেছে একটিই স্মৃতির গোলাপ

সব সাম মিলে হয়ে গেছে একটিই প্রিয়তম নাম;

আমার জীবন আমি ফেলতে ফেলতে ছড়াতে ছড়াতে

এখানে এসেছি।









৩য় পর্ব

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


কিছু কিছু লাইন মন ছুঁয়ে গেল।

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৫

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

আপনাদের ভাললাগার জন্যই শেয়ার করা

ভাল থাকবেন সব সময়

২| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৮

টুম্পা মনি বলেছেন: দারুণ।

০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৯

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন সব সময়

৩| ০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৫

আমার আমিত্ব বলেছেন: পড়লাম এটা।

সময় নিয়ে অন্য গুলো পড় যাবো।

০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৭

বোকামানুষ বলেছেন: আমার ব্লগ বাড়িতে স্বাগতম

সময় করে পড়ে জানাতে ভুলবেন না বাকি পর্বগুলো কেমন লাগলো

ভাল থাকবেন সব সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.