![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।
১। নার্ভাস লোকেরাই হঠাৎ দুঃসাহসী হয়। যে কথা বলা শক্ত সেই কথাই সহসা উচ্চারণ করা যায় । আর মেয়েরা যখন দুঃসাহসী হয়ে উঠে তখন সীমা ছাড়ায়...........নির্জন পৃথিবী................ আশাপূর্ণা দেবী
২। অপরাধ না করেও অপরাধবোধ জন্মায় বাহুল্য শাসনে ............নির্জন পৃথিবী
৩। কথা যখন কয়, কথার সুখেই কথা কয়ে যায় ওরা ............নির্জন পৃথিবী
৪। সন্ধ্যা আর সকালের সময়টা যেন পোশাকি। ও সময়ের আলাপটা যেন যত্নে ব্যবহার করে যত্নে পাট করে তুলে রাখা পোশাকি কাপড়ের মতো । সহজে ভাঁজ পড়ে না, দিনের পর দিন একই অবস্থায় থাকে। সন্ধ্যার সঙ্গী সন্ধ্যার অবসরেও অবসর বিনোদনের সঙ্গীমাত্রই থেকে যেতে পারে বন্ধু হয়ে উঠে না ।
দুপুরবেলাটা যেন আটপৌরে বেলা । দুপুরবেলায় সময়ের যে রাগিণী বাজে তার সুর সহজের। তাই দুপুরের সঙ্গী নিকটতম সঙ্গী, দুপুরের আলাপ অন্তরঙ্গ আলাপ। ...............নির্জন পৃথিবী
৫। মিথ্যা ভয় জিনিসটা এমনি মজার, ও যখন ভেঙে পড়ে তখন একেবারে মিলিয়ে যায়, দাগ রেখে যায় না ।..........................নির্জন পৃথিবী
৬। যারা নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে, অভ্যস্ত কর্মধারার যবনিকা ছিঁড়ে বেরিয়ে এসে নিজেকে উদঘাটিত করে বসে, তারাই বা কদিন দৈনন্দিনের অমোঘ বন্ধন থেকে মুক্ত হয়ে টিকে থাকতে পারে? তাদের প্রতিবাদের ঘোষণা দেখে আর পাঁচজন হয়তো একবার সচকিত হয়ে ওঠে সবিস্ময়ে তাকায়, তাদেরকে সাধারণের থেকে ‘ব্যতিক্রম’ ভেবে হয়তো বা সম্ভ্রম করে, হয়তোবা বিদ্রুপ করে। কিন্তু সে আর কদিন? কৌতূহল মিটে গেলেই যে যার চোখ সরিয়ে নেবে, আবার মগ্ন হয়ে যাবে আপন নিস্তরঙ্গতায় । তখন কি করবে এই ‘ব্যতিক্রম’ রা তাদের বেখাপ্পা অসমান জীবনটাকে নিয়ে? হয় একেবারে নিভে ঠাণ্ডা হয়ে যাবে, নয়তো বারে বারে পাদপ্রদীপের সামনে আসবার উগ্র প্রলোভনে নিত্য নতুন ভূমিকা খুঁজে বেড়াবে। কোন কিছুতেই যদি অপরকে সচকিত করতে না পারে, আঘাত দিয়ে করবে । ...........................নির্জন পৃথিবী
৭। বশ করার কৌশল হচ্ছে বশ হওয়া । বাধ্য রাখার কৌশল হচ্ছে বাধ্য থাকা । ............শেষরায় ................ আশাপূর্ণা দেবী
৮। তোমার সুখেই আমার সুখ, এতো সাজানো কথা, কাব্যকথা ! আমাকে অবলম্বন করে তোমার যে সুখ, মাত্র তাতেই আমার সুখ! আমাকে বাদ দিয়ে, আমি ব্যতিত তোমার যে সুখ, তাতে তো আমার শুধু জ্বালা ..................... শেষরায়
৯। বাইরে থেকে ভরসার যখন আর কিছু অবশিষ্ট থাকে না ভয় বস্তুতা একটা ক্ষুধার্ত হিংস্র জন্তুর মতো দন্ত মেলে উদ্যত হয়ে ওঠে, তখনই বুঝি অন্তর্জগতে একটা ওলটপালট ঘটে যায় । চিরদিনের ভিতু মানুষটা সহসা সাহসী হয়ে উঠে, চিরদিনের দুর্বল মানুষটা পায় অমিত বল । মন যেন তার আঁকড়ে ধরে থাকা কোনখানে লুকিয়ে রাখা শেষ ব্রক্ষ্মাস্রখানা প্রয়োজন বুঝে বার করে ............................ একটি সন্ধ্যা একটি সকাল ................ আশাপূর্ণা দেবী
১০। নিত্য অভ্যাসের খুঁটিনাটিগুলো বড় সর্বনেশে । ওর ত্রুটিতেই মানুষের ধৈর্যচ্যুতি ঘটে । বরং বড় একটা ত্যাগ করতে পারে মানুষ প্রেমের দায়ে, কর্তব্যের দায়ে, মহৎ হবার দায়ে, কিন্তু ওই ছোট ছোট অভ্যাসগুলো টেনে নামিয়ে আনতে চায় তাকে................সুয়োরানীর সাধ ................ আশাপূর্ণা দেবী
১১। ঘুম হচ্ছে না বলে খারাপ লাগে আবার রাত্রির নিঃসীমতায় ডুবে শুধু নিজের মধ্যে নিমগ্ন থাকার স্বাদটা অদ্ভুত ভাল লাগে ............ ঝিনুকে সেই তারা..................... আশাপূর্ণা দেবী
১২। দিনের নির্জনতা আর রাত্রির নির্জনতা সম্পূর্ন আলাদা জিনিস ...............................ঝিনুকে সেই তারা ।
১৩। রূঢ় করে বলা কথার রূঢ়তাটাই চোখে পড়ে, যুক্তিটা নয় ...............................ঝিনুকে সেই তারা ।
১৪। রুচির অমিলই হচ্ছে জগতে সব থেকে বড় অমিল । আর সেই অমিলের সঙ্গে ছন্দ মিলিয়ে চলতে বাধ্য হওয়ার মতো যন্ত্রণা আর নেই ............ প্রতীক্ষার বাগান ....................আশাপূর্ণা দেবী
১৫। স্নেহপাত্রের হৃদয়পাত্রে বিজাতীয় কোন ছায়া পড়েছে দেখলেই স্নেহশীল গুরুজনের চিত্ত বিরুপ হয়ে ওঠে । স্নেহটা যত গভীর হয়, বিরক্তিটা ততো প্রবল হয়।
মনস্তত্বের এই এক তত্ত্ব
প্রেমের ক্ষেত্রে এইটাই হয়ে ওঠে প্রতিহিংসা
আর স্নেহের ক্ষেত্রে বিরক্তি, বিরুপতা, অনমনীয়তা ।
............ প্রতীক্ষার বাগান ..................... আশাপূর্ণা দেবী
১৬। যে সব বিবাহিত মেয়েরা পর-পুরুষের সাথে সঙ্গে প্রেম করে, তারা সাধারণত স্বামীর ঠিক অপোজীট নেচারের পরুষেরই প্রেমে পড়ে ...............মানুষ ............সুনীল গঙ্গোপাধ্যায়
১৭। প্রতিবন্ধকতা ছাড়া, দারিদ্র্য ছাড়া মানুষের মধ্যের ভাল জিনিসগুলো বিকশিত হয় না । এমনকি কী আছে আর কি নেই তা বোধহয় জানা পর্যন্ত যায় না ................. সবিনয় নিবেদন ............... বুদ্ধদেব গুহ
১৮। মানুষ তখনই তার আসল রুপ প্রকাশ করে যখন তার স্বার্থে লাগে ............ সবিনয় নিবেদন ............. বুদ্ধদেব গুহ
১৯। রোজগার বাড়ানোর সঙ্গে সঙ্গে মানুষ তার মনুষ্যত্ব কমাতে থাকে, নিজের অজান্তে । রোজগার যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশানে বাড়ে, তাহলে মনুষ্যত্ব কমতে থাকে জিওমেট্রিকাল প্রোগ্রেশানে ................... সবিনয় নিবেদন
২০। পড়াশোনা সমস্ত জীবনের একটি দিক মাত্র । সবচেয়ে বড় দিক তা কখনোই নয়, অনেকদিকের মধ্যে সামান্য একটি দিক । ভাল ছাত্র অনেকই দেখা যায় ভাল মানুষ বড় কম । ........................ সবিনয় নিবেদন
৯ম পর্ব
১০ ই মে, ২০১৪ রাত ১১:১০
বোকামানুষ বলেছেন: কথা কিন্তু সত্যি আপনি কারো কথা শুনলেই সে আপনার কথা শুনবে
ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে
মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ
আমার ব্লগ বাড়িতে স্বাগতম
ভাল থাকবেন সব সময়
২| ১০ ই মে, ২০১৪ রাত ১০:১৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর লাগল সংগ্রহ।
১০ ই মে, ২০১৪ রাত ১১:১২
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য
ভাল থাকবেন সব সময় শুভকামনা
৩| ১১ ই মে, ২০১৪ দুপুর ১:১২
এহসান সাবির বলেছেন: বোমা ভাই, আমি গিয়েছিলাম কিন্তু কোন ফুল পাইনি, গাছ চিনতে পারিনি, তবে একটা কৃষ্ণচূড়া গাছ দেখতে পেয়েছি ২ নং রোডে,ওটা রাধাচূড়াও হতে পারে। সময় পেলে আমাকে বাসার নং টা জানাবেন। আমি একটা বাসার সামনে ছবি তুলেছি বেগুনি ফুলের।
১১ ই মে, ২০১৪ রাত ৯:১৬
বোকামানুষ বলেছেন: আমি ২-১দিনের ভিতর খোঁজ নিয়ে জানাবো এখনো ফুল আছে কিনা আর গাছটার সঠিক অবস্থান
গাছটা রাস্তার সাথেই কোন বাসার ভিতর না তবে ২ নাকি ৪ নাম্বার রোডে এইটা ভুলে গেছি আর আপনার দেয়া ছবির মতো এত ছোট গাছ না বড় কৃষ্ণচূড়া গাছের মতো ফুল গুলো একদম হালকা নীল ফুল যদি এখন নাও থাকে আমি গাছটার ছবি তোলার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ্
৪| ১৫ ই মে, ২০১৪ সকাল ১০:৪২
রহস্যময়ী কন্যা বলেছেন: বাহ!
বেশ সুন্দর সংগ্রহ দেখছি
১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:০৮
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু
ভাল থাকবেন সব সময়
৫| ১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
সোজা কথা বলেছেন: ভালো লাগার মতোই। কবিতার ক্ষেত্রে এরকম লাইন আউট করা হয়, আপনি গল্পের ক্ষেত্রে করলেন। এজন্য ধন্যবাদ আপনাকে।
১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:৩২
বোকামানুষ বলেছেন: আপনাদের ভাল লাগলেই পোস্টের সার্থকতা
মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ
আমার ব্লগ বাড়িতে স্বাগতম
ভাল থাকবেন সব সময়
৬| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১০:১০
রাজিব বলেছেন: "পড়াশোনা সমস্ত জীবনের একটি দিক মাত্র । সবচেয়ে বড় দিক তা কখনোই নয়, অনেকদিকের মধ্যে সামান্য একটি দিক । ভাল ছাত্র অনেকই দেখা যায় ভাল মানুষ বড় কম । ........................ সবিনয় নিবেদন"
এখানে লেখক মুখস্ত করে পাস করাকে পড়াশোনার সঙ্গে এক করে গুলিয়ে ফেলেছেন। লেখক যে এ উপলব্ধি করেছেন তাও কিন্তু লেখাপড়ার ফলেই। পড়া আর মুখস্থ করে পাস করা সম্পূর্ণ আলাদা বিষয়।
১০ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৫
বোকামানুষ বলেছেন: ভাইয়া এখন আমরা বেশিরভাগ মানুষই পাস করার জন্য পড়ি জানার জন্য কয়জন পড়ি
আর লেখক এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলেছেন এটা ছাড়াও একটা মানুষ জীবনের আরও অনেক ভাবে শিখতে পারে
৭| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৫
লিরিকস বলেছেন: +
১৪ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৯
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকবেন সব সময়
৮| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫১
চড়ুই বলেছেন: কথা গুলো বেশ জটিল রকমের সুন্দর।
১৪ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৭
বোকামানুষ বলেছেন: আপনার মন্তব্যটাও দারুন
জটিল রকমের সুন্দর কথাটা অনেক পছন্দ হইছে
মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ
ভাল থাকবেন সব সময়
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৪ রাত ১০:১৩
আমি ময়ূরাক্ষী বলেছেন: ৭। বশ করার কৌশল হচ্ছে বশ হওয়া । বাধ্য রাখার কৌশল হচ্ছে বাধ্য থাকা । ............শেষরায় ................ আশাপূর্ণা দেবী
বাহ বড় ভালো লাগলো