নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল বানানে ভরা ব্লগ

বোকামানুষ

বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।

বোকামানুষ › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কিছু কবিতা পর্ব ৯ ........শক্তি চট্টোপাধ্যায়

০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৩৭

মনে মনে বহুদূর চলে গেছি



মনে মনে বহুদূর চলে গেছি – যেখান থেকে ফিরতে হলে আরো একবার জন্মাতে হয়

জন্মেই হাঁটতে হয়

হাঁটতে-হাঁটতে হাঁটতে-হাঁটতে

একসময় যেখান থেকে শুরু করেছিলাম সেখানে পৌঁছুতে পারি

পথ তো একটা নয় –

তবু, সবগুলোই ঘুরে ফিরে ঘুরে ফিরে শুরু আর শেষের কাছে বাঁধা

নদীর দু – প্রান্তের মূল

একপ্রান্তে জনপদ অন্যপ্রান্ত জনশূণ্য

দুদিকেই কূল, দুদিকেই এপার-ওপার, আসা-যাওয়া, টানাপোড়ন

দুটো জন্মই লাগে

মনে মনে দুটো জন্মই লাগে









আপন মনে



আমার ভিতর ঘর করেছে লক্ষ জনায়–

এবং আমায় পর করেছে লক্ষ জনে

এখন আমার একটি ইচ্ছে, তার বেশি নয়

স্বস্তিতে আজ থাকতে দে না আপন মনে।



—————-

লক্ষ জনে আমার ভিতর ঘর করেছে, লক্ষ জনে পর করেছে।

আমার একটি ইচ্ছা, স্বগতোক্তির মতো–আপন মনে থাকার।

যারা থাকতে দিচ্ছে না, তাদের কাছে আমার এই সামান্য নিবেদন বার বার ঘুরে ফিরে এসেছে।









যেতে পারি, কিন্তু কেন যাবো?



ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভালো।



এতো কালো মেখেছি দু হাতে

এতোকাল ধরে!

কখনো তোমার ক’রে, তোমাকে ভাবিনি।



এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে

চাঁদ ডাকে : আয় আয় আয়

এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে

চিতাকাঠ ডাকে : আয় আয়



যেতে পারি

যে-কোন দিকেই আমি চলে যেতে পারি

কিন্তু, কেন যাবো?



সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো



যাবো

কিন্তু, এখনি যাবো না

তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো

একাকী যাবো না, অসময়ে।।









দিন যায়



সুখের বারান্দা জুড়ে রোদ পড়ে আছে

শীতের বারান্দা জুড়ে রোদ পড়ে আছে

অর্ধেক কপাল জুড়ে রোদ পড়ে আছে

শুধু ঝড় থমকে আছে গাছের মাথায়

আকাশমনির ।



ঝড় মানে ঝোড়ো হাওয়া, বাদ্ লা হাওয়া নয়

ক্রন্দনরঙের মত নয় ফুলগুলি

চন্দ্রমল্লিকার ।



জয়দেবের মেলা থেকে গান ভেসে আসে

সঙ্গে ওড়ে ধুলোবালি, পায়ের নূপুর

সুখের চট্ কা ভাঙে গৈরিক আবাসে

দিন যায় রে বিষাদে, বিষাদে, মিছে দিন যায় ……















দিন যায়



আমার কাছে এখনো পড়ে আছে

তোমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি

কেমন করে তোরংগ আজ খোলো?



থুতনিপরে তিল তো তোমার আছে

এখন? ও মন নতুন দেশে যাবি?

চিঠি তোমায় হঠাত্‍ লিখতে হলো ।



চাবি তোমার পরম যত্নে কাছে

রেখেছিলাম, আজই সময় হলো -

লিখিও, উহা ফিরত্‍ চাহো কিনা?



অবান্তর স্মৃতির ভিতর আছে

তোমার মুখ অশ্রু-ঝলোমলো

লিখিও, উহা ফিরত্‍ চাহো কি না?









কিছু মায়া রয়ে গেলো



সকল প্রতাপ হল প্রায় অবসিত…

জ্বালাহীন হৃদয়ের একান্ত নিভৃতে

কিছু মায়া রয়ে গেলো দিনান্তের,

শুধু এই –

কোনোভাবে বেঁচে থেকে প্রণাম জানানো

পৃথিবীকে।

মূঢ়তার অপনোদনের শান্তি,

শুধু এই –

ঘৃনা নেই, নেই তঞ্চকতা,

জীবনজাপনে আজ যতো ক্লান্তি থাক,

বেঁচে থাকা শ্লাঘনীয় তবু।









একবার তুমি



একবার তুমি ভালোবাসতে চেষ্টা কর–

দেখবে, নদির ভিতরে, মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে

পাথর পাথর পাথর আর নদী-সমুদ্রের জল

নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল

একবার তুমি ভাল বাসতে চেষ্টা কর ।



বুকের ভেতরে কিছু পাথর থাকা ভাল–ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

সমস্ত পায়ে-হাঁটা পথই যখন পিচ্ছিল, তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে

যেন কবিতার নগ্ন ব্যবহার, যেন ঢেউ, যেন কুমোরটুলির সলমা-চুমকি-জরি-মাখা প্রতিমা

বহুদূর হেমন্তের পাঁশুটেনক্ষত্রের দরোজা পর্যন্ত দেখে আসতে পারি ।



বুকের ভেতরে কিছু পাথর থাকা ভাল

চিঠি-পত্রের বাক্স বলতে তো কিছু নেই–পাথরের ফাঁক-ফোকরে রেখে এলেই কাজ হাসিল–

অনেক সময় তো ঘর গড়তেও মন চায় ।



মাছের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে

আমাদের সবই দরকার । আমরা ঘরবাড়ি গড়বো–সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরবো ।



রূপোলি মাছ পাথর ঝরাতে-ঝরাতে চলে গেলে

একবার তুমি ভালবাসতে চেষ্টা করো ।









অবনী বাড়ি আছো



অবনী বাড়ি আছো

অবনী বাড়ি আছো

দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া

কেবল শুনি রাতের কড়ানাড়া

‘অবনী বাড়ি আছো?’



বৃষ্টি পড়ে এখানে বারোমাস

এখানে মেঘ গাভীর মতো চরে

পরাঙ্মুখ সবুজ নালিঘাস

দুয়ার চেপে ধরে–

‘অবনী বাড়ি আছো?’



আধেকলীন হৃদয়ে দূরগামী

ব্যথার মাঝে ঘুমিয় পড়ি আমি

সহসা শুনি রাতের কড়ানাড়া

‘অবনী বাড়ি আছ?’









আমি যাই



যেখানেই থাকো

এপথে আসতেই হবে

ছাড়ান্ নেই

সম্বল বলতে সেই

দিন কয়েকের গল্প

অল্প অল্পই

আমি যাই

তোমরা পরে এসো

ঘড়ি-ঘন্টা মিলিয়ে

শাক-সবজি বিলিয়ে

তোমরা এসো









৮ম পর্ব

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৪১

দুঃখ বিলাস বলেছেন: একবার তুমি ভালোবাসতে চেষ্টা কর


ভালোলাগা রইল ।

০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৫২

বোকামানুষ বলেছেন: বুকের ভেতরে কিছু পাথর থাকা ভাল
চিঠি-পত্রের বাক্স বলতে তো কিছু নেই–পাথরের ফাঁক-ফোকরে রেখে এলেই কাজ হাসিল–
অনেক সময় তো ঘর গড়তেও মন চায়



অনেক ধন্যবাদ

ভাল থাকবেন সবসময় শুভকামনা

২| ০৫ ই জুন, ২০১৪ রাত ১১:২৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অসাধারণ সিরিজ যাচ্ছে :)

০৬ ই জুন, ২০১৪ রাত ১:২৭

বোকামানুষ বলেছেন: লজ্জা পাইছি ভাইয়া মন্তব্য দেখে :#>

আসলে অসাধারণ কিছু না নিজে মাঝে মাঝে যে অল্প কিছু কবিতা পড়ি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি :)


অনেক ধন্যবাদ ভাইয়া

ভাল থাকবেন সবসময় শুভকামনা

৩| ০৬ ই জুন, ২০১৪ রাত ১২:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুণ! কী অদ্ভুত সব কবিতা!

পোস্ট প্রিয়তে, অন্য পর্বগুলোতেও ঢু মারতে হবে!

ধন্যবাদ আপনাকে, অসংখ্য!

০৬ ই জুন, ২০১৪ রাত ১:৩১

বোকামানুষ বলেছেন: ভাইয়া আপনাদের ভাললাগাই পোস্টের সার্থকতা

অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য


ভাল থাকবেন সবসময় শুভকামনা

৪| ০৬ ই জুন, ২০১৪ রাত ১:১২

একজন ঘূণপোকা বলেছেন:
দারুন উদ্যোগ। প্লাস

০৬ ই জুন, ২০১৪ রাত ১:৩৩

বোকামানুষ বলেছেন: আশাকরি এই উদ্যোগে সাথেই থাকবেন


আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন সবসময় শুভকামনা

৫| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার কিছু কালেকশনের জন্য শুভেচ্ছা।

০৭ ই জুন, ২০১৪ রাত ১২:২২

বোকামানুষ বলেছেন: সুখের বারান্দা জুড়ে রোদ পড়ে আছে
শীতের বারান্দা জুড়ে রোদ পড়ে আছে
অর্ধেক কপাল জুড়ে রোদ পড়ে আছে
শুধু ঝড় থমকে আছে গাছের মাথায়


অনেক ধন্যবাদ ভাইয়া

ভাল থাকবেন সবসময় শুভকামনা

৬| ০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন:
দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া
কেবল শুনি রাতের কড়ানাড়া


আমার সবচাইতে প্রিয় কবিতাগুলোর এটি একটি। অনেক ভালো লাগলো।

০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৬

বোকামানুষ বলেছেন: আধেকলীন হৃদয়ে দূরগামী
ব্যথার মাঝে ঘুমিয় পড়ি আমি
সহসা শুনি রাতের কড়ানাড়া
‘অবনী বাড়ি আছ?’



তাই নাকি ভাইয়া জেনে ভাল লাগলো আপনার প্রিয় একটা কবিতা পোস্টে আছে :D


অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

ভাল থাকবেন সবসময় শুভকামনা

৭| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৩৪

লিরিকস বলেছেন: +

১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:২৬

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

ভাল থাকবেন সবসময় শুভকামনা

৮| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ভালো লাগা একরাশ

১৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৯

বোকামানুষ বলেছেন: ভাইয়া আপনাদের ভাললাগা শেয়ার করার জন্যই পোস্ট দেয়া

অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য


ভাল থাকবেন সবসময় শুভকামনা

৯| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন:

১৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৩

বোকামানুষ বলেছেন: ওয়াও ভাইয়া চা/কফি দুটোই আমার খুব প্রিয় :D

রোজা রেখে সারাদিন চা খাবার জন্য অস্থির লাগে

অনেক ধন্যবাদ ভাইয়া এই সুস্বাদু চা নাস্তার জন্য :)

১০| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ কালেকশন!

আপ্লুত হয়ে প্লাস দিলাম।

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৭

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

আপ্লুত হয়েছেন জেনে খুব ভাল লাগলো :D


ভাল থাকবেন সবসময় শুভকামনা

১১| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:০১

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১১

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

ঈদের ছুটিতে নেটে বসা হয়নি তাই লেট ঈদ মোবারক :D

১২| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪১

আমি ময়ূরাক্ষী বলেছেন: ভালো লাগা

০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২১

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন সবসময় শুভকামনা

১৩| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:

কবিতা সংগ্রহে থাকলে অনেক সময়ই খুব ভালোলাগা বোধ হয়।

ব্লগে কি খুব কম দেখি আপনাকে ?

শুভেচ্ছা রইল।।

০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২১

বোকামানুষ বলেছেন: এই ভালোলাগার কথা ভেবেই সিরিজটা প্রথমে শুরু করা
আসলে হয় কি কবিতা তো প্রায়ই পড়া অনেক কবির অনেক কবিতা অনেক ভাল লাগে কিন্তু সেই ভাললাগা কবিতাটা পড়ে আবার অনেক কবিতার ভীড়ে খুঁজে পেতে কষ্ট হয় অথবা হয়তো মনেই থাকে না.......কিন্তু অনেক সময় হয় না যে নতুন কোন কবিতা না আগে পড়া ভাললাগা কবিতাগুলো পড়তে ইচ্ছে করে সেই ভাবনা থেকেই এই সিরিজটা যাতে যখন ইচ্ছা করে প্রিয় কবিতাগুলো পড়তে পারি :D


আমি আসলে অফলাইনে থেকে ব্লগ পড়ি অনেক বেশি এইজন্য হয়তো কম দেখা যায় আর ঈদের ছুটিতে বাড়ি ছিলাম অনেকদিন তখনতো ব্লগে আসিনি


দেরি করে হলেও ঈদ মোবারাক


ভাল থাকবেন সবসময় শুভকামনা

১৪| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৮

বৃশ্চিক রাজ বলেছেন: Sólo tú le das brillo y amor a mi corazón.
Sólo tú me miras con tanta pureza y belleza interior.
Sólo tú llenas de alegría a mi alma.
Sólo tú conoces mis secretos, deseos y anhelos.
Sólo tú me transmites calor con tus manos.
Sólo tú me das fuerzas para seguir viviendo.
Sólo tú me hablas con tanta dulzura.
Sólo tú me escuchas con tanta paciencia.
Sólo tú me acaricias con tanta delicadeza.
Sólo tú me besas con tanta ternura.
Sólo tú me comprendes con tanta sutileza.
Sólo tú haces que me sienta el ser más feliz del universo.
Sólo tú me das tanta seguridad en mí misma.
Sólo tú me calmas y tranquilizas cuando estoy mal.
Sólo tú eres el que puede entrar en mi corazón y en mi ser.
Sólo tú me abrigas cuando tengo frío.
Sólo tú eres y serás el dueño de mi corazón.
Sólo tú eres mi sueño hecho realidad.
Sólo tú eres y serás el que me ama y me amará siempre.
Sólo tú eres al que amo y amaré eternamente!

০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪২

বোকামানুষ বলেছেন: এইটা কোন ভাষার কবিতা ভাইয়া? :|| :|


অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন সবসময় শুভকামনা

১৫| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫০

বৃশ্চিক রাজ বলেছেন: ওহ ব্রো এটা একটি স্প্যানিশ কবিতা। আমি স্পেনের এক মেলা থেকে একটি কবিতার বই কিনেছিলাম। সেখান থেকে দিলাম। /:)

০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৭

বোকামানুষ বলেছেন: ভাইয়া আমিতো স্প্যানিশ জানিনা তো আপনি বুঝিয়ে বলেন কবিতাটার মানে কি? B:-) |-)

আর ভাইয়া আমি ব্রো নই আপুমনি :#)

১৬| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭

বৃশ্চিক রাজ বলেছেন: শুধু আপনি আমার হৃদয় থেকে উজ্জ্বলতা এবং ভালবাসা দিতে.
আপনি যেমন বিশুদ্ধতা এবং ভিতরের সৌন্দর্য সঙ্গে আমাকে তাকান.
শুধু আপনি আমার আত্মা আনন্দ পূর্ণ.
শুধু আপনি আমার গোপন, শুভেচ্ছা এবং ইচ্ছা জানেন.
শুধু আপনি আপনার হাত দিয়ে আমার গরম প্রেরণ করা.
শুধু আপনি আমাকে জীবিত অবিরত শক্তি দিতে.
আপনি আমাকে তাই sweetly কথা হিসাবে.
তাই শুধু আপনার ধৈর্য্য ধরে আমার কথা শুনতে.
শুধু আপনি হিসাবে আলতো করে আমার আদর.
শুধু আপনি তাই কোমল আমাকে চুম্বন.
শুধু আপনি তাই subtly, আমাকে বুঝতে.
শুধু আপনি আমাকে মহাবিশ্বের হ্যাপিয়েস্ট হচ্ছে মনে.
শুধু আপনি আমাকে নিজেকে যেমন আস্থা দেবে.
শুধু আপনি শান্ত এবং আমি ভুল যখন আমাকে শান্ত.
শুধু আপনি আমার হৃদয়ে প্রবেশ এবং আমার আত্মা করতে পারেন এক.
আপনি আমাকে লালন যখন আমি ঠান্ডা আছে.
শুধু আপনি এবং আমার হৃদয়ের মালিক.
শুধু আপনি আমার স্বপ্ন সত্য আসা হয়.
শুধু আপনি এবং আমাকে ভালবাসেন এবং সবসময় ভালবাসেন যারা এক হতে.
শুধু আপনি আমি ভালোবাসি এবং সব সময় প্রবেশ করুন তার ভালবাসা হবে!

এই নিন আপুনি অনুবাদ করে দিলাম :P

০৯ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

বোকামানুষ বলেছেন: :| :-/ |-)


অসাধারণ অনুবাদ হয়েছে বর্ণনা করার ভাষা খুঁজে পাচ্ছি না তা এটা কি গুগল মামার অবদান B:-/ B-)

১৭| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫২

বৃশ্চিক রাজ বলেছেন: সবইত গুগল মামার অবদান :P

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৭

বোকামানুষ বলেছেন: সেটা অনুবাদ দেখেই বুজতে পারছি গুগল মামা ছাড়া এত ভাল অনুবাদ আর কেউ করতে পারে :-< :D

১৮| ০৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৭

একলা ফড়িং বলেছেন: শক্তি চট্টোপাধ্যায়! খুব প্রিয় কবিদের একজন!


আর এতগুলো প্রিয় কবিতা একসাথে! পোস্টে প্লাস!


আপনার ব্লগবাড়িতে অনেক কবিতা আছে দেখছি, অনুসরণে রেখে দিলাম, মাঝে মাঝে এসে কবিতা পড়ে যাব :)

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৯

বোকামানুষ বলেছেন: আপনার প্রিয় কবির কবিতা আপনার সাথে শেয়ার করতে পেরেছি ভেবে ভাল লাগছে

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

যখন ইচ্ছা এসে কবিতা পড়ে যাবেন :)

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ

ভাল থাকবেন সবসময় শুভকামনা

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৮

আমি অথবা অন্য কেউ বলেছেন: ++++

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৯

বোকামানুষ বলেছেন: মনে মনে বহুদূর চলে গেছি – যেখান থেকে ফিরতে হলে আরো একবার জন্মাতে হয়
জন্মেই হাঁটতে হয়
হাঁটতে-হাঁটতে হাঁটতে-হাঁটতে
একসময় যেখান থেকে শুরু করেছিলাম সেখানে পৌঁছুতে পারি
পথ তো একটা নয় –
তবু, সবগুলোই ঘুরে ফিরে ঘুরে ফিরে শুরু আর শেষের কাছে বাঁধা



অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.