![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।
আমাদের আলোচনা সমালোচনার খুব প্রিয় বিষয় হল দেশপ্রেম। দেশ কেন পাল্টায় না, উন্নত বিশ্বের মত ঝকঝকে তকতকে হয় না, অমুকে এটা কেন করে না তমুকে সেটা কেন করে না, কার কি করা উচিত এসব বিষয়ে ব্যাখ্যা-বিশ্লেষণ, তর্ক-বিতর্ক করে আমরা চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুক, ব্লগ, টকশো তে ঝড় তুলে ফেলি। কিন্তু কখনো কি ভাবি আমরা নিজেরা কি করেছি অথবা করছি দেশটাকে পাল্টানোর জন্য? মানলাম আমরা খুব সাধারন মানুষ বড় কিছু করার ক্ষমতা আমাদের নেই কিন্তু ছোট ছোট অনেক কিছুই চাইলে আমরা করতে পারি যদি আসলেই আমরা একটু সচেতন হই ।
চা ভাবনা
আমরা প্রায় সবাই চা বা কফি খেতে পছন্দ করি । কফি আমাদের দেশে তেমন উৎপাদিত হয়না এবং দাম নাগালের মধ্যে নয় বলে এটা একটা নির্দিষ্ট শ্রেণীর ভিতর জনপ্রিয় কিন্তু চা আমাদের নিজেদের দেশেই বিপুল পরিমাণে উৎপাদিত হয় । আমাদের গ্রামে-গঞ্জে থেকে শুরু করে ফাইভ স্টার হোটেল সব জায়গায় চায়ের সরব উপস্থিতি। আমাদের সব চেয়ে জনপ্রিয় পানীয় । চা ছাড়া বন্ধুদের আড্ডা জমে না, রাস্তার পাশে ছোট্ট দোকানটাতে সব শ্রেণীর মানুষের রাজনৈতিক তর্ক জমে না, বিকেলে পরিবারের নাস্তা জমে না । রাত জাগা একাকী প্রহরগুলোতে চা ছাড়া আর কে সঙ্গ দেয় । বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে রিকশাচালক মামা যারা নিয়মিত চা পান করে তাদের যদি বলা হয় আজকে থেকে চা খাওয়া বাদ দেন তারা বোধহয় বলবে তার চেয়ে আমাকে ২-৪ বছরের জেল দেন। আপনারা এতক্ষণে নিশ্চয় বিরক্ত হয়ে ভাবতেছেন এর সাথে দেশপ্রেমের সম্পর্ক কি? কি নিয়ে কথা শুরু করে কই চলে গেছে কিসের মধ্যে কি পান্তাভাতে ঘি । হুম সম্পর্ক আছে । চা আমরা সবাই পছন্দ করি ধনী-গরীব সব শ্রেণীর মানুষ। কিন্তু কখনো কি চায়ের প্যাকেট কেনার সময় ভেবেছেন যে চা কিনছেন তা বাংলাদেশের কিনা?
যতদূর জানি বাংলাদেশ চা উৎপাদনে সয়ংসম্পূর্ণ এবং বাংলাদেশের চা বিদেশে রপ্তানি হয় । গুণগত দিক থেকেও বাংলাদেশের চা অনেক ভাল । আর বর্তমানে অরগানিক চা সহ প্রায় সব ধরনের চা বাংলাদেশে উৎপাদিত হয় অথচ তারপরেও আমাদের টিভি পর্দায় তাজা হলেসহ আরও অনেক বিদেশি চায়ের বিজ্ঞাপন দেখতে হয় । কিছুদিন আগে এক আপুর কাছ থেকে শুনলাম উনি টিভিতে এক রিপোর্টে দেখছেন বাংলাদেশে প্রতি বছর প্রায় তিন কোটি টাকার চা নষ্ট হয় অথচ আমরা নিজেদের চা হতে দিয়ে কোটি টাকা খরচ করে বিদেশ থেকে চা আমদানি করি । যেখানে আমাদের দেশের চা বিদেশে রপ্তানি হয় সেখানে আমরাই নিজেদের চা খাই না । ধরে নিলাম ব্যবসায়ীদের কোন দেশপ্রেম নেই তারা টাকার জন্য সব করে কিন্তু যখন তাদের আমদানি করা চা এদেশে চলবে না তখন তারা নিজেদের লাভের জন্য হলেও সেটা আমদানি করবে না। আর যেসব চা আমদানি হয় সেসব চায়ের তুলনায় বাংলাদেশের চা কোন অংশে কম নয় বরং অনেক ক্ষেত্রে বেশি ভাল । অনেকেই বিদেশি পণ্য কেনার ক্ষেত্রে একটা কথা বলে তারা বাইরের যেই পণ্য কিনছে সেই মানের বাংলাদেশি পণ্য নেই বলে বাধ্য হয়ে কিনতে হয় আমি তাদের কথা মেনে নিলাম কিন্তু যেসব পণ্য আমার দেশের গুলো ভাল পাওয়া যায় সেগুলো তো আমরা অন্তত কিনতে পারি এতে আমাদের তো কোন ক্ষতি নেই বরং আমার দেশের ভাল হবে এটুকু তো আমরা সবাই করতে পারি তাই না ।
বাংলাদেশের কয়েকটি চা কম্পানির নাম
ইস্পাহানি মির্জাপুর চা
ফিনলে চা
কাজী এন্ড কাজী অরগানিক চা
এছাড়াও আরও অনেক চা আছে আমাদের দেশের কষ্ট করে একটু খুঁজে নিন এবং নিজের দেশের চা পান করুন । অনেক বড় কাজ করতে না পারলেও এই ছোট কাজটা আমরা সবাই চাইলেই করতে পারি ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪১
বোকামানুষ বলেছেন: আমরা যদি একটু সচেতন হই নিজেদের সাথে সাথে আমরা দেশের ভালও করতে পারি কোন বিশাল কষ্ট ছাড়াই
এই যেমন চায়ের কথা বললাম শুধু কেনার সময় দেশেরটা কিনলেই হবে এতে আমাদের চা পানে কোন ক্ষতি হবে না কিন্তু উপকৃত হবে আমাদের চা শিল্প উপকৃত হবে আমাদের দেশ।
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য
ভাল থাকবেন সব সময় শুভকামনা
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৪
ডি মুন বলেছেন: সুন্দর একটি পোস্টের জন্য ধন্যবাদ
আশাকরি দেশীয় পণ্য ব্যাবহারের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি পাবে।
শুভকামনা রইলো।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৪
বোকামানুষ বলেছেন: আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে......
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্যর জন্য
আশাকরি পরের বার চা কেনার সময় দেশেরটা কিনবেন তাহলেই পোস্ট সার্থক
ভাল থাকবেন সব সময় শুভকামনা
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি ইস্পাহানি মির্জাপুর চা'র পাতায় তৈরি চা ছাড়া অন্য চা পাতা একেবারেই খেতে পারি না, বিশেষ কর লিপটনতো একেবারেই না। আর "কাজী এন্ড কাজী অরগানিক চা" এর মধ্যে গ্রিন টি, ব্ল্যাক টি আর জিনজার টি এই তিন ফ্লেভার ভালো লাগে। তুলসিটা ইয়াক.....।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২০
বোকামানুষ বলেছেন: ইস্পাহানি মির্জাপুর তো আমাদের দেশের চা সো খেতে থাকুন আমিও বাসায় সব সময় এটা কিনে নিয়ে আসি লিপটন সম্পর্কে তেমন ধারনা নেই
কি বলেন ভাইয়া আপনার তুলসি পছন্দ না?
আমার "কাজী এন্ড কাজী অরগানিক চা" এর মধ্যে গ্রিন টি, জিনজার টি, তুলসি এই তিন ফ্লেভার ভালো লাগে বেশি খাওয়া হয় জিনজার আর তুলসি আর ব্ল্যাক টি আমি ট্রাই করি নাই
৪| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৯
আরজু পনি বলেছেন:
আহ চা ..............
এখনই বানাতে ইচ্ছে করছে...
ইদানিং সারাদিন চায়ের উপরই থাকি...
দেশী চাই খাচ্ছি...
তবে বন্ধুদের গিফ্ট করা কিছু বিদেশী চাও আছে আমার সংগ্রহে মাঝে মাঝে ওসব ব্যবহার করি চায়ের নেশা কমাতে । তবে দেশীটাই কিনি ।
কাজি চা খুবই নির্ভরযোগ্য মানের ।
আপনার ভাবনায় সালাম রইল ।।
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২২
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্যর জন্য
আমরা দেশের পরিবর্তনের জন্য সারা দিন রাত চিল্লাচিল্লি করি অনেক বড় বড় বিষয় নিয়ে আক্ষেপ করি যেগুলো পরিবর্তন করা আমাদের মত সাধারণ মানুষের পক্ষে সম্ভব না কিন্তু অনেক ছোট ছোট বিষয় আমাদের চোখ এড়িয়ে জায় যেগুলো আমরা সাধারন মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ সহজেই করতে পারি আর সেখান থেকে লাভবান হবে দেশ বদলে যেতে পারে আমাদের দেশ সেই ভাবনা থেকেই লেখা
দিলেন তো মনে করিয়ে আমার অবশ্য এমনিতেও এখন চা খাওয়ার সময়
আমিও অনেক চা খাই এইজন্যই এই বিষয়টা সবার আগে মাথায় এসেছে মাঝে মাঝে এক লিটার এর উপরও খাওয়া হয় মানে আমার একটা মগ আছে সেটাতে এক পোয়া পানির বেশি থাকে মনে হয় আর আমি যখনি চা খাই ঐ মগ ভর্তি করে
যাই চা বানিয়ে নিয়ে আসি আপনার আর আমার জন্য
৫| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩০
লিরিকস বলেছেন: আরজুপনি আপুর সাথে আমার জন্যও এক কাপ
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৭
বোকামানুষ বলেছেন: আরজুপনি আপুর জন্য তো কালকে চা বানিয়েছিলাম শেষ হয়ে গেছে রাতের আড্ডার চা দিনে চাইলে হবে
অসুবিধা নাই আজকে যখন চা খাব আপনার জন্য এক কাপ রেখে দিব
৬| ০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০২
তোমোদাচি বলেছেন: খুব ভাল কথা লিখেছেন...
কাজী এন্ড কাজী অরগানিক চা টা চরম, দেশে থাকতে ওটাই খেতাম, একবার বিদেশেও নিয়ে এসেছিলাম কয়েক প্যাকেট সুভ্যেনির হিসাবে দিয়েছিলাম কয়েকজন কে।
০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০২
বোকামানুষ বলেছেন: ভাইয়া আমার ব্লগ বাড়িতে স্বাগতম
হুম কাজী এন্ড কাজী অরগানিক চা আমারও পছন্দের
আর বাসায় চা পাতা কিনলে ইস্পাহানি মির্জাপুর
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য
ভাল থাকবেন সব সময় শুভকামনা
৭| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০
রাজী্ বলেছেন: আর কে ট্রের্ডাস এর পণ্য বিএসটি আই অনুমোদিত “সেইফলি টি" প্যাকেট চা' র ডিলার দেশের সর্বত্র নিয়োগ চলছে।
সীমিত টাকায় অধিক লাভ, স্বল্প সময়ে বিজনেসের সার নির্যাস অধিক লাভের কারণেই বুঝতে সক্ষম হবেন। আর তা চা'য়ের গুণগত মানের কারণেই সম্ভব।
আমাদের "সেইফলি টি" নিজে পান করলে বুঝতে পারবেন চা'য়ের গুণগত মান ভালো কি না!
দেশি চা পাতা বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে নিয়ে এল [link||https://web.facebook.com/Safely123/] ।
সিম্পল হিসেবে আপনি যাচাই করে নিতে পরেন। সেইফলি টি'র ছোট্ট একটি প্যাকেট, রেইট শীট, ডিলারশীপের নিয়ম-কানুন সম্বলিত পেপারসগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি।
যাচাই-বাচাই করে আপনি ডিলার নিবেন।
সুবিধা সমূহঃ ১.অন্যান্য কোম্পানীর চা থেকে অনেক কম রেইট।
২.গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো। যা পরীক্ষা করার পরই বুঝতে পারবেন। ৩.ডিলারশীপ নিতে অন্যান কোম্পানীর ন্যায় অগ্রিম
সিকিউরিটি হিসেবে আগে টাকা দিতে হয়না।
আরও জান লগ ইন করুন [link||https://web.facebook.com/Safely123/] ।
২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৬
বোকামানুষ বলেছেন: ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৭
স্বপ্নবাজ অভি বলেছেন: দেশী পণ্যের প্রতি আগহ বাড়ানো উচিৎ !
আর আমাদের নিজস্ব চা অবশ্যই বিশ্বমানের !