নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল বানানে ভরা ব্লগ

বোকামানুষ

বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।

বোকামানুষ › বিস্তারিত পোস্টঃ

বিষণ্ণ অণুকবিতা

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১


এত হাসি এত হৈচৈ
তবুও কেন ভিতরটা থম ধরে রয়
মুখেতে অমলিন হাসি
ভেতরে এতযে দহন
কি দুর্দান্ত অভিনেতা আমরা সবাই



বিষণ্ণ মন, বিষণ্ণ জীবনযাপন
ভালবাসার খড়ায় পুড়ছে হৃদয়
কোথাও কেউ নেই



জীবন যেন পোড়ার-ই নাম
পুড়তে পুড়তে ছাই হলাম
তবুও পোড়ার শেষ হলনা



আমি জানি তুমি আমায় ভালবাস
তবুও আমার মন ভরে না
পিপাসা যার সাগর সমান
বিন্দুতে তার জুড়ায় কি মন?!

মন্তব্য ৬৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

নিলু বলেছেন: ভালো

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৫

কালের সময় বলেছেন: অসম কবিতা ভাল লাগা

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০০

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা পাঠে এবং মন্তব্য করার জন্য

মূল বিষণ্ণতাতাই একমাত্র মিল


আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৬

সোহেল আহমেদ পরান বলেছেন: খুব ভালো লাগলো অণু

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০১

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করার জন্য

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

ডি মুন বলেছেন: প্রথম ভালো লাগা +++++

কবিতা সুন্দর লেগেছে।


আপনাকে দেখে ভালো লাগছে।
আশাকরি আবার নিয়মিত হবেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২১

বোকামানুষ বলেছেন: আপনাকেও অনেকগুলো ++++ মন্তব্য করার জন্য ভাইয়া :D


আমিতো ব্লগে নিয়মিত-ই ভাইয়া পোস্ট একটু কম দেয়া হয় কিন্তু ব্লগে তো আমি প্রতিদিনই আসি পোস্ট পড়ি মন্তব্য করি :)

তবুও এই আপুটাকে মনে রেখেছেন জেনে ভাল লাগলো

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে!!!!!!!!!! এতদিন পর!!!!!! কেমন আছেন!!

আশা করি ভালো আছেন প্রিয় ব্লগার। আপনার লেখা অনেক মিস করেছি, মিস করেছি আপনার মন্তব্য!

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৮

বোকামানুষ বলেছেন: এত সুন্দর একটা মন্তব্য পেয়ে অনেক ভাল লাগছে এমন করে সবাই আমাকে মিস করছে ভাবতেই মন ভাল হয়ে যায় :D

কিন্তু ভাইয়া আপনারা সবাই এমন ভাবে বলছেন যেন আমি ব্লগ থেকে হারিয়ে গিয়েছি কিন্তু আমিতো গত মাসেও একটা পোস্ট দিয়েছি আর অনেক পোস্ট তো পড়ি মন্তব্য করি প্রতিদিন /:)

ভাল থাকবেন সবসময় শুভকামনা

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪২

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা পাঠে এবং মন্তব্য করার জন্য


ভাল থাকবেন সবসময় শুভকামনা

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: মানুষ হিসাবে বোকা হলেও অণুকাব্য চারটিতে কোন বোকামি করেন নাই। অল্প কথার মাঝে অনেক কথা লুকিয়ে রেখেছেন। খুব গভীরের কথা না হলেও ভাবতে বাধ্য করেছে। বিষণ্ণতা আসলেই ছেয়ে আছে অণুকাব্যগুলোতে। ভালো লিখেছেন বোকামানুষ। নিরন্তর শুভ কামনা রইলো।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৬

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য

মানুষ হিসাবে বোকা হলেও অণুকাব্য চারটিতে কোন বোকামি করেন নাই

আপনার এই লাইনটা পড়ে অনেক মজা পেয়েছি :D :P


আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬

আলম দীপ্র বলেছেন: ভালো লাগল অনুকবিতা ~!!
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর ।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৭

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৮

রঙ তুলি ক্যানভাস বলেছেন: বিষন্ন আবহাওয়ার সাথে বিষন্ন কবিতা.।।।ভাল লাগল, ১নং টা বেশি ।

"কি দুর্দান্ত অভিনেতা আমরা সবাই " ++

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২০

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

বিষন্ন আবহাওয়াই মনকে বিষন্ন করে দেয়


ভাল থাকবেন সবসময় শুভকামনা

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭

সুমন কর বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পেলাম।

১নং বেশ লাগল। বাকিগুলোও।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪২

বোকামানুষ বলেছেন: হুম ইদানীং পোস্ট একটু কম দেয়া হয় পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত সময় যাচ্ছে

তবে গত মাসেও একটা পোস্ট দিয়েছিলাম খেয়াল করেননি মনে হয়

তবুও এই আপুটাকে মনে রেখেছেন জেনে ভাল লাগলো

ভাল থাকবেন সবসময় শুভকামনা

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো ক্ষুদ্র ক্ষুদ্র পঙ্গক্তি ।+++

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৩

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য


ভাল থাকবেন

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর !
ভালো লাগা জানবেন :)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৭

বোকামানুষ বলেছেন: পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত সময় যাচ্ছে

ভাল থাকবেন সবসময় শুভকামনা

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা! আসলে ব্লগার বোকামন ভেবেছিলাম আপনাকে ভুলে।

তবে যাই হোক, আপনিও আমার পছন্দের একজন ব্লগার। আপনার লেখাও আমার বেশ ভালো লাগে। :)

শুভেচ্ছা রইল।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৪

বোকামানুষ বলেছেন: এত খুঁজে খুঁজে একটা নাম নিলাম যাতে কারো চিনতে না ভুল হইয় শেষ পর্যন্ত এই হল :( :(( :P


এখনতো মন খারাপ যাতে না হয় সেজন্য বলছেন বুজতে পারছি :| তবুও ধন্যবাদ :)

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৬

ওয়্যারউলফ বলেছেন: আমার এলোমেলো ভাবনাকে আপনি সাজিয়ে দিলেন। ধন্যবাদ এমন একটি কবিতার জন্য।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৬

বোকামানুষ বলেছেন: তাই নাকি ভাইয়া দোয়াকরি খুব তাড়াতাড়ি আপনার মন ভাল হয়ে যায় যেন


আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন সবসময় শুভকামনা

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫০

লিরিকস বলেছেন: :) :) :) :) :)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৭

বোকামানুষ বলেছেন: কি হইছে এত খুশি কেন বিষণ্ণ কবিতায়? :| :P


অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য


ভাল থাকবেন

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৭

সকাল রয় বলেছেন:

দারুন লিখেছেন

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৯

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা পাঠে এবং মন্তব্য করার জন্য

ভাল লেগেছে জেনে খুশি লাগতেছে


ভাল থাকবেন সবসময় শুভকামনা

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯

লিরিকস বলেছেন: আমি তো কবিতা পড়িনি :(

অনেক দিন পর আপনার এখানে এসে ভাল লাগছিল :)

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

বোকামানুষ বলেছেন: আমি ভাবছিলাম আপনি আমার কবিতা পড়ে খুশি হয়ে গেছেন :P


অসুবিধা নাই অনেকদিন পর আসছেন চা-নাস্তা করে যাবেন আপু :D


১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

লিরিকস বলেছেন: এবার পড়েছি

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

বোকামানুষ বলেছেন: হুম কবিতা কেমন লাগলো সেটাতো বললেন না :P :)

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

প্রামানিক বলেছেন: জীবন যেন পোড়ার-ই নাম
পুড়তে পুড়তে ছাই হলাম
তবুও পোড়ার শেষ হলনা

ভাল লাগল। ধন্যবাদ

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৭

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা মন্তব্য করার জন্য

ভাল লেগেছে জেনে ভাল লাগছে

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন সবসময় শুভকামনা

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৫

তুষার কাব্য বলেছেন: খুব ভালো লাগলো অনুকবিতা..

শুভকামনা নতুন বছরের...

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

ভাল লেগেছে জেনে ভাল লাগছে


নতুন বছর নতুনভাবে নতুন আনন্দে কাটুক

ভাল থাকবেন সবসময় শুভকামনা

২১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪

এহসান সাবির বলেছেন: ভালবাসার খড়ায় পুড়ছে হৃদয়........................



কোথাও কেউ নেই...........................

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪০

বোকামানুষ বলেছেন: কেমন আছেন ভাইয়া? :D

কতদিন আগে পোস্ট দিছি আর আপনি এতদিন পর আসলেন :|


আসলেই কি কেউ নেই নাকি আমাদের সামনে বলবেন না :P B-)


নতুন বছর নতুনভাবে নতুন আনন্দে কাটুক

ভাল থাকবেন সবসময় শুভকামনা

২২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫

নেক্সাস বলেছেন: বিষণ্ণ মন, বিষণ্ণ জীবনযাপন
ভালবাসার খড়ায় পুড়ছে হৃদয়
কোথাও কেউ নেই

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪২

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

শুভ নববর্ষ ২০১৫


আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন সবসময় শুভকামনা

২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৩

সুফিয়া বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ।

২৪ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য


আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন সবসময় শুভকামনা

২৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর। আপনি মনে হচ্ছে অনেকদিন থেকেই ব্লগে অনিয়মিত।আরো লিখুন। শুভেচ্ছা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৩

বোকামানুষ বলেছেন: হুম পড়াশোনা নিয়ে মাঝে অনেক বাস্ত্যতা গিয়েছে

তবে ব্লগেই আছি আপু

অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

ভাল থাকবেন সবসময় শুভকামনা

২৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৭

আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ সব লিরিক্স| ৪ নং টা সবচেয়ে ভাল লেগেছে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭

বোকামানুষ বলেছেন: ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগলো


অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য


আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন সবসময় শুভকামনা

২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০১

এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত !

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯

বোকামানুষ বলেছেন: দেরীতে হলেও শুভ বসন্ত ভাইয়া :D

কেমন আছেন?

২৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০

রায়হানা তনয় দা ফাইটার বলেছেন: আলবত ভালো একটা উপহার। এমন উপহার পেতে কার না ভালো লাগে?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৫

বোকামানুষ বলেছেন: :|| :| :D


অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য


আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন সবসময় শুভকামনা

২৮| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০২

আরজু পনি বলেছেন:

মুখেতে অমলিন হাসি
ভেতরে এতযে দহন
কি দুর্দান্ত অভিনেতা আমরা সবাই


হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখোনা কেউ হাসি শেষে নীরবতা । :|

বিষণ্ন লেখায় ভালো লাগা রইল...বোকা মানুষ।

১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫৬

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু
মন্তব্য পেয়ে ভাল লাগছে
ভাল থাকবেন সবসময় শুভকামনা

২৯| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৭

এহসান সাবির বলেছেন: পোস্ট কই?

২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৮

বোকামানুষ বলেছেন: ( মাথা চুলকানোর ইমো হবে ) দিবো ভাইয়া সময় করে পোস্ট গোছাতে পারছি না |-)

কেমন আছেন ভাইয়া?

৩০| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৮

এহসান সাবির বলেছেন: ভালো আছি কিন্তু অনেক দিন আপনার কোন পোস্ট না পেয়ে চিন্তিত আছি....

আপনি ভালো আছেন তো?

২২ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৫

বোকামানুষ বলেছেন: এইতো আলহামদুলিল্লাহ্‌

একটু ঝামেলায় আছি সব কিছুর ব্যস্ততায় খুব তাড়াতাড়ি ব্লগে ফিরবো ইনশা-আল্লাহ

৩১| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩১

আহমেদ চঞ্চল বলেছেন: সেইরাম !!!!

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০২

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন সবসময় শুভকামনা

৩২| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৭

শায়মা বলেছেন: প্রমদে ঢালিয়া দিনু মন
তবু প্রাণ কেনো কাঁদেরে....

০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৩

বোকামানুষ বলেছেন: শায়মা আপুউউউউউ :D :D

কান্নাকাটি করতে আর ভাল লাগে না চলেন সবাই মিলে আনন্দে থাকি

আল্লাহ আমাদের সবাইকে ভাল রাখুন আমীন

৩৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:২১

এহসান সাবির বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল!!

০৮ ই মে, ২০১৫ বিকাল ৫:২২

বোকামানুষ বলেছেন: নতুন বছর নতুন মানে
ভরুক জীবন আনন্দ গানে


শুভ নববর্ষ ভাইয়া , আশা করি ভাল আছেন আল্লাহর রহমতে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.