নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল বানানে ভরা ব্লগ

বোকামানুষ

বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।

বোকামানুষ › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কিছু কবিতা পর্ব ১৩...রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

২০ শে জুন, ২০১৫ রাত ৮:১৯

আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে

আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ,
আছো তুমি হৃদয় জুড়ে।

ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম।
তেমনি তোমার নিবিঢ় চলা, মরমের মূল পথ ধরে।

পুষে রাখে যেমন ঝিনুক , খোলসের আবরণে মুক্তোর সুখ।
তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে।

ভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিয়ো তোমার মালাখানি, বাউলের এই মনটারে।
আমার ভিতরে বাহিরে………




উল্টো ঘুড়ি

এতো সহজেই ভালোবেসে ফেলি কেন!
বুঝি না আমার রক্তে কি আছে নেশা-
দেবদারু-চুলে উদাসী বাতাস মেখে
স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি,
কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত?
সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলিনা কিছু-
না-বলা কথায় তন্ত্রে তনুতে পুড়ি,
যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে
উড়াই নিজেকে আকাশের পাশাপাশি।
সহজে যদিও ভালোবেসে ফেলি
সহজে থাকি না কাছে,
পাছে বাঁধা পড়ে যাই।
বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন-সুতো ধ’রে,
আমি শুধু যাই দূরে।
আমি দূরে যাই-
স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা-চন্দন চুয়া,
সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেনোজলে…
এতো সহজেই ভালোবেসে ফ্যালো কেন?




এক গ্লাস অন্ধকার হাতে

এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি।
শুন্যতার দিকে চোখ, শুন্যতা চোখের ভেতরও–
এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি।
বিলুপ্ত বনস্পতির ছায়া, বিলুপ্ত হরিণ।
মৌসুমী পাখির ঝাঁক পালকের অন্তরালে
তুষারের গহন সৌরভ ব’য়ে আর আনে না এখন।
দৃশ্যমান প্রযুক্তির জটাজুটে অবরুদ্ব কাল,
পূর্ণিমার চাঁদ থেকে ঝ’রে পড়ে সোনালী অসুখ।
ডাক শুনে পেছনে তাকাই– কেউ নেই।
এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি একা….
সমকালীন সুন্দরীগণ অতিদ্রুত উঠে যাচ্ছে
অভিজাত বেডরুমে,
মূল্যবান আসবাবপত্রের মতন নির্বিকার।





দূরে আছো দূরে

তোমাকে পারিনি ছুঁতে, তোমার তোমাকে-
উষ্ণ দেহ ছেনে ছেনে কুড়িয়েছি সুখ,
পরস্পর খুড়ে খুড়ে নিভৃতি খুঁজেছি।
তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই।
যেভাবে ঝিনুক খুলে মুক্ত খোঁজে লোকে
আমাকে খুলেই তুমি পেয়েছো অসুখ,
পেয়েছো কিনারাহীন আগুনের নদী।
শরীরের তীব্রতম গভীর উল্লাসে
তোমার চোখের ভাষা বিস্ময়ে পড়েছি-
তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই।
জীবনের ’পরে রাখা বিশ্বাসের হাত
কখন শিথিল হয়ে ঝ’রে গেছে পাতা।
কখন হৃদয় ফেলে হৃদপিন্ড ছুঁয়ে
বোসে আছি উদাসীন আনন্দ মেলায়-
তোমাকে পারিনি ছুঁতে-আমার তোমাকে,
ক্ষাপাটে গ্রীবাজ যেন, নীল পটভূমি
তছ নছ কোরে গেছি শান্ত আকাশের।
অঝোর বৃষ্টিতে আমি ভিজিয়েছি হিয়া-
তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই।।





গুচ্ছ কবিতা

১.
থাকুক তোমার একটু স্মৃতি থাকুক
একলা থাকার খুব দুপুরে
একটি ঘুঘু ডাকুক
২.
দিচ্ছো ভীষণ যন্ত্রণা
বুঝতে কেন পাছো না ছাই
মানুষ আমি, যন্ত্র না!
৩.
চোখ কেড়েছে চোখ
উড়িয়ে দিলাম ঝরা পাতার শোক।





শিকল

ওই আঁটসাঁট ছোট জামাটা আমার গায়ে
পরাবার চেষ্টা কোরো না।
আমাকে থাকতে দাও ঢিলে-ঢোলা
আমাকে খোলামেলা থাকতে দাও।

সমুদ্র থেকে উঠে আসছে যে নদী
পাখির মতো ডানা মেলে,
আমাকে সে নদীর মতো থাকতে দাও অফুরন্ত,
স্রোতের মতো প্রাণবান থাকতে দাও আমাকে।

চার দেয়ালের ভেতরে আমি ছিলাম
আমি ওই বদ্ধ জলাশয়েও ছিলাম
আমি ছিলাম কবরের সুপ্রাচীন অন্ধকারে,
গতিহীনতার কারাগার আমাকে
টুকরো টুকরো করে ছিঁড়েছে।

ফিরতে বোলো না।

আমাকে থাকতে দাও স্রোতময় জলের মতন,
আমাকে থাকতে দাও জোয়ারে ভাটায়
আমাকে থাকতে দাও পতনে উত্থানে—
ওই আঁটসাঁট জামা আমাকে পরতে বোলো না।

সংকীর্ণ আস্তিনে আমার

বাহু দুটি আটকা পড়ে যায়,
আমি পাখা মেলতে পারি না।
আমি নিঃশ্বাস নিতে পারি না।





পর্ব ১২




মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুপ্রিয় মিতা, বহুদিন পর... আছেন কেমন?

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

২১ শে জুন, ২০১৫ রাত ৮:০৯

বোকামানুষ বলেছেন: এইতো ভাইয়া ভাল আছি, আলহামদুলিল্লাহ্‌

আপনি কেমন আছেন?

হুম বেশ কিছুদিন পর পোস্ট দিলাম একটু ব্যস্ত ছিলাম কিন্তু অন্যদের পোস্ট পড়তাম প্রায়ই

অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন

২| ২৯ শে জুন, ২০১৫ রাত ১১:৪১

এহসান সাবির বলেছেন: আপনাকে মাইর.............!!!

একদম গায়েব.....!!


৩০ শে জুন, ২০১৫ রাত ১২:১৬

বোকামানুষ বলেছেন: সরি ভাইয়া :)

এইতো হাজির আছি গত কয়েকদিন ধরেই আমি নিয়মিত :)

৩| ২৯ শে জুন, ২০১৫ রাত ১১:৪৪

এহসান সাবির বলেছেন: আমি এই পোস্টে মন্তব্য করবার জন্য লগইন হয়েছি আজ।
রোযার মাসে মিথ্যা বলছি না।

৬ টা কবিতাই... অদ্ভুত সুন্দর।

রুদ্র প্রিয় কবি।

শুভ কামনা সব সময়।

৩০ শে জুন, ২০১৫ রাত ১২:১৯

বোকামানুষ বলেছেন: তার মানে কি অন্য সময় মিথ্যা কথা বলেন :|| :P |-)

মজা করলাম একটু অনেক ধন্যবাদ ভাইয়া :D

৪| ৩০ শে জুন, ২০১৫ রাত ১২:২১

এহসান সাবির বলেছেন: গত কয়েকদিন ধরেই আপনি নিয়মিত কিনা আমি জানি না, তবে এই পোস্ট আমি দেখেছিলাম এবং ভেবেছিলাম আজ ভালো লাগা জানিয়ে যাব।

৩০ শে জুন, ২০১৫ রাত ১২:৩১

বোকামানুষ বলেছেন: সত্যি বলতে ভাইয়া যখন সামু তে থাকি না তখনো অনেক মিস করি :((

আর এইযে আপনারা খোঁজ নেন, মন্তব্য করে পোস্ট দিতে উৎসাহিত করেন এটাই তো পাওয়ান এই ভাললাগা টুকুর জন্যই বার বার আসা তবে এটাও ঠিক এখন সামুতে আসলে কেমন যেন ফাকা ফাকা লাগে পুরনো ব্লগাররা বেশিরভাগই নাই :(

৫| ৩০ শে জুন, ২০১৫ রাত ১২:২৪

এহসান সাবির বলেছেন: লোল!!

না ভাবতে পারেন শুধু এই পোস্টের জন্য লগইন....!! পুরাই চাপা........

তাই ঐ কথা টুকু লেখা......

৩০ শে জুন, ২০১৫ রাত ১২:৩৪

বোকামানুষ বলেছেন:

না ভাইয়া চাপা ভাবি নাই আর যদি মিথ্যে করেও বলে থাকেন সেটাও কম কথা না its a honor :) :D :#)

৬| ১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার সব রুদ্র !
প্রথমটার লিরিক্সে সুরতো নব্বই দশকে মানুষের মুখে মুখে ছিল ।
ডিপ্রেনট টাচ বা অবস্কিওর ব্যান্ড গানটি গেয়েছিল । ( আমার ভুলও হতে পারে )

সবায় যদি পাঠক হিসাবে হিডেন থাকে , আমরা পড়বো কি ?
পোস্ট দাতাকে নিয়মিত পোস্ট দেয়ার অনুরোধ ও শুভ কামনা জানিয়ে গেলাম ।

১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪১

বোকামানুষ বলেছেন: প্রথম কবিতাটা কবিতা এবং গান দুটো হিসেবেই প্রিয় আমি অবশ্য গানটা শুনেছি সালমান শাহ্‌ র মুভি থেকে

ভাইয়া চেষ্টা করবো নিয়মিত পোস্ট করার
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য
ভালো থাকবেন সবসময়, শুভকামনা

৭| ১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

প্রামানিক বলেছেন: রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ আমার প্রিয় কবি। পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।

১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৪

বোকামানুষ বলেছেন: ভাইয়া আপনার প্রিয় কবির কবিতা আপনার সাথে শেয়ার করতে পারছি জেনে ভাল লাগছে
আপনাদের ভাল লাগাই পোস্টের সার্থকতা

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য
ভালো থাকবেন সবসময়, শুভকামনা

৮| ১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবস্কিউরের অনেক পরে ওটা মুভিতে ব্যবহার হয়েছে ।

১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৪

বোকামানুষ বলেছেন: হুম জানা ছিলনা ধন্যবাদ ভাইয়া

আমি এটাকে প্রথমে মুভির গান হিসেবেই জানতাম ছোটবেলা থেকে অনেক পরে কবিতা পড়তে গিয়ে আবিষ্কার করলাম এটা আসলে একটা কবিতা :)

৯| ১৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।

শুভ কামনা।

২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫২

বোকামানুষ বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.