![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।
পাসওয়ার্ড সংক্রান্ত ঝামেলার কারণে ব্লগে অনেকদিন লগ ইন করতে পারিনি
পাসওয়ার্ড পরিবর্তন করতে পারছিলামনা কারণ যেই মেইল দিয়ে ব্লগ খুলেছি তার পাসওয়ার্ড ভুলে গেছি
সেই মেইল রিকভার করার জন্য যেই মেইল আইডি দিসিলাম সেটাও আমি আর ব্যবহার করিনা সেই কারণে সেটার পাসওয়ার্ড ভুলে গেছি
এর মাঝে একবার সামু বরাবর মেইল দিলাম যে আমি আমার ব্লগ যেই মেইল খুলেছি সেটা ভুলে গেছি তারা আমাকে মেইল আইডি মনে করিয়ে দিছে পাসওয়ার্ডতো মনে করিয়ে দেয় নাই
যাই হোক তারপর সে এক বিশাল ইতিহাস.........
অনেক চেষ্টা চরিত ফন্দি ফিকির করে আজকে সেই বিখ্যাত মেইল আইডি রিকভার করছি তারপর সামু মামুর কথা মত ব্লগের পাসওয়ার্ড পরিবর্তন করেই আপনাদের সাথে দেখা করতে চলে আসলাম
ব্লগে আসতাম প্রায়ই পোস্ট পড়তাম আর মন্তব্য করতে না পাড়ার জন্য আফসোস হতো
আশাকরি সবাই ভাল আছেন
২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ
আমার ব্লগ বাড়ীতে স্বাগতম
২| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্বাগতম বোকা মানুষ।
চালাক হতে যাবেন না
বোকা হয়ে থাকুন
জীবনটা নিরাপদে কাটবে
২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
বোকামানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ঠিকই বলেছেন যত কম বুজা যায় জীবন তত সহজ
৩| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
স্রাঞ্জি সে বলেছেন: ইশ! যেনন প্রাণ ফিরি পেলেন।
২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
বোকামানুষ বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য
ব্যাপারটা কিছুটা ঐরকমই
৪| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
চাঁদগাজী বলেছেন:
এখন বুঝতে পারলাম, ব্লগে কেন শুধু বুদ্ধিমানদের সংখ্যা এত বেশী !
২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
বোকামানুষ বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য যদিও আপনার মন্তব্য আমার মাথার উপর দিয়ে গেছে
আমার ব্লগ পরিচয়ে বলা আছে আমি একজন বোকাানুষ আরেক্তু সহজ করে বললে হয়তো বুঝতে পারতাম
৫| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
কাওসার চৌধুরী বলেছেন: ওয়েলকাম বেক; শুভ কামনা রইলো
২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
বোকামানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৬| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আহা! কি আনন্দ......
ধূর মিয়া, আপনার লাস্ট পোস্ট "গাছটা হটাত করেই মরে গেল!!!!!" পড়ে তো ভয় ধরে গিয়েছিল। আপনার না আবার...
আর পুরাতন আইডির গুলি মারি। এতদিন নতুন আরেকটা আইডি খুলতে পারেন নি???
২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
বোকামানুষ বলেছেন: আল্লাহগো এইসব কি কন আস্তাগফিরুল্লাহ
না ভাই খুলতে পারি নাই ভাবসি ২-১বার কিন্তু এই আইডি আমার ৬বছরের সাথী এরে ছাড়তে মন চায় নাই
তবে আপনার মন্তব্য পড়েই আমি খেয়াল করলাম আমার লাস্ট পোস্ট দুঃখের কবিতা ছিল কিন্তু আপনার মতো করে ভাবি নাই
৭| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
আহমেদ জী এস বলেছেন: বোকামানুষ ,
পাসওয়ার্ড না ফেলওয়ার্ড, এটা বড় কথা নয় ! বড় কথা হলো এই যে ফিরে এসেছেন, এটা । ওয়েলকাম ব্যাক ।
২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৫
বোকামানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
যদিও যখন লগ ইন করতে পারতাম না তখনও ব্লগে আসতাম পোস্ট পড়তাম কিন্তু নিজের ব্লগ বাড়ীতে ফিরতে পেরে ভাল লাগছে
৮| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: আপনি কতদিন গৃহহীন ছিলেন জানিনা, তবে ইতিমধ্যে আমরা অনেকেই এ বাড়ির সদস্য হতে পেরেছি। ব্লগে বহুজনকে পেয়েছি তবে বোকাভাইকে পেয়ে খুশি হলাম। এখন থেকে আমারা সুখ দুঃখের সর্বক্ষণের সাথী হবো আশারাখি।
অনেক শুভকামনা আপনাকে।
২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৭
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ
আমার ব্লগ বাড়ীতে স্বাগতম
আর আমি বোকাভাই না বোকাআপু
৯| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
বাকপ্রবাস বলেছেন: আমিও ফিরে পেলাম এইতো সেদিন, দুই বছর পর আসলাম, পাসওয়ার্ড ভুলে যাওয়া ইত্যাদি বিষয়গুলোর জন্য অন্তত ৬/৭ মাস লেইট
২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৮
বোকামানুষ বলেছেন: আমারও একি অবস্থা হয়েছিল
১০| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভ প্রত্যাবর্তন। আমিও অনেক কষ্টে পাসওয়ার্ড উদ্ধার করেছি।
২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৯
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ
আসলেই অনেক ঝামেলা করে পাসওয়ার্ড উদ্ধার করে ব্লগে ফিরেছি
১১| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৬
এস.এম এরফান বলেছেন: আর আমি আজই প্রথম আইডি খুলেছি। প্রতি বছর এইদিনে স্পেশাল কেক কাটব
২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫১
বোকামানুষ বলেছেন: তাই নাকি শুভহোক ব্লগে আপনার পথচলা
আর কেক কাটলে আমাদের দাওয়াত দিয়েন
১২| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
আসলেই অনেক দিন পর ...
১০৬৫ দিন বা প্রায় ২ বছর ১১ মাস পর ফিরলেন
সেই যে লেগে আছি ভায়া
আজো ছাড়তে পারলাম না
বুঝি মরণেই ছুটবে এ বাঁধন
ওয়েলকাম ব্যাক। থাকুন সবসময়।
২৪ শে জুলাই, ২০১৮ রাত ১০:০২
বোকামানুষ বলেছেন: ভাইয়া আপনি হিসেব করে ফেলছেন
তবে ব্লগ হিস্ট্রি অনুযায়ী আমি শেষ মন্তব্য করেছি মে ২০১৬ তারমানে ২ বছর ৩ মাস আসলেই অনেক লম্বা সময় খেয়াল করিনি
তবে যদিও যখন লগ ইন করতে পারতাম না তখনও ব্লগে আসতাম পোস্ট পড়তাম কিন্তু নিজের ব্লগ বাড়ীতে ফিরতে পেরে ভাল লাগছে
১৩| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৯
সুমন কর বলেছেন: ওয়েলকাম ব্যাক...... কেমন আছেন?
২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৬
বোকামানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভাল আছি
১৪| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৩:৫৩
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: চালাক মানুষ ব্লগে ফেরায় অনেক অভিনন্দন !
২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৪
বোকামানুষ বলেছেন: অনেকদিন পর ব্লগে এসে আসলাম বোকামানুষ থেকে চালাকমানুষ বানিয়ে দিলেন বুজলাম না উন্নতি হইলো নাকি অবনতি
১৫| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৫৭
জাতির বোঝা বলেছেন: স্বাগতম।
২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৪
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ
১৬| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২১
নতুন নকিব বলেছেন:
গুড! স্বাগত!
মেইল আইডি আর পাসওয়ার্ড নিয়ে যা শোনালেন, আমি তো আক্কেল গুড়ুম! এসব সিম্পল কাজ ছিল। যাই হোক, দীর্ঘ দিন পোস্ট এবং কমেন্টস করতে পারেননি জেনে আপনার জন্য কষ্ট অনুভব করছি।
ভাল থাকবেন।
২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪০
বোকামানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
আসলে মেইন সমস্যা হয়েছিল আমি যেই মেইল আইডি দিয়ে এই ব্লগ আইডি খুলেছিলাম ওই মেইল শুধুমাত্র ব্লগের জন্যই খুলছিলাম সেটাও ৬ বছর আগের কথা এর মধ্য আমিতো ঐ মেইল ব্যবহার করিনি আর সামু এর আগে এই ধরনের কিছু করেনি যাতে মেইল চেক করার দরকার পরে সব মিলিয়ে মেইল আইডির পাসওয়ার্ড ভুলে গিয়েছিলাম
১৭| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৪
রাজীব নুর বলেছেন: স্বাগতম ।
২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪১
বোকামানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১৮| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৯
টারজান০০০০৭ বলেছেন: আমার মনে হয় পুরানা ব্লগারদের অনেকেই পাসওয়ার্ড ভুলিয়া গিয়াছে ! তাহাদের পাসওয়ার্ড মেইল করা হউক !
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১:০১
বোকামানুষ বলেছেন: ব্লগের পাসওয়ার্ড মনে ছিল কিন্তু ব্লগ খুলেছি যেই মেইল আইডি দিয়ে তার পাসওয়ার্ড ভুলে গিয়েছিলাম
এইজন্য সামুর নতুন নিয়ম মেনে ব্লগের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারছিলাম না কারণ পরিবর্তনের লিঙ্ক তো যাবে মেইলে সেটা তো খুলতে পারছিলাম না
১৯| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৮
নীলপরি বলেছেন: হ্যাপি ব্লগিং ।
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১:০১
বোকামানুষ বলেছেন: ধন্যবাদ
২০| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হ্যাপি ব্লগিং।।।।
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১:০২
বোকামানুষ বলেছেন: ধন্যবাদ
২১| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এবার কি বোর্ডের উপর ঝাপাইয়া পড়েন।
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১:০৪
বোকামানুষ বলেছেন: ঝাপিয়ে পড়লে দুর্ঘটনায় হাত পা ভেঙ্গে জেতে পারে তার থেকে আস্তে ধীরে লিখি
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
ওয়েল কাম এবোর্ড!