![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাননীয় মেয়র,
চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
চট্টগ্রাম।
বিষয়ঃ রাস্তা সংস্কারের আগে আপতকালীন ব্যবস্থা নেয়ার জন্য আবেদন।
জনাব,
আমরা হতভাগ্য চট্টগ্রামের মানুষ অনেক আশা করে আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি। কিন্তু দঃখের বিষয় আমাদের পোড়া কপালে জোড়াতো লাগছেই না বরং আরো ফেটে এবং গর্ত হয়ে যাচ্ছে। গত কয়েক দিনের বৃষ্টিতে চট্টগ্রামের প্রায় সব রাস্তা-ঘাটই নষ্ট হয়ে গেছে। কিন্তু সব রাস্তাতো আর এক দু-দিনে মেরামত সম্ভব নয়। আর আমারা তার দাবিও করছি না। কিন্তু হুজুরের কাছে আটকপালেদের সবিনয় বিনীত নিবেদন এই যে অন্তত চট্টগ্রামের লাইফ লাইন খ্যাত এয়ার পোর্ট শাহ আমানত সেতু সড়ক। এবং সিটি গেইট থেকে নিমতলা পর্যন্ত পিসি রোড (যেটি বর্তমানে আমার দেখা সবচাইতে খারাপ অবস্থায় আছে ) জরুরী ভিত্তিতে আস্ত ইট অথবা কঙ্কর দিয়ে ফিলিং (পুরোপুরি সংস্কার যখন সুযোগ হয় করবেন) করে দেয়ার জন্য নিবেদন করছি।
জানাব প্রতিদিন হাজার হাজার মানুষ সিইপিজেড যাওয়ার জন্য ডিটি রোড ব্যবহার করে। কিন্তু বড়পোল থেকে নিমতলা পর্যন্ত সডকের এতই বেহাল অবস্থা যে প্রতিদিন এই রাস্তায় বড় বড় কাভার্ড ভ্যান বা ট্রাক উল্টে যায় এছাড়া গার্মেন্টস এবং বিভিন্ন সেক্টরের কর্মীদের যাতায়তে চরম দূর্ভোগ পোহাতে হয়। মানুষ এখন এই সড়কের গর্তে বাস পড়লে ভয়ে আতকে ওঠে এই বুঝি উল্টে গেল ভেবে।
জনাবের সদয় অবগতির জন্য যানাচ্ছি যে, আগে এ রকম না হলেও গর্ত হয়েছে কিন্তু তখন আপতকালীন ব্যবস্থা হিসেবে ফিলিং করে দেয়া হত। পরে প্রকৃতি স্বাভাবিক হলে ভালভাবে মেরামত করে দেয়া হত। কিন্তু এবার অবস্থা এমন যে মনে হচ্ছে আমাদের দেখার কেউ নেই। কোন কাউন্সিলরও (যারা ভোটের সময় অনেক লম্বা-লম্বা উন্নয়নের ফিরিস্ত দেন এবং মানুষকে ভাই বাপ ডাকেন) মনে হয় এসব জনদূর্ভোগকে তেমন আমলে নিচ্ছেন না। গর্তগুলো দিন দিন বড় হচ্ছে সাথে সাথে দূর্ভোগ এবং জানজটের সারিও বড় হচ্ছে।
অতএব জনাবের কাছে আকুল আবেদনে এই যে, অবিলম্বে পোড়াকপালেদের কথা চিন্তা করে খানাখন্দগুলো ভরাটের ব্যবস্থা করুন। সাথে সাথে সিটি কর্পোশনের কর্কমর্তাদের ঘুম থেকে জাগিয়ে দেয়ার জন্য নিবেদন যানাচ্ছি।
বিনীত
মোঃ শাহ নেওয়াজ
চট্টগ্রামবাসীর পক্ষে।
০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
শাহ নেওয়াজ বলেছেন: ঠিক বলেছেন শেখ মফিজ ভাই।
২| ০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৭
নীল আকাশ বলেছেন: "আমরা হতভাগ্য চট্টগ্রামের মানুষ অনেক আশা করে আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি।" কে ওনাকে ভোট দিয়েছে ? আর কিভাবে উনি নির্বাচিত হয়েছেন এটা চট্টগ্রামের মানুষ সবাই জানে।
০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
শাহ নেওয়াজ বলেছেন: প্রিয় নীলআকা৩৯, এই সব বললে কি উনি কাজ করবেন?
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:১৯
শেখ মফিজ বলেছেন: প্রায় সব রোড়ের একই অবস্থা ।
আগ্রাবাদ এক্সেস রোড়, গুরুত্তপূর্ণ একটি রোড় ।
তার অবস্থা আরো করুণ ।
প্রথম কারণটা হলো নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা বানানো ।
অন্য কারণটা হচ্ছে ওভার লোড়েড গাড়ী চলা ।
জোয়ারের পানি আটকাবার ব্যবস্থা নিতে হবে ।