নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্দি কন্ঠস্বর

বন্দি কন্ঠস্বর

বন্দি কন্ঠস্বর › বিস্তারিত পোস্টঃ

কোথায় গেলো চেতনা!!!

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৩১

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের (যুক্তরাষ্ট্র শাখা) বাংলাদেশে গরু জবাই নিষিদ্ধের দাবীর খবর প্রথম মানবজমিন পত্রিকায় প্রকাশ করা হলে,অনেক তথাকথিত সেক্যুলার ভন্ড সহ চেতনার ভান্ডারীরা খবরটি মিথ্যা বলে প্রচার চালিয়ে মানবজমিন পত্রিকা বন্ধসহ সাম্প্রদায়ীক উত্তেজনা ছড়ানোর জন্য এর সম্পাদকের ফাসি চেয়েছে। কিন্তু যখন ওই সংবাদ সন্মেলনের ভিডিও প্রকাশ হলো,তখন এরা মুখ লজ্জায় লুকালো।কেউ পোষ্ট এডিট করেছে,কেউ পুরো পোষ্টই ডিলিট করে দিয়েছে। ভিডিওতে দেখা গেলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের (যুক্তরাষ্ট্র শাখা) পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক (নিজে দাবী করেছেন) শ্যামল চক্রবর্তী শুধু গরু জবাই নিষিদ্ধের দাবীই নয়, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার বিরুদ্ধে অশালীন কটুক্তি করেছে।
১) তিনি বঙ্গবন্ধুকে বাংলাদেশের জাতির পিতা হিসেবে হিসাবে মানতে আপত্তির কথা বলেছেন।
২) বঙ্গবন্ধুকে একজন সাম্প্রদায়িক আগ্রাসনকারী হিসাবে চিহ্নিত করেছেন।
৩) উপজাতিদের দুর্দদশার বঙ্গবন্ধুকেই দায়ী করেছেন।
৪) প্রধানমন্ত্রী শেখ হাসিনার লম্বাহাতা ব্লাউস নিয়েও অশালীন কটূক্তি করেছেন।তাকে শ্রীমতি শেখ হাসিনা বলেছেন।
চেতনাধারীরা গরু জবাই নিষিদ্ধের দাবীর প্রতিবাদ করবে না,এটা জানা কথা। কিন্তু বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কটুক্তি করলেই মুজিবীয় চেতনাধারীরদের চেতনা দাড়িয়ে যায়।এতে তারা নিজেদের লোকদেরকেও ছাড় দেয় না।প্রমান চট্রগ্রামের এমপি এম এ লতিফ।

এমপি লতিফের মাথায় আঘাত করতে বললেন মহিউদ্দিন
এসব কথার যদি ১০ ভাগের ১ ভাগও যদি বি এন পি বা সরকার বিরোধী কেউ বলতো,তাহলে এতক্ষনে ৬৪ জেলায় কোনোটা ৫৭ ধারায়,কোনোটা মানহানী ,কোনোটা রাষ্ট্রদ্রোহী মামলা হতো।যদি সে বিদেশে থাকে,তাহলে তার নামে এতক্ষনে ইন্টারপোলে নোটিশ কিভাবে পাঠানো যায়,তা নিয়ে পুলিশ বাহিনী গভীর চিন্তায় মাথা চুলকানো শুরু করতো। অনলাইনে এবং প্রকাশ্যে কেউ মাথায় বাড়ি মারতে চাইতো,কেউ জিহবা টেনে ছিড়ে ফেলতে চাইতো,কেউ সরাসরি খুনই করতে চাইতো।কিন্তু এখন পর্যন্ত সামান্য কোনো প্রতিবাদ চোখে পড়ে নাই।
আফসোস,কিসের ভয়ে এখন চেতনার ডান্ডা ঘুমন্ত?
বি দ্রঃ চেতনাধারীরা আবার ভাইবেন না,আপনাদের আমি উস্কানী দিচ্ছি।আপনাদের সম্পদ রক্ষা করা আপনাদেরই দায়ীত্ব।আমাদের কি?

নিচে খবর ও ভিডিওর আমাদের সময় পত্রিকার লিঙ্ক দেয়া হলো।

view this link

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দু:খ জনক।

দুধকলা দিয়ে পোষা সাপ ছোবল দিলে তা ভয়ংকরই হয়!!!

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪

বন্দি কন্ঠস্বর বলেছেন: দুধকলা দিয়ে পোষা সাপ ছোবল দিলে তা ভয়ংকরই হয়!!! এবং তখন বাধা দেয়ার ক্ষমতাও থাকে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.