নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্দি কন্ঠস্বর

বন্দি কন্ঠস্বর

বন্দি কন্ঠস্বর › বিস্তারিত পোস্টঃ

এ কি বললেন ফাটা কেষ্ট ওরফে ওবায়দুল কাদের!!!

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৫




ওবায়দুল কাদের বলেন, আর্জেন্টিনার ইংল্যান্ডের বিপক্ষে জয়ের যে আনন্দ, তাদের কাছে বিশ্ব জয়েও সেই আনন্দ নেই। তেমনি একাত্তরের শত্রুপক্ষের বিপক্ষে জেতা আর মিত্রপ​ক্ষ ভারতের বিপক্ষে জেতার অনুভুতি এক হবে না। পাকিস্তানের সঙ্গে জেতাটা ছিল মর্যাদার লড়াই।

শত্রু ও মিত্রের বিপক্ষে জেতার অনুভূতি এক নয়

ওনারা আজকে কাদের সাপোর্ট করবেন।

মন্তব্য ৪৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১০

যোগী বলেছেন:
বাংলাদেশিদের জানোয়ার পাকিস্থানের সাথে যেতার অনুভূতি অনেক বেশি তিব্র হওয়ারই কথা।

০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২০

বন্দি কন্ঠস্বর বলেছেন: তার মানে আজকে ঘরোয়া ম্যাচ?

২| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারে নাই ! দাদাদের জন্যইতো আজ মন্ত্রী হতে পেরেছে, তাদের হারিয়ে দিলে হৃদয়ে চোট লাগবে যে !

০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:০০

বন্দি কন্ঠস্বর বলেছেন:

৩| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৫

গ্রিন জোন বলেছেন: আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারে নাই ! দাদাদের জন্যইতো আজ মন্ত্রী হতে পেরেছে, তাদের হারিয়ে দিলে হৃদয়ে চোট লাগবে যে ! জহিরুল ঠিক বলেছেন।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৩

বন্দি কন্ঠস্বর বলেছেন: তার আশা ঠিকই পুর্ন হলো।আমাদের বুক ভেংগে গেলো।

৪| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩২

গোধুলী রঙ বলেছেন: যেই ব্যাপারটা মাশরাফি বোঝে সেইটা এই ফাটাকেষ্ট বোঝে না, দিন শেষে খেলাটা বিনোদন, এইখানে রাজনৈতিক ব্যাপার স্যাপার টাইনা না আনাই ঠিক।

০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৯

বন্দি কন্ঠস্বর বলেছেন: আমি বুঝি না,বাংলাদেশ যদি জিততো,তাহলে ওনাদের কিসের সমস্যা।ওনাদের মন্ত্রীত্ব কি চলে যেত?

৫| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫১

অগ্নি কল্লোল বলেছেন: ঠিক!!!

০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৯

বন্দি কন্ঠস্বর বলেছেন: কোনটা ঠিক?

৬| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৭

চাঁন মিঞা সরদার বলেছেন: ভারতের সাথে বাংলাদেশ জিতলে আমি এতো খুশি হই যে আমার হাগা করার চাইতেও শান্তি পাই। ইন্ডিয়া যার লগেই হারুক, রাইতে ভালো ঘুম হয়। পরদিন মেজজটা ফুরফুরে থাকে। ইন্ডিয়া যাতে সব সময় সব দলের কাছে হারে, আর ভারতীয়দের চোখের পানি ও ভাংচুর সবসময় টিভিতে দেখতে চাই। :) :)

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১০

বন্দি কন্ঠস্বর বলেছেন: :)আপনি ভাই বেশী এগ্রেসিভ।

৭| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

ডা: শরীফুল ইসলাম বলেছেন: চাই ভারত সবসময় হারুক

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১১

বন্দি কন্ঠস্বর বলেছেন: কিন্তু ভারত হারলে মন্ত্রীদের কি সমস্যা?

৮| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

অথঃপর আমি বলেছেন: আসল কতা মুখ ফসকাইয়া বাইরাইয়া গেছে। মাফ করবেন।
বন্দে মাতারাম।

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫০

বন্দি কন্ঠস্বর বলেছেন:

৯| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

অনুপম বলছি বলেছেন: বাংলাদেশ জিতলে গর্বে বুক টা ভরে যায় কিন্তু পাকিস্তান কে হারাইলে গর্বের সাথে প্রতিশোধের ও এক্সট্রা একটা ফিলিংস পাই৷ আজ আমরাই জিতব ফাইনাল এ...

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৭

বন্দি কন্ঠস্বর বলেছেন: আপনি ফাটা কেষ্টের ছোটো ভাই।

১০| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

অশোক বলেছেন: বালছাল টপিক নিয়ে না লিখলে ভাল্লাগেনা ভাই?

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৫

বন্দি কন্ঠস্বর বলেছেন: বালছাল টপিক নিয়া মন্ত্রী মহোদয় কথা না বললে ভাল্লাগেনা ভাই?

১১| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

বাকপ্রবাস বলেছেন: বৃষ্টির পেছনে কাদেরের হাত আছে কিনা খতিয়ে দেখা যেতি পারে......

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৭

বন্দি কন্ঠস্বর বলেছেন: শকুনের দোয়ায় তাহলে গরু মরে?

১২| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

আবদিয়াৎ বলেছেন: -চেতনার প্রকাশ ঘটাইলেন !!! যাতে হাসু আপা খুশি থাকেন আর দাদারা ও যাতে সঙ্গে থাকেন ।

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৯

বন্দি কন্ঠস্বর বলেছেন: এই জন্যই তিনি আজ মাঠে যাওয়ার প্রয়োজন মনে করেন নাই।

১৩| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৩

সোজোন বাদিয়া বলেছেন: খেলার সাথে পাকিস্তান কিংবা ভারত বিরোধীতার তৃপ্তি খোঁজাটা শুধু যে অখেলোয়াড়ি মনোভাব তাই নয়, অযৌক্তিকতাও; প্রচণ্ড রকমের অযৌক্তিকতা। খেলায় হার জিত কখনও ন্যায়-অন্যায়, ভাল-মন্দের ওপর নির্ভর করে না। উল্টো ফল হলে এরা তখন কী প্রতিক্রিয়া দেখাবে? বুঝে শুনেও ফাটাকেষ্টরা যে কোনো সুযোগে কিছু রাজনৈতকি ফায়দা তোলার চেষ্টা করছে আর কি।

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৪

বন্দি কন্ঠস্বর বলেছেন: ফাটাকেষ্টদের কারনে এখন বলতে শুরু করেছে,এটা নাকি প্রীতি ম্যাচ ছিলো।

১৪| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গ্রিন জোন বলেছেন: আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারে নাই ! দাদাদের জন্যইতো আজ মন্ত্রী হতে পেরেছে, তাদের হারিয়ে দিলে হৃদয়ে চোট লাগবে যে ! জহিরুল ঠিক বলেছেন।

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৫

বন্দি কন্ঠস্বর বলেছেন: সহমত।

১৫| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৪

অগ্নি কল্লোল বলেছেন: আপনারটা, বেশি আবেগ ভাল না।

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৬

বন্দি কন্ঠস্বর বলেছেন: ধন্যবাদ।

১৬| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২১

বিজন রয় বলেছেন: যার যেমন বোধ।

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৩

বন্দি কন্ঠস্বর বলেছেন: ওবায়দুল কাদের একজন দেশপ্রেমিক বাংলাদেশী নয়,তিনি একজন ভারত প্রেমিক আওয়ামী লীগার।এটাই প্রমান করলেন।

১৭| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০১

তানভীর রাব্বি বলেছেন: চাকরিটা কাদের সাহেবরা কেন পেয়েছেন কিভাবে ধরে রেখেছেন বুঝতে হবে

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৬

বন্দি কন্ঠস্বর বলেছেন: চাকরির জন্য নিজের মাকে বেচে দেবে?!!

১৮| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৭

সাধারন বাঙালী বলেছেন: এটাকেই বলে লিলাখেলা দাদা

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪২

বন্দি কন্ঠস্বর বলেছেন: এ খেলা খেলবে কতকাল?

১৯| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৮

সাধারন বাঙালী বলেছেন: যতদিন আমরা থাকবো মানুষ রুপি গাধা =p~ =p~ =p~

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৬

বন্দি কন্ঠস্বর বলেছেন: আবার আমরা মানুষ হই।

২০| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০০

আরণ্যক রাখাল বলেছেন: চুতমারানি

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:২০

বন্দি কন্ঠস্বর বলেছেন: নো গালি প্লিজ।

২১| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৫

আরণ্যক রাখাল বলেছেন:

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৪

বন্দি কন্ঠস্বর বলেছেন: আপনি কি এই সমিতির সভাপতি?তা নিখিল বংগ ভাদা সমিতির সভাপতি থেকে পদত্যাগ করলেন কবে?জানলাম নাতো!!!

২২| ০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২১

এফ রহমান বলেছেন: ক্রিকেট একটি খেলা। যুদ্ধ নয়। বলদের দল।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৪

বন্দি কন্ঠস্বর বলেছেন: এই কথাটাই হাম্বার দল বোঝে না।

২৩| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪১

সাগর মাঝি বলেছেন: নিজে জিতলে বাপের নাম। অন্যের জিতে রামরাম।

১২ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০১

বন্দি কন্ঠস্বর বলেছেন: হা হা হা, আপনার কথায় মজা পেলাম।

২৪| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩১

সাগর মাঝি বলেছেন: হাঃ হাঃ হাঃ

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৯

বন্দি কন্ঠস্বর বলেছেন: :) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.