নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্দি কন্ঠস্বর

বন্দি কন্ঠস্বর

বন্দি কন্ঠস্বর › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগ সরকার মানেই তলা বিহীন ঝুড়ি এবং দুর্ভিক্ষের হাতছানি!!!

০৭ ই মে, ২০১৬ দুপুর ২:৪৬




চেতনার বরপুত্রগন কথায় কথায় ৭৫ পরবর্তির জিকির তোলেন।ভাবখানা এমন,৭৫এর আগে দেশটা স্বর্গ ছিলো,আর ৭৫ এর পরবর্তিতে দেশটা নরক হয়ে গিয়েছিলো।অথচ বাস্তবতা হলো,স্বাধীন বাংলাদেশে একমাত্র দুর্ভিক্ষ হয়েছিলো ৭৫ এর আগে ৭৪ সালে।বিদেশী সাহায্য মেরে দেয়া,সীমাহীন লুটপাট,ভয়াবহ দুর্নীতি,স্বজনপ্রীতি ইত্যাদি ছিলো এর প্রধান কারন।ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ অর্মত্য সেন ৭৪ এর দুর্ভিক্ষের উপর গবেষনা করে নোবেল পেয়েছিলেন।
সেসময় বাংলাদেশ পরিচিত ছিলো তলা বিহীন ঝুড়ি হিসাবে।
একথা সত্য,পরবর্তি সরকারগুলো যদিও ঝুড়ির তলা লাগিয়েছিলো,তবুও ঝুড়িতে কিছু ফুটা ছিলো,যা ঐ সরকারগগুলো ঝুড়ির ফুটাগুলো ভরাট করতে পারেনি অথবা ইচ্ছা করেই করেনি।
এখন আবারো সেই আওয়ামী লীগ সরকার,যারা আবারো ঝুড়ির তলা খুলে নিয়েছে। ফলে পাচার হয়ে যাচ্ছে,কোটি কোটি ডলার।
দশ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৪৯ হাজার ১৩ কোটি ডলার।
৭৪ এর দুর্ভিক্ষের কারন যেসব ছিলো, এখনো সেই কারনগুলো বিদ্যমান। এই টাকা প্রধানত পাচার হয়েছে ভারতে।কিছু গেছে আমেরিকায়। এছাড়াও অন্যান্য দেশতো আছেই।
এখন চেতনার বরপুত্রগনের কাছে প্রশ্ন, আমরা কি আরেকটা দুর্ভিক্ষের প্রস্ততি নেব?

তথ্য সুত্র

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৬ দুপুর ২:৫৮

ফ্রিটক বলেছেন: এরা চেতনাবাজএর ব্যবসা করে আর বিদেশে টাকা পাচার করে। তার প্রসার যুদ্ধাপরাধীদের বিচার দিনার পর দিন কাটিয়ে মুক্তিযুদ্ধের দল বলে নাম ভেঙে খাওয়া। সাবাস লীগ। জয় বঙ্গবন্ধু

০৭ ই মে, ২০১৬ বিকাল ৩:২২

বন্দি কন্ঠস্বর বলেছেন: ওরা দেশ ধংস করে যাবে,পরবর্তিতে আবারো চেতনার ব্যবসা করে ক্ষমতায় আসবে।

২| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:৪১

সোজোন বাদিয়া বলেছেন: যদিও আর একটা দূর্ভিক্ষের ভয় করছি না, কারণ রাজনৈতিক নেতাদের সকল লুঠপাট সত্বেও অর্থনৈতিক অবস্থার পরিবর্তন দেশের জনগণ করেছে। তবে, সামগ্রিক পরিস্থিতি আরও অনেক ভয়াবহ।

০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

বন্দি কন্ঠস্বর বলেছেন: সিরিয়া না বানিয়ে এই চেতনার সরকার যাবে না।

৩| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:


"ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ অর্মত্য সেন ৭৪ এর দুর্ভিক্ষের উপর গবেষনা করে নোবেল পেয়েছিলেন। "

-উনার রিসার্চ টপিক ছিল, "বাংলাদেশে মানুষের পেটে ছাগল ব্লগার'এর জন্ম"

০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

বন্দি কন্ঠস্বর বলেছেন: আপনার কমেন্টের রিপ্লাই আপনার মাল্টি ৫নং কমেন্টে দিয়েছন।তারপরও যদি আপনার জন্ম নিয়ে সন্দেহ থাকে,তাহলে নিচের লেখা এবং লিংক গুলো পড়ুন।আশা করি সন্দেহ আর থাকবে না।


view this link

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন চুয়াত্তরের দুর্ভিক্ষের কারণ অনুসন্ধান করতে গিয়ে বলেন, ১৯৭১ থেকে ১৯৭৫-এর মধ্যে বাংলাদেশে ১৯৭৪ সালে ফসলের উত্পাদন হয় সবচেয়ে বেশি। ফলে দুর্ভিক্ষ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ঘটেনি। ফসলের জোগান সংকটও এক্ষেত্রে ভূমিকা রেখেছে কম। বরং দুর্ভিক্ষ ঘটেছে বাজার অধিকারের অসম ক্ষমতা থেকে সৃষ্ট সংকটের কারণে। আর সম্প্রসারণমূলক মুদ্রানীতি ও ভঙ্গুর মুদ্রা ব্যবস্থা পণ্যের উচ্চ দাম সৃষ্টিতে ভূমিকা রাখে। ফলে অধিকাংশ গরিব মানুষই বাজার থেকে পণ্য কেনার ক্ষমতা হারায়।
প্রতিবেদনের উপকরণ নেয়া হয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের দুর্ভিক্ষ বিষয়ক ‘পভার্টি অ্যান্ড ফেমিন’ শীর্ষক বই থেকে

০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

বন্দি কন্ঠস্বর বলেছেন: আবার স্বাধীন বাংলাদেশে চুয়াত্তরের খাদ্যাভাব নিয়ে গবেষণা করে অর্মত্য সেন নোবেল প্রাইজই পেয়ে গেলেন।


view this link

৪| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৫

রোষানল বলেছেন: আওয়ামিলীগ বাঙালিদের গম ক্ষেতের কাকতাডুয়া বানিয়ে রেখেছে। গম ক্ষেত পাহাড়া দেয় কে ? নো টেনশন কাকতাডুয়া আছেনা।

০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

বন্দি কন্ঠস্বর বলেছেন: কাকতাড়ুয়াগুলোকে চেতনার মুত্রপান করালেই খুশি।

৫| ০৭ ই মে, ২০১৬ রাত ৮:০০

শূণ্য পুরাণ বলেছেন: অর্মত্য সেন বিষয়ে নতুন তথ্য জানানোর জন্য অনেক ধন্যবাদ

০৮ ই মে, ২০১৬ সকাল ৯:১৪

বন্দি কন্ঠস্বর বলেছেন: এই জন্যই আওয়ামী লীগ অর্মত্য সেনের আলোচনা বেশী করে না।কারন তিনি আওয়ামী লীগের মতে চেতনা বিরোধী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.