![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু দিন আগেও শ্লোগান শুনতাম,
একটা দুইটা শিবির ধর,
ধইরা ধইরা জবাই কর।
শিবিরের নেতা-কর্মি খুন-গুম-নির্যাতনের স্বীকার হলে,উল্লাস করে পোষ্ট দিতো,বক্তব্য দিতো।
কি সেলুলাস!এখন শিবিরের পক্ষে মানবতার কথা বলে!!! খুব জানতে ইচ্ছে করে,এই পোষ্ট কি ভন্ডামী নাকি অভিনয় নাকি সত্যি মানবতা জেগে উঠেছে।
১৯ শে মে, ২০১৬ রাত ১০:৫৩
বন্দি কন্ঠস্বর বলেছেন: আমি খাড়াইয়া যামু,আপনে বসাইয়া দিবেন,টাইপের পাতানো খেলাও হতে পারে।
২| ১৯ শে মে, ২০১৬ রাত ১০:২৯
দেশপ্রেমিক পোলা বলেছেন: ভাইরে বিচার বহির্ভূত রাজনীতিকে সমর্থন করে তারা যারা নিজের কথা চিন্তা করে না, বা গভীরভাবে চিন্তা করে না। আপনাকে বা আপনার নিকট আত্মীয়কে যদি কাল পুলিশে ধরে নিয়ে কোন দোষ প্রমান হওয়ার আগেই লাশ বানিয়ে ফেলে তখন বুঝবেন মজা।
১৯ শে মে, ২০১৬ রাত ১০:৫৯
বন্দি কন্ঠস্বর বলেছেন: এইটা যদি তিন বছর আগে বুঝত,তাহলে এত গুম,খুন বিচার বহির্ভূত হত্যা হতো না।এখনো সময় হয়ত আছে,সবাই এক সাথে জেগে উঠলে,বন্ধ হবে।
৩| ১৯ শে মে, ২০১৬ রাত ১০:৫০
অমর সাহিত্যিক বলেছেন: আপনার বুঝার ভুল আছে। ইমরান বলতে চেয়েছে, ঐ শিবির কর্মীকে শিবির ওয়ালারাই মেরেছে।যাহাতে কোন তথ্য ফাস না হয়।
১৯ শে মে, ২০১৬ রাত ১১:২২
বন্দি কন্ঠস্বর বলেছেন: তাই নাকি?আপনি কি ফান করলেন নাকি সিরিয়াসলি বললেন?বুঝলাম নাতো।যদি সিরিয়াসলি বলেন,তাহলে আরও ১০বার পড়ুন,আর ফান হলে,গ্রেট ফান।
৪| ১৯ শে মে, ২০১৬ রাত ১১:৩৫
হাসান ইমরান বলেছেন: খুব সুন্দর লিখছেন তো...আপনি উত্তর দিবেন ধন্যবাদ ।
আমি আপনার সাথে একমত নই...আপনি উত্তর দিবেন " যা ভাগ"
ও শিবির করে...আরে ও তো জানোয়ার।
ও ছাত্রলীগ করে...আরে ও তো আমার স্বজাতি , দুধে ধোয়া।
চমৎকার মন মানসিকতা আপনার। আশা করি ধন্যবাদ দিবেন।
১৯ শে মে, ২০১৬ রাত ১১:৪৮
বন্দি কন্ঠস্বর বলেছেন: দিলাম ধন্যবাদ। এখন সবকিছু জটিল হয়ে গেছে।কে কি উদ্দেশে লেখে,বোঝা বড় মুশকিল।
৫| ২০ শে মে, ২০১৬ রাত ১২:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: LOL
২০ শে মে, ২০১৬ সকাল ৯:৫৮
বন্দি কন্ঠস্বর বলেছেন:
৬| ২০ শে মে, ২০১৬ রাত ১:৩৫
মোস্তফা ভাই বলেছেন: ইমরান একটা ফানি পারশন। নেতা হবার কোনো যোগ্যতা তার নাই।
২০ শে মে, ২০১৬ সকাল ১০:০৩
বন্দি কন্ঠস্বর বলেছেন: অভিনয় না জানা হঠাত সিনেমার হিরোর মত ইমরান রাজনীতি না জনা হঠাত নেতা।
৭| ২০ শে মে, ২০১৬ রাত ২:১৭
Safin বলেছেন: ভালো লিখেছে।
তবে আপনার শিরোনামের সাথে ওনার কথার কোনো মিল নাই।
২০ শে মে, ২০১৬ সকাল ১০:৪৮
বন্দি কন্ঠস্বর বলেছেন: ঠিক।মিল নাই।ওনার এই মানবতাবাদী লেখা এতদিন কই ছিল?এখন বিরানির আগের মত রমরমা নাই,তাই উনি হয়তো ভোল পাল্টেছেন।তাই ফান করে শিরোনাম দিলাম।
৮| ২০ শে মে, ২০১৬ ভোর ৪:১১
এখওয়ানআখী বলেছেন: ইমরান যেটা বলেছে, আমার দৃস্টিকোণ থেকে ঠিকই বলেছে। দেশদ্রোহী রাজাকারদের যেমন ঘৃনা করা হয় ঠিক তেমনি সরকারের অন্যায়কে অন্যায় বলতে কুন্ঠাবোধ করাটা উচিত নয়।
২০ শে মে, ২০১৬ সকাল ১০:৫৪
বন্দি কন্ঠস্বর বলেছেন: ওনার লেখা ঠিক আছে,এটা প্রত্যেক বিবেকবান মানুষ স্বীকার করবে।তবে এতদিন বিরোধী নেতা-কর্মিদের বিচার বহির্ভূত হত্যায় উতসাহ দিয়ে,এখন মানবতাবাদী সাজা বিরাট ভভন্ডামী।তাই এই লেখা ফানি মনে হয়।
৯| ২০ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৩
কবি এবং হিমু বলেছেন: শেখ হাসিনা মনে হয় বিরিয়ানি বন্ধ করে দিয়েছে,এবার কি শিবির থেকে বিরিয়ানি খেতে চায় নাকি?আর যাই হোক শিবিরের পোলা পাইন সোনার ছেলেদের মতো বলদ না যে তাকে জামাই আদরে বিরিয়ানি খাওয়াবে
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৬ রাত ১০:২৮
ঝোপের সিংহ বলেছেন: ইম্রান ছারখার এতদিন যাদের পক্ষ হয়ে শাহবাগে ঘেউ ঘেউ করেছিল তাদের দিন যে শেষ এইটা সে বুঝতে পেরেছে। তাই বোল পাল্টাচ্ছে।