![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐ দূর থেকে দূরে, যেতে চাই অজানাতে...........। খুঁজে ফিরি তোমায়। কখনো পাই, কখনো হারাই........... তবুও আকাশ ছোঁয়া স্বপ্ন বুনে যাই............... ফেবুতে আমি, www.facebook.com/bonolota.sen.7923
পর্ব- ০১
ভীষনভাবে কাতরাচ্ছি। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। বুঝতে পারছি হাতে আর সময় নেই, এই বুঝি সব শেষ হয়ে গেল..............
অনেকক্ষন ধরেই একটু একটু করে মৃত্যুর স্বাদ পাচ্ছি।
অন্ধকার চারপাশ, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আমার দৃষ্টিশক্তি কেমন যেন ঘোলাটে হয়ে গেছে। মনে হচ্ছে কিছুই দেখতে পাচ্ছি না..............
হঠাৎ করেই কি যেন হলো। ভীষন ব্যাথা। পিঠের মাঝ থেকে ব্যাথাটা একদম বুকের বাম পাশে গিয়ে বিঁধলো। ধুম করে মাথাটা একটা বেশ বড় চক্কর খেলো..............
একটু নিঃশ্বাস নিতে চেষ্টা করলাম। খুব কষ্ট হচ্ছে, খুব.........
একেই বোধহয় নাভিঃশ্বাস বলে...........
বুঝতে পারলাম সময় সত্যিই শেষ আমার............
পর্ব- ০২
এখন আমি মৃত। আমার নিথর মৃতদেহটা পড়ে আছে মেঝেতে।
দেহ থেকে আমার আত্মাটা বেরিয়ে গেছে.............
এখন আর কিছুক্ষন আগের সেই কষ্টটা নেই। অনেকটা ফুরফুরে লাগছে, আবার ভীষন একাকিত্ব ঘিরে ধরেছে আমাকে।
চারদিক নিরব, নিশ্চুপ। আমি একা একা ঘুরে বেড়াচ্ছি। বুঝতে পারছি এখন গভীর রাত, তবে ভোর হতে বেশী দেরি নেই।
পর্ব- ০৩
ভোর হয়ে গেছে। আযানের ধ্বনি ভেসে আসছে।
আকাশটা ধীরে ধীরে ফর্সা হচ্ছে।
আমার মৃতদেহটা আমার শোবার ঘরের মেঝেতে পড়ে আছে। বাসার কেউ এখনো টের পায়নি আমি যে মরে গিয়েছি।
পর্ব- ০৪
সূর্য্য উঠে গেছে। চারদিকে মিষ্টি রোদ ছেয়ে গেছে।
এতক্ষনে বাসার অনেকেই জেগে গেছে।
হঠাৎ মনে হলো কেউ আমার রুমে ঢুকছে। কিছুক্ষন পর ঘরে রোদ আসতে দেখে বুঝলাম কেউ জানালা খুলেছে।
একটু পর একটা আর্ত চিৎকার শুনলাম।
আমাদের বাসার বুয়া আমার লাশটা দেখেছে। বেচারি সকালবেলা ঘর ঝাড়ু দিতে এসে এই অবস্থা দেখলো..............
পর্ব- ০৫
বাসা ভর্তি এখন অনেক মানুষ। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশীরা সবাই এখন আমাদের বাসায়।
কেউ কান্নাকাটি করছে, কেউ চুপচাপ আছে, কেউ গল্প করছে।
আমার এখন গোসল হবে। শুনতে পেলাম, আছর এর পর আমার জানাযা হবে।
আমাকে এখন কাফনের কাপড় পড়িয়ে খাটিয়ার ওপর শুইয়ে দেয়া হয়েছে।
বহু মানুষ এসেছে আমাকে শেষবারের মত দেখার জন্য। দেখছে, কেউ কেউ কান্না করছে।
পর্ব- ০৬
আছর নামায শেষ হয়েছে, আমার জানাযাও শেষ হয়েছে।
আমাকে একটু পরে ট্রাকে করে কবরস্থান এ নেয়া হবে। ইতোমধ্যে আমার কবরের জায়গাটা খোড়া শুরু হয়ে গেছে।
আমাকে একটা কাঠের কফিনে রাখা হয়েছে।
কিছুক্ষন পর কারা যেন আমাকে একটা ট্রাকে উঠালো।
একটু পর বুঝতে পারলাম ট্রাকটা চলতে শুরু করেছে।
বহু মানুষ যাচ্ছে আমাকে কবর দিতে।
পর্ব- ০৭
আমাকে ট্রাক থেকে নামানো হলো। লাশ সমেত আমার কফিনটাকে একটা খোড়া কবরের কাছে নেয়া হচ্ছে।
কবরের কাছে এনে আমাকে আস্তে আস্তে কফিন থেকে বের করা হলো।
আস্তে আস্তে আমাকে কবরের ভেতর শোয়ানো হলো। একটা একটা করে বাঁশ দেয়া হচ্ছে আমার ওপর।
একটু পর সবাই এক মুঠ, এক মুঠ করে মাটি দিতে থাকলো আমার ওপর।
একসময় আমাকে মাটিচাপা দিয়ে, দোয়া-দুরুদ পরে সবাই চলে গেলো....................
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৫
বনলতা মুনিয়া বলেছেন: কফিতা না রে ভাই
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫১
বুরি বলেছেন: ভালো লেখা। তবে হিন্দি সিরিয়ালের মত এত পর্ব কেন?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১০
বনলতা মুনিয়া বলেছেন: নাহলে, বুঝতে খানিকটা অসুবিধা হতো
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৭
বুরি বলেছেন: নোবলজয়ী টিপুর গল্প জানেন?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
বনলতা মুনিয়া বলেছেন: জানি
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতা ?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
বনলতা মুনিয়া বলেছেন: নারে ভাইয়া।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ওঁয়েঁলঁকাঁমঁ টুঁ আঁওঁয়াঁরঁ ওঁয়াঁর্ল্ড !
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
বনলতা মুনিয়া বলেছেন: হুম। চলে আসবো..................
বিদায় ঘন্টা বাজছে অবিরাম................
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: mara jawar porer kahini atake voutik
naki addhatik
tobey lekhata valo hoyechhey
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
বনলতা মুনিয়া বলেছেন:
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মৃতগল্প ভালোই লাগল।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
বনলতা মুনিয়া বলেছেন:
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮
রাইসুল সাগর বলেছেন: মৃত গল্পে ভালো লাগা...। তয় এতো তাড়াতাড়ী মরতে চাই না।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬
বনলতা মুনিয়া বলেছেন: তোমারে মরতে দিমুও না
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩
তারছেড়া লিমন বলেছেন: এত আন্দোলনের পরেও যদি রাজাকারগুলার ফাঁসি না হয়.....
তবে আমি আমার ফাঁসি চাই।
আমি খুনি হতে চাই।
এইটাই দাবি " রাজাকারের ফাঁসি "
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭
বনলতা মুনিয়া বলেছেন: ফাঁসি চাই
১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩
স্বপনবাজ বলেছেন:
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭
বনলতা মুনিয়া বলেছেন:
১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২২
মাইক-মজিদ বলেছেন: সেদিন তো মিছিলে দেখলাম আপনার গলার অনেক জোর সকালে আসছেন তো ?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
বনলতা মুনিয়া বলেছেন: হ ভাই। দেখা তো হইলো
আমাদের সংগ্রাম,
চলছে, চলবে................
১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
ইখতামিন বলেছেন:
২য় ভালো লাগা. ++
ঘটনা কী?
হটাৎ মৃত্যুর স্বাধ..?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
বনলতা মুনিয়া বলেছেন: যখন যা অনুভব করি আর কি...........
১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
Kawsar Siddiqui বলেছেন:
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
বনলতা মুনিয়া বলেছেন:
১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
বনলতা মুনিয়া বলেছেন: জাতি কলঙ্ক মুক্ত হবে
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১
ঘুড্ডির পাইলট বলেছেন:
কপিতা ?