| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বনলতা মুনিয়া
ঐ দূর থেকে দূরে, যেতে চাই অজানাতে...........। খুঁজে ফিরি তোমায়। কখনো পাই, কখনো হারাই........... তবুও আকাশ ছোঁয়া স্বপ্ন বুনে যাই............... ফেবুতে আমি, www.facebook.com/bonolota.sen.7923
প্লেটো---
"প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে উঠে।"
স্পুট হাসসুন---
"প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, আর বুদ্ধিমান বোকা হয়ে যায়।"
জর্জ চ্যাপম্যান---
"ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।"
টমাস ফুলার---
"ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শিখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না।"
কনফুসিয়াস---
"কোনো কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া।"
এলিজাবেথ বাওয়েন---
"যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে।"
চার্লস কনটন---
"বন্ধুত্ব অনেক সময় ভালোবাসায় পর্যবসিত হয়, কিন্তু বন্ধুত্বের মধ্যে কখনও ভালোবাসা থাকে না।''
হ্যাভনক এলিস---
''ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃনা।''
কিটস্---
''যে ভালোবাসা পেলো না, যে কাউকে ভালোবাসতে পারলো না, সংসারে তার মতো হতভাগা কেউ নেই।''
সমরেশ মজুমদার---
''ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে সত্যি সত্যি ভালোবাসে তা তারা নিজেও জানে না। মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে কখন যে সত্যি সত্যি অভিনয় করা শুরু করে তা তারা নিজেও জানে না।''
রবীন্দ্রনাথ ঠাকুর---
''প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষন কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।''
২|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
শিপন মোল্লা বলেছেন: প্রেমের মরা জ্বলে ডুবে না।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
বনলতা মুনিয়া বলেছেন:
৩|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
রিমন রনবীর বলেছেন: এখানে আমার উক্তিগুলা কই? ![]()
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
বনলতা মুনিয়া বলেছেন: কয় কি পুলায়........!!!
৪|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
“আমি পেরেম ভাল বাসায় বিশ্বাস করি না তারপরও প্রতিদিনই ফ্রেমে পড়ি।”
বাণী বনলতা মহুয়া।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
বনলতা মুনিয়া বলেছেন:
![]()
৫|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ভালবাশাময় উক্তির ছড়াছড়ি ...... ভালোলাগা আপ্পিইইইই
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
বনলতা মুনিয়া বলেছেন: থ্যাংকু ![]()
৬|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
সিডির দোকান বলেছেন: আপি....তোমারে ভালা পাই গো....
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
বনলতা মুনিয়া বলেছেন: উমা কয় কি.......!!!
![]()
৭|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
স্বপনবাজ বলেছেন: প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, আর বুদ্ধিমান বোকা হয়ে যায়।"
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
বনলতা মুনিয়া বলেছেন: রাইট
৮|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১
অদ্বিতীয়া আমি বলেছেন: এরা সুখের লাগি চাহে প্রেম , প্রেম মিলে না , শুধু সুখ চলে যায়
+++++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
বনলতা মুনিয়া বলেছেন: কথা সত্য
![]()
৯|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
নীল-দর্পণ বলেছেন: বাহ! বাহ!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
বনলতা মুনিয়া বলেছেন: থ্যাংকু
১০|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালোবাসা মতান্তরে লক্ষ মৃত ঘরে ঘরে আঁচল তলে
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯
বনলতা মুনিয়া বলেছেন:
১১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
দলছুট শুভ বলেছেন: প্রেম অনেকটা পুরস্কারের মত। জীবনে এক দুইবার পাওয়াটা খুবই জরুরী কিন্তু তার থেকে বেশি চাওয়া লাম্পট্য । __ হুমায়ূন আজাদ।
পৃথিবীর প্রথম এবং শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে " প্রেম ধর্ম " এই ধর্ম পালনের কারনের পৃথিবী মানুষের বাসভূমি হয়েছে আবার ৩১৪+ ধর্মের মধ্যে এই প্রেম ধর্ম অবশ্যই থাকতে হবে। __ দলছুট শুভ ( আমার আগে কেউ এ কথা বলেছে কিনা সন্দেহ আছে )
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১
বনলতা মুনিয়া বলেছেন: হেঁ হেঁ হেঁ
আমি প্রেমের খ্যাতা পুড়ি
১২|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫
আশিক মাসুম বলেছেন: আহারে ভালবাসার ভাড়া বেশী।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬
বনলতা মুনিয়া বলেছেন:
১৩|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৭
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
বনলতা মুনিয়া বলেছেন: ধন্যবাদ
১৪|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
আমি ইহতিব বলেছেন: ৫ম ভালো লাগা, ভালোবাসায় ঘিরে থাকুক জীবন এই দোয়া করি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
বনলতা মুনিয়া বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
বাংলার হাসান বলেছেন: দারুন হয়েছে। +++++++++++++++++++++++