| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুষ্পপেলব ইচ্ছেগুলো
গোলাপী ডানা মেলে,
সুরভী মাখা হাওয়া হয়ে
দোষ কী তোমায় ছোঁ’লে!
জ্যোৎস্না আলোয় দ্যোতি হয়ে
বাতায়ন ফাঁক গলে,
তোমার গালে হিরণ্ময় চুম
আঁকব কাছে এলে।
পুষ্পকানন গোলাপ ডালে
হও যদি ফুলকলি,
সংগোপনে বসব তাতে
হয়ে প্রণয় অলি।
ঘুমহীন এক শাওন রাতে
এক চিলতে চাঁদ হয়ে,
কুঞ্জবনে হবে কথা
সুখ প্রীতিপ্রলয়ে।
তোমার আঁখি সরোবরে
লালপদ্ম ফুল হয়ে,
প্রীতি’র আভায় রাঙ্গাব সই
দিও না ফিরিয়ে।
২|
২৫ শে মে, ২০১৬ রাত ৩:০৫
এইচ এম শরীফ উল্লাহ বলেছেন: ধন্যবাদ এবং আন্তরিক
শুভেচ্ছা জানবেন
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৬ সকাল ৯:৪৩
সিলা বলেছেন: বাহ দারুন তো!!!