![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনোগত ভালো মন
বাহিরে তৃপ্তি,
সুখে আছে সেই জন
মনে যার দীপ্তি।
স্বার্থপর যেই জন
সেই তো দুর্জন!
হয় যে পিশাচ সদা
তারে করি বর্জন।
এক সাথে এসো সবাই
সমাজটাকে সাজা্ই,
সবার সুখে সুখী হয়ে
সুখ সানাই বাজাই।
ঢেলে দেই মনের কোঠায়
আছে রং যত,
এসো না সবে মিলে
হই সুসংহত।
চির মানবতার বাঁধনে
গড়ে তুলি নিটুল বন্ধন,
অসহায় দুখী'র কপালে
এঁকে দেই সুখচন্দন।
এসো হে সবুজ, এসো হে তরুণ
এসো দৃপ্ত পদে চলি,
দেশ, সমাজ, জাতী গড়নে
অগ্নি প্রত্যয়ে জ্বলি।
------
মে-১৩, ২০১২
০৭ ই জুন, ২০১৬ রাত ১২:৪০
এইচ এম শরীফ উল্লাহ বলেছেন: শুভাকাঙ্ক্ষা জানবেন হাফিয ভাই।
খুশি হলাম আপনার মন্তব্যে। ভালো থাকুন অনেক অনেক।
২| ০৬ ই জুন, ২০১৬ রাত ৮:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর আহবান ছন্দে ছন্দে । ভাল লেগেছে ।
০৭ ই জুন, ২০১৬ রাত ১২:৪২
এইচ এম শরীফ উল্লাহ বলেছেন: ভালোলেগেছে আপনার মন্তব্যও
ভালো থাকুন সতত।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: এসো হে সবুজ, এসো হে তরুণ
এসো দৃপ্ত পদে চলি,
দেশ, সমাজ, জাতী গড়নে
অগ্নি প্রত্যয়ে জ্বলি
মনোমুগ্ধকর কাব্যশৈলী। খুব-ই ভালো লাগলো। ভলো থাকবেন শুভকামনা রইল