নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুশতাহির কল্পবাবু

২য় জীবনানন্দ

Kolpobabu.com নামে একটা স্বপ্ন খুলেছি। বিশ্বের প্রথম বাংলা ডিজিটাল কমিকসের ওয়েবসাইট এটি। ঘুরে আসুন, ভালো লাগবে।

২য় জীবনানন্দ › বিস্তারিত পোস্টঃ

কল্পবাবু ১: নতুন কিছু করো, একটা নতুন কিছু করো

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

অনেকদিন ধরে নিজেকে বলছিলাম “নতুন কিছু করো, একটা নতুন কিছু করো”। ভাবতে ভাবতে হঠাৎ উপলব্ধি করলাম বাংলাদেশে অসাধারণ, ভয়াবহ প্রতিভাবান অনেক কার্টুনিস্ট আছেন যাদের জন্য ডেডিকেটেড কোন প্ল্যাটফর্ম নেই। তারা বিভিন্ন পত্রপত্রিকায় কার্টুন আঁকেন। অনেকে কমিকস আঁকতে ভালবাসেন। চমৎকার সেসব কমিকস ছাড়া ছাড়া ভাবে বের হয় যা হয়ত বন্ধু বান্ধব এবং কিছু ভক্ত পাঠকের গণ্ডীর বাইরে তেমন যায়না। মনে হল, এত প্রতিভাবান মানুষদের একটা প্ল্যাটফর্ম থাকা দরকার যেখানে তারা খুব সহজে কমিকস পাবলিশ করতে পারবেন। আর সেই পাবলিশড কমিকস মুহূর্তে বিশ্বের যেকোন প্রান্তে অবস্থানকারী বাঙালি পাঠকের কাছে পৌঁছে যাবে। পাঠক আর আর্টিস্টদের মাঝে দূরত্ব হবে শূন্য। পাঠক তার ভাললাগা শেয়ার করতে পারবেন বন্ধুদের সাথে।



সেই ভাবনা থেকেই সৃষ্টি www.kolpobabu.com এর।



মজার ব্যাপার, এই আইডিয়া নিয়ে যখন খেলা শুরু করেছিলাম, ভাবলাম National Entrepreneur Summit 2013 “নেস” এ আরেকটি নামে আইডিয়াটা সাবমিট করে দেখি কি হয়। ৪৬০০ বিজনেস প্ল্যানের মাঝে এটি প্রথম দশ ফাইনালিস্টের মাঝে অবস্থান নেয়। অভিজ্ঞতাটি ছিল অভিভূত হওয়ার মত। শিল্পীদের জন্য কিছু করার প্রথম প্রচেষ্টায় এটি প্রচণ্ড শক্তি যোগায়।



কল্পবাবু শুধু নতুনই নয়, এটি বিশ্বে প্রথম বাংলা ডিজিটাল কমিকস প্ল্যাটফর্ম। প্রচারণা করে এই প্ল্যাটফর্মের মাহাত্ম্য বোঝানো যাবেনা তাই আমি সকল পাঠককে অনুরোধ করছি ৫ মিনিটের জন্য এই সাইটটিতে ঘুরে আসুন এবং একটি ফ্রি কমিকস পড়ে দেখুন। আমি নিশ্চিত আপনার অভিজ্ঞতা হবে অসাধারণ।



আমরা ছোটকাল থেকে ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান, গকুর নাম শুনেছি। মারভেল এবং ডিসি কমিকসের সৃষ্ট যুগান্তকারী কমিকসের উপর ভিত্তি করে তৈরি চলচিত্র দেখার জন্য মানুষের ভিড় অগ্রাহ্য করা দুস্কর। তাছাড়া চাচা চৌধুরী, বিল্লু, পিংকি- আমরা কে পড়িনি? আমি বিশ্বাস করি সেদিন বেশি দূরে নয় যখন কালজয়ী বাংলা কমিকস সৃষ্টি হবে এবং তা যুগ যুগ ধরে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

৪০৪ পাওয়া যায়নি বলেছেন: অসাধারণ উদ্যোগ! স্বপ্ন প্রথমে একজন দেখে। পরে তা ছড়িয়ে যায় আরও মানুষকে স্বাপ্নিক করে তুলতে।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
অসাধারণ উদ্যোগ!!

শুভ কামনা রইলো।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০০

২য় জীবনানন্দ বলেছেন: দুজনকেই ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.