![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আর আমার বন্ধু আমের এর লেখা কমিকবই সিরিজের ৩য় পর্ব "রাজকুমারী এলজা অক্টাভেলা ৩ঃ রণ ঝংকার, বাংলাদেশ" বেরিয়েছে। যারা বাংলা কমিকবই পড়তে পছন্দ করেন, তাদের জন্য কয়েকটি পৃষ্ঠা শেয়ার করলাম।
এই পর্বের গল্পের সারমর্ম হলো - অপরাধী জগতের মাস্টারমাইন্ড মিস্টার সিয়ার্স এর লক্ষ্যবন্দী হয়েছে আলকান্ড্রাস। আলকান্ড্রাসকে হাতের মুঠোয় আনার জন্য ভয়ংকর চালের পরিকল্পনা করেছে সে। অপহরণ করা হবে ইলানাকে। আর এই চালে যোগ দিয়েছে সাউথ আমেরিকার খুনী হিজো দেলা। এদিকে পনের বছর আগে মুক্তাহার গ্রামে ঘটে যাওয়া ঘটনার সূত্র খুঁজে পেয়েছে কমান্ডার কল্লোল ও তার নেতৃত্বাধীন বাংলাদেশ নৌবাহিনীর সশস্ত্র কমান্ডো দল। অনুসরণ করে বেড়াচ্ছে ইলানা এবং তার পুরো পরিবারকে। ইলানা কি পারবে একাধিক শক্তিশালী প্রতিপক্ষের হাত থেকে বাঁচতে? নাকি ঘাতকদের এই টানা হেঁচড়ায় চিরকালের জন্য হারাবে কাছের কোন মানুষকে? অন্যমাত্রায় অতীত কালো সাপের মত ফণা মেলে তার অপেক্ষা করে। আমরাও তীব্র উৎকণ্ঠায় ইলানার গন্তব্যের অপেক্ষায় থাকি।"
নিচে কমিকসটির অংশ বিশেষ দেয়া হলোঃ
বাকি প্রিভিউ পেজগুলো কল্পবাবু ওয়েবসাইট থেকে পড়ে নিতে পারেন। নিচে লিংক দেয়া হলো
view this link
©somewhere in net ltd.