![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পৃথিবী নিয়ে আমি ভাল আছি খুব ভালো আছি। সকল অশুদ্ধতাকে নিয়ে সুখে আছি। অশুদ্ধতাই আমার কাছে শুদ্ধতা এখন। শুধু মাঝে মাঝে শ্বেত শুভ্র একটুকরো মেঘের দিকে ভুল করে তাকাই! কিন্তু ভুল করেও আমার ভাল লাগে। আমার পৃথিবী ভুলে ভর্তি। ভুলে ভর্তি পৃথিবী নিয়ে আমার কোন আক্ষেপ নেই। শুধু অন্যেরা উকি না দিলেই হলো। তারা দেখে আমি পঙ্কিল এক পৃথিবীতে পঙ্কস্নান করছি। আমার ভাষায় যদিও তা চন্দ্রস্নান বা রৌদ্র স্নান। সেই পঙ্কিল আমাকে দেখে ভিড়মি খাওয়া মানুষদের বলছি দয়া করে আমার পৃথিবীতে আমাকে থাকতে দিন। এটা একান্তই আমার ভুবন। অশুদ্ধ আমি ভাল আছি খুব। এক টুকরো কল্পনার অংশুকে নিযে ভাল আছি খুব। শুদ্ধতা আমাকে ভাল না বাসুক আমার আপত্তি নেই। যা আছে মানে অশুদ্ধতাটুকুই নিয়ে বাচতে চাই। সব হারালে আমি বাঁচবো কি করে!
নরম্যাল একটা ক্যামেরা দিয়ে তোলা কয়েকটি ফটো। আপনাদের ভাল লাগবে কিনা জানি না। কিন্তু মানসিক প্রশান্তির জন্যেই ছবি তোলা।
আমি ও আমার বান্ধবী দীপাবলী প্রচন্ড মন খারাপ হলে যেখানে যাই সেখানের ফটো।
এগুলো আমার আগের তোলা কয়েকটি ফটো।
আর এগুলো গত রাতে তোলা। বিষন্নতা কাটানোর জন্যে তোলা।
জানি না কেমন হলো। একদম নরম্যাল একটা ক্যামেরা দিয়ে তোলা ছবি। সবাইকে শুভকামনা জানাচ্ছি।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: শিল্পকে ফুটিয়ে তোলা খুব কঠিন। আমি একদমই শখের বশে তুলি ছবি।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথম ভালো লাগা জানিয়ে গেলাম।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
শান্তা273 বলেছেন: আপনার আজাইরা ফটোগ্রাফি ভালোই হইছে।
ভালো লাগলো।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
আদিম পুরুষ বলেছেন: ২ নম্বর ছবিটা ভালো হয়েছে।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
কালো ঘোড়ার আরোহী বলেছেন: ছবির ব্যাপারে খুব বেশী কিছু বুঝি না। তবে আমার কাছে ১১ নং ছবিটা খুবই ভালো লেগেছে।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
সবুজ মহান বলেছেন: জায়গাটা কোথায় বলেনতো ব্রাদার । একবার ঘুরে আসি ।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমি ব্রাদার না।
জায়গাটা ব্রাহ্মণবাড়িয়া।
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২
সমানুপাতিক বলেছেন: বেশ ভাল লেগেছে
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
একজন আরমান বলেছেন:
শেষ দিকের ছবিগুলো অসাধারণ হয়েছে।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ আরমান ভাই।
বিরহ বাদ দিয়া কেমুন আচেন কন।
৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
আমি বন্য বলেছেন: আজাইরা!!!!
.
.
.
.
.
.
.
.
ভাই মাইন্ড খাইয়েন না , ফাজলামী করলাম
ছবি মোটামুটি ভালোই
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমিই ত কইছি আজাইরা। মাইন্ড খাওনের প্রশ্নই উঠে না।
১০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
নীল-দর্পণ বলেছেন: কোথায় যান আপনারা মন খারাপ হলে? জায়গাটা সুন্দর। প্রতঃম ছবি দেখে মনে হচ্ছে রেললাইন। মন মেজাজা খারাপ করে রেল লাইনে উঠবেন না।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম রেললাইন। এটার পাশে একটা জায়গা আছে ওখানেই যাই।
১১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
বিষন্নতা কাটানোর জন্যে তোলা ছবি দুটো আমার ভীষণ পছন্দ হয়েছে।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: এই দুটো আমারো ভাল লেগেছে।
১২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
একজন আরমান বলেছেন:
হা হা। ওইটাই বর্তমানে আমার লাইফের সব থেকে বড় একটা অংশ।
আর ওইটা বাদ দিলে খারাপ না। খাই-দাই ঘুমাই আর চাকরি খুঁজি।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আর ওইটা বাদ দিলে খারাপ না। খাই-দাই ঘুমাই আর চাকরি খুঁজি।
এটাই ভাল। এটিই শুনতে চাইছিলাম।
১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
আমিনুর রহমান বলেছেন: +++
valo hoyeche
shuvo ratri.
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ ভাইজান!
১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
ভিয়েনাস বলেছেন: বিষন্নতার ছবি গুলো ভালো লাগলো
বাই দা ওয়ে... আপনি এতো ছবি কিভাবে দিলেন আমি মাত্র কয়েকটা দিতে পারলাম বাঁকি গুলো দিতে পারলাম না
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: কেন? আমি তো একবারেই দিলাম। ছবি যেভাবে আপলোড করে সেভাবেই।
১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
আন্ধার রাত বলেছেন:
বিয়ের দাওয়াতে বিবাড়িয়া গিয়েছিলাম, অনেক ছবির মধ্যে এই ছবিও তুলেছিলাম কিন্তু মসজিদটির নাম জানিনা।
আপনার ছবিগুলি বেশ আকর্ষনীয়।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম এইটা মসজিদ রোডে।
১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
হাসান মুহিব বলেছেন: মন ভালো হয়ে গেলো
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: জেনে খুব ভাল লাগলো!
১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১
প্রিয়তমেষূ বলেছেন: আপূ খুব খুব সুন্দর , বিশেষত গাছ, মাকড়শার জাল আর হারিকেন টা।
অসাধারন++++++++
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ আপু!
১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২
একজন আরমান বলেছেন:
হা হা।
ভালোর সংজ্ঞা কি? সঠিক সংজ্ঞা কখনো দিতে পারবেন না !
কারণ সময়ের সাথে সাথে এর সংজ্ঞাও পরিবর্তিত হয় !
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম তাই।
আমাদেরও পরিবর্তন হতে হয়। সেটাই বলেছি।
১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
মাক্স বলেছেন: ছবি সুন্দর হয়েছে।
বারবার নরমাল ক্যামেরার কথা না আনলেও হত সবাইই নরম্যাল ক্যামেরা দিয়ে ছবি তুলে এবনরমাল দিয়ে ছবি তুলার কোন ওয়ে আমি জানি না
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: কি করুম ভাই?
ছবি ভাল তুলতে পারি না তাই ক্যামেরা দুষ দেই। নাচতে না জানলে উঠান বাঁকা!
২০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
সবুজ মহান বলেছেন: উহ ! সরি ! আপনি বললেন তো আপনি ও আপনার বান্ধবী দীপাবলী ঘুরতে যান তাই ভেবেছিলাম আপনি বুঝি ব্রাদার...............!!!!
যাই হোক আমার বাড়িও বি বাড়িয়া ।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আরে বাহ্! বিবাড়িয়ার কাওরে পেলাম তাইলে!
২১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২
শূন্য পথিক বলেছেন: এই গুলারে আপনি আজাইরা বললেন?
ভালো লাগা +
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ!
২২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯
অকিঞ্চনের বলেছেন: অনেকগুলো ছবি বেশ ভাল হয়েছে
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদা দাদা।
২৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪
যুবায়ের বলেছেন: চমৎকার ছবি .....
ভালোলাগা রইলো....
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।
২৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
মাক্স বলেছেন: কালকে মুবাইল থেকে দেখসিলাম। এখন ক্লিয়ারলি দেখে গেলাম।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধইন্যাপাতা।
২৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
ঘুড্ডির পাইলট বলেছেন: ছবি গুলান খুব সুন্দর হইছে রে ।
ফরিং দেইখা একটা ছবির কথা মনে পইরা গেলো।
অনেক আগে তুলছিলাম। এমন অনেক গুলা আছে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: জব্বর হইছে ভাইজান।
আমি চেষ্টা করতাছি। দোয়া রাইখ্খেন।
২৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
নিয়েল ( হিমু ) বলেছেন: ছবিগুলোতে নাম্বারিং করা থাকলে আমার কমেন্ট করতে সুবিধা হত ।
প্রথমটায় রেল লাইন দেখা যাচ্ছে ট্রেনে চড়িনা অনেক দিন হয়ে গেছে
২ থেকে ৫ পর্যন্ত কমন ছবি ।
আগের তোলা ছবি গুলোর প্রথমটা আমাকে অবাক করেছে । এরকম চাঁদের ছবি যে তোলা যায় ধারনা ছিল না ।
এর পরের টা কমন কিন্তু তার পরের টা সূর্যের আলো চোখে এসে লাগছে । মাকড়ের জাল ভয় পাই । ব্রীজের উপরের ছবিটা কি সাগরের না নদির
ফড়িংএর ছবিটা কে তুলছে ? এবং কেমনে সম্ভব এইটা ? উইড়া গেল না কেন ?
গত রাতে তোলা ছবি দুটোর প্রথম টার মর্ম বুঝিনাই
তবে ২য়টা খুব পছন্দ হৈছে কারন বই আমার পছন্দের জিনিস । কিন্তু এখানে হুমায়ূনের একটাও তো চোখে পরল না
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: এরকম চাদের ছবি আরো আছে। হলুদ এবং নীল চাঁদ এর ছবিও আছে দিবো একসময় দেখবেন।
ফড়িং এর ছবি আমিই তুলছি। বহুত কষ্ট হইছে। বিশটা ছবি তুলার পরে ফড়িংটা তুলতে পারলাম। না উড়ে যায় নি ওটার পেটে ডিম ছিল ভাল করে দেখেন দেখতে পাবেন। অবশ্য রেজুলেশন কমিয়ে দিয়েছিলাম পোস্টের আগে।
আমার কাছে হুমায়ুন আহমেদর এর যত বই আর কোন রাইটারের এত্ত বই নেই। পরের সারিটাতে তো ভর্তি উনার বই। এছাড়া পিসিতেও ভর্তি তার বই।
ওগুলো বিষন্নতা কাটাতে তুলেছিলাম। মাটির হ্যারিকেনের ভিতর মোমিবাতি ধরে।
আপনাকে ধন্যবাদ মনোযোগের জন্যে।
২৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
রাইসুল নয়ন বলেছেন: সুন্দর ।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।
২৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২
জটিল বাক্য বলেছেন: সুন্দর !!
-------------
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধইন্যাপাতা।
২৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০
আমি ইহতিব বলেছেন: ভালো হয়েছে ছবিগুলো।
২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।
৩০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আগেই দেখেছি। অনেক অনেক সুন্দর!!!
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ আপু।
৩১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
আশিক মাসুম বলেছেন: খুব ভাল লাগলো, আমি আগে দেখিনাই
আপনার ছবি উঠানুর হাত খারাপ না(অনেক অনেক ছবি উঠান তাহলে আরো ভাল হবে )।
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: থেঙ্কু।
৩২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২
আধখানা চাঁদ বলেছেন: এই রে আমারে মারছে। এক জনের মন্তব্য আরেক জন কে করে ফেললাম। আগের টা মুছে দেবেন দয়া করে।
অসাধারণ হয়েছে ছবিগুলো। +++++
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: দিছি মুইচ্ছা।
থেঙ্কু।
৩৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
শ্রাবণ জল বলেছেন: কিছু ছবি বেশ ভাল লাগল।
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।
৩৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০
বাংলাদেশী০০৭রকস বলেছেন: খুব সুন্দর ছবি।
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।
৩৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ছবি দেখে কিন্তু ক্যামেরা নরমাল বিশ্বাস ই হয় না।
ব্রাহ্মণবাড়িয়ার ছবি মানেই নিজের মধ্যে ফিরে যাওয়া।
এক্সট্রা প্লাস!!
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ব্রাহ্মণবাড়িয়ার ছবি মানেই নিজের কাছে ফিরে যাওয়া!
আসলেই আমাদের জন্মস্থান খুব সুন্দর!
ধন্যবাদ দুর্জয়।
৩৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩১
এক্সপেরিয়া বলেছেন: প্রথম পাঁচটা ছবি রেলস্টেশনের বটতলার নিচের নার্সারী থেকে তোলা ।
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: এই পুলা এমনে কয়া দিলা!
৩৭| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:১৫
এক্সপেরিয়া বলেছেন: ব্রো.., লিখাগুলা রিভিশন দিয়া ছবিগুলা আবার দেখে গেলাম....
০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথম ভালো লাগা জানালাম।
আমি শৈল্পিক দৃষ্টিতে বিচার করব না, আমি বিচার করব, আপনার জগৎকে আমাদের সাথে পরিচয় করানোর সুন্দর প্রয়াস হিসেবে।

নিঃসন্দেহে প্রয়াসটি ভালো হয়েছে।
বাই দ্যা ওয়ে, নদীর এই অঞ্চলটিতে মনে হয় আমিও ভ্রমন করেছি। বেশ কিছু ছবির স্থান পরিচিত মনে হচ্ছে।