নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মান্ধ এবং রাজাকার মুক্ত দেশ চাই...

একটা মেয়ের একটু কথা।

আজ আমি কোথাও যাবো না

আমার পৃথিবী নিয়ে আমি ভাল আছি খুব ভালো আছি। সকল অশুদ্ধতাকে নিয়ে সুখে আছি। অশুদ্ধতাই আমার কাছে শুদ্ধতা এখন। শুধু মাঝে মাঝে শ্বেত শুভ্র একটুকরো মেঘের দিকে ভুল করে তাকাই! কিন্তু ভুল করেও আমার ভাল লাগে। আমার পৃথিবী ভুলে ভর্তি। ভুলে ভর্তি পৃথিবী নিয়ে আমার কোন আক্ষেপ নেই। শুধু অন্যেরা উকি না দিলেই হলো। তারা দেখে আমি পঙ্কিল এক পৃথিবীতে পঙ্কস্নান করছি। আমার ভাষায় যদিও তা চন্দ্রস্নান বা রৌদ্র স্নান। সেই পঙ্কিল আমাকে দেখে ভিড়মি খাওয়া মানুষদের বলছি দয়া করে আমার পৃথিবীতে আমাকে থাকতে দিন। এটা একান্তই আমার ভুবন। অশুদ্ধ আমি ভাল আছি খুব। এক টুকরো কল্পনার অংশুকে নিযে ভাল আছি খুব। শুদ্ধতা আমাকে ভাল না বাসুক আমার আপত্তি নেই। যা আছে মানে অশুদ্ধতাটুকুই নিয়ে বাচতে চাই। সব হারালে আমি বাঁচবো কি করে!

আজ আমি কোথাও যাবো না › বিস্তারিত পোস্টঃ

B-)গোলাম আযমের বাড়ি ভেঙ্গে দিলো ব্রাহ্মণবাড়িয়াবাসী B-)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯





ব্রাহ্মণবাড়িয়ায় গোলাম আযমের বাড়ি জনতা পুড়িয়ে দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাটাই গ্রামে তার নানা বাড়ি এবং বীরগাও, নবীনগরে তার বাবার বাড়ি।



ঘটনার সূত্রপাত হয় ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে যাওয়া কিছু মানুষকে তারা (গোলাম আযমের আত্মীয়) বলে যে “তোরা তো মুক্তিযোদ্ধা না তোরা সন্ত্রাসী” এর পরেই গ্রামবাসীরা একত্র হয়ে গোলাম আযমের বাড়ি ভেঙ্গে, পুড়িয়ে দেয়। ঘটনায় কেউ আহত হয়েছে কিনা জানা যায় নি। কোন অজানা কারণে ঘটনাটিকে একপক্ষ গুজব বলে আখ্যায়িত করছে আবার অনেকে বলছে যে সত্যিই। তবে তার প্রতিবেশী এক মহিলা ঘটনাটিকে সত্যি বলে দাবী করছেন এবং তিনিই উপরে উল্লেখিত ঘটনার বর্ণনা দেন। আমি নিজে মহিাল সাথে কথা বলেছি। এবং একই বর্ণনা আরো অনেকে দিয়েছেন। তার পাশের গ্রামের একজনকে দিয়েও আমি খোঁজ নিয়েছি। শুক্রবার রাত এগারোটায় এটিএন নিউজেও এই সংবাদ প্রচারিত হয়েছে। কিন্তু ঠিক কি কারণে পরে তারা এই সংবাদ আর প্রচার করে নাই সেটা রহস্যাবৃত। আর শহরে এই ঘটনা নিয়ে প্রচুর কানা ঘুষা চলছে। ঘটনাটি নিঃসন্দেহে অনেক বড় একটি পদক্ষেপ।



১৯২২ সালের ৭ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণকারী গোলাম আযম প্রথমে মাদ্রাসায় লেখাপড়া করতো। ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাস্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতোকোত্তর করে। ১৯৫৪ সালে জামাতে যোগ দেয়। ১৯৬৯ থেকে ১৯৭১ পর্যন্ত পুর্ব পাকিস্তানের জামায়াত শাখার আমীর ছিলো।



১৯৭১ সালে গোলাম আযম তার দল জামায়াতকে সঙ্গে নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধীতা শুরু করে। ২৫মার্চের কালরাত্রির মাত্র ছয়দিন পরেই গোলাম আযম ঢাকা বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের বিরোধীতা করে পাকিস্তানী বাহীনির পক্ষে ভাষন দিয়ে শুরু করে মানবতা বিরোধী অপতৎপরতা এবং যুদ্ধাপরাধ। তার ভাষনে সে বলে “ভারত সশস্ত্র অনুপ্রবেশকারী প্রেরণ করে কার্যত পূর্ব পাকিস্তানিদের দেশপ্রেমকে চ্যালেঞ্জ করেছে। .....আমি বিশ্বাস করি যে, এই অনুপ্রবেশ কারীরা পূর্ব পাকিস্তানী মুসলমানদের থেকে কোন সহযোগীতা পাবে না।’

৯এপ্রিল পাকিস্তানের অখন্ডতা রক্ষার ধুয়া তুলে পাকিবহীনির সহযোগীতায় গোলাম আযমদের নেতৃত্বে ঢাকায় শান্তি বাহীনি গঠন করা হয়।



১২ এপ্রিল মিছিল শেষে গোলাম আযমের নেতৃত্বে মোনাজাতের মাধ্যমে দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত হয় তারা।



গোলাম আযম শুধু মুক্তিযুদ্ধের রাজনৈতিক ভাবে বিরোধীতাই করেনি বরং তার নেতৃত্বে আলবদর আলশামস বাহীনি গঠন করে সারা দেশে গণহত্যা, লুটপাট, ধর্ষন, আগ্নিসংযোগসহ সকল ধরনের মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়।



স্বাধীনতার আগ মুহুর্তে গোলাম আযম পাকিস্তান চলে যায় এবং পরে পূর্ব পাকিস্তান পুণরুদ্ধার কমিটি গঠন করে। যেন বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে প্রচারণা চালাতে পারে।

লন্ডনে বাংলাদেশের বিরুদ্ধে ‘সোনার বাংলা’ নামের পত্রিকা সে প্রকাশ করে অপপ্রচার চালানোর জন্যে। সৌদি রাজা ফয়সালের সাথে দেখা করে যেন বাংলাদেশকে স্বীকৃতি দেয়া না হয়।



নাগরিকত্ত বাতিল: ১৯৭৩ সালেবঙ্গবন্ধু সরকার আরো ৩৮ জনের সাথে তার নাগরিকত্ত ও বাতিল করে। বঙ্গবন্ধু হত্যার পরে জিয়াউর রহমানের আনুকূল্যে ১৯৭৮ সালে গোলাম আযম পাকিস্তানি সার্টিফিকেট নিয়ে দেশে ফিরে আসে।মায়ের অসুস্থতার কথা বলে আসে কিন্তু কোন ভিসা ছাড়াই বাংলাদেশে বাস করতে থাকে যে দেশকে স্বীকৃতি না দিতে সে সৌদি রাজার কাছে সাতবার আবেদন করেছিল। ১৯৯৪ সালে বিএনপি সরকারের সময় আদালতের রায়ে সে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করে।



বর্তমানে মানবতাবিরোধী অপরাধে তার বিচার কার্যক্রম চলছে।



আমি ছবি যোগাড় করছি। পাওয়া মাত্র আপডেট দেয়া হবে।:D



“আসিতেছে শুভদিন

প্লেইটে সবাই কাচ্চি নিন।”;)

মন্তব্য ১১২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১১২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

বোকামন বলেছেন: জামায়াত শিবির নিপাত যাক,
সোনার বাংলা মুক্তি পাক!!
যুদ্ধপরাধিদের ফাঁসি চাই,
ফাঁসি ছাড়া কথা নাই!! জয়য়য় বাংলা!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: জয় বাংলা!!

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

ইসলাম রফিকুল বলেছেন: জামাত-শিবির নিপাত যাক । গো আযমের ফাঁসি চাই , রাজাকারদের ফাঁসি চাই ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ফাঁসি, ফাঁসি, ফাসি চাই
রাজাকারের ফাঁসি চাই।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

ফরাজী নয়ন বলেছেন: 'গ' -তে গোলাম আজম,
তুই রাজাকার,তুই রাজাকার

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ফাঁসি, ফাঁসি, ফাসি চাই
রাজাকারের ফাঁসি চাই।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

রবিউল ৮১ বলেছেন: “আসিতেছে শুভদিন
প্লেইটে সবাই কাচ্চি নিন।”;)+++++++্

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ফাঁসি, ফাঁসি, ফাসি চাই
রাজাকারের ফাঁসি চাই।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জয় বাংলা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ফাঁসি, ফাঁসি, ফাসি চাই
রাজাকারের ফাঁসি চাই।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

সাদা রং- বলেছেন: এক কথা এক দাবি, রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি চাই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ফাঁসি, ফাঁসি, ফাসি চাই
রাজাকারের ফাঁসি চাই।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

শায়মা বলেছেন: রাজাকারের আস্তানা ভেঙ্গে দাও পুড়িয়ে দাও।


এই শ্লোগানের বাস্তব চিত্রায়ন!:P

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ফাঁসি, ফাঁসি, ফাসি চাই
রাজাকারের ফাঁসি চাই।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

একজন আরমান বলেছেন:
কি শুনাইলেন এইটা? :-B :-B
কাচ্চি কই? তারাতারি দেন। :#) :#)


১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

আজ আমি কোথাও যাবো না বলেছেন:

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

স্পাইসিস্পাই001 বলেছেন: রাজাকারের ফাসি চাই .....

ছাগুমুক্ত সামু চাই......

সবার চোখে বিজয়ের নেশা দেখতে পাচ্ছি......

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ফাঁসি, ফাঁসি, ফাসি চাই
রাজাকারের ফাঁসি চাই।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

একজন আরমান বলেছেন:
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গোলাম আযম ;
এইটা চেঞ্জ করে লিখে দেনঃ গো আজম। B-)) B-)) B-))

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ওক্কে!

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:

“আসিতেছে শুভদিন
প্লেইটে সবাই কাচ্চি নিন।”

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন:

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

s r jony বলেছেন: : এক কথা এক দাবি, রাজাকারের ফাঁসি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: নেন কাচ্চি।

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: মজা পাইছি, উচিৎ হইছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন:

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

ওয়াহিদ হিমেল বলেছেন: বীর বাঙালি আবার জাগো
জামাত শিবির ধইরা ওদের মুখের মধ্যে হাগো...

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ;) ;) B-) B-)

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

টুনা বলেছেন: অনেক দিন কাচ্চি খাইনা। কাচ্চি চাই.......

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন:

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

মুহাম্মদ ফয়সল বলেছেন: কাচ্চিটা বেশ মজা হইছে, আরেকটা কাঁচামরিচ দেনতো দেখি!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন:

লন।

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

বীর_যোদ্ধা বলেছেন: আহারে !!! বড় ভাল লোক ছিল :((

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

আজ আমি কোথাও যাবো না বলেছেন:

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

এসএমফারুক৮৮ বলেছেন: এক কথা এক দাবি, রাজাকারের ফাঁসি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ফাঁসি ফাঁসি ফাসি চাই
রাজাকারের ফাঁসি চাই।

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

তামজিদা সুলতানা বলেছেন: জামায়াত বিএনপি আওয়ামীলীগ বুঝিনা সব দলের রাজাকারদের ফাঁসি চাই X(

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ফাঁসি চাই।

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

ঘুড্ডির-পাইলট বলেছেন:
ওরে মিস্টি বিতরন করতে যাইতাছিরে B-) B-) B-)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আরে কাচ্চি খায়া লন আগে।

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

সাংবাদিক মানেই সাংঘাতিক বলেছেন: “আসিতেছে শুভদিন
প্লেইটে সবাই কাচ্চি নিন।”;)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন:

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

নীল ফিউজিটিভ বলেছেন: পাড়ায় পাড়ায় এদের এক ঘরে করা উচিৎ...ফতোয়া দিয়ে দিয়ে যুগে যুগে এরা অনেক নিরীহ মানুষকে সমাজ ছাড়া করেছে...আজ সময় এসেছে এদের এক ঘরে করার...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সেটাই করতে হবে।

২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

ইন্তাজ ভাই বলেছেন: :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন:

২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮

স্বপনবাজ বলেছেন: নীল ফিউজিটিভ বলেছেন: পাড়ায় পাড়ায় এদের এক ঘরে করা উচিৎ...ফতোয়া দিয়ে দিয়ে যুগে যুগে এরা অনেক নিরীহ মানুষকে সমাজ ছাড়া করেছে...আজ সময় এসেছে এদের এক ঘরে করার...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ঠিক বলেছেন।

২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

শতাব্দী রায় বলেছেন:

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন:

২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২

অপূর্ণ রায়হান বলেছেন: স্যালুট বি বাড়িয়াবাসী :) ++++++++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: স্যালুট তাদের!!!

২৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

যুবায়ের বলেছেন: রাজাকারের আস্তানা বাংলার মাটিতে হবেনা
ব্রাক্ষণবাড়িয়ার মানুষ ঠিক কাজ করছে...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কাজটি আরো আগেই করা উচিৎ ছিল।

২৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

সবুজ মহান বলেছেন: গো আজম আমার এলাকার রাজাকার । শুনেছি দেশ স্বাধীন হওয়ার পর নাকি একবার বাড়ি গিয়েছিল । সাধারণ মানুষের দৌড়ানি খেয়ে চলে এসেছিল । এরপর আর কখনো যাওয়ার সাহস হয়নি।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনি ব্রাহ্মণবাড়িয়ার ইভেন্টে ছিলেন না?

২৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

অয়োময় বলেছেন: গু আজমের বাড়ি পোড়ানো বীরদের স্যালুট

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অবশ্যই স্যালুট।

৩০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

কৈশর বলেছেন: সবই আল্লার ইচ্ছা । আল হামদুলিল্লাহ । খুশির খবর !!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আবার জিগায়!! খুশিতে আমি লম্ফ দিতাছি।

৩১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জামায়াত শিবির নিপাত যাক,
সোনার বাংলা মুক্তি পাক!!
যুদ্ধপরাধিদের ফাঁসি চাই,
ফাঁসি ছাড়া কথা নাই!! জয়য়য় বাংলা!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: জামাত শিবির রাজাকার
এই মুহুর্তে বাংলা ছাড়।

সব রাজাকার নিপাত যাক
বাংলাদেশ মুক্তি পাক।

জয়য়য়য় বাংলা!!!

৩২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

শিপন মোল্লা বলেছেন: “আসিতেছে শুভদিন
প্লেইটে সবাই কাচ্চি নিন।”;)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন:

৩৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

এস দেওয়ান বলেছেন: শুধু তাঁর বাড়ি না, গো আযমকেও পুড়িয়ে দেওয়ার দরকার । সুন্দর তথ্য বহুল পোস্টির জন্য আপনাকে ধন্যবাদ ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে।

৩৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

বাতাসের রূপকথা বলেছেন: গোলাম আজম ব্রাক্ষ্মনবাড়িয়ার কিন্তু যাদের বাড়ী পোড়ানো হলো তারা কি কোনদিন তাকে দেখেছে খুব একটা। আমার মনে হয় না।

এখন শুরু করেন খন্দকার মোশতাকের বংশধর, শেখ হাসিনার বেয়াইর বংশধর, নিজামীর বংশধর, সাকার বংশধর - এরকম জানা/অজানা অনেকের বংশধরদের বাড়ী পোড়ানোর উৎসব। এই ব্লগের লেখকের যদি বাপের যদি কোন বাড়ী থাকে তবে সেটা আর বাদ থাকার দরকার কি?

এরকম যুগান্তকারী খবরের জন্য এই লেখককে লালগালিচা সম্বর্ধনা দেওয়া উচিৎ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: গোলাম আজম ব্রাক্ষ্মনবাড়িয়ার কিন্তু যাদের বাড়ী পোড়ানো হলো তারা কি কোনদিন তাকে দেখেছে খুব একটা। আমার মনে হয় না।

কেন? না দেখলেও সেটা গুয়ার বাড়িই ছিল। আর তাদের শরীরে গুয়ার রক্তই প্রবাহমান। নাইলে তারা গুয়ার বিরধিতা করতো। যেমন করেছিল শাহরিয়ার রশীদের পরিবার।
আমার বাপের বাড়ি আছে এবং তা ব্রাহ্মণবাড়িয়াতেই। আপনাকে আমন্ত্রণ পুড়িয়ে দিয়ে যান বুকের পাটা থাকলে।

৩৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

শাকিল ১৭০৫ বলেছেন: আসিতেছে শুভদিন
প্লেইটে সবাই কাচ্চি নিন।”;)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন:

৩৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

চেয়ারম্যান০০৭ বলেছেন: jago bangali jago

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাঙ্গালী জেগেছে এবার!

৩৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

বর্ণালী পাল বলেছেন: আমারও রাজাকারের বাড়ি পুরাইতে মুঞ্চায় । আমিও পুরামু । B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপাতত মশাল লইয়া মিছিলে যাইলেই চলবো। এটা দেইখাই ছাগুরা পালানোর পথ পাচ্ছে না! B-)) B-)) B-))

৩৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

একজন আরমান বলেছেন:
@ বাতাসের রূপকথাঃ
কিরে ছাগু ল্যাঞ্জা বাইর হইয়া গেছে রে। আগুন লাগাই দিমু কিন্তু। তোর আব্বাগোর ল্যাঞ্জা কিন্তু জলতাছে।

৩৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

বাতাসের রূপকথা বলেছেন: @লেখক - আমি দেখতে পাই আপনার দৃঢ়চেতা মনোভাব নিজের বাড়ী রক্ষার জন্য। যখন আবেগের আগুন গোলাম আজমের আত্মিয়ের বাড়িতে যায় সেখান থেকে নিরপরাধ প্রতিবেশীরাও রক্ষা পায় না। আমি সেটাই বুঝাতে চেয়েছি।

আর ওসব বুকের পাটা নিয়ে কথা বলবেন না। আপনি তো ব্লগে লিখছেন। রাস্তাঘাটের গায়ের জোড় সমৃদ্ধ মানুষদের কথাবার্তা এসব। আমার ১৪ পুরুষের জায়গা হলো এই ব্রাক্ষ্মনবাড়িয়ায় কিন্তু গায়ে জোড় নেই। সবাই কেমন যেন নিজের মত করে অনেক কিছু নিয়ে যায়, গায়ে পড়ে জোড় দেখাতে চাই - কিন্তু বাড়ীতে কোন কাজে ঢুকতে গেলে গলা কাশি দিয়ে গেইটের সামনে সটান দাড়িয়ে থাকে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনি ব্রাহ্মণবাড়িয়ার? তাইতো বলি ক্যাচালকাঙ্খি কেন!!

আপনের গায়ে জোর না থাকতে পারে আমাদের আছে।

৪০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

বাতাসের রূপকথা বলেছেন: এর মধ্যে অনেক কিছু বুঝে ফেলেছেন? এই গায়ের জোর দুই মিনিটের দম্ভ। আর, বললামতো গায়ে জোড় নিয়ে আশ্বস্থ থাকে অশিক্ষতরা, শিক্ষা দেয় বুদ্ধির শক্তি। অনেক পশুর গায়ের জোড় মানুষের চেয়ে বেশী আছে - তো কি হয়েছে তাতে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: তোরে ব্লক করলাম।

৪১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

ফারমার বলেছেন: বাংগালীরা ভালুকের মত, একবার জাগলে শেষ চিহ্ন মুছে দেয়, পরাজিত পাকি সৈনিক তা দেখে যাবে!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: জেগেছে বাঙালি জেগেছে।

৪২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

একজন আরমান বলেছেন:
ইসস ওরে ব্লক করলেন কেন?
গদাম দেওয়ার জন্য আইতেছিলাম।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হে মেইন ইন বি বাড়িয়া। আর এই খানে ছাগুগুলা হয় কাডলের আঠার মতো। আমি জানি তাই ব্লক মারছি।

৪৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

একজন আরমান বলেছেন:
আইচ্ছা আমি পরবর্তী জিনিসের জন্য পদক্ষেপ নিছি।
গতকাল আমার রেফারেন্সে ৫/৭ টা ছাগু ব্যান হইছে। আর আজকে হইছে ১ টা। এইটারেও এরেস্ট করছি। এখন চালানের অপেক্ষা। B-) B-)

একটাই দাবী,
রাজাকারের ফাঁসি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: থেঙ্কু!!!

একটাই দাবী,
রাজাকারের ফাঁসি।

৪৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভাই লোক , আজকের এই আনন্দের দিনে বনফুল আপনাদের জন্য স্পেশাল মিস্টি পাঠাইছে ...


১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাহ! বড়ই সুস্বাদু!!

৪৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

শের শায়রী বলেছেন: "লাখো শহীদ ডাক পাঠালো,সব সাথীদের খবর দে,
সারা বাংলা ঘেরাও করে, রাজাকারের কবর দে "

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: লাখো শহীদ ডাক পাঠালো,সব সাথীদের খবর দে,
সারা বাংলা ঘেরাও করে, রাজাকারের কবর দে "

৪৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কাচ্চি নেয়ার অপেক্ষায়।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

আজ আমি কোথাও যাবো না বলেছেন:

৪৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৬

সবুজ মহান বলেছেন: ব্রাহ্মণবাড়িয়ার ইভেন্ট এ থাকবো কিভাবে ? আছি শাহবাগে ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: একদিন সময় করতে পারলে আসবেন। এখানে বেশ উত্তাল হয়ে উঠছে।

৪৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

শহুরে কাউয়া বলেছেন: আমারো রাজাকারের গায়ে আগুন ধরাইতে মুঞ্ছায় :P :P :P :P
আমারে গালি দিসিলাম দেইখা আমার একটা পোস্ট ব্যান করসে
তাতে কি
আমি রাজাকার আর ওদের বেজন্মা বাচ্চা গুলারে গালি দিয়া যাব
গালি দিয়া যাব

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুশীলতার আম্মুকে আব্বু!!
আমারা গালি দিয়েই যাবো!! ;) ;)

৪৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

শহুরে কাউয়া বলেছেন: লেখক বলেছেন: সুশীলতার আম্মুকে আব্বু!!
আমারা গালি দিয়েই যাবো!!

খুশীরে খুশী :#) :#) :#) :#) :#) :#)
গালি দিমুই দিমু

হাতের কাছে পাইলে জুতা দা পিডামু

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: জুতা কেন বেন্দাও আছে। সাথে আইক্কা বাঁশ, হাইহিল (খিয়াল কৈরা।) ;) ;)

৫০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

শহুরে কাউয়া বলেছেন: হাই হিল পরতাম পারি না :((
অসুবিদা নাইক্কা
আইক্কা বাঁশ নিয়া আইতাম ;)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আবার জিগায় আইক্যা বাঁশ মিছ নাই। ;)

৫১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

নিয়েল ( হিমু ) বলেছেন: এই খবরটার সত্যতা লিংক এর যে কতটা অভাব ফিল করতেছিলাম গত পরশু থেকে আপনি জানেন ?
আমাকে জানাইলেন না কেন ? X(( X(( X(( X((
আপনার এই পোষ্টটাই একমাত্র সত্যতার লিংক আমার কাছে ।

জয় বাংলা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ইভেন্ট নিয়ে বিজি ছিলাম। আর আমি তো খোঁজ নিচ্ছিলাম কনফার্ম হওয়া মাত্র পোস্ট দিলাম। আপনি এত্ত খুঁজছিলেন জানলে আপনাকে জানাতাম ভাই!
জয় বাংলা!

৫২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

গোসাই বলেছেন: সকল রাজাকারের রাজপথে ফাঁসি চাই ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সব রাজাকর নিপাত যাক
বাংলাদেশ মুক্তি পাক।

৫৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

আমিনুর রহমান বলেছেন: শুক্রবার রাত এগারোটায় এটিএন নিউজেও এই সংবাদ প্রচারিত হয়েছে। কিন্তু ঠিক কি কারণে পরে তারা এই সংবাদ আর প্রচার করে নাই সেটা রহস্যাবৃত।


বড়ই রহস্যজনক!!!

একটাই দাবী রাজাকারের ফাঁসি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আজকে সারা শহরে খবর হয়ে গেছে নিউজটার। কলেজে রাস্তায় চার দোকানে সবখানে খবর হয়ে গেছে। কত আর চাপা থাকবে!

৫৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

মাহবু১৫৪ বলেছেন: সাবাশ! মাত্র তো শুরু। সামনে আসছে সুদিন

++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: “আসিতেছে শুভদিন
প্লেইটে সবাই কাচ্চি নিন।” ;)

৫৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

মাক্স বলেছেন: ++++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ;) ;)

৫৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২

মাক্‌স বলেছেন: আসিতেছে শুভদিন
প্লেইটে সবাই কাচ্চি নিন ;)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ;) ;) B-)

৫৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

বাংলার হাসান বলেছেন: আমিনুর রহমান বলেছেন: শুক্রবার রাত এগারোটায় এটিএন নিউজেও এই সংবাদ প্রচারিত হয়েছে। কিন্তু ঠিক কি কারণে পরে তারা এই সংবাদ আর প্রচার করে নাই সেটা রহস্যাবৃত।


বড়ই রহস্যজনক!!!

একটাই দাবী রাজাকারের ফাঁসি।

স্বাধীনতা প্রজন্ম চত্বরের আন্দোলনকে সফল রুপদানের জন্য কিছু প্রস্তাব ও দাবী দাওয়া।

একজন সচেতন ব্লগার হিসেবে এই লেখায় আপনার মূল্যবান মতামত আশা করছি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: লিঙ্ক কাজ করছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.