নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মান্ধ এবং রাজাকার মুক্ত দেশ চাই...

একটা মেয়ের একটু কথা।

আজ আমি কোথাও যাবো না

আমার পৃথিবী নিয়ে আমি ভাল আছি খুব ভালো আছি। সকল অশুদ্ধতাকে নিয়ে সুখে আছি। অশুদ্ধতাই আমার কাছে শুদ্ধতা এখন। শুধু মাঝে মাঝে শ্বেত শুভ্র একটুকরো মেঘের দিকে ভুল করে তাকাই! কিন্তু ভুল করেও আমার ভাল লাগে। আমার পৃথিবী ভুলে ভর্তি। ভুলে ভর্তি পৃথিবী নিয়ে আমার কোন আক্ষেপ নেই। শুধু অন্যেরা উকি না দিলেই হলো। তারা দেখে আমি পঙ্কিল এক পৃথিবীতে পঙ্কস্নান করছি। আমার ভাষায় যদিও তা চন্দ্রস্নান বা রৌদ্র স্নান। সেই পঙ্কিল আমাকে দেখে ভিড়মি খাওয়া মানুষদের বলছি দয়া করে আমার পৃথিবীতে আমাকে থাকতে দিন। এটা একান্তই আমার ভুবন। অশুদ্ধ আমি ভাল আছি খুব। এক টুকরো কল্পনার অংশুকে নিযে ভাল আছি খুব। শুদ্ধতা আমাকে ভাল না বাসুক আমার আপত্তি নেই। যা আছে মানে অশুদ্ধতাটুকুই নিয়ে বাচতে চাই। সব হারালে আমি বাঁচবো কি করে!

আজ আমি কোথাও যাবো না › বিস্তারিত পোস্টঃ

জাতীয় বেইমান এবং জামাত

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১



শাহবাগে স্লোগান দিচ্ছে সাধারণ মানুষ ই তে ইসলামী ব্যাংক তুই রাজাকার তুই রাজাকার। গলা ফাটচ্ছে জনতা, মারা যাচ্ছে জনতা, লাইফ রিস্ক নিয়ে আন্দোলনে যাচ্ছে জনতা। তাদের দেখে জামাত শিবির পিছু হটছে। আর ওদিকে মিডিয়ায় একদিকে এই আন্দোলনের কাহীনি প্রচার হচ্ছে আরেক দিকে ইসলামি ব্যাংকের বিজ্ঞাপন প্রচার হচ্ছে। ইসলামী ব্যাংকের এমডির সাক্ষাতকার প্রচার হচ্ছে। সরকারী দল এখনও সংবিধানের ধারা নিয়ে বিজি। খালেদা ম্যাডাম চিকিচ্ছার জইন্যে সিংগাপুর। বিম্পি হরতালে প্রকাশ্য সমর্থন দিলো। আরা তারা সমাবেশ কর্মসূচীও ঘোষনা করছে। সবকিছুই আমাদের চোখের সামনে! মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি দেশপ্রেমের পরীক্ষায় পাশ করুন। আপনার পুলিশ যে কাজ পারে নাই সেই কাজ জনতা করে দেখিয়েছে। দেশপ্রেমের পরীক্ষায় আমরা শরীরের প্রতিফোঁটা রক্ত দিতে রাজী আছি। আপনি শুধূ জামাত শিবিরের সকল কার্যক্রম এবং রাজনীতি নিষিদ্ধ করুন! জাতীয় বেঈমানদের আমরা চিনে নিচ্ছি। সেই দলে যেন সরকারের কেউ না থাকে নিশ্চিত করুন!

মন্তব্য ২০ টি রেটিং +৯/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

অবলোহিত বলেছেন: ভালো বলেছেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :|

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

শিশির ভেজা বিষের শিশি বলেছেন: দেশপ্রেমের পরীক্ষায় আমরা দেহের প্রতিফোঁটা রক্ত দিতে রাজী আছি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কিন্তু জাতীয় বেঈমানরা যেন সেই রক্তের ফায়দা না নেয়।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

ঐকতান০০৮ বলেছেন: বন্ধ হোক জাশির রাজনীতি।
পোস্টে প্লাস।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: জাশির রাজনীতি বন্ধ হোক।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল বলেছেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল বললে কি হবে যদি সেই বলার কোন মুল্য না পাই!

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

বাংলার হাসান বলেছেন: মনে হয় না প্রধানমন্ত্রী এখনি তা করবে। এই ইসু নিয়ে আগামী নির্বাচনের তরী পার হবে বলেই মনে হচ্ছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সেটা হলে তাদের জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত করা হবে।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

নিয়েল ( হিমু ) বলেছেন: উপ্রে দিয়া যাওগার কথা :D :D

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :D :D

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তিনটি বিষয় নিয়ে খুবই চিন্তিত আছি,

১) রায় ঝুলে গেলো কেন এতদিন????

২) চব্বিশ ঘণ্টা পার হলেও মাহমুদুরকে ধরা/আমার দেশ বন্ধ করে দেওয়ার ব্যাবস্থা নেওয়া হচ্ছে না কেন?

৩) ধর্ম ইস্যুতে এতো বাজে অবস্থা অথচ প্রধানমন্ত্রি কি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে অবস্থা পরিষ্কার করতে পারতেন না?

আমার দেশ সবথেকে বেশী সর্বনাশ করেছে। সমকাল আর আমার দেশই আজকের সাধারণ ধর্মপ্রান মানুষকে এভাবে মারমুখী করে তুলেছে। দেশপ্রেমিকদের সাথে ধর্মান্ধদের বিরোধ নেই, তাই তৈরি করে দিয়েছে ওরা। বিষয়গুলো এক্ষনি পরিষ্কার করা জরুরী।

ইসলামি ব্যাংক বন্ধ করা সমাধান নয়, জাতীয়করন বা বাজেয়াপ্ত করে সরকারি কব্জায় নিয়ে নেওয়া দরকার জামায়াত এর অধিন সব প্রতিষ্ঠান। মানুষ নয়ত এম্নিতেও ধ্বংস করে দিবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: তিনটি বিষয় নিয়ে খুবই চিন্তিত আছি,

১) রায় ঝুলে গেলো কেন এতদিন????

২) চব্বিশ ঘণ্টা পার হলেও মাহমুদুরকে ধরা/আমার দেশ বন্ধ করে দেওয়ার ব্যাবস্থা নেওয়া হচ্ছে না কেন?

৩) ধর্ম ইস্যুতে এতো বাজে অবস্থা অথচ প্রধানমন্ত্রি কি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে অবস্থা পরিষ্কার করতে পারতেন না?


আমার পোস্টের উদ্দেশই এটা। যা বোঝার সেটা বুঝতেসি।

আর হ্যাঁ কথা হচ্ছে ইসলামি ব্যাংক নিয়ে না। এই প্রতিষ্ঠান গুলো কেন বর্জন করছে না মিডিয়া সেটার কথা।
উত্তর একটাই মানি টক্স!

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

দায়িত্ববান নাগরিক বলেছেন: জয় বাংলা ! জাতীয় পতাকা ছেড়ার প্রতিশোধ নেবই নেব ! জামাত শিবির নিপাত যাক।

প্রধানমন্ত্রীকে বলছি দেশপ্রেমের পরীক্ষায় আমাদের সাথে থাকুন। আমার দেশকে নিষিদ্ধ করুন, মাহমুদুর রহমানকে গ্রেফতার করুন, ইসলামী ব্যাংককেরাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানে পরিনত করুন।

বিজয় আসবেই, আসতেই হবে।

++++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্রধানমন্ত্রীকে বলছি দেশপ্রেমের পরীক্ষায় আমাদের সাথে থাকুন। আমার দেশকে নিষিদ্ধ করুন, মাহমুদুর রহমানকে গ্রেফতার করুন, ইসলামী ব্যাংককেরাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানে পরিনত করুন।


এটাই দাবি! সরকারে যেন কোন জাতীয় বেঈমান না আসে!

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

একজন আরমান বলেছেন:

ভাল বলেছেন।

আপনি শুধূ জামাত শিবিরের সকল কার্যক্রম এবং রাজনীতি নিষিদ্ধ করুন! জাতীয় বেঈমানদের আমরা চিনে নিচ্ছি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনি শুধূ জামাত শিবিরের সকল কার্যক্রম এবং রাজনীতি নিষিদ্ধ করুন! জাতীয় বেঈমানদের আমরা চিনে নিচ্ছি

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

অনীনদিতা বলেছেন: ভালো লাগা অফুরন্ত:)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.