নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

রাজনীতিতে হিরো আলম এর নপথ্যে কারা ?

২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

কলামটি লিখেছি তরুণ রাজনীতিবিদদের জন্য
(ব্লগে ভালো সাড়া পেয়েছি)

আমাদের তরুণরা ঠিকই প্রতিবাদ করতে জানে, তারা চায় সঠিক নেতৃত্ব ও নেতার গুণগত মান এবং মুক্ত চিন্তা এবং বাকস্বাধীনতা। ( তা গত ছাত্র আন্দোলনে প্রমাণিত)।

স্বাধীনতার ৪৮ বছরেও আমরা তা দিতে পারিনি, ক্ষমতার লোভ, রাষ্ট্র ক্ষমতাকে পৈতৃক সম্পত্তি ভাবা, বিরোধীদলকে নিঃশেষ করে দেয়ার নোংরা মানসিকতা, আর সমালোচনাকারীকে শত্রু ভাবার মাধ্যমে আমরা ক্রমশ বিপদগামী হচ্ছি...ও রাষ্ট্রকে পঙ্গু করে দিচ্ছি।

আজকে অযোগ্য অদক্ষ নেতৃত্বের কারণেই হিরো আলমের মতো মানুষ গুলোও সংসদ নির্বাচন করার দৃঢ়তা দেখায়।

আমি তাকে ছোট করছি না, তবে "বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে" এই কথায় বিশ্বাসী।

একজন এমপির কাজ কি?
কি কি করার থাকে তাও জানে না যে মানুষ
তার ক্ষমতার পরিধি বা কি কাজ করবে তাও জানে অথচ হুজুগে ভাবে নমিনেশন তুলেছে!

এ আমাদের লজ্জা জাতির লজ্জা, ঠিক মতো বাংলা ভাষায় কথা বলতে ও লিখতে জানে না সে কিভাবে এমপি হবে? এটা কি নানা বাড়ির আপদার?

যে কেউ হুট করে ডাস্টবিন থেকে উঠে এসেও রাজনীতির "র" বুঝার আগেই দেশ ও জাতিকে নেতৃত্ব দিবে?

নেতৃত্ব কি এতো সহজ? নেতা কি এতো সহজ?

নেতা মানি কি?

রাজনীতিতো সবাই করে, নেতা ক'জনে হতে পারে?

নেতা তারাই যারা অন্যকে অনুকরণ, অনুস্বরণ করেনা, নিজের কথায়, বার্তায়, চলা ফিরা, উঠা-বসায়, কাজে সব জায়গায় অন্যদের থেকে আলাদা থাকে সেই ব্যক্তি হলো নেতা।

একটি সভ্য জাতির নেতা হিরু আলাম হবার আগে হে আল্লাহ তুমি আমাদের অন্ধ করে দাও, এই আমাদের লজ্জা।

আজকের হিরো আলম তৈরির মূলহোতা নির্লজ্জ মিডিয়া গুলো। তারা তাকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করেছে।





- লেখক এম. বোরহান উদ্দিন রতন

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪০

হাবিব বলেছেন: সব ঘটনা একই নাটকের বিভিন্ন অংক মাত্র

২| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ফালতু লোকটার জন্য ব্লগ, ফেসবুকেও অনেকে সাফাই গাইছে। আমাদের এই মানসিকতা নিয়ে আমরা কোনদিন সভ্য হতে পারব না...

৩| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৮

রাজীব নুর বলেছেন: সব কিছুর পেছনে কারন আছে। কারন টা আপনারা খুজেন না।

৪| ২২ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার নেতাদের কয়জন হিরো আলমের চেয়েও যোগ্য, সৎ, অহিংস ও মানবিক গুণাবলীসম্পন্ন বলতে পারেন ?

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:০১

নিউজপ্রিন্ট বলেছেন: নিজের স্থান যখন খুব লো ক্লাস হয় তখন লো ক্লাসের লোকজনকে মানুষ ক্ষমতায় দেখতে চায়। যারা হিরু আলুম নামক নোংরা অশালীন ভিডিও নির্মাাতাকে সমর্থন করছে তারা নিজেদের পরিচয় বহন করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.