নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

একবার ক্ষমতা যাক আসল থলের বিড়াল বের হবে

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

সেন্টার ফর পলিসি ডায়ালগ এর তথ্য মতে বিগত ১০ বছরে শুধু ব্যাংকিং খাতে ২২ হাজার কোটি টাকা উধাও হয়েছে,
শেয়ার বাজারের ৫০ হাজার কোটি টাকা গায়েব
ডেসটিনি , ইউনিফে , সহ নানা অর্থ কেলেঙ্কারির সাথে যুক্ত হলো রির্জাভ চুরি, রির্জাভের সোনা তামা হয়ে যাওয়া, কয়লা চুরি, ইত্যাদি
আপনারা জানেন নির্মাণাধীন ভবণে বাঁশের কিঞ্চি ব্যবহার করে এক্সর্টা ক্রিয়েটিভিটি কিন্তু জাতি িএই সরকারে আমলেই দেখেছে, এবং
সকল ক্ষেত্রে দলীয় করণ করে দেশকে লুটেপুটে যারা খেয়েছে তাদের মুখোশ অচিরেই উম্মোচিত হবে ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: একজনের অপরাধ অন্যের ঘাড়ে দিচ্ছেন কেন?

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৫

কলাবাগান১ বলেছেন: ব্যবসায়ীরা ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকা দিয়ে পাজেরো জীপ কিনে সেখানে শুধু সরকারকে দোষ দিয়ে লাভ কি?? এবার ঋন খেলাপীর জন্য যে সব ব্যবসায়ী নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছেন তার মাঝে বিনপির বেশ কিছু প্রার্থীও আছেন.। তাদের খেলাপীর কথা বলেন না কেন? সোনা কোথায় তামা হল??? পরীক্ষাতে সেটা ভুয়া বলেই প্রমানিত..রির্জাভের টাকা তো উত্তর কোরিয়ার হ্যাকার রা নিয়ে গিয়েছে সেটা আমেরিকার এফবিআই এর রোপোর্টে ই তো এলো....কয়লা যে চুরি করেছে তাকে কি ধরা হয়নি???? আজ যদি তারেক জিয়ার মত এই সব দূর্নীতির টাকা হাসিনার বা জয়ের ব্যাংক একাউন্টে জমা হত ...তাহলে কাল ই আমি নাকে খত দিয়ে এই সরকার থেকে মন ফিরিয়ে নিতাম... তবে ঋনখেলাপীদের এবং ব্যংক চোরদের যেভাবে বিচার এর মুখামুখি করা হচ্ছে , সেই ভাবে কিছু রাঘব বোয়াল এখনও বিচার এর মুখামুখি না হওয়া চিন্তার বিষয়।

তবে এখনও এই সরকার গ্রেনেড মেরে বিরোধী দল কে নিশ্চিন্ন করার প্রয়াস নেয় নাই আর বিদেশী কোম্পানী থেকে ঘুষ খেয়ে গ্যাস ভর্তি কুপ কে পরিত্যাক্ত ঘোষনা করে লীজ দেয় নাই

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭

আবু তালেব শেখ বলেছেন: বুঝলাম

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

সাইন বোর্ড বলেছেন: এ জন্যে ক্ষমতা যাবেনা ।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এজন্যই তো ক্ষমতা না ছাড়ার জন্য ব্যবসায়ী, ব্যাংকার, রাজনীতিবিদ, সন্ত্রাসী সবাই মানা করছে...

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

প্রশ্নবোধক (?) বলেছেন: কিছুর দরকার নাই। শুধু পিলখানা ট্রাজেডির বিচার কার্যক্রম চলতে থাকুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.