নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসল ধর্ম ব্যবসায়ীদের চিনে রাখুন
২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: একজন মানুষ ভালো কাজ সারা বছর করে না, উল্টো ভালো কাজকারীদের কটূক্তি করে, জঙ্গি বলে, আবার নির্বাচন ঘনিয়ে আসলে গিরিগিটির মতো স্বাভাব পরিবর্তন কেন ?
২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫
রাজীব নুর বলেছেন: আপনার মধ্যে সমস্যা আছে।
২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১১
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: সত্য তুলে ধরছি, সারা বছর ধর্ম তাদের ভালো লাগে না, প্রগতিশীল দাবি করে, ধর্মনিরপেক্ষতা দেখায়, হঠাৎ নির্বাচন এলে রঙ বদলায়, আবার নির্বাচন হয়ে গেলে আগের রূপ ধারণ করে ।
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
যে দেশৈর জনগন যেমন আল্লাহ তাদের নেতাও দেন তেমন!
পাবলিক যেমন সারা জীভন ঘুষ খেয়ে শেষ জীবনে মসজিদ বানাইয়া আল্লাহরে বোকা বানাইয়া বেহেশতে যাবে ভাবে
ঘুষের টাকা মসজিদে দান করে নাম ফাটায় আবার সামনের লাইনে বসে
আত্মাকে না বদলে ইমাম সাবকে কিনে শর্টকাটে পারি দিতে চায়
দূর্ণীতিতে আকন্ঠ ডুবে অবৈধ পয়সায় হজে যায়- তারপর হয়ে যায় হাজীসাব! সব খানে হিপোক্রসি!
তাদের জন্য আর সৎ, সহিহ নেতা পাবেন কই ভায়া!!!!!!!!
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: জ্বি ভাই, যখন ইনু সাব ও মেনন সাহেবের কোন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে গেলে পিছনে টাঙানো ব্যানারে লিখা থাকে আলহাজ্ব হাসানুল হক ইনু তখন তাদের কর্মকান্ড ও চেতনা নিয়ে সকলের সন্দেহ তৈরি হয় ।
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬
চোরাবালি- বলেছেন: আজকের মাজার জিয়ারতের ছবিটা বাদ গেছে-
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওরে পাগলা সব স্বার্থপর । এই কি বূঝার মত ক্ষমতা আপনের হয় নাই ।বুঝেছি আপনার জ্ঞানবুদ্ধি কম তাই আপনাকে বেশি
বেশি সবুজ শাক সবজি খেতে হবে তাতে যদি আপনের কিছু জ্ঞান বুদ্ধি বাড়ে।
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭
যোখার সারনায়েভ বলেছেন: কি জানি ! কে যে কি করে বোঝা মুশকিল!!
৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮
সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: যেমন দেশের মানুষ তেমন নেতা,বলে লাভ হবে না।।
৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
পক্ষবাদী বলেছেন: আপনাদের মত লোকদের জন্যই দেশের ভাব মূর্তি নষ্ট হচ্ছে ।এগুলো ঠিক হচ্ছে না।
১০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: ধর্ম নিয়ে রাজনীতি করায় বহুত ফায়দা। বিম্পি-জামাতিদের মতো আম্লীগও সেটা বুঝতে পারছে। তাই তো এসব কাজ কারবার। যে দেশে যে ভাউ!
আপনার মধ্যে ঘাপলা আছে, এটা ২ ও ৩ নং মন্তব্যের উত্তরে স্পষ্ট! জঙ্গিদের ব্যাপারে আপনার অবস্থান কী বোঝা যাচ্ছে। এরা কি কেউ নাস্তিক? ধর্ম পালনে খুঁত ধরেন কেন?
ধর্মনিরপেক্ষতা বলতে আদতে আমরা যা বুঝি বাংলাদেশ প্রেক্ষিতে তেমন বোঝায় না, যদি বোঝাত '৭২ সালেই ধর্মকর্ম নিষিদ্ধ হয়ে যেত। যার যার ধর্ম যে যে পালন করবে, রাষ্ট্র কোন ব্যাপারে নাক গলাতে পারবে না ব্যাপারটা এমন।
১১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ এবার মদীনা সনদ চালু করবে, মনে হচ্ছে!
১২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সত্য তুলে ধরছি, সারা বছর ধর্ম তাদের ভালো লাগে না, প্রগতিশীল দাবি করে, ধর্মনিরপেক্ষতা দেখায়, হঠাৎ নির্বাচন এলে রঙ বদলায়, আবার নির্বাচন হয়ে গেলে আগের রূপ ধারণ করে ।
আচ্ছা, আপনি বলুন আগামী নির্বাচনে কারা ক্ষমতায় এলে দেশের জন্য ভালো হবে?
১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৫
প্রামানিক বলেছেন: আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৯
Taufik Alahi বলেছেন: সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ
১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৯
খাঁজা বাবা বলেছেন: রাজনীতিতে ধর্মের ব্যবহার
ভন্ডামি
যে সবসময় টুপি পরে, সে পরতেই পারে। এরা সিজনাল পীর।
১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩১
খাঁজা বাবা বলেছেন: রাজীব নূর ভাই কি রাজাকারের দলে নাম লেখালেন?
কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা
১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩
নীল আকাশ বলেছেন: ইনু সাহেব ও মেনন সাহেবের যুগ্ম ছবি টা বছরের সেরা বিনোদন!
১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮
বাংলার মেলা বলেছেন: আওয়ামী লীগের নেতাদের যদি বিশ্বাস করাতে পারেন যে দেশের মানুষ অনেক আধুনিক হয়েছে, এখন আর ধর্ম কর্ম নিয়ে অত মাতামাতি করেনা, তাহলে তো তাদের আর এত কষ্ট করতে হয়না।
১৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩
অভি চৌধুরী বলেছেন: ধর্ম নিরপেক্ষতা কি ধর্মহীনতা? ব্লগে লগইন করতে পারা মানেই কি জ্ঞানী? ফোনেটিক পদ্ধতিতে লেখা যায় বলেই কি সে লেখক?দু-পায়ে হাটা যায় বলেই কি সে মানুষ? চোখ থাকলেই কি সে অন্ধ নয়? নিম্ন ভাবনার মানুষকে কি চিন্তাশীল বলা যায়? মাথায় পতাকা বাঁধলেই কি সে দেশ প্রেমিক? মাথায় টুপি দাড়ি নেই মানেই কি সে রাজাকার নয়?
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: আপনি অধিক জ্ঞানী আপনার সাথে তর্কে জড়ানো ঠিক হবে না। তবে আপনাদের চোখে নিরপেক্ষতা মানে বর্তমান বিচিহীন সিইসির কার্যকলাপকে বুঝায় তা আপনার মন্তব্যে অনুমাণ করা গেলো, আমি নিরপেক্ষ বলতে বুঝি কোন পক্ষই না, সেকুলারিজম যে অর্থে ব্যবহার হয় সেটাকেই বুঝি। আর সবার কথা বাদ দিলাম ইনু মেননের দলের গঠনতন্ত্র টা পড়ে নেয়ার অনুরোধ করছি ।
২০| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯
কাওসার চৌধুরী বলেছেন:
কমিউনিস্টদের মাথায় টুপি দেখলে দারুণ বিনোদন পাই! ভোট আসলে সরল মনা-নরম মনা পাবলিককে ধোঁকা দিতে টুপি, হিজাব ইত্যাদি দারুণ কার্যকর। সব শেষে আল্লামা বদির ছবিটা দেখে চিত্ত বড়ই আরাম পেল।
২১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫
ফাহীম দেওয়ান বলেছেন: নিজের করা পোষ্টে লেখক নিজেই কট খাইলেন। এখানে দেয়া অধিকাংশ ছবি নির্বাচনী প্রচারনা নয়। বরং ভিন্ন ভিন্ন বছরের বিভিন্ন সময়ের ছবি একত্রিত করেছেন। তাহলে দোষ টা কোথায়। নিজেকে খুব সাচ্চা মুসমান বা ধার্মিক ভাবছেন মনে হয়। যদি তাই ভাবেন, এমন বিদ্রুপ থেকে সরে যান।
২২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: @ চাঁদগাজী বলেছেন, আওয়ামী লীগ এবার মদীনা সনদ চালু করবে, মনে হচ্ছে!
২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮
আল ইফরান বলেছেন: চাঁদগাজী বলেছেন, আওয়ামী লীগ এবার মদীনা সনদ চালু করবে, মনে হচ্ছে!
আমার মনে হচ্ছে আওয়ামী লীগ খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছে কিভাবে ধর্মকে ম্যানিপুলেট করে রাজনৈতিক স্বার্থ হাসিল করা যাবে।
২৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০
শাহরিয়ার কবীর বলেছেন: মনে হচ্ছে দেশের নেতারা হুজুর হয়ে গেছে!!!!
২৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনি কি বলতে চাচ্ছেন এগুলো নির্বাচনি ছবি? আগে সঠিক তথ্য জানুন পরে পোষ্ট করুন।
২৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
যে দেশৈর জনগন যেমন আল্লাহ তাদের নেতাও দেন তেমন!
পাবলিক যেমন সারা জীভন ঘুষ খেয়ে শেষ জীবনে মসজিদ বানাইয়া আল্লাহরে বোকা বানাইয়া বেহেশতে যাবে ভাবে
ঘুষের টাকা মসজিদে দান করে নাম ফাটায় আবার সামনের লাইনে বসে
আত্মাকে না বদলে ইমাম সাবকে কিনে শর্টকাটে পারি দিতে চায়
দূর্ণীতিতে আকন্ঠ ডুবে অবৈধ পয়সায় হজে যায়- তারপর হয়ে যায় হাজীসাব! সব খানে হিপোক্রসি!
তাদের জন্য আর সৎ, সহিহ নেতা পাবেন কই ভায়া!!!!!!!!
ব্লগার বিদ্রোহী ভৃগুর মন্তব্যটি জাস্ট কপি করলাম।
২৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১
ডঃ এম এ আলী বলেছেন: আমি যা করি অন্যরা তা করলে কেমন হয় তার কিছু ছবি এখানে দেখা গেল ।
আওয়ামী লিগ এ রকম ছবির মর্তবা অতীতে দেখেছে বলে নীজেরা এখন তা
করতেছে , মনে হয় তা বেশ জোরে সোরেই শুরু হয়েছে । তারা দেশের ধার্মিক
মানুষদের চাওয়ার সাথে নীজকে মানিয়ে নিতে সচেষ্ট হয়েছে বলেই মনে হল ।
প্রতি উপজেলায় নাকি মডেল মসজিদ হবে । সেখানে সে মডেল শুরু হবে তার
ঠেলা কিভাবে ইসলামী দলগুলি সামাল দিবে তাই ভাবার বিষয় । এবার চাঁদ গাজীর
কথামত তারা মদিনা সনদের মত কিছু প্রবর্তন করার কথা বার্তা বলা শুরু করলে
একে কিভাবে অন্যরা মোকাবিলা করবে তা দেখার পালা । তবে যারা দেশে ইসলাম
পুরাপুরি কায়েম করতে চান তাদের কাছে তো এটা ভাল লাগারই কথা, কারণ তারাতো
চান সবাই ইসলামের লেবাসধারী ধার্মিক হোক । একবার শুরু যখন হয়েছে তখন এটা
জ্যামিতিক হারে বাড়তেই থাকবে । তখন দেখা যাবে সারা বছরই তারা এই লেবাসেই
চলার চেষ্টা করবে । তাই তাদের জন্য সবক হওয়া উচিত তারা যেন সকল সময়ই
জোব্যা যাব্বা , হিজাব টুপি ব্যবহার করে!!!! আর মনে প্রাণে ধার্মিক হয় শুধু কথায়
নয় কাজে কর্মে ও আচরণে। যেভাবে তারা হুজুরদের কাছে ও মাযার টাজারে যাওয়া
শুরু করছে তাতে মনে হয় তাদের পুরামাত্রায় ধার্মিক হতে আর বেশী সময় লাগবেনা !!!
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪
সনেট কবি বলেছেন: কারো ভাল কাজে আপত্তি তুলতে নেই।