নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

এর পরও যারা বলবে আইন আদালত নিরপেক্ষ বা আইনের গতীতে চলে তারা অন্ধ জ্ঞানপাপী

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৬

এতো আইন আদালত, হাইকোর্ট সুপ্রিমকোর্ট, জজকোর্ট, বিচারপতি আইনজ্ঞ রেখে তামাশা করার কি দরকার?

এখন বাংলাদেশে একজন স্বৈরাশাসকের কথায় সব উঠে বসে,
গত ১ বছর থেকে এই প্রহসনের নির্বাচন করার জন্য খালি মাঠে গোল দেয়ার জন্য সুপরিকল্পিতভাবে আমাদের প্রতিটি জেলায় হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে একের পর এক মামলা দিয়েছে, জামিন নিলে আবারো জেলগেট থেকে গ্রেফতার করে আবারো মিথ্যা মামলায় জাড়নো হয়েছে।

৩০ ই ডিসেম্বরের আগে কাউকে জামিন দেয়া হয়নি, অথচ ৩০ তারিখ প্রহসনের নির্বাচন করে মানুষরে ভোটাধিকার হরণরের সাথে সাথে ক্ষমতা গ্রহণ করার পর দেখলাম ভিন্ন কিছু, আমাদের সব নেতাকর্মী জামিনের আবেদন করলে তা মঞ্জুর করে তাদের জামিন দেয়া হচ্ছে।

তারপরও যারা বলবে আইন আদালত নিরপেক্ষ বা আইনের গতীতে চলে, তাদের কি বলবো তা আমার জানা নেই। তবে তারা নিকৃষ্ট মানুষরূপী শয়তান,তারা চোখ থাকতে অন্ধ ।

অনেকে বলে হাসিনার সাথে রাজনীতির কৌশলে অন্যকেউ ঠিকবে না?
আরে গাঁধার বাচ্চারা হাসিনা যা করে তা কি রাজনীতি নাকি অপরাজনীতি ?

একটা ছোট উদাহরণ দিই, গত ক্রিকেট বিশ্বকাপে ভারত বাংলাদেশের সাথে বিতর্কিত ভাবে ম্যাচ জিতার পর আমরা প্রতিবাদ করেছি, আমরা তাদের চোর বলেছি, চুরি করে ম্যাচ জিতা ভারতের পক্ষে কেউ ছিলো, না।

খেলার মাঠে তুমি যখন এতোই জনপ্রিয় দাবি কর, তবে খেলে জিতো।
তাই বলে প্রতিপক্ষকে সাইড লাইনের বাহিরে রেখে নিজে রেফারি, নিজে কমিটি, নিজে খেলোয়াড় নিজে প্রতিপক্ষ সেজে ১০০ টা বিশ্বকাপ জিতা যায় সেই জিতাকে মানুষ তামাশা হিসাবে নেয়, খেলা হিসাবে গনে না |

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: ঠিক আছে। সব বুঝলাম।
তাহলে আপনি সব কিছু বাদ দিয়ে দেশকে ভালোবাসেন তো?

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: দেশকে ভালোবাসী বলেই তো দেশের মানুষের অধিকারে কথা বলি

২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৭

সাইন বোর্ড বলেছেন: এসব আর্তনাদ শুনতেও মানুষ এখন ভয় পায়, আর এটাই হলো আমাদের স্বাধীনতার সব চেয়ে বড় অর্জণ এখন ।

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: মন্তব্যটির সাথে আমিও একমত

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩

কিরমানী লিটন বলেছেন: কোথাও কেউ নেই, বলার- শুনার ....

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: সকল সচেতন মানুষ এগিয়ে আসলে আবারো দেশকে স্বৈরচার মুক্তি করতে পারবো, মতামতের জন্য ধন্যবাদ

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৪

বাংলার মেলা বলেছেন: লড়াই ছাড়া, তাজা রক্ত ছাড়া এদেশে কখনও ক্ষমতার পট পরিবর্তন হয়নি, হবেওনা। তাই ক্ষমতায় যে যেতে চাইবে, তাকে বুকের তাজা রক্ত ঢেলে দেবার মত যোগ্যতাসম্পন্ন হতে হবে। ফখরুলের মত ছাগল নিয়ে নির্বাচনের মাঠে হালচাষ জীবনেও হবেনা।

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০০

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: এক একজন নেতার আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকবে, তাই বলে জাতীয় নেতৃবৃন্দকে এইভাবে কর্টাক্ষ করা উচিত হবে না।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৮

অপ্রত্যাশিত হিমু বলেছেন: নিকৃষ্ট মানুষরূপী শয়তান,তারা চোখ থাকতে অন্ধ ।  এমন হাজারো অন্ধ আছে আমাদের দেশে।

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০১

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: আপনারা আরো দায়িত্বশীল হলে তাদের অন্ধত্ব ঘুচবে বলে মনি করি ।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০

শেখ মফিজ বলেছেন: রাজনীতি একটা খেলা । দাবা খেলার মতই জটিল । যারা পারে তারা খেলে যায় । যে পারেনা সে হুহতাশ করে । সাধারণ জনগণ শুধু দর্শক মাত্র । জনগণকে উজ্জীবিত করতে হয় । তবে সে জনগণ তার পক্ষে কথা বলবে ।
আইন সম্পকে কিছু কথার প্রচলন আছে
”যখন দু জন গরীব মানুষ আইনি লড়াই লড়ে,
তখন দু জনে ফতুর হয় ,
যখন ধনী এবং গরীব দুজনে লড়ে
তখন গরীব ফতুর হয়,
আর যখন দুজন ধনী আইনি লড়াই করে
তখন আইন নিজে ফতুর হয় ।”
ধনী এবং গরীব কথা দুটি উপমা মাত্র ।

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০২

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: রাজনীতির খেলার আর স্বৈরাচারী মনোভাব দুটো কিন্তু আলাদা বিষয়, বর্তমানে দেশে কোন রাজনীতি নেই, যা করছে তা হলো স্বৈরাচারী কর্মকান্ড, আমি এটিকে দাবা খেলা মানতে রাজি নয়, দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে ।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১

ঢাবিয়ান বলেছেন: এইসব কথা কাদের বলছেন? কে শোনার জন্য বসে আছে? যেহেতু সব কিছু এই সরকারের হাতের মুঠোয় তাই এই সব হম্বিতম্বির কোন মূল্য নাই ।বিএনপির উচিৎ এখন সরকার উৎখাতের স্বপ্ন বাদ দিয়ে দেশ সেবায় মনোযোগ দেয়া। বিএনপির সকল প্রার্থী ও নেতাকর্মীর উচিৎ রাজনীতি করা বাদ দিয়ে নিজ এলাকার সেবায় মন দেয়া ।তাহলে অহেতুক মামলা এড়াতে পারবে এবং জনগনের মন জয় করতে পারবে। জনগনের সাথে স্মপৃক্ত হতে না পারলে স্বৈরশাষক উৎখাত সহজ কোন ব্যপার নয়।

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: আপনার অনেক শব্দের সাথে আমি একমত, তবে হার মানলে তো হবে না, ভিন্ন কৌশল নিয়ে আগাতে হবে, জগদ্দল পাথরের মতো জাতি ঘাড়ে বসা এই মহাস্বৈরাচার তাড়াতে হলে আমাদের রক্ত দিতে হবে আরো অনেক ।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২১

পলাশবাবা বলেছেন: পলাশবাবা বলেছেন: “When you play with a gentleman, you play like a gentleman. But when you play with bastards, make sure you play like a bigger bastard. Otherwise, you will lose.”

― Sheikh Mujibur Rahman

কিন্তু এখনকার আওয়ামীলীগ যেটা মানে

“When you play with a gentleman, you play like a bastard. When you play with bastards, make sure you play like a bigger bastard. Otherwise, you will lose.”

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৭

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: যে যেরকম তার সাথে সেরকম আচরণের কথা আপনি বলছেন, এখন আমাদের প্রতিপক্ষ কিন্তু আওয়ামীলীগ না, আমাদের প্রধান প্রতিপক্ষ পুলিশ সহ আইনশৃঙ্খলাবাহিনীকে দাড় করিয়েছে, যখন একটি গোষ্ঠির উপর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়, তখন তা মোকাবিলা করতে সময়ের প্রয়োজন হয় । আমি আশাবাদী আমরা বিজয়ী হবো, গণতন্ত্রের বিজয় আসবেই ।

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২

নূর আলম হিরণ বলেছেন: সব মামলা গুলোই কি মিথ্যা মামলা?

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৮

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: আপনার কোন পরিচিত পুলিশ সদস্য থাকলে তাকেই জিজ্ঞেস করুন, বর্তমানে বিএনপির নেতাদের নামে ৯৯% মামলাই ভুয়া এবং প্রতিহিংসাপরায়ণমূলক

১০| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫

পলাশবাবা বলেছেন: আওয়ামী লীগ বরাবর ইংরেজিতে কাঁচা। ওরা ধরে নিয়েছে বঙ্গবন্ধু ওদের শাব্দিক অর্থেই জারজ হতে নির্দেশনা দিয়েছেন .।
যে ফলে ওরা এখন দেশের ১ নাম্বার । :D

১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৭

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: এই অবৈধ হবার আনন্দে একদিন তারা হারিয়ে যাবে ইতিহাসের অতলপরে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.